Baxarah High School

Baxarah High School

Share

Here we share Educational Video, Photos and some memory of School.

07/04/2022

বাকসাড়া উচ্চ বিদ্যালয়ে
একাদশ দ্বাদশ শ্রেণী তে
সহশিক্ষা(COEDUCATION) চালু হলো 2022 থেকে।

11/01/2022

সুদীপ্ত বিশ্বাস মহাশয় বাকসাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করলেন। ফুল দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হলো বিদ্যালয় এর পক্ষ থেকে।07/01/2022।

Photos from Baxarah High School's post 24/12/2021

Student Credit Card Awareness Programme.

24/12/2021

রাষ্ট্র বিজ্ঞান এর শিক্ষিকা আজ বাকসাড়া স্কুলে join করলেন।

17/12/2021
15/12/2021

The Reflection...... Buxarah High School.

Photos from Baxarah High School's post 27/11/2021

কোভিড সময়ে ছাত্রদের পড়াশোনা, স্কুলে উপস্থিতি, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা: বাকসাড়া উচ্চ বিদ্যালয়/ 27/11/2021

Photos from Baxarah High School's post 22/11/2021

50% ছাত্র নিয়ে কোচিং করানো যাবে এই সরকারি নির্দেশ মেনে ছাত্রদের স্কুলে না এনেও, ছাত্রদের সুবিধাজনক জায়গায়, অভিভাবক দের সম্মতি নিয়ে কোভিড প্রটোকল মেনে স্কুলের শিক্ষকদের দিয়েই তাদের পড়াশোনার ব্যবস্থা স্কুল কতৃপক্ষের তরফে করা হয়েছে কোভিড সময়ে। যে সকল সামাজিক সংগঠন এব্যাপারে আমাদের সাহায্য করেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

Photos from Baxarah High School's post 22/11/2021

কোভিড প্রটোকল মেনে ক্লাস শুরু।

Photos from Baxarah High School's post 22/11/2021

Gym in Baxarah High School

21/11/2021

বাকসাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে আগামী 22 nd নভেম্বর, 2021 থেকে 15 th December, 2021 পর্যন্ত পঞ্চম ও ষষ্ঠ শ্রেনীর 2022 শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম দেওয়া হবে এবং একই সাথে ভর্তি নেওয়া হবে। অভিভাবক / অভিভাবিকাদের অনুরোধ করা হচ্ছে, ছাত্রের আসল BIRTH CERTIFICATE দেখিয়ে ফর্ম নিয়ে যাবেন এবং আপনারা যথাযথ ভাবে ফর্ম পূরণ করে আগামী 15 th ডিসেম্বর এর মধ্যে বিদ্যালয়ের অফিসে জমা করে ভর্তির কার্যক্রম শেষ করবেন।

** N. B : প্ৰত্যেক অভিভাবক/ অভিভাবিকাদের অবশ্যই তাঁদের সন্তানের স্টুডেন্ট কোড( যেটি তাদের প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া যাবে, যা Transfer certificate নামে পরিচিত) Application Form এর নির্দিষ্ট জায়গায় লিখতে হবে।

সকল পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর নতুন ছাত্রদের বাকসাড়া বিদ্যালয় স্বাগত জানায় ও তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে স্কুল কর্তৃপক্ষ আগামীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করে।

20/11/2021

পঞ্চম ও ষষ্ঠ শ্রেনীর অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর 24/11/ 2021 মঙ্গলবার 11টা থেকে 2 টার মধ্যে জমা নেওয়া হবে । ওই দিন মিড -ডে - মিল দেওয়া হবে । অভিভাবক বা অভিভাবিকাগন এসে জমা করবেন । আরও একটি অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে।

20/11/2021

সপ্তম ও অষ্টম শ্রেনীর অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর 25.11.2021 মঙ্গলবার 11টা থেকে 2 টার মধ্যে জমা নেওয়া হবে । ওই দিন মিড -ডে - মিল দেওয়া হবে ।অভিভাবক বা অভিভাবিকাগন এসে জমা করবেন ।আরও একটি অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে।

Photos from Baxarah High School's post 16/11/2021

নবযৌবনের দল। New Normal এ শুরু হলো পুনরায় পথচলা। সকলকে চকলেট দিয়ে স্কুলে স্বাগত জানালো হলো।
16/11/2021.

14/11/2021

।।বাকসাড়া উচ্চ বিদ্যালয়।।
কোভিড সময়ে পুনরায় সরকারি নির্দেশ মেনে ক্লাস চালু হচ্ছে 16 ই নভেম্বর থেকে। প্রথমেই আমার সন্তানতুল্য ছাত্র দের স্কুলে স্বাগত জানাই। আশা করব, এই কোভিড সময়ে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে, তোমরা স্কুলে আসবে এবং ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।
1) নবম ও একাদশ শ্রেণীর ছাত্রদের সকাল 9.30 এবং দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সকাল 10.30 এর মধ্যে স্কুলে আসতে হবে।
2) নবম ও একাদশ শ্রেনীর ক্লাস চলবে সকাল 10 টা থেকে 3.30 পর্যন্ত এবং দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে 11টা থেকে 4.30 পর্যন্ত। শনিবার ও Full day School হবে মনে রাখতে হবে।
3) এই দীর্ঘ সময়ে তোমাদেরকে মাস্ক পরে থাকতে হবে, এই কারণে সঙ্গে দুটি মাস্ক থাকলে ভালো হয়। বিষয়টি কষ্টের কিন্তু ভবিষ্যতে সুস্থ থাকার কথা ভেবে মেনে চলতে হবে।
4) প্রত্যেকের কাছে একটি স্যানিটাইজার রাখবে। মাঝে মাঝে হাত স্যানিটাইজ করে নেবে।
5) সকলে নিজের টিফিন ও জলের বোতল সঙ্গে করে আনবে কিন্তু এই সময়ে কারো সাথে ভাগ করে খাবে না। বিষয়টির মধ্যে স্বার্থপরতা আছে মনে হলেও, বর্তমান সময়ে এটি খুব জরুরি।
6) যতটা সম্ভব পারস্পরিক দূরত্ব বজায় রাখবে।
7) স্কুলের মধ্যে কোনো জায়গায় থুতু ফেলা চলবে না।
8) স্কুলে এসে নির্দিষ্ট রুমে চলে যাবে, এদিক ওদিক ঘোরা যাবে না। শ্রেণীকক্ষেই জাতীয় সঙ্গীত গাওয়া হবে।
9) আপাতত শারীরিক কোনো খেলা টিফিন সময়ে করা যাবে না। মেমোরি গেম, অন্ত্যাক্ষরী ইত্যাদি খেলার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে হবে।
অনেক নিষেধ এর বেড়াজাল এর কথা বললাম কিন্তু কোভিড কে হারিয়ে Normal Life এ ফিরতে হলে, এই কঠিন জিনিসগুলি কে কিছু দিনের জন্য মেনে চলতে হবে। তবে ই আমরা নতুন সূর্যোদয় এর সাক্ষী হতে পারবে এবং সেটা আমাদের পারতেই হবে। We Shall overcome some day.
Naba kumar Ghoshal ( TIC) / 14/11/2021.
Baxarah High school

Photos from Baxarah High School's post 13/11/2021

16 ই নভেম্বর , 2021 এর আগে। স্কুল আবার কলতানে মুখরিত হবে।

Photos from Baxarah High School's post 01/11/2021

কোভিড সময়ে School Reopen এর আগে, আরও একবার Sanitize করা হল। আমাদের প্রাক্তন ছাত্ররা নিজেদের স্কুলকে ভালোবেসে সকলকে ভালো রাখার জন্য যে কাজটি করল, তাতে শুধু স্কুলের প্রতি দায়বদ্ধতাই প্রকাশ পেল এমনটি নয়, তারা যে সমাজের এক একজন দায়বদ্ধ নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে পেরেছে, তার প্রমাণ রেখে গেল। আমরা গর্বিত।।
01/11/2021

23/10/2021

Class 6,7এর সকল ছাত্রের অভিভাবকদের হাতে October মাসের মিড ডে মিল ও Activity Task 27th October তুলে দেওয়া হবে।
সময়-- সকাল 11 টা থেকে দুপুর 2 টা।

Want your school to be the top-listed School/college?

Telephone

Website

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00