03/06/2024
'গঙ্গাজলে গঙ্গা পুজো' করার মতোই আমরা তাঁর সৃষ্টি দিয়েই তাঁকে স্মরণ করেছি। রবীন্দ্র জন্মমাস উপলক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন আয়োজিত "কবি প্রণাম" অনুষ্ঠানে তাই শিঞ্জিনী-র বিশেষ নিবেদন "বিশ্ব সাথে যোগে যেথায়"।
নৃত্য পরিচালনায়: শ্রীমতী মধুশ্রী ঘোষাল ও শ্রীমতী দেবশ্রী চক্রবর্ত্তী ।
রথীন্দ্র মঞ্চ, জোড়াসাঁকো।
১৭ই মে ২০২৪।
25/05/2024
রবির আলোয় বাঙালির বসন্ত উদযাপন হলেও আমাদের প্রেম, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম-ও বসন্তকে তাঁর বিভিন্ন গান ও কবিতায় স্থান দিয়েছেন।এই বছর বসন্ত উদযাপন উপলক্ষ্যে কলকাতা দূরদর্শন আয়োজিত "আমার বসন্ত এসো" নামক শীর্ষক অনুষ্ঠানে শিঞ্জিনী-র চতুর্থ উপস্থাপনা ছিল কাজী নজরুল ইসলামের লেখা "দোলা লাগিল" গানের নাচের মাধ্যমে। বসন্তের দখিন হাওয়া সত্যিই যেন তখন সকলের মনের রূদ্ধ দ্বার উন্মুক্ত করে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছিল।
নৃত্য পরিচালনায়: শ্রীমতী মধুশ্রী ঘোষাল।ধন্যবাদ জানাই শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী- কে যাঁর নিরন্তর সহায়তা ও অনুপ্রেরণা শিঞ্জিনী-র চলার পথের অমূল্য পাথেয়।
14/05/2024
নমস্কার 🙏🏻
রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন-এর উদ্যোগে আগামী ১৭ই মে ২০২৪ বিকেল ৫:৩০ টায় রথীন্দ্র মঞ্চে আয়োজিত 'কবি প্রণাম' অনুষ্ঠানে শিঞ্জিনী-র বিশেষ নিবেদন "বিশ্ব সাথে যোগে"। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি।
29/04/2024
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে নৃত্যের দেবতা নটরাজ- এর উদ্দেশ্য শিঞ্জিনী-র নৃত্যার্ঘ্য।
An offering to The Lord of Dance Nataraja through dance on International Dance Day from Shinjini - Institution of Bharatnatyam & Creative Dance
Send a message to learn more
24/04/2024
https://youtu.be/d93QoW_SFNg?si=6DW1rkPLO97JKoNb
Thodayam || Bharatanatyam || Shinjini - Institute of Bharatanatyam & Creative Dance
is one of the first dance items taught to students of Bharatanatyam, a classical dance of India. It is an invocatory item that is significant and e...
20/04/2024
দূরদর্শন কেন্দ্র, কলকাতা আয়োজিত "আমার বসন্ত এসো" নামক শীর্ষক অনুষ্ঠানের শিঞ্জিনির তৃতীয় উপস্থাপনা ছিল ঋতু উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, রাস হল শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস।‘চীরহরণ’-এর পর গোপীদের সঙ্গে তাঁর এই লীলা। এই রাসলীলার মধ্যে দিয়েই গোপিনিগণ বুঝেছিলেন ঈশ্বর কারোর একার নন- তিনি সকলের।তাই এক কৃষ্ণ বহু হয়ে গোপীদের সঙ্গে রাসলীলা করলেন।একইভাবে দোল উৎসবও হল প্রাণের উৎসব, মনের উৎসব, ভালবাসার উৎসব।ফাল্গুনী পূর্ণিমা দিনই বৃন্দাবনে ব্রজেশ্বর গুলাল নিয়ে শ্রীমতী ও অন্যান্য ব্রজগোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। তারাও রঙের পাত্র উপুড় করে দিয়েছিলেন শ্যামসুন্দরের গায়ে।শ্যাম-দুলালীর এই বসন্তলীলাই রূপ বদলে হোলি খেলা বা দোলের রূপ নিয়েছে।
নৃত্য পরিচালনায়: শ্রী কৌশিক চক্রবর্তী ও শ্রীমতী মধুশ্রী ঘোষাল।
ধন্যবাদ জানাই শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী- কে যাঁর নিরন্তর সহায়তা ও অনুপ্রেরণা শিঞ্জিনির চলার পথের অমূল্য পাথেয়।
15/04/2024
দূরদর্শন কেন্দ্র, কলকাতা আয়োজিত "আমার বসন্ত এসো" নামক শীর্ষক অনুষ্ঠানের শিঞ্জিনির দ্বিতীয় উপস্থাপনা ছিল কানু আর রাই-এর প্রেমলীলা। শ্রীকৃষ্ণ হলেন সচ্চিদানন্দ - এর প্রতিমূর্তি আর শ্রীমতী রাধারানী হলেন তাঁরই হ্লাদিনী শক্তি। কৃষ্ণনাম শ্রবণে ও কৃষ্ণের রূপদর্শনে রাধার পূর্বরাগ জাগ্রত হয়।যদিও আয়ান বধূ শ্রীরাধার সাথে কৃষ্ণের এই প্রেম অসামাজিক ও পরকীয়া। কিন্তু রাধার ঐশ্বরিক-নিঃস্বার্থ প্রেম সমাজ সংসারের সকল বাধাবিঘ্ন তুচ্ছ করে প্রতি রজনীতে প্রেমাস্পদের সকরুণ বাঁশির ডাকে সাড়া দিয়ে উপবনে তাঁর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্য অভিসারে গমন করে। কানুর সাথে সেই মিলন অনন্ত হয়ে ধরা দেয় শ্রী রাধিকার জগতে।
সমগ্র অনুষ্ঠানের নৃত্য পরিচালনায়: শ্রী কৌশিক চক্রবর্তী ও শ্রীমতী মধুশ্রী ঘোষাল।
ধন্যবাদ জানাই শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী- কে যাঁর নিরন্তর সহায়তা ও অনুপ্রেরণা শিঞ্জিনির চলার পথের অমূল্য পাথেয়।
12/04/2024
প্রকৃতিতে আগুনঝরা পলাশ ফুল জানান দিয়ে যায় বসন্তের আগমনের। ঋতুরাজের আগমনে শুধু প্রকৃতিতে নয় আবহমানকাল ধরে আমাদের হৃদয়ও রঙিন হয়ে ওঠে। কবিগুরুর ভাষায় ‘অলক্ষ্য রঙে’র ছোঁয়ায় অকারণের সুখে’ ভরে ওঠে মানুষের মন। এই বছর বসন্ত উদযাপন উপলক্ষে কলকাতা দূরদর্শন আয়োজিত "আমার বসন্ত এসো" নামক শীর্ষক অনুষ্ঠানের সূচনা হয়েছিল শিঞ্জিনি-র ছাত্রীদের "ওরে ভাই ফাগুন লেগেছে" গানের নাচের মাধ্যমে। শিমুল, পলাশের রং যেন বাস্তবিকই সকলের মন তখন রাঙিয়ে তুলেছিল।
নৃত্য পরিচালনায়: শ্রীমতী মধুশ্রী ঘোষাল।
ধন্যবাদ জানাই শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী- কে যাঁর নিরন্তর সহায়তা ও অনুপ্রেরণা শিঞ্জিনির চলার পথের অমূল্য পাথেয়।
16/03/2024
🌼🏵"Amar Basanta Eso"🏵🌼
A Doordarshan Kendra Production,
will be telecasted on 25th March, 7am onwards on
Students of Shinjini - Institution of Bharatnatyam & Creative Dance are performing on this Prestigious programme.
Thank you Debasree Chakrabarty for your support.
24/01/2024
A clip from the Friday batch dance class of Shinjini - Institution of Bharatnatyam & Creative Dance
Send a message to learn more
13/01/2024
Shinjini students at Girish Mancha, Kolkata Programme- Sarod Alekhya
Picture courtesy- Smt. Anudeepa Majumder
07/01/2024
https://youtu.be/7RUULj7g3Nw?si=5qUI4TsQwVBImgC9
Taba Achintya || তব অচিন্ত্য || Madhusree Ghosal - Shinjini || Mahalaya Song || Dance Cover
Tabo Achintya is a part of Mahishasuramarddini - a special morning radio program broadcast by Aakashvani, since 1932 till date. The program has been broadcas...
25/12/2023
Had a wonderful show at Shalboni on 23rd December 2023. Thank you so much susmita ghosal and Mr. Soumyo for giving us such a good opportunity.
08/12/2023
You showed us the path of inclusion of various art forms in dance.
You have taught us how to work in collaboration with various artist.
You showed the world how to live life king size.
You have introduced the art of Indian Dance to the world.
You will be always the living Nataraja of dance.
We convey our humble Pranam to the Pioneer of Indian Contemporary Dance
Padma Vibhushan Sri Uday Shankar. 🙏🙏
HAPPY BIRTHDAY TO YOU.
06/11/2023
Our student Aindri Hazra got selected for the solo performance at Stars Of Tomorrow 2023, organized by West Bengal Dance Group Federation . She is going to perform at Shishir Mancha on 8th November, 5.30pm onwards. We wish her good luck.
30/09/2023
An Interactive Session with the living legend
🙏 Padma Bhushan Dr. Padma Subramanyam🙏
on Natyasashtra and National Unity.
Thank you so much Roshmi Bandyopadhyay and her Bharata Nritya School of Dance for organising such a great session.
Me along with my three senior students Aindri Hazra Chaiti Dutta Das and Tanusree Chakraborty of Shinjini - Institution of Bharatnatyam & Creative Dance are feeling blessed that we could touch her feet today. We are enriched by your presence and speech today.
Thank you Dr. Gayatri Kannan ma'am for the mesmerizing presentation today.
18/09/2023
Shinjini er kichu rongin, jholmole projapotir majhe amra ( Madhusree Ghosal n Debasree Chakraborty ) 2 Jon. Oder abdarei ai ayojon. Mukhe sobar aakritim hasi dekhei bojha jacche koto ta anando sobai koreche. Ai aakritim bhalobasa, anando kora, pran khola hasi, sukh- dukho bhag kora -amra pari upobhog korte. Ja boroi amulya ai duniyay.
Anek anek ador r bhalobasa toder sobai k.
15/09/2023
নাটক - দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
নাট্য নির্দেশক - শ্রী শিবাশিস মুখোপাধ্যায়
নৃত্য নির্দেশিকা - শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী .
Our students of Shinjini - Institution of Bharatnatyam & Creative Dance performed at Girish Mancha in the dance section(নাটক এর নাচ) of the group theatre "Devdas", written by Saratchandra Chattopadhyay . This drama was directed by the famous poetry and theatre person Sri Sibashis Mukhopadhyay. The show was organised by Bikash Bhavan Education Directorate Cultural Unit.
Light design by - Sri Uttiyo Jana
08/09/2023
Beginners batch , Janmashtami celebration at Shinjini - Institution of Bharatnatyam & Creative Dance