Ashadeep Publication

Ashadeep Publication

Comments

পথহারা।
সুগত খাসনবিশ।
৭/০৫/২০২২

চলতে চলতে এগিয়েছি অনেকটা পথ,
যখন বেরিয়েছিলাম হাসনুহানা ফুলগুলো হাতছানি দিয়ে ডাকলো,
আমি সে ডাক না শুনেই বেরিয়ে পড়েছি,
শুধু বৃষ্টিতে ভিজবো বলে!
ফিরতে চাইলেই কি আর ফেরা যায় হাজার বছর আগে?
ফেলে আসা দিনগুলোর কিছু কাঁটা স্মৃতিগুলোর অন্তরায়,
বারবার চোখে আঙুল দিয়ে মনে করায়, পাতা ঝরার সময় ঝরবেই!
গাছ একদিন নিষ্পত্র হবে, স্মৃতি হবে ধূসর,
পথে বেরিয়ে চলতে চলতে ফিরে আসা যায় না!
রাতভোর হাঁটতে হাঁটতে দিনের দেখা পেলে...
রাতের আঁধারে কে আর ফিরতে চায় বলো!
হৃদয়ে রয়েছ গোপনে : অমিত্রসূদন ভট্টাচার্য
[ আশাদীপ, কলকাতা, ২০২২, পৃষ্ঠা ৩৬০, ৫০০/-, বইমেলায় ৫০৩ নম্বর স্টল। ]
এই উপন্যাস, পুরাতন শান্তিনিকেতন আশ্রমের পটভূমিতে প্রৌঢ়-কবির পরিণত প্রেমের সাতটি মধুর বসন্ত-যাপনের হৃদয়স্পর্শী এক প্রকৃত কবিকাহিনি। কে সেই গোপনচারিণী? তিনি, সদ্য কিশোরী এক প্রাণোচ্ছলা! অসমবয়সী রাণু ও ভানুর যৌথ সময় যাপনের এমন একটি অথেনটিক ভাষ্য, একজন রবীন্দ্র-বিশেষজ্ঞের পক্ষেই লেখা সম্ভব।
রবীন্দ্রসংগীতের অন্তরমহল : অরুণকুমার বসু
----------------------------------------------------------------
নিজের লেখা প্রবন্ধগুলিকে গ্রন্থবদ্ধ করা বিষয়ে তিনি ছিলেন চিরউদাসীন। অথচ, সেই তিনিই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালীন অন্য অনেক লেখকের গ্রন্থ-প্রকাশে অতিসক্রিয় না হয়ে উঠলে, তা গ্রন্থাকারে আদৌ কোনো দিন প্রকাশিত হ'ত কী না; সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ ছিল!
রবীন্দ্রনাথ বিষয়ক প্রায় শ'দুয়েক প্রবন্ধ তিনি লিখেছেন। তার অর্ধেক পরিমাণ, অর্থাৎ প্রায় শতাধিক প্রবন্ধই রবীন্দ্রসংগীত বিষয়ক। সংগীত ছিল তাঁর প্রাণ। ভাস্কর বসু ছদ্মনামে লিখেছেন অসংখ্য গীতিকবিতা। খ্যাতিমান শিল্পীদের কণ্ঠে শোনা গেছে, তাঁর সেই গান।
এতাবৎ তাঁর লেখা মোট ছয়টি রবীন্দ্রসংগীত বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সদ্য প্রকাশিত গ্রন্থটি ধরলে, সেই সংখ্যা সাত। একই বিষয়ে অষ্টম গ্রন্থটিও যন্ত্রস্থ। অচিরেই তা প্রকাশিত হবে। গ্রন্থাকারে অপ্রকাশিত রবীন্দ্রসংগীত বিষয়ক আরও অনেক প্রবন্ধই একে একে গ্রন্থবদ্ধ হয়ে প্রকাশের অপেক্ষায়।
আমরা, প্রয়াত অধ্যাপক অরুণকুমার বসুর দুই অধম ছাত্র; আমি এবং অধ্যাপক বরেন্দু মণ্ডল বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা, স্যারের লেখা রবীন্দ্রসংগীত বিষয়ক প্রবন্ধগুলিকে বিষয়ভাবনা অনুযায়ী সাজিয়ে, গ্রন্থবদ্ধ করে তুলেছি মাত্র। নইলে, সেই গুরুত্বপূর্ণ লেখাগুলি সাময়িকপত্রের পৃষ্ঠাতেই থেকে যেতো এবং সাধারণের কাছে, ক্রমশ তা দুর্লভ হয়ে উঠতো। প্রুফ সংশোধন এবং নির্ঘন্ট নির্মাণ ছাড়া আমরা আর কিছুই করি নি। স্যারের লেখা সম্পাদনা করার ধৃষ্টতা বা কোনও যোগ্যতাই আমাদের নেই! লেখকের প্রয়াণের পর, গ্রন্থ প্রকাশিত হলে, তার গ্রন্থনা ও সম্পাদনার দায়িত্ব কাউকে নিতেই হয়। আমরা, সেই কাজটিই করেছি মাত্র। প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ কথামুখ (ভূমিকা) লিখে দিয়েছেন অধ্যাপক বিশ্বনাথ রায়।
রবীন্দ্রসংগীত-প্রেমীদের জন্য, এমন একটি গ্রন্থের গুরুত্ব উপলব্ধি করে, গ্রন্থপ্রকাশে আগ্রহী হয়েছেন আশাদীপ-এর কর্ণধার শ্রী অনিরুদ্ধ মণ্ডল।
গ্রন্থটি পাওয়া যাচ্ছে কলকাতা বইমেলার আশাদীপের ৫০৩ নম্বর স্টলে। এছাড়াও রমানাথ মজুমদার স্ট্রিটের আশাদীপ-এর বিপণি এবং দে'জ-এ।

সংক্ষেপে, গ্রন্থ-সম্বন্ধে:
------------------------------
অরুণকুমার বসুর রবীন্দ্রসংগীত বিষয়ে প্রাজ্ঞতা সম্পর্কে আচার্য জগদীশ ভট্টাচার্য বলেছেন-- 'রবীন্দ্রসংগীতের রহস্য নিকেতনে সে আমার চোখের আলো।' সংগীত ও কবিতাই ছিল রবীন্দ্রনাথের আত্মপ্রকাশের শ্রেষ্ঠতম মাধ্যম। রবীন্দ্রসংগীতের কথা ও সুর যেন বাগর্থের মত, পরস্পর সম্পৃক্ত। রবীন্দ্রসংগীতের অন্তরমহলের নানা শাখা-প্রশাখায় অনুসন্ধিৎসু পদচারণা করেছেন আমৃত্যু রবীন্দ্রচর্চাকারী খ্যাতনামা এই অধ্যাপক।
বক্ষ্যমাণ গ্রন্থে-- ঠাকুরবাড়ির সাংগীতিক ঐতিহ্য, রবি ঠাকুরের গানের উৎসমূল সন্ধান, ভিনদেশী সুর মূর্ছনার আত্তীকরণ, সংগীত সৃষ্টির নেপথ্য সন্ধানে রুদ্ধদ্বার ও মুক্তাঙ্গনের কৌতূহলী রবি-মানসের খোঁজ রয়েছে একাধিক প্রবন্ধে। সেই নির্জন দুপুরের গান, ঋতু রঙ্গশালার বৈচিত্র্য সন্ধান যেমন করেছেন সংগীত-গবেষক-- তেমনি ব্রহ্মসংগীত, গীতাঞ্জলির অধ্যাত্মপর্বের সাংগীতিক তত্ত্বালোচনা, কবিতা ও গানের জোড়াসাঁকো নির্মাণ প্রসঙ্গও বিশ্লেষিত হয়েছে। কীর্তনের নানা শাখা-প্রশাখা, তরজা, সারি, ভাটিয়ালি প্রভৃতি লোক সুর-সুরান্তর এবং বাউলের সুর।
কালান্তরে, রবীন্দ্রসংগীতের অর্থপূর্ণ গায়ন উপস্থাপনার নানা ত্রুটি বিচ্যুতির সংশোধনার্থ সমালোচনা, স্বরলিপির পাঠান্তর সংক্রান্ত নানা জিজ্ঞাসা, রবীন্দ্র-কবিতায় উত্তররৈবিক সুরকারদের সুরযোজনা এবং যন্ত্রানুষঙ্গের অপব্যবহার বিষয়েও অধ্যাপক অরুণকুমার বসুর সুচিন্তিত বিদগ্ধ মতামত আবহমানকালের রবীন্দ্রসংগীত-প্রেমীদের সমৃদ্ধতর করে তুলবে বলেই আমাদের বিশ্বাস।

|| রবীন্দ্রসংগীতের অন্তরমহল ||
---অরুণকুমার বসু

গ্রন্থনা ও সম্পাদনা : শুভাশিস মণ্ডল বরেন্দু মণ্ডল

কথামুখ (ভূমিকা) : অধ্যাপক বিশ্বনাথ রায়
প্রথম প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২
৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা
পৃষ্ঠা : ২৯৬
৪০০ টাকা
প্রকাশক : আশাদীপ প্রকাশনী
✆ 9830281981
১০/২-বি, রমানাথ মজুমদার স্ট্রিট
কলকাতা - ৭০০ ০০৯

[ কলকাতা বইমেলা স্টল নং - ৫০৩ ]
বেদগর্ভা কঙ্কালী ---ড. বুদ্ধদেব আচার্য

শাক্তপীঠ কঙ্কালীতলা ---অধ্যাপক ড. বিশ্বনাথ রায়

৫১-পীঠের অন্যতম বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের সন্নিকটে, কঙ্কালীতলা মহাপীঠের অথেনটিক গবেষণাধর্মী ইতিবৃত্ত। পুরাকাল থেকে বর্তমান পর্যন্ত কঙ্কালীতলার নানান অজানা কাহিনি দুই বিশিষ্ট লেখকের কলমে পাঠকের জ্ঞাতার্থে পরিবেশিত হয়েছে।

প্রকাশকঃ আশাদীপ প্রকাশনী
১০/২ বি রমানাথ মজুমদার স্ট্রিট,
কলকাতা - ৭০০০০৯
মুদ্রিত মূল্য- ১৫০/-

পাওয়া যাবে প্রকাশকের দপ্তরে, দে'জ এবং ধ্যানবিন্দুর কাউন্টারে।
আজ, ১৪ মার্চ, ২০২১ 'এইসময়' পত্রিকায় বইচই বিভাগে প্রকাশিত...
অষ্টাদশ পর্ব মহাভারত পড়ে শেষ করতে পারার ধৈর্য এই একবিংশ শতাব্দীতে আর ক'জনেরই বা আছে? শতবর্ষ আগেও ছিল না!
স্বয়ং রবীন্দ্রনাথের উদ্যোগে এবং নির্দেশে সুবিশাল মহাকাব্য মহাভারতের মূল কাহিনিটি মেদহীন করে উপন্যাসের মতো ঝরঝরে গদ্যভাষায় পুনর্নির্মাণ করেছিলেন প্রিয় ভ্রাতুষ্পুত্র, সেন্ট জেভিয়ার্সের গ্রাজুয়েট সুরেন্দ্রনাথ ঠাকুর। পিতৃব্য রবীন্দ্রনাথের মুখ্য উদ্দেশ্য ছিল, আশ্রম বিদ্যালয়সহ আরও অন্যান্য বিদ্যালয়ের ছাত্রদের পাঠ্য-উপযোগী মহাভারতেরকথা ও কাহিনির সঙ্গে পরিচয় সাধন। সংক্ষিপ্তাকারে গদ্যভাষায় মহাভারতের মূল আখ্যান ১৯০৬-এ প্রকাশিত হলে, সেকালের ছোট থেকে বড়ো সকলেই ছিলেন তার কৌতূহলী পাঠক। পরবর্তীতে সুরেন্দ্রনাথের এই রচনায় কলম চালিয়ে আরও সংক্ষিপ্ত রূপে পরিমার্জন করে 'কুরুপাণ্ডব' শীর্ষনামে ছাত্রপাঠ্য মহাভারতকথা প্রকাশ করেন রবীন্দ্রনাথ।
শতাধিক বছর পরে, সুরেন্দ্রনাথ বিরচিত সেই দুষ্প্রাপ্য মহাভারত নতুনরূপে একালের পাঠকের কাছে যোগ্য সম্পাদনায় উপস্থাপিত করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং বিশ্বনাথ রায়। মহাভারত ছাড়াও পাঠকের অতিরিক্ত পাওনা দুজনের দুটি মূল্যবান সম্পাদকীয় ও দুষ্প্রাপ্য কিছু ছবি। আধুনিক যুগের উপযোগী সুরেন্দ্র-মহাভারতের ৪৯৬-পৃষ্ঠার এই সংক্ষিপ্ত-আখ্যান সংস্করণ তাই দ্বিতীয় রহিত।

সুরেন্দ্রনাথ ঠাকুর সংকলিত ও বিরচিত মহাভারত (গদ্যভাষায় মূল আখ্যান)

সম্পাদনাঃ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ও বিশ্বনাথ রায়

আশাদীপ। ১০/২ বি, রমানাথ মজুমদার স্ট্রিট। কলকাতা - ৯ ।। ৫০০/-
আজ, ১৪ মার্চ, ২০২১ 'এইসময়' পত্রিকায় বইচই বিভাগে প্রকাশিত...
অষ্টাদশ পর্ব মহাভারত পড়ে শেষ করতে পারার ধৈর্য এই একবিংশ শতাব্দীতে আর ক'জনেরই বা আছে? শতবর্ষ আগেও ছিল না!
স্বয়ং রবীন্দ্রনাথের উদ্যোগে এবং নির্দেশে সুবিশাল মহাকাব্য মহাভারতের মূল কাহিনিটি মেদহীন করে উপন্যাসের মতো ঝরঝরে গদ্যভাষায় পুনর্নির্মাণ করেছিলেন প্রিয় ভ্রাতুষ্পুত্র, সেন্ট জেভিয়ার্সের গ্রাজুয়েট সুরেন্দ্রনাথ ঠাকুর। পিতৃব্য রবীন্দ্রনাথের মুখ্য উদ্দেশ্য ছিল, আশ্রম বিদ্যালয়সহ আরও অন্যান্য বিদ্যালয়ের ছাত্রদের পাঠ্য-উপযোগী মহাভারতেরকথা ও কাহিনির সঙ্গে পরিচয় সাধন। সংক্ষিপ্তাকারে গদ্যভাষায় মহাভারতের মূল আখ্যান ১৯০৬-এ প্রকাশিত হলে, সেকালের ছোট থেকে বড়ো সকলেই ছিলেন তার কৌতূহলী পাঠক। পরবর্তীতে সুরেন্দ্রনাথের এই রচনায় কলম চালিয়ে আরও সংক্ষিপ্ত রূপে পরিমার্জন করে 'কুরুপাণ্ডব' শীর্ষনামে ছাত্রপাঠ্য মহাভারতকথা প্রকাশ করেন রবীন্দ্রনাথ।
শতাধিক বছর পরে, সুরেন্দ্রনাথ বিরচিত সেই দুষ্প্রাপ্য মহাভারত নতুনরূপে একালের পাঠকের কাছে যোগ্য সম্পাদনায় উপস্থাপিত করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং বিশ্বনাথ রায়। মহাভারত ছাড়াও পাঠকের অতিরিক্ত পাওনা দুজনের দুটি মূল্যবান সম্পাদকীয় ও দুষ্প্রাপ্য কিছু ছবি। আধুনিক যুগের উপযোগী সুরেন্দ্র-মহাভারতের ৪৯৬-পৃষ্ঠার এই সংক্ষিপ্ত-আখ্যান সংস্করণ তাই দ্বিতীয় রহিত।

সুরেন্দ্রনাথ ঠাকুর সংকলিত ও বিরচিত মহাভারত (গদ্যভাষায় মূল আখ্যান)

সম্পাদনাঃ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ও বিশ্বনাথ রায়

আশাদীপ। কলকাতা। ৫০০/-

Since its inception in 2003, "Ashadeep" publishes research oriented books in Bengali and English lan

Operating as usual

Photos from Ashadeep Publication's post 04/11/2022

আজ থেকে শুরু হলো দে'জ-এর দশের বইমেলা।

29/09/2022
25/09/2022

আশাদীপ-এর বই:
হৃদয়ে রয়েছ গোপনে
অমিত্রসুদন ভট্টাচার্য
সুশোভন অধিকারী চিত্রিত
প্রচ্ছদ: সুমন কবিরাজ
দাম : 500/-
পুরাতন শান্তিনিকেতনের পটভূমিতে রবীন্দ্রনাথ ও রাণুকে ঘিরে এক অনবদ্য প্রেমের উপাখ্যান ,জীবননির্ভর আশ্চর্য ঐতিহাসিক এক উপন্যাস।

Photos from Ashadeep Publication's post 12/06/2022

আশাদীপের বই:
অবগুণ্ঠিতা
উনিশ শতকে বাংলার অখ্যাত মেয়েদের কথা

শেখর ভৌমিক
দাম: ৪০০/-
প্রচ্ছদ: মৃণাল শীল
স্ত্রীশিক্ষা আর আধুনিকতার দাপটে উনিশ শতকে মেয়েরা নাকি মাথায় চড়ে বসেন, ঘোর কলি একেবারে। কিন্তু তাদের ওপর নির্যাতনে তো কোনো বিরাম ছিলনা। পাশাপাশি অনেকেই ঘুরে দাঁড়িয়েছেন , শোধ নিয়েছেন, পছন্দের জীবন বাছতে গিয়ে অপরাধ মূলক কাজেও জড়িত হয়ে পড়েছেন, বিশেষত নিচু তলায়। প্রতিষ্ঠিত সমাজ বিধির প্রতি দায়বদ্ধ থাকা অবশ্যকৃত্য মনে করেননি। নির্যাতিত হওয়ার অসংখ্য বিবরণীর মাঝে এই বদলা নেবার আখ্যানগুলো 'anti faminist' ভাববার কোনো যুক্তি নেই। এইসব অখ্যাত মেয়েদের ওপর নির্যাতন আর তাদের স্বাধীন ভাবে বাঁচার কিছু ঘটনাই এ বইয়ের আলোচ্য বিষয়।
আশাদীপ
১০/২ বি রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা -০৯
W/A No 9830281981

Photos from Ashadeep Publication's post 08/05/2022

আজকের (০৮.০৫.২০২২) আজকাল পত্রিকার রবিবাসর-এ রবীন্দ্রনাথ ও রানুকে নিয়ে অমিত্রসুদন ভট্টাচার্যের লেখা দীর্ঘ উপন্যাস 'হৃদয়ে রয়েছ গোপনে' র অংশ বিশেষ তুলে ধরে দু- পাতা জোড়া প্রতিবেদন প্রকাশিত। ধন্যবাদ জানাই আজকাল পত্রিকার সম্পাদকীয় বিভাগকে।

Photos from Ashadeep Publication's post 02/05/2022

জন্ম দিনে প্রণাম।

রবীন্দ্রনাথ সত্যজিৎ : সাহিত্য থেকে চলচিত্র
সম্পাদনা অমিত্রসুদন ভট্টাচার্য
দাম ২৫০/-
প্রচ্ছদ মৃণাল শীল

22/04/2022

হালেদের বাংলা ব্যাকরণ
সম্পাদনা আমিত্রসুদন ভট্টাচার্য ও
নিখিলেশ চক্রবর্তী
বাংলা হরফে ছাপা প্রথম বই ব্রাসি নাথানিয়েল
হালেদ প্রণীত 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এক ঐতিহাসিক নিদর্শন । ১৭৭৮ খ্রিস্টাব্দে মুদ্রিত সেই গ্রন্থের সম্পূর্ণ নতুন সংস্করণ অমিত্রসুদন ভট্টাচার্য ও নিখিলেশ চক্রবর্তীর সম্পাদনায় প্রকাশিত হয়েছিল।
হালেদের লেখা দীর্ঘ preface মূলসহ বাংলায় অনুবাদিত । তৎসহ গ্রন্থ ও গ্রন্থকার বিষয়ে দীর্ঘ আলোচনা সম্পাদকীয় ভূমিকায় সংযোজিত। এই দুষ্প্রাপ্য, দুর্লভ গ্রন্থ আমাদের সংগ্রহযোগ্য।

দাম :300
প্রচ্ছদ মৃণাল শীল

04/03/2022

আশাদীপ-এর বই:
হৃদয়ে রয়েছ গোপনে
অমিত্রসুদন ভট্টাচার্য
সুশোভন অধিকারী চিত্রিত
প্রচ্ছদ: সুমন কবিরাজ
দাম : 500/-
পুরাতন শান্তিনিকেতনের পটভূমিতে রবীন্দ্রনাথ ও রাণুকে ঘিরে এক অনবদ্য প্রেমের উপাখ্যান ,জীবননির্ভর আশ্চর্য ঐতিহাসিক এক উপন্যাস।

Photos from Ashadeep Publication's post 25/02/2022

আশাদীপের নতুন বই:
সেকালের অপরাধ জগৎ
নিখিল সুর
দাম:৩০০ টাকা
প্রচ্ছদ : মৃণাল শীল

Photos from Ashadeep Publication's post 02/12/2021

আশাদীপ-এর বই :
বাংলার সামাজিক - সাংস্কৃতিক ইতিহাস: উনিশ শতক
সুতপা ভট্টাচার্য/ আনন্দ ভট্টাচার্য
মুখবন্ধ : রজতকান্ত রায়

প্রচ্ছদ: মৃণাল শীল
দাম ৩০০ টাকা
উনিশ শতকের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বলতে গেলে সমাজ ও সংস্কৃতির বিন্যাসের ওপর জোর দেওয়া হয়েছে। যেখানে জাতপাতের রাজনীতি ও তার ইতিহাস কীভাবে সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করেছিল তা বিবৃত হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ধর্ম, ধর্মীয়-
বিশ্বাস, আচার- ব্যবহার, রীতি-নীতি, প্রথাগত অভ্যাস ও পেশাগত বৃত্তি। হিন্দু মনোভাবাপন্ন
জাতি ও উপজাতির প্রসঙ্গও উত্থাপিত হয়েছে। এছাড়াও এই গ্রন্থে আলোচিত হয়েছে মুসলমান সমাজ সংস্কারকদের প্রসঙ্গ। উপরন্তু যুক্ত হয়েছে
বর্ণের ভূমিকা,যা উনিশ শতকের বাংলার সমাজ ও সংস্কৃতিকে যে ওতপ্রোতভাবে প্রভাবিত করেছিল তা বলা বাহুল্য। এই প্রেক্ষিতকে সামনে
রেখেই যে ইউরোপীয়দের আগমন ঘটেছিল তা বলার অপেক্ষা রাখেনা।

আশাদীপ
১০/২ বি, রমানাথ মজুমদার স্ট্রিট ,কলকাতা ৭০০০০৯
Whatsapp নাম্বার 9830281981.

Photos from Ashadeep Publication's post 01/12/2021

আশাদীপ-এর নতুন বই:
আখ্যানের তত্ত্বভুবন
অলোক চক্রবর্তী

প্রচ্ছদ : মৃণাল শীল
পৃষ্ঠা : ৪৫৬
দাম: ৫০০/-

16/10/2021
24/09/2021

আজ থেকে শুরু হচ্ছে বই উৎসব।

08/08/2021

আজ থেকে তিন বছর আগে ২২ শে শ্রাবণ
বিশ্ব ভারতী রবীন্দ্র ভবনে তৎকালীন উপাচার্য মাননীয়া সবুজকলি সেনের হাতে উদ্বোধন হয়েছিল 'রবীন্দ্রপত্রপ্রবাহ ও তথ্যপঞ্জী:
কালানুক্রমিক ' গ্রন্থটির। লেখক গৌরচন্দ্র সাহা।
দাম ১২০০ টাকা।

Photos from Ashadeep Publication's post 04/08/2021

Photos from Ashadeep Publication's post

Photos from Ashadeep Publication's post 29/07/2021

Photos from Ashadeep Publication's post

Photos from Ashadeep Publication's post 22/10/2020

আশাদীপ-এর নতুন প্রকাশিত বই -

03/10/2020

আজকের আনন্দবাজার পত্রিকায়
আশাদীপ- এর বিদ্যার ঈশ্বর বিদ্যাসাগর বইএর আলোচনা।

26/09/2020
Photos from Ashadeep Publication's post 09/09/2020

আজ বিশিষ্ট কথা সাহিত্যিক সন্তোষকুমার ঘোষ -এঁর জন্মদিন। আশাদীপ এর পক্ষ থেকে জানাই বিনম্র প্রণাম।
সন্তোষকুমার ঘোষ -এঁর জীবন ও সাহিত্য নিয়ে আমাদের প্রকাশিত গ্রন্থ-

সন্তোষকুমার ঘোষ:কথাসাহিত্যে স্বয়ং নায়ক
আলোক চক্রবর্তী
৩৫০/-

Photos from Ashadeep Publication's post 07/08/2020

আজ বাইশে শ্রাবণ l রবীন্দ্রনাথ মনে করতেন, মৃত্যু কখনো জীবন বিচ্ছিন্ন ঘটনা নয় l ঠিক তেমনি বইও জীবনের সঙ্গে সম্পৃক্ত একটি যাপনের নাম l আসুন,
আমরা রবীন্দ্র সান্নিধ্যে এগিয়ে যাই পরিপূর্ণতার দিকে l
সঙ্গী হোক আশাদীপ-এর বই ---

01/08/2020

আজকের দেশ পত্রিকায় বইয়ে জানালায় প্রকাশিত --

01/08/2020

আজকের দেশ পত্রিকার বইয়ের জানালায় প্রকাশিত l

Photos from Ashadeep Publication's post 13/07/2020

সীমান্ত বাঙলার লোকযান
সুধীরকুমার করণ
দাম : 350/-
প্রচ্ছদ : মৃনাল শীল

আশাদীপ
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা -700009
(হোয়াটস্যাপ নাম্বার :9830281981)

এছাড়াও কলেজ স্ট্রিট এ আমাদের বই পাবেন
দেজ, দে বুক স্টোর (দীপু ), দে বুক স্টোর (আদি ),
উষা, ভারতী বুক স্টোর l
অনলাইনে বই এর জন্য যোগাযোগ করুন নীচের লিংকে
https://www.haritbooks.com/product-brands/ashadeep/

12/07/2020

সমগ্র বাঙলা শব্দভাণ্ডারে তৎসম তদ্ভব অর্ধতৎসম দেশী বিদেশী বহু বিচিত্র বিবিধ শব্দের সমাবেশ ঘটেছে l এই শব্দসমষ্টির মধ্যে একটি বিপুল অংশ অধিকার করে
রয়েছে সংস্কৃত থেকে আগত তৎসম শব্দাবলী l বাঙলা বানান বিধিতে বলা হয়েছে তৎসম ব্যতীত সমস্ত শব্দের বানান সরলীকৃত এবং একরূপ হবে l শিক্ষার্থীর পক্ষে
প্রয়োজন বাঙলার বিপুল শব্দসম্ভারের মধ্যে কোনটি তৎসম শব্দ তা সুনির্দিষ্টভাবে জেনে নেওয়া l এই বই
শিক্ষার্থী-সহায়ক অভিধান l এই প্রথম বাঙলা ভাষায় কেবল তৎসম শব্দসমূহ অবলম্বনে একটি সম্পূর্ণ নতুন স্বতন্ত্র অভিধান এই গ্রন্থ l

বঙ্গীয় তৎসম শব্দকোষ

অমিত্রসূদন ভট্টাচার্য
নিখিলেশ চক্রবর্তী সংকলিত
দাম :400/-
প্রচ্ছদ - মৃনাল শীল

আশাদীপ
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট, কল -09

হোয়াটস্যাপ নাম্বার :9830281981
এছাড়া ও কলেজস্ট্রিটে আমাদের বই পাবেন -
দেজ, দে বুক স্টোর (আদি ), দে বুক স্টোর (দীপু )
উষা, ভারতী বুক ষ্টোরে l
অনলাইনে আমাদের বই পাবেন -
https://www.haritbooks.com/product-brands/ashadeep/

06/07/2020

বাংলা হরফে ছাপা প্রথম বই নাথানিয়েল ব্রাসি হালেদ প্রণীত 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 'বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এক ঐতিহাসিক নিদর্শন l
1778 খ্রিস্টাব্দে মুদ্রিত সেই দুর্লভ গ্রন্থের সম্পূর্ণ সংস্করণ
প্রকাশিত হয়েছে আশাদীপ থেকে l হালেদের লেখা দীর্ঘ
Preface মূল সহ বাংলায় অনুবাদিত l তৎসহ গ্রন্থ ও গ্রন্থকার বিষয়ে দীর্ঘ আলোচনা সম্পাদকীয় ভূমিকায় সংযোজিত l এই দুষ্প্রাপ্য, দুর্লভ গ্রন্থ এখন আমাদের সংগ্রহযোগ্য l

হালেদের বাংলা ব্যাকরণ
সম্পাদনা : অমিত্রসূদন ভট্টাচাৰ্য নিখিলেশ চক্রবর্তী
দাম : 300/-

আমাদের ঠিকানা --
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট , কল - 09
হোয়াটস্যাপ নাম্বার -9830281981

এছাড়াও কলেজ স্ট্রিটে আমাদের বই পাবেন -
দে'জ, দে বুক স্টোর (আদি ), দে বুক স্টোর (দীপু ),
উষা, ভারতী বুক স্টোর l

অন লাইনে আমাদের বই পাবেন নীচের লিঙ্কে -
https://www.haritbooks.com/product-brands/ashadeep/

Photos from Ashadeep Publication's post 01/07/2020

নবচেতনায় বঙ্গনারী : প্রাক স্বাধীনতা পর্ব
সম্পাদনা : ধনঞ্জয় ঘোষাল
দাম : 350/-

আমাদের ঠিকানা -
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা-09
হোয়াটস্যাপ নাম্বার -9830281981

এ ছাড়াও আমাদের বই পাবেন -
দে'জ, দে বুক স্টোর (আদি ), দে বুক স্টোর (দীপু ),
ভারতী বুক স্টোর, উষা l
অন লাইনের জন্য সার্চ করুন নীচের লিঙ্কে-
https://www.haritbooks.com/product-brands/ashadeep/

Photos from Ashadeep Publication's post 25/06/2020

বাঙালির বিজ্ঞানচর্চা (প্রাক-স্বাধীনতা পর্ব )
সম্পাদনা : ধনঞ্জয় ঘোষাল
দাম : 450/-

আশাদীপ
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট, কল - 09

আমাদের হোয়াটস্যাপ নাম্বার-9830281981
এ ছাড়াও কলেজস্ট্রিটে আমাদের বই পাওয়া যায় -
দে 'জ, দে বুক স্টোর (আদি ), দে বুক স্টোর (দীপু ),
উষা, ভারতী বুক ষ্টল l

অনলাইনে আমাদের বই পেতে যোগাযোগ করুন নীচের লিঙ্কে -
https://www.haritbooks.com/product-brands/ashadeep/

Photos from Ashadeep Publication's post 19/06/2020

রবীন্দ্রনাথ কবিতার সাজঘরে
অমিত্রসূদন ভট্টাচাৰ্য
250/-

আশাদীপ
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট, কল -09

আমাদের হোয়াটস্যাপ নাম্বার - 9830281981
এছাড়াও কলেজ স্ট্রিটে আমাদের বই পাওয়া যায়-
দেজ, দে বুক স্টোর, দে বুক স্টোর (দীপু ), উষা,
ভারতী বুক স্টোর l
অনলাইনে বই পেতে সার্চ করুন নীচের লিঙ্কে -
https://www.haritbooks.com/product-brands/ashadeep/

Photos from Ashadeep Publication's post 18/06/2020

কবিতার কায়াতরু
কুন্তল রুদ্র
দাম : 300/-

আশাদীপ
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট, কল -09

হোয়াটস্যাপ নাম্বার -9830281981

অনলাইনে আমাদের বই পাবেন নীচের লিঙ্কে --
https://www.haritbooks.com/product-brands/ashadeep/

এছাড়াও কলেজ স্ট্রিটে আমাদের বই পাবেন --
দে'জ, দে বুক স্টোর, দে বুক স্টোর (দীপু ), উষা,
ভারতী বুক স্টোর

Photos from Ashadeep Publication's post 17/06/2020

বাংলার শহর : ঔপনিবেশিক পর্ব (1)
সম্পাদনা : শেখর ভৌমিক, অরিন্দম চক্রবর্তী
দাম :250/-

আশাদীপ
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট, কল -09

(হোয়াটস্যাপ নাম্বার -9830281981)
অনলাইন এ পাওয়া যায় - হারিত বুকস
Link
https://www.haritbooks.com/product-brands/ashadeep/
এছাড়াও কলেজ স্ট্রিটে পাওয়া যাবে --
দে'জ, দে বুক স্টোর, দে বুক স্টোর (দীপু ), উষা,
ভারতী বুক স্টোর l

Photos from Ashadeep Publication's post 16/06/2020

রামবিলাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অন্যান্য

নিখিল সুর
দাম : 300/-

15/06/2020

লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথের, ছবি বিশ্ববরেণ্য চলচ্চিত্র- কার সত্যজিৎ রায়ের l রবীন্দ্রনাথের চারটি ছোটগল্প ও
একটি বৃহৎ উপন্যাস চলচ্চিত্রে রূপ দেন সত্যজিৎ রায় l
'তিনকন্যা 'র পোস্টমাস্টার মণিহারা সমাপ্তি, 'নষ্টনীড়'
অবলম্বনে চারুলতা এবং উপন্যাস ঘরে-বাইরে -- শুধু
এই পাঁচটি ছবিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ-সত্যজিৎ রায় কে ফিরে দেখার প্রযত্ন এই বই l বাংলা ভাষায় শুধু এই বিশেষ বিষয়টি নিয়ে এমন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বোধকরি
এই প্রথম l

রবীন্দ্রনাথ সত্যজিৎ : সাহিত্য থেকে চলচিত্র
সম্পাদনা : অমিত্রসূদন ভট্টাচার্য
দাম : 250/-

13/06/2020

যা 'নেই ভারতে, তা 'নেই ভারতে --এই প্রবাদ বাক্যকে স্মরণে রেখেই বলতে হয় আখ্যানে -উপাখ্যানে আক্রান্ত
সুবিশাল অষ্টাদশ পর্বের মহাভারত নক্ষত্র তারা গ্রহ- সংকুলা মহাকাশ বিশেষ lরবীন্দ্রনাথের নির্দেশে সেই সুবিশাল মহাকাব্যের মূল কাহিনিটি মেদহীন করে উপন্যাসের মতো ঝরঝরে গদ্য ভাষায় একটি সুচিন্তিত অথচ সরস মহাভারত (1906)লিখেছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুর l শতাধিক বছর পরে সেই দুষ্প্রাপ্য মহাভারত একালের পাঠকের জন্য নতুনরূপে প্রকাশিত হল
আশাদীপ থেকে l

সম্পাদনা : নৃসিংহ প্রসাদ ভাদুড়ী ও বিশ্বনাথ রায়
দাম : 500/-

আশাদীপ
10/2b রমানাথ মজুমদার স্ট্রিট, কল - 09
(হোয়াটস্যাপ no. 9830281981)

25/01/2020

কলকাতা বইমেলা 2020
আশাদীপ এর নতুন বই

Location

Category

Telephone

Website

Address


10/2B Ramanath Majumdar Street
Kolkata
700009

Opening Hours

Monday 12am - 6pm

Other Education in Kolkata (show all)
Army Institute of Management, Kolkata Army Institute of Management, Kolkata
Plot No III/B-11, Action Area III, New Town, Rajarhat, Kolkata/
Kolkata, 700027

"Managerial Brass with Army Class" Army Institute of Management, Kolkata (AIMK) was established in

Fotograffitti Photography Studio and Institute Fotograffitti Photography Studio and Institute
Kolkata, 700020

Photography Studio and Institute.

KriyaKids KriyaKids
KRIYA STUDIO. 26/3 Ballygunge Circular Road. Next To Red Hot Chilli Peppers
Kolkata, 700019

KriyaKids is a unique regular comprehensive enrichment program for 2-5 yr olds at the KRIYA STUDIO.

Nirmal Agarwal College Coach Nirmal Agarwal College Coach
2/1C Townshend Road
Kolkata, 700025

www.cognixindia.org

Xavier's Commerce Society Xavier's Commerce Society
St. Xavier's College (Autonomous)
Kolkata, 700016

Xavier's Commerce Society is the representative society of the B.Com department at St. Xavier's College, Kolkata.

Kredent Academy Kredent Academy
3 Pretoria Street
Kolkata, 700071

Kredent Academy - (www.kredentacademy.com) is a Capital Market Training Institution.

gaming school gaming school
Kolkata, Ahmedabad, Nigeria, Allahabad
Kolkata, 700109

game development Training Institute industry’s leading production-based training programs in anima

sT.mAry'S sCOol sT.mAry'S sCOol
92 Ripon Street
Kolkata, 700016

SMS is the most hospitable place i have ever visited....proud to be a marian....those champion like

Vivekananda college Trinamool Chatra Parishad Vivekananda college Trinamool Chatra Parishad
Rabindranath Thakur Road, 153, Diamond Harbour Rd, Mukund Das Colony, Thakurpuku
Kolkata, 700063

Vivekananda college Trinamool Chatra Parishad

General Knowledge -Bicep General Knowledge -Bicep
Kolkata

Bhattacharjee Institution for Competitive Examination Preparation

Notes of pharm Notes of pharm
Kolkata
Kolkata

There provide notes of pharmacy (b pharm) This page provide notes. Please follow this page