
স্কুলের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান পরিকল্পনা ও কুপন বিতরণ কর্মসূচী 27/11/2022
ছবি - Sayantan De
Sanskrit Collegiate School is one of the oldest schools in Kolkata, India, teaching grades 1 to 12 u The establishment date is 1 January 1824.
Sanskrit Collegiate School is one of the oldest schools in Kolkata, India, teaching grades 1 to 12 under the West Bengal Board of Secondary Education and the West Bengal Council of Higher Secondary Education. The boys-only school was established by the then Bengal intelligentsia along with Sanskrit College, Calcutta. It is located on College Street (now renamed Bidhan Sarani) in central Kolkata. I
Operating as usual
স্কুলের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান পরিকল্পনা ও কুপন বিতরণ কর্মসূচী 27/11/2022
ছবি - Sayantan De
মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের পক্ষ থেকে একটি আবেদন...
Drawing Competition 22Sept2022
অঙ্কন প্রতিযোগিতা #সংস্কৃতকলেজিয়েটস্কুল ২২সেপ্টেম্বর২০২২
Courtesy: Parthapratim Sarkar
#জাতীয়শিক্ষকদিবস ০৫ সেপ্টেম্বর ২০২২ #সংস্কৃতকলেজিয়েটস্কুল
'Day 05 September 2022
Courtesy: Parthapratim Sarkar
Philatelic Club 22Sept2022
Dr Utpal Sanyal presented us a wonderful talk on the prevention of cancer. #সংস্কৃতকলেজিয়েটস্কুল
Courtesy: Parthapratim Sarkar
আজ সংস্কৃত কলেজিয়েট স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রী অচিন্ত্য লাহা এবং শ্রী বাণীব্রত নাথ খাঁ সদ্য প্রয়াত প্রাক্তন শিক্ষক মহাশয় ডঃ সুনীল কুমার দাসের বাড়ি যান। তাঁরা বাড়ির সবার সঙ্গেই কথা বলেন। যদিও দুই পক্ষের কারও কথা বলার মানসিক অবস্থা ছিলনা। ঘটনার আকস্মিকতা স্বাভাবিক কারণেই কাকিমা এবং ভাই বোনদের স্তব্ধ করে দিয়েছে। তবু স্যারের এক দাদার সঙ্গে কিছু কথা হয়েছে। স্যার অন্তর্মুখী এবং মিতভাষী ছিলেন। ফলত, খুব বেশী কিছু জানা যায়নি। সমস্যা হল, যে ঘরে ঘটনাটি ঘটেছে, সেটি ভাইয়ের (স্যারের ছেলে) ঘর। পুলিশের তরফে ঘরটিকে সিল করে রাখা হয়েছে। ফলত, যতক্ষণ ঘর খোলা হবে না, ততক্ষণ ভাই পড়াশুনোও করতে পারবেনা।
সংস্কৃত কলেজিয়েট স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে একটি শোক প্রস্তাব পাঠ করা হয়। সঙ্গে পাশে থাকার ভরসা।
ছবিগুলি অচিন্ত্যদা এবং বাণীব্রতদার তোলা।
কৃতজ্ঞতা স্বীকার: অম্লান চক্রবর্তী
(বিদ্র: কিছু ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া স্যারের নামের আগে স্যালুটেশান বসাচ্ছেননা। অনুরোধ করব, ‘ডঃ’ শব্দটি বসাতে। কারণ, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রেডিও ফিজিক্সের বিষয়ে পিএইচডি করেছেন। দয়া করে সম্মান দিন)
সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্ররা স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে আজ রেড রোডে...
অসংখ্য ধন্যবাদ হেডস্যার দেবব্রত বাবুকে মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য 🙏🙏🙏
The 1st General Meeting (After Registration) of the
Sanskrit Collegiate School Alumni Association will be held on 15th May 2022 Sunday at 5:00 p.m.on the first floor
at Sanskrit Collegiate School, Kolkata.
At the same time, an office room for the Alumni Association will be inaugurated in the presence of Hon'ble Headmaster of our school.
All Ex- Students are requested to attend the meeting on time.
Please contact below mentioned number for more details
@9830424385
(Plz. Share the message with your school friends as maximum as possible.)
সকলের দাবী মেনে শ্রী সুজিতরঞ্জন দাস মহাশয়ের কর্মজীবনের বিষয় নির্মিত তথ্যচিত্র ‘বনস্পতির ছায়া’ অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হল। ভারতীয় সময় আজ রাত ৮ টা থেকে ইউটিউবে ‘The Tramp’ চ্যানেলে দেখা যাবে তথ্যচিত্রটি।
লিঙ্ক:
https://youtu.be/8x2bMzm8maA
বনস্পতির ছায়া || Banaspatir Chhaya সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্রী সুজিত রঞ্জন দাসের কর্মজ.....
আজকের দিন ও সংস্কৃত কলেজিয়েট স্কুল
আজ পয়লা মে, সবাই জানি যে দিবস বা শ্রমজীবী মানুষের দিন। কিন্তু এই দিনটার একটা বিশেষ তাৎপর্য আছে আমাদের বিদ্যালয়ের ইতিহাসে।
১৮২৪ সালের ১লা জানুয়ারি ৬৬, বৌবাজার স্ট্রীটের বাড়িতে সংস্কৃত কলেজের ও সংস্কৃত কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু। ঐ বছর ২৫শে ফেব্রুয়ারি ১, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীটে নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮২৬ সালের ১লা মে সংস্কৃত কলেজের বাড়িতে স্কুল ও কলেজ উঠে আসে। ঐসময় স্কুল ও কলেজের আলাদা পরিচালনা বিভাগ ছিল না, কলেজের অধ্যক্ষই ছিলেন শেষকথা।
এই স্কুলে যাওয়ার একেবারে প্রথমদিকে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, দর্শণ ইত্যাদির পঠণপাঠণ শুরু হলেও অনতিবিলম্বে ইংরাজি ও বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং ক্রমশ এই বিদ্যায়তন ভারতীয় সনাতন জ্ঞানবিজ্ঞানের সাথে আধুনিক পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধনের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
বিদ্যাসাগর মশাইয়ের পর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন ইংরেজ মণীষী ই. বি. কাওয়েল। এই কাওয়েল সাহেবের পরিকল্পনা অনুযায়ী ১৮৫৯ সালে সংস্কৃত স্কুল ও কলেজ স্বতন্ত্র হয় ও শুরু হয় সংস্কৃত কলেজিয়েট স্কুলের পৃথক যাত্রা। অনুমোদন মেলে এন্ট্রান্স পরীক্ষার জন্য ছাত্র প্রেরণের। স্বতন্ত্র স্কুলের প্রথম প্রধানশিক্ষক হলেন প্রসন্ন কুমার সর্বাধিকারী মহাশয়।
পৃথক অস্তিত্ব লাভ করলেও এই স্কুল সংস্কৃত কলেজেরই এক পৃথক বিভাগ হিসেবেই পরিগণিত হত। সরকারি বিধান অনুযায়ী সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন স্কুলের নিয়ামক। ১৯৭৭ সালে এই নিয়ামক প্রথা বিলুপ্ত হয় ও সংস্কৃত কলেজিয়েট স্কুল একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিদ্যালয়ের মর্যাদা লাভ করে।
এদিকে ষাটের দশকে একাদশ শ্রেণীর উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা শুরু হওয়ার পর বিজ্ঞান বিভাগ ও গবেষণাগার তৈরি হয়। এই স্কুলের প্রথম বিজ্ঞানের শিক্ষক হিসেবে সমরেন্দ্র কুমার ঘোষ সংস্কৃত কলেজের তৎকালীন অধ্যক্ষ শ্রী গৌরীনাথ শাস্ত্রী মহাশয়ের তৎপরতায় হুগলী ব্রাঞ্চ স্কুল থেকে এই স্কুলে জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে বদলি হয়ে আসেন। ১৯৬৩ সালে সংস্কৃত কলেজিয়েট স্কুল সংস্কৃত কলেজের ভবন থেকে বর্তমান চারতলা সুদৃশ্য ভবনে স্থানান্তরিত হয়।
এরপর শুধুই বিকাশ ও পরিপূর্ণতার কাহিনী পরবর্তী ছয় দশকে। এসেছেন বহু কৃতি ছাত্র ও বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।
২০২২ এর ১৮ এপ্রিল এই পথচলার এক বিশেষ পদক্ষেপ হিসেবে সংস্কৃত কলেজিয়েট স্কুল প্রাক্তনী সংসদের সরকারি স্বীকৃতি। স্কুলের দ্বিশতবার্ষিকী উদযাপনের আগে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ও দেখার ইচ্ছে রইল যদি এই উদযাপনের বিস্তৃতি সীমিত সীমাবদ্ধতা কাটিয়ে স্কুলের ইতিহাসে এক বিশেষ স্মরণীয় স্থান অধিকার করতে পারে।
আশা রইল বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্যেগ আগামীদিনে এই বিদ্যালয়কে সমাজের বিশিষ্ট প্রতিষ্ঠান ও উৎকর্ষতার কেন্দ্র হিসেবে পুণঃপ্রতিষ্ঠিত করবে।
কৃতজ্ঞতা:
অর্ণব ঘোষ
১লা মে, ২০২২
তথ্যসূত্রঃ
নবযুগের তীর্থ সংস্কৃত কলেজিয়েট স্কুল
- সুজিত রঞ্জন দাশ
পর্ষদ বার্তা, জুলাই ১৯৮৭
সুধী,
প্রাক্তন ছাত্রদের সমবেত প্রচেষ্টায় "সংস্কৃত কলেজিয়েট স্কুল
অ্যালামনি অ্যাসোসিয়েশন" গত ১৮ এপ্রিল ২০২২ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধীকৃত হয়েছে।
একই সাথে আমাদের অ্যাসোসিয়েশন বিদ্যালয় কর্তৃপক্ষের বদান্যতায় একটি ঘর স্থায়ী ঠিকানা রূপে ব্যবহারের অনুমতি পেয়েছে।
অফিস ঘরটি ব্যবহারের আনুষ্ঠানিক সূচনায় বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত থাকতে সম্মত হয়েছেন।
আগামী ১৫ মে' ২০২২ রবিবার, বিকেল ৫ টায় আনুষ্ঠানিক সূচনা পর ওই ঘরে প্রাক্তন ছাত্রদের একটি সভা আহ্বান করা হয়েছে।
ঐ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য (বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র হিসাবে) আপনাকে অনুরোধ জানানো হচ্ছে।
নমস্কারান্তে-
শ্রী সুশোভন ভট্টাচার্য
সভাপতি
আলোচ্য সূচী :
১) কার্যকারী সমিতির সদস্যগণের নাম ঘোষণা।
২) আগামী কার্যধারার রূপরেখা গঠন।
৩) বিদ্যালয়ের দ্বিশতবর্ষ উদযাপন।
৪) বিবিধ।
Sanskrit200 - Alumni Meeting#1
Today's Link (6-Mar-22, 4-6 PM)
https://meet.google.com/pzp-ejby-uzo
Meet Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.
২০ ফেব্রুয়ারি ২০২২ আয়োজিত মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সংস্কৃত কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষ উদযাপন বিষয়ক প্রাক্তন ছাত্রদের একটি সভা অনুষ্ঠিত হতে চলেছে বিকেল চারটে থেকে স্কুলের একতলার সভাগৃহে।
উক্ত সভায় বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক কিছুক্ষণের জন্য উপস্থিত থাকবেন এবং উনি বিস্তারিতভাবে স্কুল এর পক্ষথেকে জানাবেন স্কুলের প্রাথমিক দ্বিশত বর্ষ উদযাপনের রূপরেখা।
উক্ত সভায় সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিতি একান্ত কাম্য।
এই অনুষ্ঠানটি hybrid mode এ হবে ও Google Meet online joining link অনুষ্ঠান শুরুর কিছু ঘন্টা আগে জানানো হবে।
Date: 6-Mar-2022
Time: 4 P.M. Indian Standard Time
Link for School-Alumni Meeting on 20-Feb-22 (11AM)
https://meet.google.com/qkb-sdqr-qjs
Meet Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.
Please take the Alumni Survey if not yet taken (you can update your details if already taken) https://forms.gle/oq3C1jKSA8G4Ke4W8
For your information...
A Alumni meeting is being organized by Sanskrit Collegiate School on 20th February 2022 for discussing possible activities of Bicentennial program..
Please do come and make this event a grandeur...
The link for the virtual meeting will be shared before the meeting...
Swaraswati pujo 2021...
Pic Courtesy: Tirthankar Basu
If you are alumnus of our school, kindly take the survey and share they survey link to your batch-mates and friends who are also alumnus of Sanskrit Collegiate School...
Thank for those who have already taken the survey.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdsFD2IqbQohHyn6htB6lpn32yk7mCEZ0GqTq59AMZ0b0Myag/viewform
Happy Teacher's Day...
Our beloved Abu sir passed away this morning... May his soul rest in peace... 🙏
সবাই কে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা... সবাই ভালো থাকুন সুস্থ থাকুন...
ঘর এ থাকুন সুস্থ থাকুন....
এই পৃথিবী আবার সুস্থ হয়ে উঠবে....
Swaraswati pujo 2020 at our school...
সকলের উপস্থিতি একান্ত কাম্য...
ছবি সৌজন্যে: Atanu Thakur
Our Ex Students are requested to enroll their names... Please call on these numbers 9830424385, 9831058317
P.C Sumit Mullick
সংস্কৃত কলেজিয়েট স্কুলের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী উদযাপন।
সৌজন্যে: Debdipta Goswami
সংস্কৃত কলেজিয়েট স্কুলের শিক্ষিকা শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য্যের সরকারি কর্মজীবন থেকে অবসরগ্ৰহণ উপলক্ষ্যে আজ "বিদায়-সম্বর্ধনা অনুষ্ঠান":
#সংস্কৃতকলেজিয়েটস্কুল
"Farewell Ceremony", on the occasion of the retirement of Smt Swapna Bhattacharjee, a teacher of Sanskrit Collegiate School, today:
ছবি সৌজন্যে: Parthapratim Sarkar
ভারতীয় নবজাগরণের পুরোধা যাকে ছাড়া ভারতের নারী সমাজ ৫০ বছর পিছিয়ে থাকতো সেই জ্ঞানী দানবীর মহাপুরুষ পন্ডিত বিদ্যাসাগর কে ১২৭ বছর এর প্রয়াণ দিবসে জানাই অন্তরের শ্রদ্ধা...
ছবি সৌজন্যে: Sarup Dey Roy
Swaraswati pujo 2019
সরস্বতী পুজো 2018...
Pic Courtesy: Priyadarsi Sanyal
Timeline Photos
Wishing our Higher Secondary Examination 2015 Candidates All the best.....
WB Madhyamik Routine 2015
Important Instructions for WB Madhyamik 2015
Wishing our Madhyamik 2015 Candidates All the best.....
Monday | 11am - 5pm |
Tuesday | 11am - 5pm |
Wednesday | 11am - 5pm |
Thursday | 11am - 5pm |
Friday | 11am - 5pm |
Saturday | 11am - 5pm |
The official page forCalcutta International School truly .. one of the best schools there ever is ,
A place to show off our Jacobean pride, recall fond memories, and share updates. No inflammatory com
National Gems School was founded in 1968 by the Late Ganesh Prasad Khanna at 629, Diamond Harbour Ro
Soda lemon ginger pop, South Point on the top! This is a page run by alumni. It’s is NOT the offic
One of the best Kendriya Vidyalayas in Eastern India, picturesque campus, best faculties, and unique
This page is created for the students of M. P. Birla Foundation H.S. School
Located in South Calcutta, it is a co-ed institute imparting education under the affiliation of CISC
A co-ed school located at Salt Lake City, Kolkata with classes up to Class XII following the ICSE and ISC Syllabus
This is the unofficial page of Ram Mohan Mission High School in facebook. To know about courses and
First and most impressive education with new concepts,including various child development programs,S
The Assembly of God Church is a school in the city of Kolkata. Established in the year 1964 with mod