শিখতে হবে - Sikhte Hobe

We teach class 1 to 12

Operating as usual

30/04/2024

Class 11 , 12 New question pattern | Semester system | Rajib Mondal

14/04/2024

শুভ নববর্ষ ♥️

Special offer of শিখতে হবে - Sikhte Hobe

03/04/2024

69 এবং 78 এর ল.সা.গু কত!?🤔

01/04/2024

With future generations ✅

29/03/2024

ইংরেজিতে হ্যাঁ বলার কিছু উপায়:

Certainly - অবশ্যই
Indeed - আসলেই তাই
Absolutely - অবশ্যই
No worries - কোন ব্যাপার না
Consider it done - মনে করো কাজটি হয়ে গিয়েছে
I’d love to - আমার অনেক ভালো লাগবে এটা করতে
By all means - যেকোনোভাবেই

21/03/2024

"10 everyday sentences you need to know!"

11/03/2024

If 5 = e, 10 = f, 15 = g, then that is the value of 20 = ?

17/02/2024

পৃথিবীর ভয়ঙ্করতম পাখি বলা হয় ‘ক্যাসোয়ারি’ পাখিকে। যার ডিম কাঁচা আমের মত দেখতে!

পাখি হলেও আকাশে উড়তে পারে না। কমজোরি ডানা ও নিজের শরীরের ওজনের জন্য।

উচ্চতায় ও ওজনে এরা উট পাখির পরে থাকলেও, হিংস্রতার দিক থেকে পাখিদের মধ্যে ক্যাসোয়ারি দখল করেছে প্রথম স্থান। উত্তরপূর্ব অস্ট্রেলিয়ার উষ্ণমণ্ডলীয় জঙ্গল, নিউগিনি এবং সংলগ্ন কিছু দ্বীপের স্যাঁতস্যাঁতে রেনফরেস্টে দেখতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি ক্যাসোয়ারিকে।

এরা বাস করে দুর্গম অরণ্যের একেবারে গভীরে। সাড়ে পাঁচ ফুট উচ্চতার এবং ষাট কেজি ওজনের এই ক্যাসোয়ারি পাখি প্রায় পঞ্চাশ বছর বেঁচে থাকে। স্ত্রী ক্যাসোয়ারি পুরুষ ক্যাসোয়ারির চেয়ে আকারে বড় হয়। তাদের পালকের রঙ বেশি উজ্জ্বল হয়।

এরা উড়তে পারে না। মসৃণ কালো পালকে ঢাকা থাকে সারা শরীর। গলার পালকের রঙ মায়াবী নীল। গলা থেকে গোলাপী চামড়ার ঝালর ঝোলে। মাথার ওপর ৭ ইঞ্চি লম্বা, চ্যাপ্টা ও শক্ত একটি ঝুঁটি বা ‘ক্যাসক’ থাকে। যা কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এদের রয়েছে শক্ত সূচালো ঠোঁট ও চোখের ক্রুর দৃষ্টি।

ভারী দেহের শক্তিশালী দুটি পা। প্রতিটি পায়ে তিনটি করে আঙ্গুল। আঙ্গুলে শক্ত নখ। মাঝের আঙ্গুলের নখটি ছুরির ফলার মতো ধারালো। ক্যাসোয়ারি এমনিতে লাজুক পাখি। তবে ভয় পেলে, এরা হয়ে ওঠে ভয়াবহ আক্রমণাত্মক ও নৃশংস। তীক্ষ্ণ ঠোঁট ও পায়ের আঙুলে থাকা ধারালো নখ দিয়ে মুহুর্তের মধ্যে শেষ করে দিতে পারে যেকোন প্রাণিকে। মাটি থেকে ৬-৭ ফুট ওপরে লাফিয়ে উঠে শত্রুর ওপরে আক্রমণ হানতে এরা পটু। ক্যাসোয়ারিরা খুবই নিচুস্বরে ডাকে। তাদের ডাক সচরাচর শুনতে পাওয়া যায় না। তাই আক্রমণের আগে টের পাওয়া যায় না এদের উপস্থিতি।

শোনা গেছে যে ক্যাসোয়ারি শিকার করতে গিয়ে মৃত্যু হয়েছে অনেক মানুষের। শরীরের হিংস্র গঠনের কারণে এদের পৃথিবীর ভয়ঙ্করতম পাখি বলা হয়ে থাকে।🤞

29/01/2024

What is a globe!?🤔

03/01/2024

# এডুকেশন ক্যাটাগরির কিছু মাস্টারপিস মুভি/সিরিজ ❤️‍🔥

কিছু মুভি থাকে স্পেশাল, যা আমাদের মনে যায়গা করে নেয়।এর প্রতিটা ক্যারেক্টার এর প্রেমে পরে যাই আমরা। এমনই ৬ টা দুরদান্ত মুভি/সিরিজ নিয়ে স্পয়লারবিহীন আলাপ করবো।❤️‍🔥

_________________________________________________
# 🎬 3 Idiots (2009)

Genre: Comedy, Drama

Cast: **Aamir khan**, madhavan, sharman joshi, boman irani, kareena kapoor

Director: Rajkumar hirani

Imdb: 8.4 (419K)

বিশ্বের সেরার সেরা মুভির তালিকা করলে সবার উপড়ের দিকেই থাকবে কিংবদন্তি আমীর খান অভিনীত ও রাজকুমার হিরানী পরিচালিত এই মাস্টারপিস মুভিটি। যেই মুভির জন্য কোনো বিষেশন এর প্রয়োজন পড়েনা। শতবার দেখলেও বোরিং হওয়ার সুযোগ নেই, এডুকেশন সিস্টেম নিয়ে এখনো অবধি তৈরি বেস্ট মুভি।

____________________________________________
# 🎬 Kota Factory (2019-21)

Genre: Adventure, Drama

Cast: Jitendra Kumar, Mayur More

Director: Raghav Subbu

Imdb: 9 (78K)

বাংলাদেশের এডমিশন টাইমে যারা ফারমগেট কোচিং-এ ছিল তারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবে৷ ইন্ডিয়ার কোটা নামক যায়গায় এডমিশন এর জার্নিটা দেখানো হয়েছে এই ওয়েবসিরিজে। জিতু ভাইয়া সহ সকল ক্যারেক্টার আমাদের মন জয় করে নিয়েছে।

____________________________________________
# 🎬 12th Fail (2023)

Genre: Adventure, Drama, Biography

Cast: Vikrant Massey, Medha Shankar, Anshuman Pushkar

Director: Vidhu Binod Chopra

Imdb: 9.2 (25K)

বিধু বিনোদ চোপড়া নামের সাথে আমরা সকলেই পরিচিত। 3 Idiot, PK, Munna Bhai মুভিগুলো তারই প্রোডাকশন হাউজ থেকে তৈরি। এবার তার ডিরেকশন এই তৈরি হলো আরেকটি মাস্টারপিস মুভি। এবছরের সেরা এই মুভিটি একটি মাস্টওয়াচ মুভি।

____________________________________________
# 🎬 Aspirants (2021)

Genre: Adventure, Drama

Cast: Naveen Kasturia, Shivankit Singh Parihar

Director: Apoorv Singh Karki

Imdb: 9.2 (308K)

কোটা ফ্যাক্টরির মত একই ধাচের আরেকটি মাস্টারপিস হলো এই ওয়েব সিরিজটি। আপনার যদি 12th Fail দেখে ভাল্লাগে তাহলে এইটা আপনার জন্য মাস্টওয়াচ। এইটা দেখে উদ্ভাসের সেই বিখ্যাত ডায়লগটি কানে বেজে উঠবে, লেগে থাকো সৎ ভাবে স্বপ্নজয় তোমারই হবে।

____________________________________________
# 🎬 Chhichhore (2019)

Genre: Comedy, Drama

Cast: Sushant sing rajpoot, Shraddha kapoor, Naveen Polishetty

Director: Nitesh Tiwari

Imdb: 8.3 (61K)

Dungaal খ্যাত ডিরেক্টর নিতেশ তিওয়ারি পরিচালিত শুশান্ত সিং রাজপুত অভিনীত দুরদান্ত মুভি। হেরে যাওয়ার মাঝেও জয় খুজে নিতে অবশ্যই এই মুভি মাস্টওয়াচ।

____________________________________________
# 🎬 Super 30 (2019)

Genre: Biography, Drama, Comedy

Cast: Hrithtic Roshan, Mrunal Thakur

Director: Vikas Bahl

Imdb: 8 (36K)

হ্রিত্বিক রোশানকে আমরা একশন অবতারেই বেশি দেখি, কিন্তু জিন্দেগী না মিলেগী দোবারা, সুপার থার্টি মুভিগুলোতে ওকে দেখা মানে চোখের প্রশান্তি৷ দারুন কাহিনী নিয়ে তৈরি এটি আরেকটি মাস্টারপিস মুভি এই জনরায়।

____________________________________________
* উপরোক্ত সবগুলী মুভিই আমার পছন্দের লিস্টে উপড়ের দিকে আছে। নতুন করে যুক্ত হলো 12th Fail, ভালো লাগছে যে একটা বক্সঅফিস আন্ডাররেটেড মুভি সকলের আলোচনায় আসছে এবং প্রশংসা পাচ্ছে❤️‍🔥
©আরিফুল

03/01/2024

Happy new year 🥳 all students ♥️

22/12/2023

🌟 তুমি কী চাও, ইংরেজিতে কথা বলতে? ইংরেজি বুঝতে পারলেও বলতে অসুবিধা হচ্ছে? ইংরেজি শিখলেও প্রাকটিসের অভাবে ঠিক দুর্বলতা কাটছে না? তাহলে আমরা এনেছি তোমার জন্য "Basic English Course".

📘 এই কোর্সে তোমাদের একদম basic থেকে ইংরেজি শেখানো হবে। এটি একটি 6 মাসের কোর্স কিন্তূ, যদি এই 6 মাসেও কেউ শিখতে না পারো তবে বিনামূল্যে তোমায় শেখানো হবে, যতদিন না তুমি শিখতে পারছো ততদিন।

📗 এই কোর্সের সাথে সারা জীবনের FREE প্রাকটিসের সুবিধা তুমি পাবে।

🔵 Admission চলছে........
🔴 ভর্তির শেষ তারিখ 04/01/2024

🔵 Course details -
🔴 কোর্স Fee মাত্র 1200 টাকা।
🔴 কোনো Admission fee নেই।
🔴 ক্লাস শুরু 1st January থেকে।
🔴 ক্লাস হবে Google meet এবং Offline এ।
🔴 প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস।
🔴 একটি ব্যাচ এ 10 জনের বেশি ছাত্র/ছাত্রী ভর্তি নেওয়া হবে না।

☎️ Contact - 8910434808 (Call or WhatsApp)
🔵 Facebook -
🔵 Email - [email protected]
🔵 ঠিকানা - চেঙ্গাইল করণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকট। Pin - 711308

Rajib Mondal

শিখতে হবে - Sikhte Hobe

21/12/2023

তোমরা যারা ইংরেজিতে দুর্বল, শেখার আগ্রহ আছে তাদের সকলের জন্য শুরু করা হচ্ছে "Basic English Course". একদম Basic থেকে শেখানো হবে, এটি 6 মাসের কোর্স কিন্তূ, যদি এই 6 মাসে কেউ শিখতে না পারে তাহলে বিনামূল্যে তাকে শেখানো হবে, যতদিন না সে শিখতে পারছে।
🔴 কোর্স Fee মাত্র 1200 টাকা।
🔴 কোনো Admission fee নেই।
🔴 কোর্স শুরু 1st January.
🔴 ক্লাস হবে Google meet এবং Offline এ।
🔴 প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস।

Admission চলছে........
☎️Contact - 089104 34808

14/12/2023

তোমরা যারা ইংরেজিতে দুর্বল, শেখার আগ্রহ আছে তাদের সকলের জন্য শুরু করা হচ্ছে "Basic English Course". একদম Basic থেকে শেখানো হবে, এটি 6 মাসের কোর্স কিন্তূ, যদি এই 6 মাসে কেউ শিখতে না পারে তাহলে বিনামূল্যে তাকে শেখানো হবে, যতদিন না সে শিখতে পারছে।

🔴 কোর্স Fee মাত্র 1200 টাকা।
🔴 কোনো Admission fee নেই।
🔴 কোর্স শুরু 1st January.
🔴 ক্লাস হবে Google meet এবং Offline এ।
🔴 প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস।

Admission চলছে........
☎️Contact - 8910434808

12/12/2023

🌟 Greetings, friends! 🌟

Just wanted to share some day-to-day English sentences along with their Bengali meanings. Let's embrace the beauty of language diversity! 🌍💬

1. "Good morning, everyone! সুপ্রভাত, সবাই!"
2. "Had a productive day at work. কাজে একটু কাজ হয়েছে।"
3. "Family time is the best time. পরিবারের সঙ্গে সময় কাটাতে অসাধারণ।"
4. "Enjoying a cup of tea. এক চা শখে আছি।"
5. "What's for dinner? রাতের খাবার কী?"
6. "Feeling grateful for the little things. ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞ।"
7. "Movie night with friends. বন্ধুবান্ধবীর সাথে মুভির রাত।"
8. "Weekend vibes. সপ্তাহের শেষের আবেগ।"
9. "Exploring new places. নতুন জায়গাগুলি আবিষ্কার করছি।"
10. "Grateful for the love and support. ভালোবাসা এবং সাহায্যের জন্য কৃতজ্ঞ।"

Feel free to share your own day-to-day phrases! Let's celebrate the richness of languages! 🗣️❤️

📢📢 BIG ANNOUNCEMENT 📢📢

তোমরা যারা ইংরেজিতে দুর্বল, শেখার আগ্রহ আছে তাদের সকলের জন্য শুরু করা হচ্ছে "BASIC ENGLISH COURSE". একদম Basic থেকে শেখানো হবে, এটি 6 মাসের কোর্স কিন্তূ, যদি এই 6 মাসে কেউ শিখতে না পারে তাহলে বিনামূল্যে তাকে শেখানো হবে, যতদিন না সে শিখতে পারছে ততদিন।

🔴 কোর্স Fee মাত্র 1200 টাকা।
🔴 কোনো Admission fee নেই।
🔴 কোর্স শুরু 1st January.
🔴 ক্লাস হবে Google meet এবং Offline এ।

📢📢Addmission চলছে...

🔴☎️CALL NOW - 8910434808

10/12/2023

📢📢 BIG ANNOUNCEMENT 📢📢

তোমরা যারা ইংরেজিতে দুর্বল, শেখার আগ্রহ আছে তাদের সকলের জন্য শুরু করা হচ্ছে "BASIC ENGLISH COURSE". একদম Basic থেকে শেখানো হবে, এটি 6 মাসের কোর্স কিন্তূ, যদি এই 6 মাসে কেউ শিখতে না পারে তাহলে বিনামূল্যে তাকে শেখানো হবে, যতদিন না সে শিখতে পারছে ততদিন।

🔴 কোর্স Fee মাত্র 1200 টাকা।
🔴 কোনো Admission fee নেই।
🔴 কোর্স শুরু 1st January.
🔴 ক্লাস হবে Google meet এবং Offline এ।

📢📢Addmission চলছে...

🔴☎️CALL NOW - 8910434808

27/09/2023

"Discovering the top 10 most commonly used verbs in Bengali! 📚

1. করা (kora) - to do/make
2. হত্তা (hotta) - to have
3. যাওয়া (jawo) - to go
4. আসা (asha) - to come
5. খাওয়া (khawa) - to eat
6. পড়া (pôṛa) - to read
7. লিখা (likha) - to write
8. বলা (bôla) - to say
9. দেখা (dekha) - to see
10. থাকা (thaka) - to stay

Language opens doors to new worlds! 🌍🗝️ "

26/09/2023

🌟 আমরা সবাই জীবনের সাথে দৈনন্দিন শব্দ সম্পর্কে আগ্রহী, ঠিক তারই কথা বলি! 📚

আমরা প্রতিদিন অনেক শব্দ ব্যবহার করি, কিন্তু কতটা আমরা সেই শব্দের অর্থ জানি? আমি তোমাদের সাথে কিছু দৈনন্দিন শব্দ শেয়ার করতে চলেছি, তাদের বাংলা অর্থের সাথে! 😊

1. Family - পরিবার (Poribar)
2. Friends - বন্ধু (Bondhu)
3. Happiness - সুখ (Sukh)
4. Love - ভালোবাসা (Bhalobasa)
5. Food - খাবার (Khabor)
6. Nature - প্রকৃতি (Prokriti)
7. Travel - ভ্রমণ (Bhromon)
8. Music - সঙ্গীত (Shongeet)
9. Art - শিল্প (Shilpo)
10. Memories - স্মৃতি (Smriti)

এই শব্দগুলি আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি এবং তাদের বাংলা অর্থ জানা গুরুত্বপূর্ণ। আপনি কোনটি বেশি ব্যবহার করেন? আপনার মন্তব্য শেয়ার করুন! 🗣️💬

12/08/2023

Title: Mastering Articles in English Grammar

Introduction:
Articles are an essential part of English grammar, providing crucial information about nouns. They help us understand whether a noun is specific or general, and whether the noun is singular or plural. There are three articles in English: "a," "an," and "the." In this lesson, we will delve into the proper usage of these articles.

1. Indefinite Articles: "A" and "An"
- "A" is used before words that start with consonant sounds. For example, "a dog," "a house."
- "An" is used before words that start with vowel sounds. For example, "an apple," "an umbrella."
- Remember, the choice between "a" and "an" is based on the sound of the following word, not the actual letter.

2. Definite Article: "The"
- "The" is used before specific nouns that both the speaker and the listener know or can easily identify. For example, "the Eiffel Tower," "the book on the table."
- Use "the" when referring to unique objects or things that have been previously mentioned in the conversation.

3. Omission of Articles
- Articles are not used with plural or uncountable nouns in a general sense. For example, "Cats are cute" (no article), "Water is essential for life" (no article).
- Articles are omitted when referring to things in a general, abstract, or non-specific manner. For example, "I like ice cream" (no article), "She is studying medicine" (no article).

4. Article Usage in Specific Contexts
- With proper nouns: Articles are generally not used with names or proper nouns, unless they are titles or positions that require "the" (e.g., "the President").
- Before unique things: Use "the" when referring to unique objects, such as "the sun," "the moon."
- Superlatives and Ordinal Numbers: Use "the" with superlatives ("the best," "the tallest") and ordinal numbers ("the first," "the fifth").
- Nationalities: Use "the" with certain nationalities like "the French," "the Japanese."

5. Practice Exercises:
A. Fill in the blanks with the appropriate articles: __ dog chased __ cat up __ tree.
B. Choose the correct article: She is learning to play ___ guitar.
C. Decide whether an article is needed: I have ___ car, but I also have ___ bicycle.

Conclusion:
Understanding how to use articles correctly is essential for effective communication in English. Mastering the usage of "a," "an," and "the" can significantly improve your language skills and help you express yourself more accurately. Practice and observation in real-life conversations and written texts will reinforce your understanding of article usage over time.

02/08/2023

🗣️ "Mastering the Art of Spoken English! 🎤🌟

Hey friends! 🙋‍♂️ Are you ready to take your spoken English to the next level? 🚀 Whether it's for socializing, interviews, or presentations, effective communication is key in today's world. 🗣️💬

Join me in this exciting journey of improving our spoken English skills! Let's share tips, practice together, and encourage each other's progress. 🤝🌟 Together, we'll build confidence and fluency in expressing ourselves more eloquently and confidently.

Feel free to share your favorite language learning resources, podcasts, or any success stories that inspire you. Let's create a positive and supportive community where we can all learn and grow together. 🌱🤗

Remember, it's not just about perfection, but progress! 📈 Let's celebrate every milestone and keep pushing ourselves to be better communicators. 🚀🎉

"

30/07/2023

📚 Exploring the Wonders of Language! 🌐📝

🔍 Today, let's dive into the fascinating world of PARTS OF SPEECH! 🤓🌟 Understanding how words function in sentences unlocks the magic of communication.

🔤 Nouns give life to people, places, and things. 🏠🌳👩‍🚀 Verbs add action and movement, making sentences dance with energy! 💃🏻🕺

🔠 Adjectives paint vivid pictures, making our descriptions colorful and vibrant! 🎨🌈 Adverbs gracefully modify verbs, adding that extra oomph to our writing. 💨✨

🔣 Prepositions connect words, guiding us through time and space. 🚀🌌 Conjunctions unite ideas, creating harmony in our thoughts. 🤝💭

🆒 Interjections bring emotions to life! Wow! Ouch! Yay! Express yourself with flair! 🗣️💥

📖 So, let's celebrate the power of words and the incredible journey they take in forming sentences. 🚀📝 Let's continue exploring the wonders of language together! 🌟💬

13/06/2023

What do you see in the picture?

Photos from শিখতে হবে - Sikhte Hobe's post 25/05/2023

Monthly Drawing competition of শিখতে হবে - Sikhte Hobe 👨‍🎨👩‍🎨

14/05/2023

🔴Daily Routine Writing Guide

Writing a daily routine can be a helpful way to organize your time and stay on track with your goals. Here are some steps you can follow to create your own daily routine:

1. Identify your goals: Before you can create a routine, you need to know what you want to achieve. Think about the things you want to accomplish in your personal and professional life, and prioritize them based on their importance.

2. Determine your schedule: Look at your calendar and determine what time you have available each day. Take into account any commitments you have, such as work, school, or family responsibilities.

3. Break down your day: Divide your day into blocks of time, such as morning, afternoon, and evening. Decide what you want to accomplish during each block of time.

4. Create a list of tasks: Based on your goals and schedule, create a list of tasks you need to complete each day. Make sure your list includes both important and urgent tasks.

5. Prioritize your tasks: Once you have a list of tasks, prioritize them based on their importance and urgency. Focus on completing the most important tasks first.

6. Be flexible: Remember that life is unpredictable, and you may need to adjust your routine from time to time. Be flexible and willing to adapt as needed.

7. Review and adjust: Regularly review your routine to see if it's working for you. If not, make adjustments as needed to ensure you're making progress towards your goals.

🔴Here is an example of a daily routine:

🔵Morning:

Wake up at 6:30am
Exercise for 30 minutes
Eat breakfast
Check emails

🔵Afternoon:

Work on important tasks from 9am-12pm
Take a 30-minute break for lunch
Work on less important tasks from 1pm-3pm

🔵Evening:

Spend time with family and friends
Complete any remaining tasks
Wind down before bed by reading or meditating
Go to bed at 10:30pm

Remember that your routine should be personalized to your needs and goals. Experiment with different routines until you find one that works best for you.

11/05/2023

You are never too old to set another goal or to dream a new dream. – C.S.Lewis

08/05/2023

কিভাবে সৌরজগতের সৃষ্টি হয়েছে? 🤔

আকাশগঙ্গা ছায়াপথের লক্ষ্ কোটি তারার মধ্যে মাঝারি হলুদ তারা হল সূর্য। "সৌর" বা Solar কথাটি এসেছে ল্যাটিন শব্দ Sol থেকে, এর অর্থ হল সূর্য। অতএব সোলার সিস্টেম বা সৌরজগতের অর্থ হল সৌর পরিবার বা ফ্যামিলি অফ সান। জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড রূপে থাকা সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগতের সৃষ্টি হয়েছে তার দৃষ্টান্ত রূপে নিম্নলিখিত ধারণাগুলি উল্লেখযোগ্য।

১) প্রায় 460 কোটি বছর আগে সূর্য সৌরজগৎ কিছুই ছিল না।ছিল মহা শূন্যে ভাসমান ধূলিকণা, গ্যাসের বিরাট মেঘ যা মহা বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল।

২) মাধ্যাকর্ষণ এর টানে ধীরে ধীরে ধূলিকণা ও হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস পরস্পরের কাছাকাছি এসে জমাট বেঁধে প্রচন্ড উত্তপ্ত হয়ে জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড সূর্য গঠিত হয়।

৩) সদ্য জন্মানো সূর্যের মধ্যে মাধ্যাকর্ষণের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হতে থাকে।

৪) এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো,উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে।

৫)অবশিষ্ট ধূলিকণা ও গ্যাস সূর্যের আকর্ষণে, সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে।লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় গ্রহ,উপগ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক। এদের নিয়ে গড়ে ওঠে সৌরজগৎ বা সৌরপরিবার।

07/05/2023

চাঁদে মানুষের ওজোন কমে যায় কেন? 🤔

পৃথিবী যে পরিমাণ মধ্যাকর্ষণ বল দ্বারা কোন বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ওজন বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ৬ ভাগের ১ ভাগ হলো চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি। তাই আমাদের ওজন পৃথিবীতে ৩০ কেজি হলে চাঁদে হবে ৩০/৬ = ৫ কেজি। অর্থাৎ, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ১/৬ ভাগ হওয়ায় চাঁদে আমাদের এত হালকা লাগে।

Want your school to be the top-listed School/college in Howrah?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

"10 everyday sentences you need to know!"#englishlanguage #sikhtehobe
Am ব্যবহারে কিছু বাক্য 😶 #englishteacher #basicenglishcourse #reelsfb #reelsvideo
দিগন্তরেখা বা the horizon ☁️ | 🌎 #education #geography #nature #reelsfbpage
Monthly Drawing competition of "Sikhte Hobe" 👨‍🎨 #drawing #sikhtehobe
How to learn English ❓#English #sikhtehobe
উদবায়ী পদার্থ কি?#science
How to mak a question?#sikhtehobe #English
লীন তাপ কী? #science #sikhtehobe #bengali
Admission open till 20th January 🎉
ভর্তি চলছে... 😀
ভর্তি চলছে...😀 (এখনি যোগাযোগ করুন)      #sikhtehobe #education
ভর্তি চলছে 😀 (এখনি যোগাযোগ করুন)

Location

Category

Telephone

Website

Address

Chengail, Karan Para
Howrah
711308
Other Tutors/Teachers in Howrah (show all)
দাদা দিদির শিক্ষাকেন্দ্র - Dada Didi's Tution দাদা দিদির শিক্ষাকেন্দ্র - Dada Didi's Tution
4 Nabin Senapati Lane
Howrah, 711102

We teach all the subjects of all the boards of class III to X (West Bengal, CBSE, ICSE) and Mathematics and Economics of class XI and XII in small batches. Location-Kasundia Bakultala, Near Shyamashree Cinema Contact-6290767670

Asif's Basic Classes - ABC Asif's Basic Classes - ABC
293/1 Dakshin Buxarah, Keto Pole
Howrah, 711109

Tuition classes for ICSE & CBSE Curriculum

Enter the Autocad Enter the Autocad
Botanical Garden
Howrah, 711109

Be the creator of your day dream

Soumyadip Siksha Sadan Soumyadip Siksha Sadan
Howrah, 711302

In our coaching center we provide best guidlines all the students.

Shruti Musical Academy Shruti Musical Academy
100/9, S. N. Ganguly Road
Howrah, 711104

SMA is an institution where we initiate, nurture and fine tune young talents for Gen-X. We emphasize

EngTalk EngTalk
Howrah

It is an educational page. Basic English education is provided..

SBG04 SBG04
5/1, S. N. N GANGULY Road
Howrah, 711104

Private Tuition Teacher of Philosophy Classes 11 & 12 WB BOARD

Sreya's creation Sreya's creation
Bally
Howrah, 711205

This page is for taking cake orders and providing baking classes..

Arpan Purkait Target Tutorial Arpan Purkait Target Tutorial
Howrah Ranihati Panchla
Howrah, 711322

TARGET TUTORIAL🎯

Speak-O-Learn Speak-O-Learn
Howrah, 711103

Speak English Confidently!

Mohd Sarwat Meraj Quraishi Mohd Sarwat Meraj Quraishi
33/1 Pilkhana 3rd Lane
Howrah

Gupta Classes Gupta Classes
Gora Bazar Near Maria's Day School
Howrah, 711101

LeArN Math and Science in FuNNy StYLe