06/07/2025
মা যখন চিন্তা করে সামনে এসে বলে রাজু তোর ভবিষ্যৎ কি ...আমি চলে যাওয়ার পর তোর কি হবে আমি তখন একটা কথাই বলি আমার ভবিষ্যৎ স্বয়ং ভগবান।। এক দরজা বন্ধ হবে আরেক দরজা খুলে যাবে।।
কর্মটা সঠিক করলে প্রাপ্যটা নিয়ে চিন্তা থাকে না তাই জন্যই আমি চিন্তা করি না।।
আর কোন পরিস্থিতিকে ই ভয় পাই না।।
আর নিজেকে ভালোবাসি।।🥺♥️
No expectations no frustration♥️.......(Dekhbe Ma tomar motoi amay ku khub valobasbe সে দ্বিতীয় হোক বা যেই হোক ...❤️hoy se ese gache ba hoy se asche..🥺♥️)
06/07/2025
Dumdum class ❤️Disha Guhathakurta from
Sodepur
Rupsa Bhowmik
From kavi Nazrul
♥️
05/07/2025
আজ আমি খুব খুশি।। শুধু খুশি না খুব খুশি।। নাগেরবাজারের রথযাত্রা বা রথ মেলা একটি শ্রেষ্ঠ মেলার মধ্যে একটি সেটা কারো অজানা নেই।।। সেই রথ মেলা ও রথযাত্রাকে ঘিরে এক বিরাট অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল ।। সেই অংকন প্রতিযোগিতায় আমারই ছোট্ট ছাত্রী এত এত ছাত্র ছাত্রীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে 7 to 12 years er group e..।।। যেটা Ayan's Canvas er একটি বড় গর্বের বিষয়।। ওর ভালো হোক এবং আগামী দিন আরও উজ্জ্বল হোক এটাই রথের দিনে প্রভুর কাছে এটাই প্রার্থনা করি।। বিশিষ্ট মাননীয় গুণীজনদের হাত থেকে পুরস্কার নিয়েছে এবং সার্টিফিকেট ও যাদের সিগনেচার আছে তারাও অনেক উজ্জ্বলময় নাম বর্তমানে।।। সত্যিই আমার খুব ভালো লাগলো কারণ এত ছাত্র ছাত্রীর মধ্যে প্রথম স্থান অধিকার করা নটে ম্যাটার অফ জোক।।❤️
05/07/2025
এই ছোট্ট ছেলেটি নাম শুভম গাইন আমার কাছে সাড়ে চার বছর বয়স থেকে akato ..। এখনো ওর বয়স ১৫ প্লাস।। এই ছোট্ট ছেলেটি একের পর এক ক্যানভাস পেন্টিং করে এবং কমিশন ওয়ার্ক করে রীতিমত অনেকের মন জয় করে ফেলছে।।। শুধু তাই নয় ওর পাঁচ ফুট বাই সাড়ে তিন ফুটের মহাকাল এর ছবি প্রায় ২ মিলিয়ন মানুষ দেখেছে প্রায় লাখ রিঅ্যাকশন হাজার হাজার শেয়ার হাজার হাজার কমেন্ট হয়েছে।।। এবং এই ছোট্ট ছেলেটি রীতিমত কলকাতার সব সেরা সেরা আট গ্যালারিতে তার প্রতিভা দেখিয়ে এসেছে।। একটি ছোট্ট কমিশন ওয়ার্ক এর কাজ করেছে অনেক কাজের মধ্যে।।। যেটি আমি সবার সঙ্গে শেয়ার করলাম এবং কেউ যদি তারা তাদের ঘরের দেওয়ালে বা ডাইনিং এ বা নানান জায়গায় বাড়িতে বা অফিসে বা ইত্যাদি ইত্যাদি, কেউ যদি ক্যানভাস বোর্ডে ক্যানভাস পেন্টিং এর মাধ্যমে দেয়ালটিকে এক সুন্দর রূপ দিতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করুন সুভম অত্যন্ত নিশ্চয়তার সাথে ও প্রতিভার সাথে কাজটি সম্পন্ন করবে। আমি আশাবাদী।।।♥️🙏🏽
05/07/2025
Smaranita Jana
সোশ্যাল মিডিয়ার একটি ছবিকে আমারই ছাত্রী কি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। এক মাস হল আমার কাছে ড্রয়িং করছে ওর প্রতিভা ছিল বলেই আজ এক মাসের মধ্যে এত অসাধারণ কাজ করছে।।। এবার আমার দায়িত্ব ওর প্রতিভাকে কত তাড়াতাড়ি উচ্চপর্যায় নিয়ে যেতে পারি।। অবশ্যই ওর চেষ্টা আর ওর প্রতিবার মিশ্র নেই সম্ভব।। Ayan's Canvas institute er নতুন ক্লাস দমদম ক্যান্টনমেন্ট বৈদ্যনাথ বয় স্কুল অপজিট লিচুবাগান মাঠ।।♥️
04/07/2025
আজ অর্পিতার বিয়ে ♥️।।
আমি আর রাজশ্রী ♥️
আমার সকাল থেকে শরীর খারাপ।। রাজশ্রী ও খুব টায়ার্ড।।। নেমন্তন্ন তো সবাই করে কিন্তু আন্তরিকতা ভালোবাসা শিক্ষা, এটাই হল আসল।।
আজ অর্পিতা হাতিবাগান থেকে আমার কাছে ক্লাস করতে ase । মাত্র ৬ মাসের আলাপ।। কিন্তু তারপরও বারংবার সে ইনভাইটেশনের কথা মনে করেছে ইভেন আজ বিয়ে তারপরও আমাদের তিনজনের একটি গ্রুপ খুলে আগে দিয়েই ছিল যাতে আমরা কিছুতেই ভুলে না যাই।। কাল ও মনে করিয়ে দিয়েছে শতশত ব্যস্ততার পরেও এবং শুধু তাই নয় আজও শত ব্যস্ততার পরেও বিয়ের দিনেও মনে করিয়ে আবার লোকেশন পাঠিয়ে দিয়েছে।।
কিছু কিছু মানুষের সঙ্গে হয়তো অনেক দিনের আলাপ হলেও আলাপই থেকে যায় আর কিছু কিছু মানুষ অল্প কদিন আলাপ হলেও মনে দাগ কেটে যায়।। হ্যাঁ সত্যিই তাই আজ আমি আর রাজশ্রী ❤️খুব খুব খুশি।। এইটুকুই থেকে যাবে আর কিছুই নয়, ওর বৈবাহিক জীবন খুব ভালো হোক শান্তিময় হোক আজকের দিনে ঈশ্বরের কাছে মন দিয়ে আমরা এটাই প্রার্থনা করি 🥺♥️🙏🏽