25/06/2025
হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 24/06/25 ,বিদ্যালয়ে আয়োজিত হলো আন্তর্বিদ্যালয় মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা।
বিশিষ্ট বিজ্ঞানী ও জাতীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত প্রফেসর ড: শ্যামল চক্রবর্তী মহাশয় ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাননীয় ডেপুটি সেক্রেটারি ড: পার্থ কর্মকার মহাশয় ,সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষিকা মাননীয়া ড: Sreemati Ghosh দিদি, বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক মাননীয় ড:প্রবোধ কুমার মিশ্র মহাশয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগতলা সূর্যকুমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী Suman Majumder ও তালতলা হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী Ritwik Kundu মহাশয়।
নয়টি স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিজ্ঞানের মডেলের প্রথম পুরস্কার জিতে নেয় টাকি বয়েজ ও ভূগোলের মডেলের প্রথম পুরস্কার জেতে টাকি গার্লস। দুটি বিদ্যালয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
অন্যান্য স্কুল গুলি থেকে আগত সব ছাত্র ছাত্রী কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
21/06/2025
অত্যন্ত আনন্দের খবর।
যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে ,All India Science Teachers Association (AISTA) আয়োজিত আন্তর্বিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ক্লাস টেন দুই ছাত্রী শ্বেতা দাস ও অনুষ্কা সাহা কুইজে ফার্স্ট হয়েছে।
ক্লাস সিক্স এর অদ্বিতীয়া মাঝি ড্রয়িং এ সেকেন্ড হয়েছে। ছাত্রীদের ও তাদের গাইড টিচার ,শ্রীমতি মধুমিতা দাস কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই 💐❤️
14/06/2025
একটি ঘোষণা...
আমাদের প্রিয় বিদ্যালয়ের হীরকজয়ন্তী বর্ষ সারা বছর ধরে , অনেকগুলি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে।
যে সমস্ত প্রাক্তন ছাত্রীরা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক ও বিপুল ব্যয়ভার লাঘবে কিছুটা সহযোগিতা করতে চাইবেন তাঁদের প্রত্যেককে স্বাগত🙏
প্রাক্তন সব ছাত্রী কে এই ব্যাপারে ফোন করে (033-23508635 ) অথবা বিদ্যালয়ের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদ 💐
07/06/2025
বিশ্ব পরিবেশ দিবসে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে K P memorial hall এ আয়োজিত প্লাস্টিক দূষণ এর কারণ ও দূরীকরণের উপায় সম্পর্কিত একটি ওয়ার্কশপে আমাদের পাঁচটি ছাত্রী নিয়ে বিদ্যালয়ের সহ শিক্ষিকা শ্রীমতি রত্না দাস অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী ও যুগোপযোগী। এই অনুষ্ঠানে আমাদের মেয়েদের অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানাই, মাননীয় কাউন্সিল সভাপতি মহাশয় ও কাউন্সিলের মাননীয়া সম্পাদিকা মহাশয়া কে।
07/06/2025
05/06/25, বিশ্ব পরিবেশ দিবসে মেয়েদের পরিবেশ প্রকৃতি বাঁচাবার শপথ গ্রহণ, গানে আবৃত্তি তে গাছ লাগানোর ও গাছ বাঁচানোর কথা ।
সব শেষে নিজেরা গাছ লাগিয়ে দিনটি বিশেষ ভাবে উদযাপন করলো আমাদের ছোট মেয়েরা ।
27/05/2025
আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ছিলেন শ্রীমতি সুরমা ঘটক ।
অসামান্য গুণের অধিকারিণী ছিলেন দিদি
আজকে দিদির লেখা একটি চিঠি মৃণাল সেনের পুত্র share করেছেন তা এইখানে share করলে আমাদের অনেকের আনন্দের ও গর্বের বিষয় হবে ,সন্দেহ নেই
আমার মার একটা পুরোনো ব্যাগ ঘাঁটতে গিয়ে একটা ছেঁড়া চিঠি হাতে এলো। চিঠিটা ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটকের লেখা, আমার মাকে। মা যত্ন করে নিজের ব্যাগে রেখে দিয়েছিলেন। ঠিক কবে লেখা আমার জানা নেই। ভাবলাম হয়তো অন্যদের দেখতে ভালো লাগবে।
© কুণাল সেন ( মৃণাল সেনের পুত্র )
মৃণাল সেনের জীবনের বহু অজানা গল্প জানতে পড়তেই হবে তাঁর নিজের লেখা বই আমি ও আমার সিনেমা | এই বই সংগ্রহে রাখার মত বই |
আমাজন লিংক : https://amzn.to/3Mms2US
08/05/2025
ভরা থাক স্মৃতি সুধায় ...
স্কুল ইউনিফর্মে ওদের শেষবার স্কুলে পাওয়া , মন ভারাক্রান্ত তো হবেই ।
ওরা শিক্ষার বৃহত্তর আঙিনায় সফল হোক, উজ্জ্বল হোক ওদের আগামী দিনগুলো।
সবার জন্য শুভেচ্ছা ও প্রাণভরা ভালোবাসা ❤️💐💐
07/05/2025
এক নজরে HS -2025
Highest Marks :- 471 (94.2%) RIMI SENAPATI , Commerce
Science --XIIA
90% and above 4
80% to below 90% 14
70% to below 80% 22
60% to below 70% 19
Below 60% 1
07/05/2025
উচ্চমাধ্যমিকের
সাফল্য ও
100%
02/05/2025
আজ 02/05/25, বহুমুখী প্রতিভাধর বিশ্ব বরেণ্য চিত্রপরিচালক ও মহান সাহিত্যিক শ্রী সত্যজিৎ রায়ের 104তম জন্মদিনে, তাঁরই পৈতৃক নিবাস অধুনা এথেনিয়াম ইনস্টিটিউশন এ আয়োজিত ইন্টারস্কুল কুইজ প্রতিযোগিতায় আমাদের মেয়েরা দ্বিতীয় স্থান অর্জন করেছে।
সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
02/05/2025
সব মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের ও তাদের অভিভাবক বৃন্দ কে অভিনন্দন জানাই 💐