Young’s Organization of Urban Research

Young’s Organization of Urban Research

Share

Research is its main objective. See surroundings, seek something.

08/06/2020

Every body in the society has some responsibilities to undertake when an infectious disease becomes pandemic and deadly.

There is no anti- viral drug to fight Coronavirus. Hydoxychloroquinoline, for which President Trump threatened Prime Minister of India, Modi, is an anti- protozoan drug having no effect on virus.Remdesivir was developed to cure Ebola virus infected patients, but with very little effect. Favipiravir, another so-called anti- viral drug came in today’s daily paper being manufactured in Bangladesh, originally thought to cure influenza later proved to be ineffective, having teratogenic effects, adverse side reactions and still under clinical trials, but definitely not approved for clinical use.
There is no vaccine and it is unlikely that any vaccine would be developed against frequently mutating Coronavirus, a+RNA virus. So all talks in this respect are futile.

The virus is a non-living entity outside the host and is not a cell in infected persons. Antibiotics we use are the fermentation products of mostly fungi having harmful effects on prokaryotic bacteria and with no effect on human systems. So there is no point of considering antibiotics as treatment option for Covid-10 except as for prophylactic treatment which does not arise in Covid-19. If someone said that tea is an antibiotic with effect on Coronavirus infection (The Daily Star, June 07, ‘20, page 9, Col.5) it is unfortunately misleading, giving a very wrong information to the people as Trump gave with quinoline derivatives.

It is also the responsibility of the journalist to cross-check anything which is scientific and clinically important. At the same time as per the comment made if temperature has adverse effect on this virus (which is yet to be proved) there will not be any infection in Africa and we should have less cases of infection nowadays as temperature is reasonably high. So please don’t say anything which has no scientific basis. People being in distressed situation, like to know something assuring with positive background only.

We need to implement social distancing, mass screening and try to increase effectiveness of our immune system by having food items like vitamin C rich citrus fruits including guava, omega-3 and omega-6 fatty acid rich vegetables, nuts, sea food etc. and obviously protein rich food like kichuri ( with right proportions of rice and lentils), even if we cannot afford fish, meat, egg etc. every day. So please make efforts yourself to save your family and yourself from Coronavirus.

15/05/2020
11/05/2020

হযরত উমর (রা) এর ঈদ শপিং!

প্রেসিডেন্ট উমর ইবনে আল খাত্তাব (রা) ২৩শে আগষ্ট ৬৩৪ থেকে ৩রা নভেম্বর ৬৪৪ সাল পর্যন্ত আরবের (দ্বিতীয় খলিফা হিসাবে) দায়িত্ব পালন করেন।

প্রায় অর্ধেক পৃথিবীর শাসক উমর (রা) এর খিলাফতের প্রথম দিকে আবু উবাইদা (রা) তখন অর্থমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় কোষাগার দেখাশুনা করতেন।

ঈদের আগের দিন প্রেসিডেন্ট উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক প্রেসিডেন্ট উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে প্রেসিডেন্ট উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের প্রেসিডেন্ট যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

চিঠি পাঠ করে প্রেসিডেন্ট উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।।

10/05/2020

আজ ১৭ই রমজান।

ঐতিহাসিক বদর দিবস।

দ্বিতীয় হিজরীর আজকে এই দিনেই মদীনা থেকে ৮০ মাইল দূরের বদর প্রান্তরে মুসলমান ও মক্কার কাফেরদের মধ্যে সংঘটিত হয় ইসলামের প্রথম গাজওয়া, যা বদর যুদ্ধ হিসেবেই পরিচিত।

দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী (ﷺ) এবং তার সেসকল বদরী সাহাবীদের উপর, যারা আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে করেছেন সমুন্নত। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে ক্ষমা করুন।আমিন।।

اللهم صل علی سیدنا محمد وعلی اله اصحابه وبارک وسلم

10/05/2020

Dear students, participate here if you are eligible (HSC & up to Honers 2nd year)

03/04/2020

এসো আওয়াজ তুলি একসাথে!

-19

Photos from Young’s Organization of Urban Research's post 03/04/2020
ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষা করুন। 30/03/2020

Lets try to test your family

https://livecoronatest.com/

প্রতিরোধ এবং সতর্কতা - সাধারণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা
সচেতন হন, নিম্নলিখিত ওয়েবসাইটগুলির সর্বশেষ আপডেটগুলি নিয়মিত দেখুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা & আইইডিসিআর

সংক্রামিত বেশিরভাগ লোকেরা হালকা অসুস্থতা অনুভব করেন এবং রিকভারও করেন তবে এটি কিছু কিছু ক্ষেত্রে আরও গুরুতর হতে পারে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং নিম্নলিখিত কাজগুলি করে অন্যকে সুরক্ষা দিন:

ঘন ঘন হাত ধুতে থাকুন
হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।

সামাজিক দূরত্ব বজায় রাখুন
কাশি বা হাঁচি হয় এমন কারও সাথে অন্তত 2 মিটার (6 ফুট) দূরত্ব বজায় রাখুন।

চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন
আপনি হাত দিয়ে যে কোন কিছু স্পর্শ করার মাধ্যমে ভাইরাসের সংস্পর্শে আসতে পারেন। আপনার হাতে থেকে আপনার চোখ, নাক বা মুখের মাধ্যমে ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে।

হাঁচি কাশির শিষ্টাচার অনুশীলন করুন
খেয়াল রাখুন যে, আপনার আশেপাশের মানুষজন হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলছেন। এর অর্থ হচ্ছে- যখনই কারো হাঁচি বা কাশি পাবে, তখনই বাঁকানো কনুই বা টিস্যু দিয়ে মুখ ও নাকটি আবৃত করে রাখতে হবে। অবিলম্বে হাত ধুয়ে ফেলতে হবে অথবা ব্যবহৃত টিস্যুটি ঢাকনাযুক্ত ওয়েস্টবিনে ফেলে দিতে হবে।

আপনার যদি জ্বর, কাশি এবং শ্বাস নিতে সমস্যা হয় তবে তাড়াতাড়ি চিকিৎসা সেবা নিন
আপনি অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন। আপনার যদি উচ্চ জ্বর হয়, তবে মাঝারি থেকে তীব্র কাশি এবং শ্বাসকষ্টে অসুবিধা হয় এবং অল্প সময়ের মধ্যে এটি আরও খারাপ হয়, চিকিত্সা সেবা গ্রহণ করুন এবং IEDCR এর যে কোন একটি হটলাইনে কল করুন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষা করুন।

Want your school to be the top-listed School/college?

Telephone