
M I Mehedi
Comentarios
"She is not well today"
But why that's not right.that,
"She don't have well today" or "she have not well today"
Please Details??
#লাইক
#কমেন্ট
ইংরেজি গ্রামারের কিছু নিয়ম :
No এবং Not এর মধ্যে পার্থক্যঃ-
===========
[No=Adjective | Not=Adverb]
এ দুইটি Noun এর আগে বসে।
কিন্তু Noun এর আগে যদি any, much, enough
ইত্যাদি থাকে তখন
No এর পরিবর্তে Not বসে।
যথাঃ- I have no any mistakes in diction. (অশুদ্ধ) ।
have not any mistakes in diction. (শুদ্ধ) ।
অথবা- have no enough money. (অশুদ্ধ) I
have not enough money. (শুদ্ধ)
উল্লেখ্য, Comparative
form এর আগে No বসে, Not বসে না।
যথা- I have not more to say. (অশুদ্ধ) ।
have no more to say. (শুদ্ধ) ।
/
বানানের কিছু নিয়ম
=================
Rule-01:
=
Mono এক (এক) Syllable বিশিষ্ট কোনো word- এর শেষে একটি মাত্র consonant এবং তার পূর্বে একটিমাত্র vowel থাকলে, এই word-এর সাথে যদি vowel দিয়ে শুরু হওয়া কোনা suffix যুক্ত হয়, তবে vowel-টির শেষে consonant double হয়ে যাবে।
=
For Example:
=
Get + ing = getting
Big + er = bigger
Sin + er = sinner
=
Exception: Narrow + er = Narrower.
=
Rule-02:
=
তবে শেষে যুক্ত হওয়া suffix টির শুরুতে consonant থাকলে বা monosyllabic word টির শেষ consonant-এর আগে দু’টি vowel খাকলে শেষ consonant টি Double হয় না।
=
For Example:
=
Sin + ful = sinful
Wool + en = woolen
Sleep + y = sleepy
=======================
Every word in English Language that has Q, there must be U after the Q (QU).
Example:
Quick
technique
Boutique
Queue
Acquire
Quit
Quite
Aquaculture
Banquet
Colloquial
Conquer
Earthquake
Equal
Frequent
Mosque
Mosquito
Oblique
Quality
Require
Sequel
Sequence
Tranquility
Quotation
======================
সচরাচর যেসব word এর শেষে 'seed' 'সীড' উচ্চারিত হয় তাদের বানানের শেষে-cede থাকে,মনে রাখতে হবে,প্রথমে c, তারপর e , তারপর d, তারপর e.
যেমনঃ-==
accede =সম্মত হ্ওয়া।
concede =ত্যাগ বা স্বীকার করা।
intercede =মধ্যস্ত করা।
recede =পিছু হটা।
secede =অপসৃত হ্ওয়া (দল,সম্প্রদায়,
সংঘ ইত্যাদি থেকে).
ব্যতিক্রম ঃ- এই নিয়মের মাত্র চারটি ব্যতিক্রম দেখা যায়।
এর মধ্যে তিনটি --ceed দ্বারা সমাপ্ত এবং একটি --sede দ্বারা সমাপ্ত হয়।
যেমন ঃ-
exceed =অতক্রম করা।
proceed =অগ্রসর হ্ওয়া।
succeed =কৃৎকার্য হ্ওয়া।
supersede =বাতিল করা,স্থান দখল করা।
====================
TO এর পর always verb simple হয় কিন্তু কিছু ব্যতিক্রম আছে
_______________________________
যেমন-
With a view to
Look forward to
Be used to
get/got used to
Be accustomed to
Be habituated to
Be opposed to
Object to
Confess to
Be committed to
_______________________________
এগুলোর পরে Verb আসলে অবশ্যই তার সাথে ing যোগ করতে হবে ।
I am looking forward to getting meeting Rasel
Rasel was used to working hard
তুমি একটা ফাকিঁবাজ ছাত্র এর ইংরেজি অনুবাদ কি
⭕ Food (খাদ্য) – Foods (খাবারের তালিকা)
⭕ wood (কাঠ) – Woods (বন )
⭕ good ( ভাল) – Goods (পন্য)
⭕ crop (শস্য) – Crops (শস্যের প্রকারভেদ)
⭕ Manner ( পদ্ধতি) Manners (অাচার-অাচরন)
⭕ Custom (প্রথা) Customs (শুল্ক)
⭕ Return (ফিরে দেখা) – Returns ( বিবরণী)
⭕ Colour (রঙ) – Colours ( পতাকা)
⭕ Iron (লোহা) Irons (লোহার শিকল)
⭕ Sand (বালু) Sands ( মরুভূমি)
⭕ Arm ( বাহু) Arms (অস্ত্র)
⭕ corn (ভূট্রা) – Corns (পায়ের শিকল)
⭕ Water (পানি) – Waters (জলাশয়)
Like
Like plz https://facebook.com/EngBanglaOnline?fc=f&showPageSuggestions&_rdr
বি.এসসি (অনার্স) এম.এসসি গণিত This is Educational page
Funcionando como de costumbre

একটা মেয়ে কে প্রোপজ করলাম, মেয়েটি জিজ্ঞাসা করলো অাপনি অামার জন্য কি করতে পারবেন? অামি বললাম সব করতে পারবো! তারপর মেয়েটি বললো অামার জন্য মরতে পারবেন, অামি বললাম "হ্যাঁ" পারবো! তারপর মেয়েটি বললো যে নিজের জীবনকে ভালো বাসতে পারেনা সে অামাকে কি ভালোবাসবে? বলে মেয়ে চলে গেলো অার যোগাযোগ রাখলো না,
তারপর অাবার, অন্য একটা মেয়েকে প্রোপজ করলাম, সেই একই প্রশ্ন, অাপনি অামার জন্য কি করতে পারবেন? অামি সেই একই উত্তর সব করতে পারবো, মেয়েটি বললো কি কি করতে পারবেন.? অামি বললাম সব করতে পারবো, মেয়েটি বললো, অামার জন্য কি মরতে পারবেন? অামি এবার অার "হ্যাঁ" বলি নি এবার বললাম "না" মরতে পারবো না। মেয়েটি বললো এই না বললেন সব পারবেন! অার অামি কি অাপনাকে সত্যি মরতে বলতাম নাকি? তারপর মেয়েটি বললো, অাপনার ফিলিংস নেই, অাপনি ভালোবাসা বুঝেন না। সুতরাং অাপনার সাথে রিলেশনশিপ করতে পারবো না?
,,,
এবার সত্যি বুঝলাম এসব অামার দ্বারা হবে না।
কারণ, মেয়েদের মন বুঝা খুব কঠিন, কারণ, একই উত্তর কেউ নেগেটিভ অাবার কেউ পজিটিভ ভাবে নেই, এটা কিছু টা, ধাঁধার মতো।
~ মোঃ মোহাইমিনুল ইসলাম (এম অাই মেহেদি)
একটা প্রশ্ন মাথায় কয়েক দিন ঘোড়পাক খাচ্ছে?
সেটা হলো মেয়েরা বিয়ের আগে যে ফেসবুক আইডি ব্যবহার করতো বিয়ের পর সেই আইডি ডিলিট করে নতুন আইডি খুলে?
প্রশ্ন হলো আগের আইডি দিয়ে কি এমন করতো যার জন্য ডিলিট করতে হয়?
অথচ কোনো ছেলেকে দেখলাম না আইডি ডিলিট দিয়ে নতুন আইডি খুলতে!
বিঃদ্রঃ কিছু বড় ভাইদের বউদের ও আইডি দেখে এই প্রশ্ন মাথায় আচ্ছিলো।
সূচকে শীর্ষ দেশ (২০২২)
_________________________
বায়ুদূষণ - বাংলাদেশ
জাহাজ ভাঙা - বাংলাদেশ
ইলিশ - বাংলাদেশ
___________________
পোশাক রপ্তানি - চীন
বস্ত্র রপ্তানি - চীন
সামুদ্রিক মৎস্য - চীন
রপ্তানি - চীন
বিনিয়োগে - চীন
ধান, গম উৎপাদন - চীন
জনসংখ্যা - চীন
ব্যস্ততম বন্দর - সাংহাই, চীন
ব্যয়বহুল শহর - হংকং, চীন
____________________
আমদানি - যুক্তরাষ্ট্র
পোশাক আমদানি - যুক্তরাষ্ট্র
বস্ত্র আমদানি - যুক্তরাষ্ট্র
বিনিয়োগ প্রাপ্তিতে - যুক্তরাষ্ট্র
অস্ত্র রপ্তানি - যুক্তরাষ্ট্র
সামরিক ব্যয় - যুক্তরাষ্ট্র
জিডিপি - যুক্তরাষ্ট্র
সামরিক শক্তি - যুক্তরাষ্ট্র
____________________
ডাক সেবা - সুইজারল্যান্ড
উদ্ভাবন - সুইজারল্যান্ড
মানব উন্নয়ন - সুইজারল্যান্ড
______________________
মিঠা পানির মৎস্য - ভারত
প্রবাসী আয় - ভারত
অস্ত্র আমদানি - ভারত
__________________
লিঙ্গ বৈষম্য কম - আইসল্যান্ড
শিশু অধিকার - আইসল্যান্ড
শান্তি - আইসল্যান্ড
___________________
গণতন্ত্র - নরওয়ে
মুক্ত গণমাধ্যম - নরওয়ে
____________________
আইনশৃঙ্খলা - সিঙ্গাপুর
অর্থনৈতিক স্বাধীনতা - সিঙ্গাপুর
__________________
খাদ্য নিরাপত্তা - ফিনল্যান্ড
সুখ - ফিনল্যান্ড
___________________
ই-গভর্নমেন্ট - ডেনমার্ক
আইনের শাসন - ডেনমার্ক
পরিবেশ - ডেনমার্ক
___________________
ব্যবহৃত ভাষা - ইংরেজি
মাতৃভাষা - মান্দারিন
সাইবার নিরাপত্তা - গ্রিস
ভ্রমণ ও পর্যটন - জাপান
মাথাপিছু আয় - লিচটেনস্টাইন
বাসযোগ্যতা - ভিয়েনা, অস্ট্রিয়া
__________________________
ক্ষুধা - ইয়েমেন
জনসংখ্যার ঘনত্ব - মোনাকো
দুর্নীতি - দক্ষিণ সুদান
সন্ত্রাস - আফগানিস্তান
মানি লন্ডারিং - কঙ্গো
পরমানু অস্ত্র - রাশিয়া
[উৎস - কারেন্ট এফেয়ার্স]
“সুখ অর্জনের আনন্দ এবং সৃজনশীল প্রচেষ্টার রোমাঞ্চে নিহিত।
অত্যধিক সুখ আশা করা সুখের একটি বড় বাধা।”

পরীক্ষা হলে আমার সাথে যা হয়

আজ নাকি আমার জন্মদিন

বউয়ের সাথে ঝগড়া হলে কোনো সমস্যা নাই
এই উপায় কাজে লাগান

🎯 একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছে।
ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) প্রবেশ করে 'ভিউ রেজাল্ট' বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত স্থানে ভর্তিচ্ছুরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছর ওয়েবসাইটে ইনপুট দিয়ে ওয়েবপাতায় উল্লেখিত ভেরিফিকেশন কোডটি ইনপুট দিতে হবে। এরপর নীল বর্ণের 'ভিউ রেজাল্ট' বাটনে ক্লিক করলেই শিক্ষার্থীর ফল প্রদর্শন হবে।

কিছুটা ব্যতিক্রম মানুষ

six // Seven এর বই পাল্টে গেছে
👉অফিসের বসঃ আপনি সব সময় এতো ঠান্ডা থাকেন কিভাবে মোটেও রাগ করেন না কেন?
👉জৈনিক ব্যক্তিঃ আমি বোকা লোকদের সাথে তর্কে লিপ্ত হই না, বরং বলি, জ্বি! আপনি ঠিক বলছেন!
👉অফিসের বসঃ এটা মোটেও ঠিক নয়, আপনার তাকে বুঝানো দরকার।
👉জৈনিক ব্যক্তিঃ জ্বি আপনি ঠিক বলছেন 😃😃

Photos from Md. Mohaiminul Islam's post
1.Watch out!=সাবধান!
2.What's going on here?=এখানে কি হচ্ছে?
3.I gotta go home now.=আমার এখন বাড়িতে যেতে হবে।
4.Keep quiet.=চুপ করো।
5.One moment, please.=একটু দাঁড়াও।
6.Give me a hand.=আমাকে একটু সাহায্য করো।
7.Let me do it myself. =আমাকে একাই করতে দাও।
8.It's a wonder for me.=এটা আমার জন্য একটা বিস্ময়।
9.Can you guess what I'm gonna tell you now?=ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলবো?
10.So far so good.=এখন পর্যন্ত
ভালোই চলছে।

কথা সত্যি

1. Go with (রাজি হওয়া) – to agree
2. Take one to tasks’(তিরস্কার করা) – to rebuke
3. Blue blood (আভিজাত্য) – aristocracy
4. Milk and water (ক্ষীণ) – timid
5. Down to earth (বাস্তববাদী)– realistic
6. In the nick of time (সঠিক সময়ে) – in the appropriate time
7. Worth one’s while (লাভজনক)– profitable
8. With word for word (হুবহু)– without any change
9. With open arms (উষ্ণভাবে) – warmly
10. With a good grace (ইতিবাচকভাবে) – positively
11. Watch out for (পরীক্ষণ করা) – inspecting
12. To the purpose (উপযুক্ত) – suitable
13. Turn a deaf ear (অগ্রাহ্য করা) – disregard
14. To break the ice (কথোপকথন করা) – to start a conversation
15. To have full hands (হস্তগত হওয়া)– to be fully occupied
অবিবাহিতা প্রাইমারি শিক্ষিকা😃
কনের বাপে, কহিল মোরে,
"পাত্র খোঁজ, সরকারি চাকুরে।"
শুনিয়া কনে,হাসিয়া কহে,
"আর একটু করনা অপেক্ষা!
পাত্র চাই বিসিএস ক্যাডার,
আমি যে প্রাইমারি শিক্ষিকা।"
বিসিএস আর প্রাইমারি
করিয়া ফেলিল একাকার ;
জাতির শিরদাঁড়া ভাঙ্গিয়া পরিছে,
নাহি যে কেহ দেখার।
দু'দিন পরে আসিয়া কহিলাম,
"ভাই,পাত্র পাইয়াছি এইবার;
ভদ্র,শিক্ষিত, বেসরকারি চাকুরে,
দিনে নামায পড়ে পাঁচবার।"
শুনিয়া সেদিন ভেংচিয়া মুখ,
কহিল কনের বাপ,
"মেয়ে যে আমার সরকারি চাকুরে,
করে দাও আমায় মাপ।"
সপ্তাহান্তে আসিলাম আবার
কনের বাপের দ্বারে;
ছাত্র ভাল,বংশ ভাল,
অভাব নাহি সংসারে।
বিসিএস প্রিলিতে টিকিল দু'বার,
লিখিত দিয়াছে খুব ভাল এবার।
এমন পাত্র হাত ছাড়া ভাই,
করনা তুমি আর;
রাগিয়া কহিলেন কনের বাপ,
খেয়ে-দেয়ে কাজ নাহি তোমার!
যোগ্য মেয়েকে দিব আমি,
যোগ্য ছেলের হাতে;
ঝামেলা করনা,এমনি করিয়া,
প্রত্যহ আমার সাথে।
অবশেষে পাইলাম খুঁজিয়া আমি,
এক সরকারি চাকুরে;
বদ মেজাজি, রুক্ষ স্বভাবের
বলিলাম, কনের বাপেরে।
"সরকারি চাকুরি করিলে ভাই,
মেজাজ থাকা স্বাভাবিক";
কনের বাপে জবাব দিল,
হইয়া খুশি অধিক।
প্রস্তাব নিয়া গেলাম সেদিন,
সেই কাঙ্খিত পাত্রের ঘরে;
প্রাইমারি শিক্ষিকা শুনিয়া তাঁরা,
ফিরিয়া দিলেন মোরে।
কলেজ লেকচারার খুঁজিতেছে তাঁরা,
বহুদিন যাবৎ ধরিয়া;
প্রাইমারি টিচার চলিবেনা তাঁদের,
দিল মোরে সাফ জানিয়া।
এমনি করিয়া বয়স বাড়িয়া,
হইল ত্রিশ পার;
কনের বাপে কহিল মোরে,
সহ্য হয়না আর!
বিসিএস প্রিলিতে টিকিল যে ছেলে,
খবর কী এখন তাঁহার?
বিয়ে-সাধীর ব্যাপারে,খবর লয়ে,
দেখো তো একবার।
খবর লইয়া শুনিলাম সে,
হইয়াছে বিসিএস ক্যাডার;
বিবাহ করিয়াছে বুনিয়াদি ঘরে,
বউ তার পুলিশ ক্যাডার।
কনের বাপে কহিল আবার,
"সন্ধান লও তো তুমি;
বেসরকারি চাকুরে, ভদ্র ছেলেটার,
রাজি আছি এইবার আমি।"
খবর লইয়া,অবাক হইয়া,
হাসিলাম অনেকবার;
কলেজ নিবন্ধনে টিকিয়া সে,
কলেজ লেকচারার।
বিবাহ করিয়াছে কিছুদিন হইল,
করিয়া বাছ-বিচার;
গরীব বাপের মেধাবী মেয়ে,
নহে কোন স্কুল টিচার।

বাহ এতো সুন্দর বই গুলো আরো আগে চোখে পড়েনি কেনো?
আপনাদের জাফর ইকবাল ষাঁড়ের লেখা বই

Right

শীত সবার জন্য রোমান্টিক হয় না 😢
তারা সামান্য হেসে নিক।
শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।
__আত-তওবা- ৮২.

ঠিক কিনা

বুদ্ধি কে সঠিক ভাবে ব্যবহার করা হয়েছে

আগ্রহী শিক্ষার্থীদের আগামি ২৩ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে অনলাইনে ( online.matholympiad.org.bd ) নিবন্ধন করতে বলা হলো।
বিপদ বনাম আপদ


রান্নার প্রশিক্ষণ চলতেছে দেখি বউ ছাড়া চলতে পারি কি না
Beware of wasting time on useless activities. Because time is life. He who wastes time, wastes his life.
খুবই অসুস্থ একটা জেনারেশন আসছে।
এদের না আছে ধর্মীয় জ্ঞান আর না আছে ভালো আচার ব্যবহার। এরা হালাল হারামের পার্থক্য জানেনা। কোথায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলতে হয় সেটা জানেনা। এরা পড়তে বসে রাত ১২-১ টায় আর ঘুমাতে যায় ভোরে।
এদের কাছে সকাল হচ্ছে দুপুর ১২ টায়, এরা নাস্তা করে দুপুর ২ টায়। এরা শিক্ষকদের শ্রদ্ধা করে সিজিপিএ এর জন্য।
এরা সালাম দিতে, নামাজ পড়তে লজ্জা পায়। এদের আছে পেট ভর্তি ইগো নামক দূষিত গ্যাস।
এরা পাপ কে পাপ মনে করে না। এরা গালাগালি ছাড়া কথা বলতে পারেনা।
হে আল্লাহ আপনি সবাইকে সঠিক বুঝ দান করুন।
✅I think of + verb (ing) + Extension
I think of phoning (আমি ফোন করবো বলে ভাবছি)
I think of taking/having a cup of tea (আমি এক কাপ চা খাব বলে ভাবছি)
I think of reciting Holy Quran (আমি কুরআন তিলাওয়াত করবো বলে ভাবছি)
I think of learning English (আমি ইংরেজি শিখবো বলে ভাবছি)
I think of playing the game (আমি গেমটি খেলবো বলে ভাবছি)
I think of watching the movie (আমি মুভিটা দেখবো বলে ভাবছি)
I think of going there (আমি সেখানে যাবো বলে ভাবছি)
I think of buying a bike (আমি একটি বাইক কিনবো বলে ভাবছি)
I think of making our dinner now (আমি এখন রাতের খাবার তৈরী করবো বলে ভাবছি)

Photos from Md. Mohaiminul Islam's post

আমার প্রাক্তনকে আমি দুইবার ঠকিয়েছিলাম।
একবার তার জন্য ফুটপাত থেকে কসমেটিকস নিয়ে বলেছিলাম, বাহির থেকে তার জন্য আনিয়েছি!!!
আরেকবার এক মিলাদে তবারক হিসেবে পাওয়া বিরিয়ানি তার জন্য নিয়ে বলেছিলাম, তোমার জন্য রেস্টুরেন্ট থেকে আনিয়েছি।।।
প্রাক্তন সেই বিরিয়ানি খেয়ে প্রায় সময় বলত, তুমি কোন রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনিয়েছিলে??? আবার আনাও না কেন?😑
আমি তো এড়িয়ে যেতাম। তাকে তো আর বলা যায় না এটা তবারকের বিরিয়ানি ছিল। সে প্রায় সময় বলত, সেই বিরিয়ানি নাকি কুব ট্যাশ ছিল!!!
বিরিয়ানি এত্ত ট্যাশ হবে আগে জানলে আমি নিজেই তো খেয়ে ফেলতাম।।।
তাকে আর দিতাম নাহ।।।😪
Let’s talk- আসুন কথা বলি ।
✪ Let’s share- এসো বিনিময় করি ।
✪ Let him explain- তাকে বলতে দিন ।
✪ Let’s get stared- চলো শুরু করি ।
✪ Let’s take a look- চলো একবার দেখে নেই ।
✪ Let’s take a break - চলো একটা বিরতি নেই ।
✪ Let’s take a rest- চলো বিশ্রাম নেয়া যাক ।
✪ Let’s go by bus, ok ?- চলো বাসে যাই, ঠিক আছে?
✪ Let’s have dinner- চলো রাতের খাবার খাই ।
✪ Let’s meet on Sunday- চলো রবিবার দেখা করি ।
✪ Let’s begin- চলো শুরু করি ।
✪ Let’s study- চলো পড়াশুনা করি ।
✪ Let’s take a walk- চলো হাটা যাক ।
✪ Let’s begin the project- চলো প্রজেক্টটি শুরু করি ।
✪ Let’s clean our room- চলো আমাদের রুম পরিষ্কার করি ।
✪ Let’s meet in front of the library- চলো পাঠাগারের সামনে দেখা করি ।
✪ Let’s discuss about this- চলো এ সম্পর্কে আলোচনা করি ।
✪ Let’s make a conversation in English- চলো ইংরেজিতে একটি সংলাপ করি ।

Cristiano Ronaldo এর হাতে বিশ্বকাপ ট্রফি টাও ওঠা দরকার ছিলো মনে কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে, হয়তো তাকে ২০২৬ সালে মাঠে আর দেখা যাবে না। তবুও তাকে মনে রাখবে কোটি ভক্ত
✪ Business (ব্যবসা/বানিজ্য)
Chairman – সভাপতি
Manager – ব্যবস্থাপক
Director – পরিচালক
Decision – সিদ্ধান্ত
Customer – গ্রাহক
Goods – মাল, সামগ্রী
Agreement – চুক্তি
Bookkeeping – হিসাবরক্ষণ
Monopoly – একচেটিয়া
Compensation – ক্ষতিপূরণ
Balance – জের
Consumer – ভোক্তা
Expense – ব্যয়
Discount – কমিশন
Employer – মালিক
Employee – কর্মচারী
Entrepreneur – উদ্যোক্তা
Insurance – বীমা
Sales department – বিক্রয় বিভাগ
Supply – সরবরাহ
Market price – বাজার দর
Shop – কর্মস্থল
Cash – নগদ টাকা
Factory – কারখানা
Gross income – মোট উপার্জন
Customer’s account – গ্রাহকের হিসাব
Cash payment – নগদ দেওয়া
Trade capital – ব্যবসার মূলধন
Stock exchange – শেয়ার বাজার
Crediting – জমা করা
Bank statement – ব্যাংকের বিবৃতি
Credit card – ক্রেডিট কার্ড
Debit – অপরিশোধিত দেনা
Loan – লোন
Interest – সুদ
Pay in – পরিশোধ করা
Expenses – খরচ
Investment – বিনিয়োগ
Monopoly – একচেটিয়া
Negotiation – আলাপ-আলোচনা
Affordable – সাশ্রয়ী মূল্যে
Career – পেশা
Credit – ধার
Currency – মুদ্রা
Conference – সম্মেলন
গুরুত্বপূর্ণ Linking words/ Conjunction
✪ As - কারন, যেহেতু
✪ Say- ধরা যাক
✪ So - অতএব , সুতরাং
✪ Who - কে, যে, কেকে
✪ And - এবং ,ও
✪ But - কিন্তু, তথাপি
✪ That - যে , যা, যাতে, ফলে
✪ Even - এমনকি
✪ At first - প্রথমত
✪ Often - প্রায়ই , মাঝে মাঝে
✪ More - আরো , অধিকতর
✪ Which - যেটি , যা
✪ As if - যেন
✪ Although – যদিও, যাতে , সত্বেও
✪ While - যখন
✪ Similarly - অনুরূপভাবে, একইভাবে
✪ Therefore - অতএব , সুতরাং
✪ So that - যাতে , যেন
✪ First of all - প্রথমত
✪ Rather - বরং, চেয়ে
✪ Such as - তেমনই
✪ However – যাইহোক
✪ Indeed – প্রকৃতপক্ষে
✪ Whereas – যেহেতু
✪ Usually - সাধারনত
✪ Only – শুধু, কেবল, একমাত্র
✪ Firstly - প্রথমত
✪ Finally - পরিশেষে
✪ Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
✪ But also - এমনি , এটিও
✪ As well as – এবং, ও, পাশাপাশি
✪ Furthermore - অধিকন্তু
✪ Regrettably - দুঃখজনকভাবে ।
✪ in fact – আসলে
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably – লক্ষণীয়ভাবে
✪ Consequently – অতএব
✪ On the whole – মোটামুটি
✪ Either - দুয়ের যে কোন একটি
✪ Neither - দুয়ের কোনটি নয়
✪ In any event - যাহাই ঘটুক না কেন
✪ Additionally - অতিরিক্ত আরো
✪ In this regard – এ বিষয়ে
ツ】মূল্যবান বাক্য
৬৪টি সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ জানুন
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication
System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate
Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application
Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic
Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network
Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent (Microsoft
Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Doc**ent Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup
Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup
Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power
Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless
Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area
Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
আরও নিত্যনতুন ইংরেজি শিখতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ ❤️
Haga clic aquí para reclamar su Entrada Patrocinada.
Videos (mostrar todas)
Localización
Contato la escuela/facultad
Página web
Dirección
Santiago
Santiago
Practica tu ingles !! Aprende, conversa, entrena tu oido y reduce tu acento! Learn, reduce your acce
Avenida 11 De Septiembre 2214, Providencia
Santiago, 0779
Pasaje Berna Nº 1658
Santiago, 8540000
AQUI GUIAMOS NUESTRO TIMON COLEGIO CRISTOBAL COLON
Manuel Montt 037 Of 18
Santiago, 7500552
Estrategia, Intuición, Inteligencia, sabiduría y para Usted y su empresa...Producimos inteligencia
Avenida Ejército 146
Santiago, [email protected]
Agrupación de Estudiantes por la Flora y Fauna Silvestre.
Carmen 136, Santiago Centro
Santiago, 8320000
Único Sitio Oficial del Instituto Comercial Blas Cañas en Facebook...
Avenida Santa Rosa 2648
Santiago
Instituto Comercial Tecnico Básico
San Eugenio 82 Of 26, Ñuñoa
Santiago
www.iepe.org www.universidadverde.cl www.manuelbaquedano.cl www.boyeruca.org
Avenida Libertador Bernardo O'Higgins 3129
Santiago, 8330111
"...Honor, loor, al instituto zambrano que es honra y prez en las artes y el saber. Honor, loor, al