27/12/2024
জুমআর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরূদ পড়ুন-
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
’অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।’🤲🤲
09/12/2024
We Invite You To Visit Our Campus.
06/12/2024
আলহামদুলিল্লাহ ফুলপুর জোন প্রতিযোগিতায় মোঃ ফারদিন হাসান ৪র্থ স্থান এবং সা'দ মোঃ ইউসুফ ছিগারুল হুফফাজ ( পূর্ণ ৩০ পাড়া) ৫ম স্থান অর্জন করেছে।
03/12/2024
ভর্তি চলছে
মা'হাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার নূরাণী কিন্ডারগার্টেন শাখায় ভর্তি চলছে।
ভর্তির জন্য যোগাযোগঃ 01735-208882
25/11/2024
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা হালুয়াঘাট উপজেলা শাখায় মা'হাদুত তাহফিজ ইন্টা মাদ্রাসা র ছাত্র মোঃফারদিন হাসান ৩০ পাড়া গ্রুপে ১ম স্থান, মোঃ সা'দ ইউসুফ ছিগার পূর্ণ হাফেজ ১ম স্থান, মোঃ মোতাছিম বিল্লাহ তালহা ছিগার পূর্ন হাফেজ ৩য় স্থান, মোঃ আব্দুল্লাহ আল জাদিদ ১০ পাড়া গ্রুপে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ।
06/11/2024
🚫 সতর্কতা পোস্ট 🚫
কেউ আমাকে মনে করে এই পেজ থেকে অফার নিবেন না। কোন অসাধু ব্যবসায়ী এখানে আমার ছবি ব্যবহার করেছে। কমেন্ট বক্সে এই পেইজের লিংক দেওয়া হলো, সবাই রিপোর্ট করে যাবেন 🙏🙏🙏
05/11/2024
সময় বদলায় না, বদলায় মানুষের মন।
যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে,
মানুষ হয় মনুষ্যত্বহীন।
03/11/2024
মানুষ অদ্ভুত! পৃথিবীতে একা এসেও একাকিত্ব মেনে নিতে পারে না...!😑
01/11/2024
নিশ্চয় আল্লাহ (ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে) নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দো‘আ করে*।
হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।
(সূরাঃ আল-আহযাব-৫৬)
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহ তাআলা এই দিনকে অন্য দিনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।
জুমার দিনে মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে দরুদ পাঠ। প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পড়া ফজিলতপূর্ণ ইবাদত ও সাওয়াবের কাজ। তিনি নিজেই হাদিসের একাধিক বর্ণনায় তা তুলে ধরেছেন-
আনাস বিন মালেক রা. বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, তোমরা জুমার দিন ও জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করেন। সহিহুল জামে, ১২০৯
31/10/2024
সাফল্যের তিনটি শর্ত:
অন্যের থেকে বেশী জানুন,
অন্যের থেকে বেশী কাজ করুন,
অন্যের থেকে কম আশা করুন।
31/10/2024
নামায ছেড়ে দিও না বন্ধু!
এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর।
30/10/2024
আল্লাহর ইবাদতেই মূলত লুকিয়ে আছে অশেষ প্রশান্তি।❤
যখন আমরা নিজেদেরকে নামাজের মধ্যে সিজদায় নিবেদন করি, তখন হৃদয় শান্ত হয়, আত্মাও প্রশান্ত হয়।
✨🔰 আসুন, আমরা সবাই নামাজের প্রতি মনোযোগী হই, আল্লাহর ইবাদতে কাটাই প্রতিটি মুহূর্ত। তবেই আসবে প্রকৃত প্রশান্তি ও সন্তুষ্টি।
আল্লাহ তা’আলা আমাদের সবাইকে সুস্থ ও কল্যাণময় জীবন দান করুন।
আমিন…🤲
28/10/2024
ঘুরতে ফিরতে ভালোবাসি। ঘুরাফেরার মাধ্যমে আল্লাহর নিদর্শন গুলো দেখার সৌভাগ্য হয় আমার।
ছোট্ট এই জিন্দেগীতে, পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই।
আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করেন।