
যদি আমার সাথে কারো কখনও ট্রাস্ট ইস্যু আসে তবে আর কোথাও বেস্ট না হই আমি!
কিন্তু সেখানে আমি বেস্ট হবো।
কারন আমার নিজের বিশ্বাস এবং ভার নিজেকেই বহন করে অখণ্ড রাখতে হবে।
নিজের মন অখন্ড রাখলে আপনি কখনোই কারো মন খন্ড করতে পারবেন না।
English is essential for your life journey.Learn better than your will get better performance in you
Operating as usual
যদি আমার সাথে কারো কখনও ট্রাস্ট ইস্যু আসে তবে আর কোথাও বেস্ট না হই আমি!
কিন্তু সেখানে আমি বেস্ট হবো।
কারন আমার নিজের বিশ্বাস এবং ভার নিজেকেই বহন করে অখণ্ড রাখতে হবে।
নিজের মন অখন্ড রাখলে আপনি কখনোই কারো মন খন্ড করতে পারবেন না।
আমার কিছু বান্ধবী আছে।তারা আমার কানের কাছে গ্যা গ্যা করবে যে -ডং করে ছবি উঠাই না কেন!
আমার কথা হচ্ছে মানুষ যেমন আমি, তেমন ছবি উঠুক। ডং করে তুলে লাভ কি! যে আমি সেই আমিই তো থাকবো।
মুখোশ এর আড়ালে ভালো সাজার ইচ্ছে নেই। আমি যেমন তেমনি কেউ পছন্দ করলে! তারাই আমার শুভাকাঙ্ক্ষী।
অন্যর জন্য নিজেকে পাল্টানো উচিত না।
যাই হোক ফটোগ্রাফার মানে আমার বান্ধবী ভালো ছবি তুলতে পারে না।ছবি টা ভালো উঠে নাই
পিছনের ভিউ টা আমার ইউনিভার্সিটি।
রাশিয়ার মজার একটা ব্যাপার হচ্ছে - যে মেয়েরা চুল কালার বা হাতের নখ বড় রেখে নেলপলিশ ব্যবহার করে না। সেসব মেয়েরা সমাজ থেকে বিতারিত 😏
এই পরীক্ষায় আমি আগেই বোল্টআউট😂।
আমাকে দিয়ে হবে না জীবনেও। 😏
আমার জীবনের একটা অধ্যায় উইকেট পতনের জন্য আমি আমার জন্য সমবেদনা জানাচ্ছি। 😓
আমার পরিচিত একজন বললো আজ আমাকে কেন হাতের নগ বড় রাখি না।তাকে বললাম এখন আধা পাগলী আছি নগ বড় বা চুল কালার করলে পুরোই পাগলী হবো।
আমাকে দিয়ে এইসব হবে না। সে এমন একটা ভাব করলো মনে হলো আমি কোন গ্রহের প্রাণী।😂
মজা পাইছি। আফসোস এখনো আপগ্রেড হতে পারলাম না 😑
জীবনে সবসময় সবর্দা সৎ থাকার চেষ্টা করুন।আল্লাহ কখনো আপনাকে ঠকাবে না।
আপনি যেটা করবেন প্রকৃতি আপনাকে সেটাই ফেরত দিবে।এবং সেটা ভয়াবহ ভাবে।
ভয়াবহ একটা বছর পার করেছি।কত রাত ঘুমাইনি সে আল্লাহ আর আমি জানি। একা একা রাত -দিন দৌড়ের ওপর থাকি।ফ্যামিলি ছাড়া নিস্তব্ধ রাত কাটিয়েছি।কত রাত আমি পড়ার টেবিলে বসে কেদেছি যে এত পড়া কিভাবে পড়বো।
আবার ঘুরে দাড়িয়েছি এই ভেবে আমাকে পারতেই হবে।
ঘুমের মধ্যে থাকলে বুঝতাম না এটা বিদেশ।
যখন ঘুম ভাংগতো আর উটে বসে দেখতাম জানালা দিয়ে এটা বিদেশ। তখন কান্না করতাম।এই এক বছর আমি অনেক মূল্যবান জিনিস আমার জীবন থেকে হারিয়েছি। তবু দিনশেষে এটার জন্য এখন ভালো লাগছে।
আরো অনেক পথ পারি জমাতে হবে। আরো অনেক রাত আমাকে কাঁদতে হবে। আরো অনেক অনেক রজনী রাত হাড়ভাংগা খাটুনি করতে হবে। তা আমি বেশ বুঝি।
সেবার
গভমেন্ট স্কলারশিপ পেতেই হবে। তাও মেডিক্যাল সাবজেক্ট এ। কি যে গিয়েছিলো সময় টুকু মনের ভিতর দিয়ে। সে শুধু আমিই জানি।
সবাই জিজ্ঞেস করে আমার বাবা কি করতো?!
আমি বলতাম তিনি কোন -টেক -দার ছিলেন।
এটা বলতে আমার কখনো লজ্জা হয় না।বরং আমি গর্বিত হই বলে।
আল্লাহ তালা আমার সহায় হোক, সামনের পথগুলোর জন্য।
মেডিসিন এ্যান্ড বায়োলজি
ডিপার্টমেন্টঃ মেডিক্যাল বায়োকেমিস্ট্রি।
রাশিয়া।ইয়েকাতেরিনবুর্গ।
জিন্নাত কুমকুম।
আজ আমার মন ভালো নেই। 😔।
আমি রোজ ৪৫ মিনিট খাওয়ার পর হাঁটার চেষ্টা করি। ঠান্ডার সময় যতটা সম্ভব দড়ি লাফ ১০০ টা জোড়ে এবং ১০০ টা আস্তে দেওয়ার চেষ্টা করি।
এতে এনজাইটিক এট্যাক বা ছোটখাটো বা প্যানিক এট্যাক থেকে বাঁচা যায়। এটা আমি বাংলাদেশেও করেছি।
এখানে এটা করতেই হবে। না হলে একা একা থাকা যাবে না।হতাশা বা অতি পরিমান একাকিত্ব থেকে শ্বাস কষ্টের সমস্যা হয়। মাথা ঘুরানে।যেটা অনেকে বুঝে না। মন মানসিকতা ভালো রাখার জন্য ধ্যান আর হাঁটা এর বিকল্প নেই।
এখন অনেকে বলবে জীমে যান।আসলে জীম হচ্ছে শরীর ঠিকঠাক করার জন্য।
আল্লাহ রহমতে যা আছে তাই ই ভালো।আর ফিট হতে চাই না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️।
যাই হোক। আজ বৃষ্টি খুব গিয়েছিলাম নিয়মমাফিক হাঁটতে খাবার এর পর। বৃষ্টি হচ্ছে মনে হচ্ছিলো হাটতেও ভালো লাগছে। জ্যাকেট ছিলো গায়ে যার কারনে ভেজার উপায় ছিলো না।ইচ্ছে করেই যাওয়া। জুম বৃষ্টিতে হাটতেও মজা।যদি না আপনি না ভিজেন।
গিয়ে দেখি এই মেয়েটি বৃষ্টি মধ্যে ভিজে ভিজে অতি হতাশা থেকে হতাশায় নিমজ্জিত হয়ে।
সে বলছে। তার কোনো টাকা নাই। ফ্যামিলিও নাই। চাকরি নাই। প্রেমিকও নাই । রোমান্স নাই। কিছুই নাই লাইফে। 🤣
কি অবস্থা। যাই হোক।আজ আমার মন ভালো নেই। 😂
আজ ছবি তোলার মানুষ নেই বলে 💔😏
নিজের ছবি নিজে তুলি
রাশান ডাক্তার 💔
আমি আসার আগে তিন - চশমা নিয়ে এসেছি-ব্যাক সাপোর্ট হিসেবে।
এখন এখানে সমস্যা এরেকটু বেড়েছে।তাই এ সপ্তাহ ধরে ডাক্তার এর পিছনে ইনসুরেন্স নিয়ে ধেড়াচ্ছি।
ডাক্তার এর এপোয়েনমেন্ট নিতেই তিন দিন।
অবশেষে ডাক্তার এর মুখ দেখলাম।
ডাক্তারঃ কি সমস্যা তোমার?
আমিঃ ইদানীং চোখে ঠিক মত দেখতে পারছি না।
ডাক্তারঃ পরীক্ষা করে বললেন। ডান চোখে বেশি সমস্যা। তবে এটার জন্য পাওয়ার চেন্জ করতে হবে না।সামনের বছর আরো বেশি সমস্যা হবে। তখন এসো -পাওয়ার চেন্জ করে দিবো।
আমিঃ আপনি জানেন আমার সমস্যা তাহলে পাওয়ার আর ঔষধ দিন। তা না বলে আপনি আরো সমস্যার জন্য বসে আছেন তাহলে তো আর সমস্যা বাড়বে না।
ডাক্তারঃরেগে। যেটা বলেছি সেটাই করো।
আমি হতাশ হয়ে বের হয়ে আবার অন্য ডাক্তার এর এপোয়েনমেন্ট নিলাম। ৩ দিন পর উনি অবশেষে আমার চশমার পাওয়ার ধরে চেন্জ করে দিলেন সাথে কিছু মেডিসিন দিলেন।
এখন মনে হচ্ছে। আমি ডাক্তার হলে অন্তত এদের মত হবো না। বাংলাদেশের কসাই ডাক্তার হবো।
বাংলাদেশের কসাই ডাক্তার এর কাছে গেলেও তারাতারি রোগ ধরতে পারে এবং সাথে সাথে চিকিৎসা করে।
বিদেশে আসার আগে সব চেক করে আসবেন।না হলে আমার মত ভুগবেন। বিদেশে চিকিৎসা ব্যবস্থা খারাপ। অতন্ত খারাপ। 💔
আর আমার দেশের কসাই ডাক্তারদের কেউ গালি দিবেন না।আল্লাহ কাছে শুকরিয়া করেন।কসাই ডাক্তার এর চিকিৎসা ভালো তুলনামূলক বিদেশ থেকে- ছোট ছোট রোগের জন্য।
আমার অতীত যদি আমাকে সামনে যেতে না দেয়।যদি আমার পা-টাই শক্ত করে ধরে রাখে। কোনোভাবেই যদি আমি সেখান থেকে বের হতে না পারি। তাহলে পা- টাই আমি কেটে ফেলে দিয়ে সামনে যাবো।তাও যাবো!
এই মেঘলা দিনে একলা
ঘড়ে থাকে না তো মন
কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ❤️
I have a soft corner in khulna city in Bangladesh. I missed those days. Winter and rainy day are so beautiful in Bangladeshi village.
keep hard working ❤️
life is not easy for everyone 🙂
এই ছবি গুলো হলো রাশিয়ার অন্যতম সাইবেরিয়ান অঞ্চল এর। যেখানে আপনি পানি ফেলালে সাথে সাথে বরফ হয়ে যায়।
এই অঞ্চল টির নাম হলো মুর মার্কস।
এখানে কখনই বসন্ত আসে না-রাত হয় না। সূর্যের আলো এবং চাঁদের আলো অনেকটা গোলাপি রঙের হয়।
এবং কালো পানি এখানেই পাওয়া যায়।
অসাধারন।
আমাদের বিকাল এর কিছু সময় ❤️
এরা আমার রাশিয়ান বন্ধু বান্ধবী।
অসাধারণ গান ❤️
উড়াল শহর -রাশিয়া
আমি ও আমার স্নোম্যান এবং চপস্টিক - এর গল্প
টানা ৩ দিন শেষে আজ রুম থেকে বের হয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ক্লাস - পড়া -খাওয়া -ঘুম। মাঝে মাঝে মোজা খুজে পেতেও কষ্ট। তাই মনে মনে ভাবলাম যে সারা সন্ধ্যা ঘুড়বো। মন ভালো করার এই উপায়। কিন্তু কে কম্পানি দিবে? তাই চায়নিজ আরেক নতুন বান্ধবী কে নিয়ে ভো -দৌড়! ( আমার এখন ৩ জন চানা বান্ধবী) যেখানে যেতে মন চায় সেখানেই যাবো। যেই কথা সেই কাজ। দেখা হয়ে গেলো কিছু রাশান বন্ধু -বান্ধবী এর সংগে। তারা সম্মত হলো তারাও যাবে।
গেলাম! সে আরেক দূর পথ। সারা রাস্তা বরফ গলে একাকার আবার সেই সাথে বৃষ্টি। অস্যহ এক অবস্থা। 😑
ঘোরাঘুরি শেষ। বাসায় আসবো। এমন সময় দেখলাম আমার স্নোম্যান কে। মানে মাথা নেই হাত নেই মুখ নেই এমন এক গান্ডু পিন্ডু স্নোম্যান। দেখে মনে হলো একে হাত মাথা চোখ দিয়ে যাই।আমি দৌড় দিয়ে গেলাম। আমার চানা আর রাশান বান্ধবীরা চিল্লাফিল্লা শুরু করে দিলো বাসায় যাবো বৃষ্টি হচ্ছে।আমি বললাম থামো যাবো -তো। ওই স্নোম্যান টা কে বিদঘুটে দেখতে ঠিক করে দিয়ে আসি। মনে হয় আমার মত কোনো পাগল আদামাধা করে বানিয়ে রেখে গিয়েছে।
তারপর গাছ ভেঙে হাত মুখ আর চোখ বানালাম এর মধো । আবার লাঠি দিয়ে মাথা বানিয়ে বসালাম। আহা! দেখতে ভালো হয়েছে। হাত মুখ বরফে ঠান্ডা হয়ে গিয়েছিলো।
বান্ধবী বললো দেখতে নাকি সুন্দর হয়েছে। বললো যেহেতু তুমি এটার জীবন দিয়েছো তাই তমিই ছবি তুলো। তাই ছবি তুললাম।
বাসায় এসে বললো এসো নুডলস খাবো।গেলাম!
বললাম আমার চামিচ নিয়ে আসি।ওরা আমাকে আসতে দিলো না।বললো তোমাকে ১ মাস ধরে শিখাচ্ছি চপস্টিক দিয়ে খাওয়া জন্য। তুমি এখনো শিখলা না! জীবনে কি করবা? রাশান বন্ধু বান্ধব রা অলরেডি শিখে গিয়েছে।
আমি বললাম আমার দেশে নুডলস চামিচ দিয়ে খায়। হাত দিয়ে ভাত খায়। তোমাকেও তো শেখালাম। কই তুমি তো শিখলে না। চানা বান্ধবী মহল রেগে আগুন। বললো তুমি যদি চপস্টিক দিয়ে নুডলস উঠাতে পারো তাহলে আমি চামিচ না হাত দিয়ে নুডলস খাবো। 😂 সেই সাথে রাশান বন্ধু বান্ধব রা তালি দিয়ে বললো। কুমকুম তোমাকে চ্যালেন্জ করলো।
আমি আবার ত্যাড়া ভদ্র মেয়ে। অনেক চেষ্টার পর বললো পারবে না।ব্যাপার টা অপমানজনক। চেষ্টা করতে করতে সুন্দর করে উঠিয়ে খেয়েছি।দেশ বলে কথা। পারতে হবেই।হার আমি মানবো না। 🇧🇩 বাংলাদেশী মেয়ে কিনা।
অবশেষে সে হাত দিয়ে নুডলস খেলো। ব্যাপার টা আমি ভিডিও করে রেখেছি। আরেকদিন পোস্ট করবো। সে যদি রাজি হয়।
রবিবার
রাশিয়া 🥰
জিন্নাত কুমকুম
রাশিয়ায় বিরূপ আবহাওয়া 💃https://youtube.com/channel/UCv97hKK0jJ6221HL0bkI2uQ
Do you know that, how much pain I accepted ? !
If you want feel then you will be afraid for every night 🙂
How many night did not sleep, for only get my dream ! unfortunately dreams are broken and reality come true 🙂
god bless you 🙏
আসুন জেনে নিই IELTS( International English Language Testing System) স্পোকেন মডিউল।
আইইএলটিএস নিয়ে আমাদের মধ্যেই অনেক প্রশ্ন থাকে। যেগুলোর জন্য সঠিক নিয়ম ব্যবহার না করতে পারাই আমরা বার বার এক্সাম দিয়েও মন মত নাম্বার উঠাতে পারি না। কেন আমরা বেশি নাম্বার উঠাতে পারি না তার একটি প্রধান কারণ হচ্ছে একসেন্ট বা উচ্চারণ সমস্যা। এই একসেন্ট বা উচ্চারণ এর কারনে আমাদের কথা বা স্পোকেন এ নাম্বার কম আসে। যার ফলাফল পুরো নাম্বার টা কমে যায়।
একসেন্ট দুই ধরনের বেশি পপুলার। ইংল্যান্ড পাশাপাশি।
১. আমেরিকান।
২.বিট্রিশ।
আমেরিকান একসেন্ট তুলনামূলক বিট্রিশ একসেন্ট থেকে সোজা।
বিট্রিশ একসেন্ট রীতিমতো কঠিন।
অনেকে বিট্রিশ কাউন্সিল বা আইডিপি থেকে এক্সাম বা কোচিং করেন অনেক টাকা খরচ করে। কিন্তু এক্সাম পর টাকা অনুযায়ী নাম্বার আসে না। দুঃখজনক হলেও এটাই সত্যি।
কারন হচ্ছে জোড় করে একসেন্ট ইউজ করা।
উদাহরণঃ আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি। আমি অনেক চেষ্টা করার পরও সিলেটের একসেন্ট সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। যদিও চাই তাও নিজের কাছে মনে হবে হচ্ছে। আমি পারছি বলতে।কিন্তু আসল সিলেটি মানুষের কাছে মনে হবে সঠিক একসেন্ট টা আসছে না। তেমনি বিট্রিশ একসেন্ট বা আমেরিকান একসেন্ট নিজের কথার মধো নিয়ে আসলেও সঠিক একসেন্ট টা আসবে না কিন্তু আমরা বাংলাদেশী মানুষ বরাবর ওভারকনফিডেন্স না হয় কনফিডেন্সলেস। যখন আপনি কোনো বিদেশি ম্যাম বা স্যারের সামনে বসবেন আপনার কনফিডেন্সে ঠাডা পরে যাবে। যার কারনে সঠিক একসেন্ট এ কথা বলতে গিয়ে আমেরিকান একসেন্ট এবং বিট্রিশ একসেন্টের জগাখিচুরি বানিয়ে ফেলবেন। এবং যেকোনো মানুষ সেটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখবে।আর আপনার নাম্বার ছিটকে মাটিতে পরবে।
এখন ফেসবুক, টুইটার, টিকটক, ইউটিউবে বিভিন্ন দেশের একসেন্ট উচ্চারণ শিখাচ্ছে যেগুলো দেখে মানুষ শিখছে এবং সব একসেন্ট এক সাথে জগাখিচুরি বানিয়ে কথা বলছে।এইসব একসেন্ট এ কথা শুনতে আমার ই খারাপ লাগে। আর একজন টিচার মানুষের কেমন লাগবে তাই ভেবে আজকের এই পোস্টটি।
তাই কোনো একসেন্ট ই কথা বলবেন না। নিজের যেই একসেন্ট আসে বা ছোটোবেলা থেকেই শিখে আসছেন ওই একসেন্ট এই কথা বলবেন।শুধুমাত্র আপনার বিপরীতমুখি মানুষটি আপনার কথা সঠিকভাবে বুঝতে পারলেই হবে।সঠিক ও স্পষ্ট কথা বলতে হবে।দেখবেন আকাশছোয়া নাম্বার আপনার কাগজে।
বলা বাহুল্য এশিয়ার দেশগুলোর মধো ইন্ডিয়ান স্টুডেন্ট এর আইইএলটিএস নাম্বার সব থেকে বেশি। কারন হচ্ছে তারা কোনো একসেন্ট ইউজ করে না। নিজস্ব একসেন্ট এ কথা বলে। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের স্পোকেন মডিউল এ ৯-৯ এবং তাদের কথা শুনলে মনে হবে নরমাল, কোনো একসেন্টের ই ব্যবহার নেই।কিন্তু তার নাম্বার এটাই।
তাই মাঝারি বেগে কথা বলুন নিজস্ব একসেন্ট ব্যবহার করুন সাথে স্পষ্ট উচ্চারণ করুন। ❤️❤️❤️
লেখাঃ কুমকুম আক্তার।
আজকে একটি পোস্ট করবো একসেন্ট নিয়ে। যারা একসেন্ট নিয়ে ঝামেলায় আছেন শুধু মাত্র তাদের জন্য।
# আমেরিকান একসেন্ট এবং বিট্রিশ একসেন্ট কিংবা নিজস্ব একসেন্ট।
আসুন জেনে নিই IELTS( International English Language Testing System)এর হিসাব টা।যারা Study abroad বা বিদেশে কোন কাজ যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই পোস্টটি। বিদেশে পড়াশোনা কিংবা চাকরির জন্য যেতে চাইলে আপনাকে ইংরেজিতে ভালো দখল থাকতে হবে।
তাই আপনাদের আইইএলটিএস দিয়ে পয়েন্ট নিয়ে তারপর বিদেশে পড়াশোনা কিংবা চাকরির আবেদন করতে হবে। এর মেয়াদ থাকে ২ বছর। ৪ টি আইটেম থাকে এই এক্সামে। Reading, Writing, Spoken, Listening.
আইইএলটিএসঃ
আপনার যদি ইংরেজিতে একেবারেই কোনো দহ্মতা না থাকে।তাহলে প্রথমেই আপনাকে A0 লেভেলে এডমিশন নিতে হবে সেটা আপনি একটু চেষ্টা করলে নিজেই পারবেন। যার আনুমানিক খরচ পড়বে ১০ হাজার থেকে ১৫ হাজার (যদি সেটা IDP বা British Council হয়)১ মাসের কোস বা ২ মাস হতে পারে। এই লেভেলে শুধু আপনাকে শিখানো হবে tense or sentence making.
আপনি যদি এডভান্স লেভেল পযন্ত যেতে চান তাহলে আপনাকে C2 লেভেল পযন্ত উঠতে হবে। ( A0-A1-A2-B1-B2-C1-C2)
A1:
এখানে আপনার মাথা ব্যাকরণ এর পুরোপুরি ভাবে সম্পূর্ণ করে দিবে তারা।
এই ভাবে সব লেভেল আপনার পার করতে হবে। ভালো নম্বর নিয়ে।
তবে C2 লেভেল না করাই ভালো এই লেভেলে আপনার সব ভোকাবুলারি শিখানো হবে এবং আইইএলটিএস এর প্রস্তুুতি পর্ব চলবে। সেটা আপনি বাজার থেকে আইইএলটিএস এর বই কিনে নিজে নিজে ঘরে বসে করতে পারেন।
সব লেভলে আপনাকে এভারেজ ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করতে হবে।
সব লেভেলে একটা করে আপনি এক্সাম পাবেন।সেগুলো ভালোভাবে পাশ করতে হবে।
পরবর্তী আপনাকে ১৭৫০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে আইইএলটিএস মেইন এক্সাম দিতে হবে।
আমার উপদেশ থাকবে হুট করে আইইএলটিএস এক্সামে না বসায় ভালো।এতে আপনার টাকার শ্রাধ্য হবে। আপনার টার্গেট অনুযায়ী স্কোর আসবে না।
তাই মক টেস্ট দিয়ে নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন। আপনি আইইএলটিএস এক্সাম দোওয়ার যোগ্যতা রাখেন কিনা।
স্কোরঃ
এভারেজ ৭.৫ উঠালে আপনি পুরোপুরি ভাবে এডভান্স লেভেল আয়ত্ত করতে পারবেন। এবং সব যায়গায় সেইভ জোনে থাকবেন।
Reading: প্রচুর ভোকাবুলারি জানতে হবে। ভালো স্কোর তুলতে হলে সাথে গ্রামার।
Writing : ভোকাবুলারি সাথে গ্রামার।
spoken : আয়না নিয়ে নিজে নিজে কথা বলতে হবে জোড়ে জোড়ে। Spoken club এ যোগ দিতে হবে।নিজে কথা নিজে রেকর্ড করে শুনতে হবে।ভুল হলে আবার একইভাবে চেষ্টা করতে হবে।
Listening : অনেক ইংরেজি গান, মুভি, নিউজ পেপার পড়তে হবে।
ভুল হবেই। ভুল থেকে শিখতে হবে।ভয় পেলে হবে না। সাহস রেখে ভুল করে বলতে বলতে ঠিক টা একসময় হয়ে যাবে। কিন্তু কথা বলতে ভয় পাওয়া যাবে না।
আপনার আইইএলটিএস পরীক্ষা শুভ হোক ❤️।সপ্ন পূরণের এর আরেক নাম আইইএলটিএস। ❤️
লেখাঃ কুমকুম আক্তার।
Thinking my colourful life in different side, bad time or good time and bad people or good people
👉 To write simple short sentence in one paragraph
👉 If you want to learn english then first step you have to think always in english a short sentence... Do not try to always translate Bengali to English
👉You should know how to write short sentence in english with advance word.
👉 after write a short sentence then check the right grammar beacuse grammar is the most important part in learn english.
Don't expect too much from anyone in your whole life even if he is the closest person to you ... because the one of you expect too much from anyone you will suffer more and more !!
If you want to get something from someone because of your work then it is your destiny ... but if you didn't get something then it is not right for you, you should think that person is not good ... no one will know your state of mind or needs !!
You see, the less you expect, the better you always get ... The worse you expect, the more you always get ... But no one is bad, just your expectations are low and the two are feel different more!!
One can still hope for each other, but remember never to expect more than you need ... if you notice, the less hope you have, the better you are ... and the more hope you have, the harder you are !!
Poor people are happier than rich people ... because their needs or hopes are not like those of the rich ... their needs and hopes are less ... Life will not give you everything, life will give you as much as you can take it !!
If you think about who gave you what in life, who didn't talk to you, who cheated on you, you have to spend your whole life thinking about them ... you can't do anything on your own ... forget who did what and do as you like, good Stay tuned !!
If you want to be good in your life, don't expect too much from anyone ... Fill what you need or what you need with your own ability ... Remember, the less hope there is in the world, the happier people more.
Hopeless people stand in the front of the mirror and suffer from scattered mental pain... I look back, I was not able to do anything I mean qualified specific work or any well achievement.
Everyone told me you are ugly in your side all of work... Friends say you will never get better things.
I felt bad at this moments. Its normal to feels like dying...You can not tolerate the pain of people like this everyday.... People’s bad eyesight and bad bitter word get torn in you mind.. Maybe this time feels like my heart my mind was broken...Always keep thinking in my mind I won't do anything!!
Ahhha.This broken is not enough.. You were born poor and you have no hand in it. It's all natural creation.. You have better dream but you have not better specs that's called bad luck. This time think how to became a hero from zero....make the road to your dreams big, Remember, life does not stop at people’s bad word....it goes slowly like a clock!!
Know one thing, whether you are poor or rich it does not matter of seeing... Its a matter of seeing what you have done in your life and how!!!
You have to run but in right side in right time!!
I do not know anything about my luck but always think positive mindset.
আপনার চিন্তাগুলো ইংরেজি তে করার চেষ্টা থাকতে হবে। বাংলা থেকে ইংরেজী অনুবাদ করা বোকামী আপনি যতটুকু পারেন ইংরেজী থেকে ইংরেজী তে চিন্তা, কথা, লিখা করার চেষ্টা করুন।যারা ইংরেজি শিখতে চাচ্ছেন। তাদেরকে আমার পেইজে স্বাগতম পর্ব। শুভকামনা। 🙏
Today I am going to talk about how to use in those verb use in present continuous tense. After we will be able to make any sentence in present continuous .If you want to learn English and make short or advance sentence then like and share my post
I have a YouTube channel to learning English so please subscribe my channel.link bellow 👇
https://youtube.com/channel/UCv97hKK0jJ6221HL0bkI2uQ
যে সকল verb কে গুলো কখনোই present continuous ing যুক্ত করা যায় না সে সকল verb নিয়ে আলোচনা ঃ
like , love , hate , want , need , prefer , know , realise , suppose, mean , understand , believe , think , understand , contain , consist , seem , fit , belong , remember , taste
এগুলোকে present continuous এ ing যুক্ত করা যায় না। অনেকে এই verb গুলো খুজে চলেছেন।
ধন্যবাদ 🙏
Learn English With Zinnat Fardosy Kumkum English is essential for your life journey.Learn better than your will get better performance in your future every step �
ব্যস্ত সময় যাওয়ার কারনে পোস্ট দেওয়া হচ্ছে না। আশা করি আবার পোস্ট দেওয়া হবে নিয়মিত। তাই ইনবক্সে অবিরত মেসেজ থেকে বিরত থাকুন। শান্ত থাকুন। নিরাপদে থাকুন। এবং দোয়া করুন বিনামূল্যে যেন সঠিক এবং সুন্দর সাবলীলভাবে ব্যাখ্যা করে ভালো ভাবো আপনাদের সেবা দিতে পারি। ধন্যবাদ। শুভকামনা। ভালোবাসা। 🙏
let's go to learn some English with kumkum
Everyday most useful phrases:
1. It's on me - I will pay this bill.
2. (It's) time to split- An announcement of one's desire or time to split
3. I've had it up to here - I will not entertain any more of something
4. Not for my money- Not as far as I am concerned
5. Not in my books - Not according to my views
6. Okay by me- That's fine with me
7. See if I care! - I don't care if you do it!
8. Take my word for it. - Believe me!
9. That's the ticket ! - That is what is required!
10. Break a leg - Good luck!
12. Bite your tongue! - Keep quiet!
13. Drop me a line - Write me (about something)
14.Go jump in a lake! - Go away and stop bothering me!
15. Get off my tail - Stop following me!
ইংরেজি ভালো করার জন্য শটকার্ট ব্যবহার করবেন না।
শটকার্ট ভাবে বলা হচ্ছে ইনফলমাল এবং পুরোপুরি ভাবে একটা বাক্য শেষ করা হচ্ছে ফরমাল ওয়ে।❤️❤️
যে সকল verb কে গুলো কখনোই present continuous ing যুক্ত করা যায় না সে সকল verb নিয়ে আলোচনা ঃ
like , love , hate , want , need , prefer , know , realise , suppose, mean , understand , believe , think , understand , contain , consist , seem , fit , belong , remember , taste
এগুলোকে present continuous এ ing যুক্ত করা যায় না। অনেকে এই verb গুলো খুজে চলেছেন। এগুলো কে ব্যাবহার করে কিভাবে present continuous এ বলবেন তা নিয়ে অন্যদিন আলোচনা করবো।
ধন্যবাদ 🙏
should have, could have, would have নিয়ে আলোচনা করা যাক।
★Decision / action এবং Result
For example : I did not get up morning (action) এবং I missed my school bus (Result)
★Should have --উচিত ছিলো।
★He Should have come (pp) to office early but he did not.(তার অফিসে তারাতাড়ি আসা উচিত ছিলো কিন্তু সে আসে নাই)
★Nagetive : He Should not have done this work but he did.
★She should have got up (pp) early. (তার তারাতাড়ি ঘুম থেকে উঠা উচিত ছিলো)
★Nagetive : Rima should have not gone out but she gone.
★Arafat should have read (pp) more english newspapers but he didn’t (আরাফাতে আরো ইংরেজি সংবাদপত্র পড়া উচিত ছিলো কিন্তু সে পড়ে নাই)
★Should --উচিত।
★Should have--উচিত ছিলো।
★Could have করতে পারতে, হতে পারতো, দিতে পারতে।
★Can--পারি।
★could have -- করতে পারতে।
★You could have told me.(তুমি আমাকে বলতে পারতে)
★You could have given me. (তুমি আমাকে দিতে পারতে)
★He could have run a little more then he had won the match. ( সে আরেকটু দৌড়াতে পারতো তাহলে সে ম্যাচ টা জিততে পারতো)
★He could have read more if he wanted pass the exam (সে আরেকটু পড়তে পারতো যদি সে পরীক্ষায় পাশ করতে চাইতো।
★I Would have --আমি যেতাম। (past)
★I Will--আমি যাবো।(future)
তবে মনে রাখবেন খুব অতীততের কথা বুঝাতে would have ব্যবহার করা হয়। তা না হলে আপনি could have ব্যবহার করতে পারেন।
★If I had gone to my office then i would not have missed the deal.( যদি আমি অফিসে যেতাম তাহলে অামি ডিল টা মিস করতাম না।)
★If arafat had caught the bus then he would have come to office early (যদি আরাফাত বাস টা ধরতে পারতো তাহলে সে অফিসে তারাতাড়ি আসতো পারতো)
★ I would have done it if you had wanted .(আমি এটা করতাম যদি তুমি চাইতে)
Note: অবশ্যই verb এর past participle ব্যবহার করতে হবে।
★অবশ্যই বাক্য টাকে পুরোপুরি শেষ করবেন। বাংলা দিয়ে আপনি ইংরেজী বুঝতে পারবেন না।কিন্তু বুঝানোর জন্য বাংলা দেওয়া হলো।
আজকে Should have, Would have, could have নিয়ে আলোচনা নিয়ে পোস্ট published করা হবে।
যাদের এই পোস্টটি দরকার আশা করি তারা উপকৃত হবেন এবং পোস্টটি শেয়ার করবেন যাতে করে অন্যরা উপকৃত হয়।
ধন্যবাদ🙏
Today, My post will be published by post "should have, could have and would have" Hope that many people are benefit to these post and also share my post that many people’s will have been helped by this post
Thank you. 🙏
Let's started to learn similar words.It's important to improve your english advanced level.
Amazing (বিস্ময়কর) -- Incredible, Fantastic, Febulous, Astonishing, Extraordinary.
Answers (উত্তর) -- Respond.
Awful (ভয়াবহ) -- Terrible, Abominable, Dreadful.
Bad (খারাপ) -- Evil, spoiled, Imperfect, Infamous, Dismal.
Beautiful (সুন্দর) -- Gorgeous, Ravishing, Dazzling, Exquisite, Stunning.
Begin (শুরু করা) -- Initiate, Commence, Inaugurate.
Break (ভাঙ্গা) -- Rupture, Fracture, Shatter.
Calm (শান্তি) -- Serene, Peace, Tranquil.
Come (আসা) -- Approach, Arrive.
Cool (ঠান্ডা) -- chilly, Frosty, Icy.
Cut (কাটা) -- chop, Slash, Slit.
Dangerous (ভয়ানক) -- Hazardous, Risky, Precarious.
Always -- সর্বদা ( 100%-100%)
★Rima always complaining my mother that I am not able to make any delicious food.
Usually --- সচরাচর (100%-90%)
★Usually he is acting being selfish.
Normally/Generally --- সাধারণত ( 100%-80%)
★Normally people’s does not understand pandemic situations.
Frequently -- প্রায়ই ( 100%-70%)
★Frequently I want go to city hall.
Sometimes -- মাঝে মাঝে (100%-50%)
★Sometimes my father go to dhaka for his work.
এইভাবে পতিটা শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করুন।
Occasionally --- উপলক্ষ্যভেদে (100%-30%)
Seldom -- কদাচিৎ ( 100%-10%)
Hardly ever / Rarely -- খুবই কদাচিৎ ( 100%-5%)
Never --কখনই না (০%)
Today -- আজ
Everyday -- প্রতিদিন।
All Day long -- সারা দিন।
The whole day -- সারাদিন ধ'রে
The whole night -- সারারাত ধ'রে।
Coeval / Contemporary -- সমসাময়িক।
Tomorrow -- আগামীকাল
Next Day -- পরেরদিন।
Tonight -- আজ রাত।
This morning -- আজ সকালে।
This evening -- আজ সন্ধ্যায়।
Day after day -- দিনের পর দিন।
Per diem -- Day by Day ( দিন দিন)
Every other day/ Every alternate day -- প্রতি একদিন পর পর।
Someday or other -- কোন না কোন দিন।
As time went by -- সময় যত অতিক্রম হতে লাগলো।
As day goes -- দিন যত যায়।
At a later date -- পরবর্তী কোন একদিন।
Soon - শীঘ্রই
Shortly - অল্প সময়ের মধ্যে।
By time -- সময়ের আগেই।
Within time -- সময়সীমার মধ্যে।
In due time - যথা সময়ে।
In time - সময় মতো।
In no time - অবিলম্বে।
At no time -- কখনো নয়।
Most of time -- অধিকাংশ সময়।
At times -- মাঝে মাঝে।
From time to time --ক্ষণে ক্ষণে।
Time and Time again -- দীর্ঘদিন ধরে।
At the time -- ঐ সময়ে।
At one time -- অতীতে একদা।
For the time being -- আপাতত।
Take your time -- সময় নিয়ে করো।
At all times -- সদা সর্বদা।
Five times -- পাঁচবার / পাঁচগুণ.. ( কতগুন তা বুঝায়)
On time - কাটায় কাটায়।
Ahead of time / Behind time -- সময়ের আগে ভাগে।
a minute - মুহুর্ত কালের জন্য।
In a minute - মুহুর্তের মধ্যে।
Time's up -- সময় শেষ।
Out of time - হাতে সময় নেই।
Arrival time -- পৌছানোর সময়।
Departure time -- ছাড়ার সময়।
Ago - আগে।
Long Ago - অনেক আগে।
Quite Long Ago - বেশ আগে।
How long -- কতক্ষণ (দিন/মাস/বছর)
Later - পরবর্তীতে
Now - এখন
Then - তখন
This day two years ago -- দুই বছর আগের এই
দিনে।
This time tomorrow -- আগামীকাল এই সময়ে।
At present - বর্তমানে।
At this moment - এই মুহুর্তে।
In the past - অতীতে।
In the future - ভবিষতে।
Of late / Recently - সাম্প্রতিকালে।
Since - সেই থেকে/ সেই হতে।
Henceforth - এখন থেকে।
Henceforward -- এখন থেকে সামনের দিকে।
For two days - দুই দিন ধরে / যাবৎ।
Time was when -- এমনও সময় ছিলো ।
From times immemorial -- অনেক আদিকাল থেকে ।
Some time -- কিছু বা কোন সময়।
Sometime -- কোন নির্দিষ্ট সময় বুঝায় না।
Sometimes -- মাঝে মাঝে।
How often -- কতবার
Often -- প্রায়ই
Very often -- প্রায়ই (জোড় প্রদান করতে)
At first - গোড়াতেই, শুরুতেই।
First of All -- সবার শুরুতে।
At last -- অবশেষে।
At the first end -- প্রথম দিকের শেষাংশ।
At the last end -- শেষদিকের শেষাংশ।
At night -- রাতের বেলায়।
Now a days -- আজকাল
Earlier --- এর আগে।
Early days -- শুরুর দিন গুলো
Midday -- দুপুর বেলা
Midnight -- মধ্যরাত।
Proximo -- আগামী মাস।
Ultimo - গত মাস।
At dead night -- গভীর রাতে।
Already/Meanwhile -- ইতিমধ্যে।
In the meantime -- ততক্ষণে।
No longer -- বর্তমানে আর নয়।
Ever --- কখনো
Anytime -- যেকোন সময়।
Whenever -- যখনেই
Instantly/Momentarily -- তাৎক্ষণিকভাবে।
Temporarily / Ephemerally -- ক্ষণস্থায়ীভাবে।
Permanently/Perpetually -- চিরস্থায়ীভাবে।
Daily -- দৈনিক
Weekly -- সাপ্তাহিকভাবে।
Fortnightly -- পাক্ষিকভাবে।
Annually -- বাৎসরিকভাবে।
This time -- এবার।
That time -- সেবার।
Closing date -- শেষ দিন।
Deadline -- কোন কাজের শেষ দিন।
At the eleventh hour -- একবারে শেষ মুহুর্তে।
Amount of time -- খানিকটা সময়।
High time -- উপযুক্ত সময়।
Race against time -- সময়ের সাথে পাল্লা দেয়া।
Keep pace with time -- সময়ের সাথে তাল মিলিয়ে চলা।
Dawn --- উষা।
Forenoon -- পূর্বাহ্ন।
Dusk / twilight -- গোধূলি।
Crepuscular --- গোধূলিকালীন
Full Moon -- পূর্ণিমা।
New Moon -- অমাবস্যা।
Decade -- দশক।
Aeon / Era -- যুগ।
Iron age -- কলিযুগ।
Every ages - যুগে যুগে
Infernal Age -- কালিযুগ।
25 years = Silver Jubilee -- রজত জয়ন্তী।
50 years = Golden jubilee --- সুবর্ণজয়ন্তী।
60 years = Diamond Jubilee -- হীরক জয়ন্তী।
75 years = Platinum Jubilee -- প্লাটিনাম জয়ন্তী।
100 years = Centenary -- শতবার্ষিকী পূর্তি।
Century -- শতাব্দী।
Centennial -- শতবার্ষিকী।
Quincentenary --- ৫০০ বছর পূর্তি।
ইংরেজি ভাষা কথনে প্রতিদিন ও চর্চা অনুশীলনে সব সময়ে অবশ্যই উপরোক্ত বিষয়গুলোর ওপর বিশেষ ভাবে মনোযোগ দিতে হবে ও ব্যবহার করতে হবে।
ইংরেজি হচ্ছে একটি ভাষা। কোন ভাষাকেই ঠিক মুখস্থ করে পুরো ভাষাটাকে আয়ত্তে নেওয়া যায় না।
আমি মনে করি কোনো ভাষাকে টান্সলেশন করে শেখা উচিত নয়। তাই ইংলিশ থেকে বাংলা টান্সলেশন করবেন না। এতে আপনার কাছে ইংরেজি শেখা''টা অনেক কঠিন হয়ে যাবে।
জিন্নাত ফেরদৌসি কুমকুম এর ইংরেজি শিক্ষা অনুশীলন পদ্ধতি একটি সার্বজনীন ব্যতিক্রম উদ্যোগ।
জিন্নাত ফেরদৌসি কুমকুম এর ইংরেজি শিক্ষা অনুশীলন পদ্ধতির ক্লাসে আপনাকে স্বাগতম। 🙏
নবম-দশম একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার?
Sayeed-ielts is one of the largest online language institutions in Bangladesh. Please visit, www.sayeed-ielts.com
Looking for your first tuition job, then you are at the right place. Tutor Lagbe? provides the best
Meet Top universities Online! Visit us: https://www.yiniminiedu.com/ Yinimini International is a jo
Physics, Chemistry, Biology, Math and ICT learning (Class 9-12) Per-Medical, Pre-Engineering, Medica
Knowledge of Quran and Smart Life (KQSL) is a complete Islamic department of Lilac education & a com
A Civil Engineering Workshop based on Practical information for newcomer Engineers to enrich knowledge about practical field.
ICD meaning is an Institute of Creative Design. We are training all kinds of IT Course in Dhaka and
for Better Future