Jaj Bhuiyan Ideal School

Jaj Bhuiyan Ideal School

The only English version school in Madhabdi.

Operating as usual

Photos from Jaj Bhuiyan Ideal School's post 16/12/2022

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের কিছু মুহূর্তের দৃশ্যপট।

Photos from Jaj Bhuiyan Ideal School's post 13/12/2022

Photos from Jaj Bhuiyan Ideal School's post

28/11/2022

আজ এস এস সি ২০২২ এর ফলাফল প্রকাশ হবে।
সবার প্রতি দোয়া শুভ কামনা রইল।

27/11/2022
Photos from Jaj Bhuiyan Ideal School's post 27/11/2022

Class party 2022

23/11/2022
Photos from Jaj Bhuiyan Ideal School's post 10/11/2022

এসএসসি নির্বাচনী পরীক্ষা-২০২২।
শুভ কামনা তোমাদের সকলের জন্য।💝💝

Photos from Jaj Bhuiyan Ideal School's post 31/10/2022

৩য় সেমিস্টার সিটি পরীক্ষার কিছু স্থির চিত্র।💝💝

Photos from Jaj Bhuiyan Ideal School's post 16/10/2022

জজ ভূঞা আইডিয়াল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সম্পন্ন।

13/10/2022

জজ ভূঞা আইডিয়াল স্কুল
কাশিপুর, মাধবদী, নরসিংদী

কোভিড-১৯ টিকাদান সম্পর্কিত জরুরী নোটিশ

সম্মানিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানের ৫ বছর থেকে ১১ বছর বয়সী সকল শিক্ষার্থীকে আগামী ১৬/১০/২০২২ রোজ রবিবার কোভিড -১৯ টিকা প্রদান করা হবে। টিকা প্রদানের সময় জন্মনিবন্ধনের ফটোকপি এবং ২ কপি টিকা কার্ড প্রয়োজন হবে।

যাদের টিকা কার্ড নেই তাদেরকে জরুরী ভিত্তিতে সুরক্ষা পোর্টালে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করার জন্য বলা হলো। এছাড়াও যে সকল শিক্ষার্থীর জন্মনিবন্ধন সংক্রান্ত জটিলতা রয়েছে তাদেরকেও উপরোল্লিখিত সময়ের মধ্যে এ সংক্রান্ত জটিলতা নিরসন পূর্বক সুরক্ষা পোর্টালে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহণ করার জন্য বলা হলো ।

Photos from Jaj Bhuiyan Ideal School's post 31/07/2022

Photos from Jaj Bhuiyan Ideal School's post

27/07/2022

সহকারি শিক্ষক আবশ্যক।
*বিজ্ঞান-১জন।
*মানবিক-১জন।
*ইংরেজি-১জন।
বেতন-আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ-স্কুল ক্যাম্পাস।
মোবাইল-০১৭১৩-৩৪৫৯৭০

17/07/2022

এসএসসি শুরু ১৫ সেপ্টেম্বর: ডা. দীপু মনি

https://fb.watch/ejH-U5B7DC/

08/06/2022

জজ ভূইয়া আইডিয়াল স্কুলের

জজ ভূঞা আইডিয়াল স্কুলের এস এস সি পরিক্ষার্থী-২০২২ এর বিদায় ও দোয়া মাহফিল।
সংবাদ পরিচালনায়ঃ নুর-আলম।(সদস্য,মাধবদী প্রেস ক্লাব)

Photos from Jaj Bhuiyan Ideal School's post 27/04/2022

Photos from Jaj Bhuiyan Ideal School's post

Photos from Jaj Bhuiyan Ideal School's post 17/03/2022

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপনের কিছু স্থিরচিত্র।

01/03/2022
Photos from Jaj Bhuiyan Ideal School's post 21/02/2022

যাদের জন্য এই দিনটি পেলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, যাদের জন্য মন ভরে কথা বলতেছি মায়ের ভাষায়,তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা,সম্মান এবং দোয়া।

20/02/2022

dhakaeducationboard.gov.bd

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস:https://dhakaeducationboard.gov.bd/data/20220220124023805470.pdf

dhakaeducationboard.gov.bd

21/01/2022
31/12/2021

২০২২ সালে কোন শ্রেণিতে কয়দিন কয়টি ক্লাস বিজ্ঞপ্তিটি দেখে জেনে নিন

30/12/2021

এস এস সি-২০২১ পরিক্ষায় জজ ভূঞা আইডিয়াল স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।অভিনন্দন জানাচ্ছি জজ ভূঞা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীসহ সকল পরিক্ষার্থীদের।

Photos from Jaj Bhuiyan Ideal School's post 16/12/2021

জজ ভূঞা আইডিয়াল স্কুল কর্তৃক বিজয় দিবস উদযাপনের কিছু স্থিরচিত্র ❤️✌️

15/12/2021
02/12/2021
14/09/2021
Photos from Jaj Bhuiyan Ideal School's post 12/09/2021

দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর, আজ ছাত্র _ছাত্রীদের শ্রেনিকক্ষে পাঠদানের পূর্ব মুহুর্তে।

06/09/2021

১২ সেপ্টেম্বর স্কুল কলেজ খোলার প্রস্তুতিতে মানতে হবে মাউশি 'র ১৯ দফা নির্দেশনা -

আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্দেশনা গুলো বাস্তবায়ন করতে সকল স্কুল কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।গতকাল রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

নির্দেশনায় যা রয়েছেঃ

❑শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথসহ অন্যান্য স্থানে কোভিড -১৯ সম্পর্কিত স্বাস্থ্য বিধি প্রতিপালনে করনীয় বিষয়গুলো ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

❑প্রবেশ পথে শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবকদের নিয়মিত তাপমাত্রা মাপার ব্যবস্থা করতে হবে।

❑শিক্ষার্থীদের ভীড় এড়াতে প্রতিষ্ঠানের সবগুলো প্রবেশ পথ ব্যবহারের ব্যবস্থা করা।

❑কেবল একটি প্রবেশমুখ থাকলে একাধিক প্রবেশ মুখের ব্যবস্থা করতে হবে।

❑প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করতে হবে।

❑শিক্ষার্থীরা কীভাবে স্বাস্থ্য বিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে আসা যাওয়া করবে সে বিষয়ে প্রথম দিন শিক্ষনীয় ও উদ্বুদ্ধকারী ব্রিফিংয়ের ব্যবস্থা করতে হবে।

❑এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেওয়া ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

❑প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখতে হবে।

❑প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, বারান্দা, সিঁড়ি, ছাদ এবং আঙ্গিনা যথাযথভাবে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।

❑প্রতিষ্ঠানের সব ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিস্কার রাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে।

❑শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক প্রবেশের সময় স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে প্রতিপালনের ব্যবস্থা করতে হবে।

❑সবার সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

❑প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়ার ব্যবস্থা করা যাতে শিক্ষার্থীরা ক্লাশে ঢোকার আশে সাবান দিয়ে হাত ধুতে পারে।

❑শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে পারস্পরিক ৩ ফুট দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে।

❑খেলার মাঠ, ড্রেন ও বাগান যথাযথ ভাবে পরিস্কার করা এবং কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে।

❑শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নিরুপণ করতে হবে।
সব শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে।

❑স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে কমিটি করতে হবে।

❑প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে আনন্দ ঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত করতে হবে।

❑প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত মেরামত, বৈদ্যুতিক মেরামত এবং পানি সংযোজনিত মেরামত সম্পন্ন করতে হবে।

03/09/2021

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী | Dipu Moni

03/09/2021

শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, সিদ্ধান্ত আসছে বিশ্ববিদ্যালয়গুলোরও

26/07/2021

এস.এস.সি-২০২১ পরীক্ষার্থীদের এ্যাসাইনসেন্ট লেখার কিছু দিকনির্দেশনা
কিভাবে একটা এ্যাসাইনমেন্ট শুরু করবে?

প্রয়োজনীয় সামগ্রী
১।একটি স্কেল
২। একটি পেন্সিল
৩। একটি কালো বলপয়েন্ট কলম
৪। A4 সাইজের কিছু কাগজ নাও

লেখার নিয়মঃ
১। A4 সাইজের কাগজের একপাশে লিখবে (কোনো ক্রমেই উভয় পাশে লিখবে না)
২। স্পষ্ট করে লেখার চেষ্টা করবে
৩। লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে
৪। প্রশ্নের সিরিয়াল (১,২,৩...../ক,খ,গ.....) ঠিকরেখে লিখবে

** কাভার পেইজ কিভাবে পুরণ করবেঃ
* * কাভার পেইজে তিনটা অংশ আছে
১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে
২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে
৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে
** মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজীতে পূরণ করতে হবে।

এ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগন পূরণ করবে তার প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর
** এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরঃ তুমি যে এ্যাসাইনমেন্টেটি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই এ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে । তাহলে তুমি ক্রমিক নম্বরে লিখবে, ১। কারণ তুমি ১ নম্বর শুরু করছো‌। যদি ২ হয়,তাহলে লিখবে ২। (এটা ইংরেজীতেই লিখবে)

** শিরোনামঃ তুমি যদি "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" শুরু করো, তাহলে শিরোনাম পয়েন্টে লেখা আছে, ' ইতিহাস পরিচিতি '। কাজেই তোমার শিরোনামে এই লেখাটি লিখতে হবে।

** বিষয় কোড ও বিষয়ের নামঃ এটা তোমার এ্যাসাএনমেন্টে এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে।" বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" হলে লিখবে বিষয় কোড "153"। (এটা ইংরেজীতেই লিখবে)
বিষয়ের নামঃ "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা"

** শিক্ষাবোর্ডের নাম ঃ এখানে শুধু জেলার নাম লিখবে না । যেমন (ঢাকা / যশোর / রাজশাহী)। বরং তুমি লিখবে (Dhaka Board/ Jashore Board / Rajsahi Board)। (এটা ইংরেজীতেই লিখবে)

** রেজিষ্ট্রেশন নম্বরঃ এটা তোমার এস.এস.সি এর রেজিষ্ট্রেশন কার্ড থেকে দেখে খুব সতর্কতার সহিত লিখবে যেনো কোনো প্রকার ভুল না হয়। তোমার জে.এস.সি রেজিষ্ট্রেশন দেখে লিখলেও হবে কারণ জে.এস.সি এবং এস.এস.সি একই রেজিষ্ট্রেশন নম্বর। (এটা ইংরেজীতেই লিখবে)

** শিক্ষার্থীর নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

** পিতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার পিতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

** মাতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার মাতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

** কাভার পেইজে তোমার কাজ শেষ। আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নাই!

** কিভাবে এ্যাসাইনমেন্ট লেখা শুরু করবোঃ এবার এসো A4 সাইজ পেইজ নিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে ফেলি। কালো বলপয়েন্ট কলম দিয়ে লেখা শুরু করি। "এ্যাসাইনসেন্ট -০১" লিখে নিচে প্রথমে "ক" শেষ করে তারপর "খ" তারপর "গ" ধারাবাহিকভাবে আমরা পেইজের একপাশেই লিখি। অন্য পাশে খালি রাখি। একটা দাগ বা পেইজের পাশে কোনো ফুল বা পাপড়ি আঁকার প্রয়োজন নাই ।

** অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন ব্যবহার না করাই ভালো।

লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও। তোমার একটা অ্যাসাইনমেন্টের হয়ে গেলো।
এভাবে এ্যাসাইনমেন্টগুলো তৈরী কর।

15/07/2021

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
গ্রুপভিত্তিক বহুনির্বাচনী তিন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার আগে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসিতে ২৪টি অ্যাসাইনমেন্ট ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট নেওয়া হবে।
ঈদের পর অনলাইনের মাধ্যমে HSC পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।

15/07/2021

এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষার সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং

07/06/2021

আবার বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

13/05/2021
26/03/2021

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলেক্ষ্য
"জজ ভূঞা আইডিয়াল স্কুল "এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

17/03/2021

Videos (show all)

Telephone

Website

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00