17/04/2024
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে,
নূরানী,নাযরা,ও হিফযুল কুরান বিভাগে,
আপনাদের প্রানপ্রিয় প্রতিষ্ঠান "তা'লীমুদ দ্বীন মহিলা হিফয মাদরাসায়,
দারুল আযহার সংলগ্ন,
নুর জাহান মঞ্জিল,আবুল খায়ের পেশকারের বাসা,কাযীমুদ্দীন রোড,
মাইজদী কোর্ট সদর,নোয়াখালী।
01831947106,
01872808006
18/01/2024
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
"তা'লীমুদ্দীন মহিলা হিফয মাদরাসা " এর সকল বিভাগে ভর্তি চলছে............
ভর্তি শুরুঃ- ১০ জানুয়ারী ২০২৪ ইং থেকে।
উদ্ভধনী সবকঃ- ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে ইনশাআল্লাহ।
# বিভাগ সমুহঃ-
* নূরানী ( ৩ বছর,বাংলা,অংক,ইংরেজি সহ)
* নাযরা (সহীহ তেলায়াতের মাধ্যমে হিফযের উপযোগী করে তোলা হয়)
* হিফযুল কুরআন (আন্তর্জাতিক মানের )
* হিফয রিভিশন (শুনানীর মাধ্যমে ইয়াদ করানো )
* বয়ষ্ক বিভাগ (বয়ষ্ক মহিলা ও স্কুল,কলেজ পড়ুয়া মেয়েদের জন্য)
# মাদরাসার বৈশিষ্ট সমূহঃ-
* বিশিষ্ট আলেমেদ্বীন,দেশ বরণ্য শিক্ষাবিদ ও দ্বীনদার বুদ্বিজিবীদের পরামর্শে পরিচালিত।
* প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান ব্যবস্থা।
* ক্বওমী ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাস।
* বাংলা,অংক,ইংরেজি সহ হাতের লেখা সুন্দর করার প্রচেষ্টা ও কুরআন শরীফের পূর্ণ সিলেবাস শেষ করা।
* ২৪ ঘন্টা আবাসিক নিরাপত্তার সূ- ব্যবস্থা।
* সাস্থ সম্মত তিন বেলা খাবার পরিবেশন।
* কোলাহলমুক্ত,মনোমুগ্ধকর,নিরিবিলি পরিবেশে অবস্থিত।
* ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের অভিভাবক্ত গ্রহণ।
যোগাযোগঃ-
01868828555 imo
01831947106 (বিকাশ,নগদ, পার্সোনাল)
নূর জাহান ম্যানশন(লন্ডনী বাড়ি সংলগ্ন,নূর নবী চেয়ারম্যান বাড়ীর পশ্চিমে)কাযীমুদ্দীন রোড,মাইজদী নোয়াখালী।
14/01/2024
চলছে মাহফিলের মাঠ পরিদর্শন,
আল্লাহ পরিপূর্ণ ভরপুর কামিয়াবি দান করুন।
14/01/2024
জামিয়া তা লীমিয়ার কৃতি ছাত্র মোঃসিয়াম আব্দুল্লাহ,
টানা ১৫ ঘণ্টায় বিনা লোকমায় পূর্ণ কুরআন মুখস্থ শুনিয়েছে, আলহামদুলিল্লাহ।
06/01/2024
আলহাদুলিল্লাহ আপনারা জেনে অবশ্যই আনন্দিত হবেন যে, "তা'লীমুদ্দীন মহিলা হিফয মাদরাসা " এর কাজ সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন জায়গায় নতুনভাবে শুরু করতে যাচ্ছি, সকল মুহিব্বীনদের নিকট খাছভাবে দুআর মুহতাজ, আল্লাহ পাক যেন এই দ্বীনি মারকাযকে কুরআনের খাছ মারকায হিসেবে কবুল করেন,এবং সমস্ত হাসাদকারীর হাসাদ থেকে,নিন্দুকের নিন্দা থেকে,সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। আমীন ইয়া রাব্বাল আ'লামীন।
19/06/2022
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আইনুদ্দীন আল-আজাদ রহ.
১৯৭৩ সাল
ঝিনাইদহ জেলার কালিগঞ্জের এক মুসলিম পরিবারে কিংবদন্তি সংগীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ-এর জন্ম।
১৯৮৩ সাল
নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা ও ইসলামী শিক্ষার শুরু।
১৯৯১ সাল
নিজ জেলা ঝিনাইদহ অন্তর্গত কালিগঞ্জের কাষ্ঠসাগর মাদরাসায় দাখিল ও জনাব মাওলানা ইদ্রিস সাহেবের কাছ থেকে তিলাওয়াত, আজান ও হামদ-নাত বিষয়ে উৎসাহ লাভ।
১৯৯২ ও ১৯৯৩ সাল
ছারছিনা কামিল মাদরাসা থেকে আলিম অধ্যয়নকালে শাইখ সৈয়দ ফজলুল করীম রহ. এর সাক্ষাৎ ও অনুপ্রেরণা লাভ এবং ঝিনাইদহে পীর সাহেব চরমোনাইর মাহফিলে যোগদান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে বিপ্লবের পথে অগ্রযাত্রা শুরু।
১৯৯৪ সাল
ঝিনাইদহে অনুষ্ঠিত আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রথম স্থান অধিকার এবং আনুষ্ঠানিক কাব্য ও সংগীত চর্চার শুরু।
১৯৯৫ সাল
মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ফাযিল পাশাপশি ঝিনাইদহ কেসি কলেজ থেকে বাংলায় অনার্স এবং ইশা ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার আহ্বায়কের দায়িত্ব পালনের মাধ্যমে সাংগঠনিক জীবনের শুরু এবং ইসলামী সংগীতের প্রথম অডিও এ্যালবাম দুর্নিবার রাজধানীর তমদ্দুন মিডিয়া থেকে প্রকাশ।
১৯৯৬ সাল
ঝিনাইদহ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর পুর্ণাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন।
১৯৯৭ সাল
নিজ জেলা ঝিনাইদহে ইশা ছাত্র আন্দোলন-এর সভাপতির দায়িত্ব পালন এবং বছরান্তে বিপ্লবের তামান্না ও সঙ্গীতের প্রয়োজনে ঢাকায় আগমন, অভিযান শিল্পীগোষ্ঠিতে যোগদান ও দ্বিতীয় অডিও এ্যালবাম অবগাহন প্রকাশ।
১৯৯৮ ও ১৯৯৯ সাল
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রশিক্ষণ সম্পাদক মনোনীত এবং তৃতীয় অডিও এ্যালবাম কবর পথের যাত্রী পর্যায়ক্রমে জনতার আর্তনাদ, রক্ত ভেজা পথ, তেল, যদি, বুঝে শুনে, কি হবে, শিক্ষিত শয়তান, বুশের কবর, বদলে যাবে দিন, মানুষ, তাইতোসহ সমাজ বাস্তবতার প্রয়োজনে বহু সঙ্গীতের এ্যালবাম প্রকাশ।
২০০০ ও ২০০১ সাল
সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকায় কামিলে ভর্তি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে শপথ গ্রহণ ও বিপ্লবের অগ্রযাত্রায় জালিমের বন্দিশালায় গমন।
২০০৪ সাল
সাংস্কৃতিক বিপ্লবের অকৃত্রিম বাসনায় প্রতিষ্ঠা করেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।
২০০৮ সাল
কলরব ও ইকরা বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক কনসার্ট।
২০১০ সাল
মূলত ২০০০ সাল থেকেই সঙ্গীত ও সংগঠনের পাশাপাশি সারা দেশে দ্বীনি মাহফিলে বয়ান ও বক্তৃতা পেশ।
সর্বশেষ...
১৮ জুন ২০১০ ইং শুক্রবার আকস্মিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মহান প্রভূর সান্নিধ্যে চলে যান বাঙালীর রুচি ও সংস্কৃতিতে দারুণভাবে নাড়া দেয়া বিপ্লবের স্বপ্নচারী মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ.
আমরা তাঁর মাগফিরাত ও শাহাদাতের মৃত্যু এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামের জন্য মহান মালিকের নিকট প্রার্থনা করছি।
19/06/2022
গতকাল থেকেই দেশ ও প্রবাসের অনেক সুহৃদ আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য নাম্বার চাইছিলেন। তাদের জন্য আমাদের এই ব্যবস্থাপনা।
তবে স্মর্তব্য যে, আমরা এই অনুদান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ করবো। তারপর আর গ্রহণ করা সম্ভব নাও হতে পারে।
শুকরান জাযাকুমুল্লাহ 😥🤲❤️
19/06/2022
তা'লীমুদ দ্বীন মহিলা হিফয মাদ্রাসার হিফয সেকশনে ভর্তি চলছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন 01831947106
09/04/2022
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে তাʼলীমুদ দ্বীন মহিলা হিফয মাদ্রাসার সকল অভিভাবকদেরকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন
13/06/2021
সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন ভবনে পৃথক বালক/বালিকা শাখায় ভর্তি চলছে
বিভাগ সমুহঃ-
☆ আদর্শ নূরানী কিন্ডারগার্টেন বিভাগ
☆ আদর্শ নাযেরা বিভাগ
☆ হিফযুল কুরআন বিভাগ (আন্তর্জাতিক মানের)
☆ হিফয রিভিশন বিভাগ
☆ অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদানের ব্যবস্থা রয়েছে।
☆ প্রত্যেহ হুফ্ফাজের প্রশিক্ষন প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে মাশক্বের ব্যবস্থা রয়েছে।
☆ ছাত্র/ছাত্রীদেরকে আন্তর্জাতিক ক্বারী সাহেবদের তেলাওয়াত সিডির মাধ্যমে মাশক্বের ব্যবস্থা রয়েছে।
☆ মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে অবস্থিত।
☆ ব্যস্ত প্রবাসী অভিভাবকদের অভিভাকত্ব গ্রহন।
☆মেধাবী গরীবদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা (কোটা ভিত্তক) রয়েছে।
যোগাযোগঃ-
তা`লীমুদ্ দ্বীন হিফয মাদ্রাসা নোয়াখালী
কলেজ রোড,পানির ট্যাংকির উত্তরে বিডিয়ারের দোকান সংলগ্ন (আয়েশা ম্যানশনের পিছনে) চৌধুরী ম্যানশন ।
মোবাইল 01831947106/01872808006