আসন্ন রমজান মাসব্যাপী সীমিত সংখ্যক আসনে ভর্তি কার্যক্রম চলবে
Qawmi Islamic School
বৈশ্বিক আধুনিক শিক্ষার সাথে কওমী ধারার সংযোজনে বিশ্ব মানের প্রস্তুতি
Operating as usual
Qawmi Islamic School একটি সাজানো ফুলের বাগান🌹
জরুরী নোটিশ
নতুন ইউনিফর্মে Qawmi Islamic School এর কিছু ক্ষুদে শিক্ষার্থী
শনিবার সাপ্তাহিক ছুটিতে সোনামণিদের শিক্ষনীয় বিনোদন,আবৃত্তি Spoken English ও ইসলামী সংগীত এর ব্যতিক্রমী আয়োজন
চলছে আমাদের শ্রেণী কার্যক্রম... আপনার সন্তানের সু-শিক্ষা নিশ্চয়নে আসতে পারেন Qawmi Islamic School 'এ
ছোট্ট সোনামণিদের উপস্তিতিতে মুখরিত আমাদের ক্যাম্পাস
চলছে Qawmi Islamic School এর সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ এর লিখিত পরিক্ষা
ইনশাআল্লাহ আগামী ১৫ই জানুয়ারি সোমবার সকাল থেকেই আমাদের প্রিয় প্রতিষ্ঠান কওমী ইসলামিক স্কুলের উদ্বোধনী ক্লাস শুরু হবে।
অতএব আর দেরি না করে এখনো যারা ভর্তি কাজ সম্পন্ন করেননি দ্রুত ভর্তি সম্পন্ন করুন।
সাফল্যের ৬ বছরে নতুন ভবনে আমাদের অঙ্গীকার
•speech training and presentation in English.
•জেনারেল শিক্ষার সাথেই শুদ্ধ কোরআন শিক্ষা কোরআন হিফজ করার সুব্যবস্থা।
•অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় মনোযোগীকরণ।
•পঞ্চম শ্রেণীর সমাপনী শিক্ষার্থীদের যে কোন স্কুল ও মাদ্রাসায় পরবর্তী ক্লাসে ভর্তির উপযুক্ত করণ।
•জেনারেল ও ধর্মীয় শিক্ষার Combination.
•দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন হাতের লেখার বিশেষ প্রশিক্ষণ প্রদান।
•মূল্যবোধ গঠনে সাপ্তাহিক Literature ক্লাস.
•সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা, আর্ট ক্লাস ও সাপ্তাহিক ইসলামিক সংগীত ক্লাস।
•স্মার্ট ক্লাসরুম ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনা।
আপনার সন্তানের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন...
আসন সংখ্যা সীমিত
আমাদের "কওমী ইসলামিক স্কুল" এর সকল ক্লাস রুম ও পূর্ণ প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতাভুক্ত।
#আপনার বাচ্চার পূর্ণ নিরাপত্তায় আমরা সকলেই অঙ্গীকারাবদ্ধ।
#আপনার সন্তানকে ভর্তি করার আগে আমাদের প্রতিষ্ঠান একটু ভিজিট করুন।
It's your choice.
নিয়মিত চলছে আমাদের ভর্তি কার্যক্রম
আপনার সন্তানের ভর্তির জন্য আজই আসুন Qawmi Islamic School -এ
❤️❤️রাতের ক্যাম্পাস ❤️❤️
Qawmi Islamic School
নিয়মিত চলছে আমাদের ভর্তি কার্যক্রম ।
আপনার সোনামনির জন্য কওমী ইসলামিক স্কুল একটি উপযুক্ত প্রতিষ্ঠান। তাই আর দেরি না করে আজই চলে আসুন,,,,,,
নিয়োগ বিজ্ঞপ্তি 📢
নতুন ঠিকানায় Qawmi Islamic School
ভর্তি চলছে...ভর্তি চলছে... ভর্তি চলছে...
কওমী ইসলামিক স্কুল এর বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ০৯/১২/২০২৩ ঈসায়ী রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় (বর্ণমালা ভবনে) মাদরাসা ইহ্ইয়াউল উলূম আল-ইসলামিয়া নওয়াপাড়ার তত্ত্বাবধানে পরিচালিত কওমী ইসলামিক স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্কুল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সকল শিক্ষক-শিক্ষিকা, গার্ডিয়ান, শিক্ষার্থী ও মাদরাসার মজলিসে ইমদাদীর (উন্নয়ন কমিটির) সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, গুণী ও সুধীজন সহ বিভিন্ন স্তরের শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন।
মজলিসে ইমদাদীর সদস্য জনাব সেকেন্দার আলীর সভাপতিত্বে হাফেজ তৈয়বুর রহমান তামিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাসুম বিল্লাহ ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোছাঃ আতিফা জান্নাত ফাতেমা,
ইসলামি নাশিদ পরিবেশিত হয় শিশু শিল্পী ফাহিম আহমেদ রাফির কন্ঠে।
হাফেজ শাহ আলম এর উদ্বোধনী বক্তব্যের পর আলোচনা পর্বে অংশগ্রহণ করেন
মাদরাসা ইহ্ইয়াউল উলূম আল-ইসলামিয়া নওয়াপাড়ার শিক্ষা সচিব,
মুফতী ইসমাঈল হুসাইন রহমানী,
সহকারী শিক্ষাসচিব মুফতী শহীদুল ইসলাম কাসেমী, পীরবাড়ি শাহী মসজিদের ইমাম ও খতিব, মুফতী রফিকুল ইসলাম হুসাইনী,
দ্বীনিয়াত একাডেমীর জিম্মাদার,
মুফতী সাইফুল ইসলাম কাসেমী
মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের প্রভাষক,
জনাব মাসুদ গাজী স্যার,
মজলিসে এমদাদী সদস্যদের পক্ষ থেকে
ডাঃ খান আলী আহমেদ স্যার,
বিশিষ্ট সমাজসেবক, জনাব আব্দুল আজিজ সরদার সাহেব সহ অনেকেই বক্তব্য প্রদান করেন।
ফলাফল ঘোষনা করেন কওমী ইসলামিক স্কুলের সহকারী জিম্মাদার হাফেজ শাহ আলম। প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ তার সমাপনী বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে কওমী ইসলামিক স্কুলের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রতিষ্ঠার ষষ্ঠ বছরে সুন্দর মনোরম পরিবেশে বর্ণমালা ভবনে কওমী ইসলামিক স্কুলের যাত্রায় শিক্ষার্থীদের ভর্তি করিয়ে সকলকে সহযোগী হওয়ার আহ্বান জানান।
সর্বশেষ দেশ জাতি ও মুসলমানদের কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শতাধিক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় সকলেই কৃতকার্য হয়েছে।
উক্ত ফলাফল অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয় প্রায় ২০ জন শিক্ষার্থীকে।
তারা হল যথাক্রমে
নার্সারি:
প্রথম স্থান:ফাইজা ইবনাথ, পিতা মোঃ শাকির উদ্দিন
দ্বিতীয় স্থান: রুবাতা কবির,পিতা আশরাফুল কবির
তৃতীয় স্থান: সাদিয়া,পিতা আবু সাঈদ চৌধুরী
প্রথম শ্রেণি:
প্রথম স্থান মোঃ সাদমান ফারসি,পিতা বাহাদুর রহমান
দ্বিতীয় স্থান খলিদ হাসান,পিতা মোঃ বিল্লাল হোসেন
তৃতীয় ইশরাত জাহান রোজা, মাতা রমনা আলম রমা
দ্বিতীয় শ্রেণী:
প্রথম স্থান:আব্দুল্লাহ মাহমুদ,পিতা মোঃ আবু সুফিয়ান বিশ্বাস
দ্বিতীয় স্থান:মোঃ আল ইয়ুশা রহমান,পিতা আনিসুর রহমান
তৃতীয় স্থান: তাকিয়া তাসনিম,পিতা মোঃ শহিদুল ইসলাম
তৃতীয় শ্রেণী:
প্রথম স্থান: ফাহিম আহমেদ রাফি,পিতা মোঃ রাজু আহমেদ রানা
দ্বিতীয় স্থান: সাদিয়া নুসরাত অহনা,পিতা মোঃ আজিবর রহমান
তৃতীয় স্থান: ফারহান আবিদ,পিতা এস এম মোফাজ্জেল হোসেন
চতুর্থ শ্রেণী:
প্রথম স্থান: মোছা: হুমায়রা সাদিকা, পিতা মরহুম আব্দুর রহমান
দ্বিতীয় স্থান: মোঃ ইমদাদুল পিতা ইমরান শেখ
তৃতীয় স্থান: রুহে জান্নাত,পিতা এস এম শামসুজ্জামান।
এছাড়াও সারা বছর সকল ক্লাসে শতভাগ উপস্থিতির জন্য আব্দুল্লাহ মাহমুদ ও সিয়াম মাহমুদ এবং নামাজ রোজা ও আমল-আখলাকে ফাহিম আহমেদ রাফিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।