10/04/2024
মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৪ এর মাটি ও মানুষের নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন (এমপি), এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম ( বর্তমান ভাইস চেয়ারম্যান মাধবপুর উপজেলা),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা বশির মিয়া ( বিশিষ্ট সমাজসেবক মাধবপুর উপজেলা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মুছা মিয়া (প্রধান শিক্ষক প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, নিখিল দেবনাথ ( লেকচারার শাহজালাল সরকারি কলেজ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এরশাদ আলী ( সভাপতি, মাধবপুর উপজেলা প্রেসক্লাব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, শেখ শাহিন উদ্দিন ( যুগ্ন -আহব্বায়ক, মাধবপুর উপজেলা ছাত্রলীগ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আলাউদ্দিন মিয়া (সাবেক প্রধান শিক্ষক পুরাইকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়)। উক্ত বৃত্তি পরীক্ষায় নলেজ স্টার একাডেমি থেকে ৭ জন ট্যালেন্টপুল এবং ৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। সকলেই এদের জন্য দোয়া এবং আশির্বাদ করবেন।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নলেজ স্টার একাডেমি সার্বক্ষণিক আপনার পাশে আছে। 🙂❤️🙂
10/08/2021
শূন্যপদ: 02
কাজের প্রসঙ্গ
শিক্ষক: সকল বিষয়।
(নয়াপাড়া এলাকায় বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
অবস্থান: নলেজ স্টার একাডেমি , নয়াপাড়া বাজার।
কাজের দায়িত্ব -
প্লে-পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয় শেখানো পড়ানো।
অভিজ্ঞতার প্রয়োজনীয়তা:
ফ্রেশাররা আবেদন করতে পারেন কিন্তু অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
অতিরিক্ত আবশ্যক
ব্যক্তির স্পেসিফিকেশন:
আবেদনকারীদের অবশ্যই দেখাতে হবে:
চমৎকার শিক্ষাগত যোগ্যতা এবং বিষয় জ্ঞান শিক্ষার সম্পদ উৎপাদন এবং ভাগ করে নেওয়ার ক্ষেত্রে পারদর্শী হতে হবে;
বেতন
অভিজ্ঞতার উপর নির্ভরযোগ্য আলোচনা।
যোগাযোগ: একটি ফটো সহ আপনার সিভি পাঠান: [email protected] এ ও বণিক লাইব্রেরী,
আবেদনের সময়সীমা: আগস্ট 30, 2021
যোগাযোগ ঃ
01617196168
01722382308
19/07/2021
নলেজ স্টার একাডেমি এর সকল শিক্ষার্থীদের জানাই অগ্রিম ঈদ-আযহা এর শুভেচ্ছা।বর্তমান কোভিড -১৯ স্বাভাবিক রাখার জন্য সরকার ঘোষিত লকডাউনে, তোমরা সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবে।
আমরা তোমাদেরকে যে সাজেশন টি বাসায় দিয়েছি ২য় সাময়িক পরীক্ষার জন্য, তা ভাল ভাবে শেষ করবে।
অভিভাবক দের প্রতি অনুরোধ,আপনাদের সাজেশনটি সম্পন্ন করার সময় প্রয়োজনে শিক্ষকদের পরামর্শ নিন।
আদেশক্রমে,
নলেজ স্টার কতৃপক্ষ।
16/12/2020
Admission gonig on.,.........
03/06/2020
শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত এবং সরকার তাদের ঝুঁকিতে ফেলতে চায় না। এ কারণে আমরা এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলব না।
-প্রধানমন্ত্রী
24/05/2020
♥ঈদুল ফিতর এর
♥
♥শুভেচ্ছা ও অভিনন্দন♥
🔴♥ঈদ মোবারক♥🔴
16/03/2020
সকল ছোট্ট সোনামণি’দের উদ্দ্যেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনা'র, চিঠি।
09/03/2020
আপনার সচেতনতায় বেঁচে যেতে পারে আপনার পরিবার সহ হাজারো প্রান।
17/02/2020
our activities child grooming.....
23/01/2020
Education is the backbone of a nation