Madrasatul Hijaj

Madrasatul Hijaj

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madrasatul Hijaj, School, .

Operating as usual

10/10/2022

অবারা ইবনু আযিব (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লা ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি আদেশ দিয়েছেন। যথাঃ রোগী দেখা, জানাযার পিছনে চলা, হাঁচিদাতা আলহামদু লিল্লাহ বললে, তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, দুর্বলকে সাহায্য করা, মযলূমকে সাহায্য করা, সালামের প্রচলন করা এবং কসম পূর্ণ করা। সহীহ বুখারীঃ ৬২৩৫ ও মুসলিমঃ ২০৬৬

18/09/2022

قال: كان النّبي - صلى الله عليه وسلم - - - الله عنه وعن حذيفة – رضي ا إذا أخذ مضجعه من الليل وضع يده تحت خذه، ثم يقول: «اللهم باسمك أموت وأخيا» وإذا استيقظ قال: «الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه

হুযাইফা (রাঃ) বলেনঃ নবী কারীম রাসূলুল্লাহ সা ল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুমাতেন তখন নিজের হাত গালের নীচে রাখতেন । তারপর বলতেনঃ “আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া । আর যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেনঃ আলহামদু লিল্লাহিল্লাযি আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিনুশুর। সহীহ বুখারীঃ ৬৩১৪

14/09/2022
20/06/2022

হযরত কা'ব আহবার বলিয়াছেন, ঐ আল্লাহর কসম! যিনি মুসা আঃ এর উপর তাওরাত, ঈসা আঃ এর উপর ইঞ্জিল, দাউদ আঃ এর উপর যাবুর ও মোহাম্মদ সাঃ এর উপর কোরআন নাযিল করিয়াছেন। এই আয়াতসমূহ আজান সহকারে যেখনে ফরজ নামাজ আদায় করা হয়, সেই সমন্ধেই নাযিল হইয়াছে। (আয়াতগুলির অনুবাদ) যেদিন আল্লাহ পাক ছ্বাক এর তাজাল্লী প্রকাশ করিবেন, উহা এক বিশেষ ধরণের তাজাল্লী হইবে। সকল মানুষকে সেজদার জন্য ডাকা হইবে, তখন তাহারা সেজদা করিতে পারিবেনা। তাহাদের চক্ষুদ্বয় লজ্জায় অবনত হইয়া আসিবে। তাহাদের সর্বাঙ্গে অপমান বিরাজ করিতে থাকিবে। কারণ দুনিয়াতেও তাহারদিগকে সেজদার দিকে আহবান করা হইত কিন্তু সুস্থ শরির থাকা সত্বেও তাহারা সেজদা করিত না।

Photos from Madrasatul Hijaj's post 14/10/2021

আলহামদুলিল্লাহ, মাদরাসাতুল হিযাজ এর ছোট্ট সোনামণিরা আজ আমপারা প্রথম সবক নিচ্ছে,,,
অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য মুহতামিম ও সকলের প্রাণ প্রিয় উস্তাদ হযরত মাওলান আমাজাদ হুসাইন সাহেব দাঃবাঃ আমপারা প্রথম সবক প্রদান করছেন।।।।

Telephone

Website