Dinaj Academy

Dinaj Academy

Freelancing Training

Operating as usual

01/09/2022

আজ থেকে শুরু হলো দিনাজ একাডেমির #গ্রাফিক_ডিজাইন #ব্যাচ_২ এর ৪ মাসের জার্নি।
দিনাজ একাডেমির এ যাত্রায় সবাইকে অভিনন্দন ❤️❤️❤️

29/08/2022

***গ্রাফিক ডিজাইন সার্টিফাইড কোর্স***
------------------------------------
কোর্সের মেয়াদঃ ৪ মাস
টোটাল ক্লাসঃ ৪৮ টি
কুইজ টেস্টঃ ১৬ টি
প্রবলেম সল্ভিং ক্লাসঃ ১৬ টি
ফ্রিল্যান্সিং গাইডলাইনঃ ১ মাস
সফটওয়্যারঃ Adobe Photoshop, Adobe Illustrator, Adobe In Design
সার্টিফিকেটঃ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে
***কোর্স শেষে ইন্টার্ন করার সুযোগ আছে***

06/08/2022

#গ্রাফিক_ডিজাইন ২য় ব্যাচে (অনলাইন) ভর্তি শুরু হয়েছে।
৪ মাস মেয়াদী এই কোর্সে বিগিনার লেভেল থেকে এডভান্স পর্যন্ত এডোবির ৩ টি সফটওয়্যার দেখানো হবে। এই কোর্সটি সম্পূর্ণ প্রজেক্ট বেসড একটি কোর্স। ৪ মাসে ৪৮+ টি লাইভ ক্লাশ ১৬ টি কুইজ টেস্ট এবং ২৩+ প্রজেক্ট দেখানো হবে ।
এই কোর্সটি সফলভাবে সম্পন্নকারিদের ইনকামের নিশ্চয়তা দিয়ে মডিউল সাজানো হয়েছে ।
তাই দেরি না করে এখনি ভর্তি হয়ে যান Dinaj Academy র গ্রাফিক ডিজাইন ২য় ব্যাচে ।
কোর্স সম্পর্কে আরও জানতে এবং ভর্তি হতে ভিজিট করুনঃ
https://dinajacademy.com/graphic-design-online-course/

01/07/2022

Congratulations! Najnin Nahar Ratna

Dinaj Academy – Your Learning Partner 05/05/2022

কোন টপিক নিয়ে ফ্রিল্যান্সিং করলে দ্রুত আর্নিং করা সম্ভব?

আপনি যদি কোন একটা স্কিল শেখার কথা চিন্তা করে থাকেন আর সিদ্ধান্তহীনতায় ভুগেন যে কোন টপিক নিয়ে কাজ শুরু করলে দ্রুত আর্নিং জেনারেট হবে তাহলে আজকের এই আর্টিকেল আপনার জন্যই।

প্রথমেই বলতে হবে আপনি যেই টপিক নিয়েই কাজ শিখেন ভালভাবে এবং মার্কেট ডিম্যান্ড অনুযায়ী যদি শিখতে পারেন তবে সব সেক্টরেই দ্রুত আর্নিং জেনারেট করা সম্ভব।

তবে যেই সেক্টরে কম্পিটিশন বেশি সেখানে কষ্টটা একটু বেশি করতে হয়। আর সময়টা তুলনামূলক বেশি দরকার হয় বলে অনেকে হাল ছেড়ে দেয়।

তাই আজকে আমি আপনাদের সাথে মার্কেট রিসার্চ করে কিছু ইনফরমেশন দিচ্ছি যেনো আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোন টপিক নিয়ে কাজ শেখা শুরু করলে হতাশ হওয়ার আগেই আপনি আর্নিং জেনারেট করতে পারবেন।

প্রথমেই আমি আপনাকে প্রশ্ন করতে চাই বলুনতো ফ্রিল্যান্সিং এর কোন কোন টপিকের কথা আপনি সবচেয়ে বেশি শুনেছেন?
গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসব টপিক তাইতো? হ্যা এই টপিকগুলো সবচেয়ে বেশি শোনা যায়। তাহলে যেই টপিক বেশিরভাগ মানুষ জানে সেই টপিকেই মানুষ বেশি কাজ শেখে, বেশি কম্পিটিশন করে, রাইট? তাহলে এটা কম্পিটিটিভ টপিক। আপনিও যদি এই টপিকে কাজ শেখেন তাহলে হাই কম্পিটিশন পার করে আপনাকে কাজ পেতে হবে। খুব সিম্পল একটা হিসাব।

এবার আসেন এমন কোন টপিক যেটা মানুষ তুলনামূলক কম জানে, কিন্তু মার্কেটে কাজের পরিমাণ বা চাহিদা বেশি আছে। এমন অনেক টপিক আছে। প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা আর্টিকেল লিখা সম্ভব। তবে আমি একটা টপিকের কথা যদি বলি সেটা হচ্ছে UI/UX ডিজাইন। এই টপিক তুলনামূলক মানুষ কম জানে, কম শেখে এবং শেখানোর জায়গাও কিন্তু কম। তাহলে নিশ্চয়ই এটার কম্পিটিশন অন্যসব টপিকের মতো হবে না। এটাও খুব সিম্পল হিসাব।

বর্তমানে ফাইভার মার্কেটে UI ডিজাইন এর উপর সার্ভিস দিচ্ছে মাত্র ১৩ হাজার ৪৩৩ জন ফ্রীল্যান্সার, UX ডিজাইনে সার্ভিস দিচ্ছে মাত্র ১০ হাজার ১১ জন ফ্রিল্যান্সার যেখানে গ্রাফিক ডিজাইনের অন্য টপিক যেমন লোগো ডিজাইনে সার্ভিস দিচ্ছে ১ লক্ষ ৭৩ হাজার ১৮১ জন ফ্রিল্যান্সার, ফ্লায়্যার ডিজাইনে সার্ভিস দিচ্ছে ২১ হাজার ৩৩৪ জন ফ্রিল্যান্সার। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন গ্রাফিক ডিজাইনের অন্য টপিক থেকে UI/UX ডিজাইন কম্পিটিশন কম তাই কাজ পাওয়ার সুযোগও অনেক বেশি।

আসলে আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা আগে যে ভুলটা বেশি করি সেটা হচ্ছে রিসার্চ না করে সবাই যা করে আমরাও তাই করতে যাই। আর সে কারণেই আমাদের সাকসেস রেশিও অনেক কম। কে কি করলো, কে কি শিখলো এসবে মাথা না ঘামিয়ে আপনি কি শিখবেন সেটাই কনসেন্ট্রেট করুন। আপনার যদি ডিজাইন ভালো লাগে তাহলে স্রোতের অনূকূলে সবার সাথে গা ভাসিয়ে না দিয়ে ভিন্ন কিছু শিখুন। আর এ-ই ভিন্ন কিছু হতে পারে UI/UX ডিজাইন।

কারণ গ্রাফিক ডিজাইনে লার্ণারের সংখ্যা যেহেতু বেশি সেহেতু কম্পিটিশন বেশি হবে আর প্রাইজটাও তুলনামূলক কমতে থাকবে। কারণ কাজ পাওয়ার জন্য মানুষ প্রাইজ ড্রপ করতেই থাকবে। অপরদিকে UI/UX এর কম্পিটিশন কম তাই রিজনেবল প্রাইজে লো কম্পিটিশনে দ্রুত কাজ পাওয়ার সুযোগ। এবার আপনি সিদ্ধান্ত নিন কোন পথে যাবেন।

বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে হতাশ না হয়ে একবার সঠিক সিদ্ধান্ত নিন। আর শেখা নিয়ে টেনশন?
আপনার লার্নিং পার্টনার Dinaj Academy থাকতে নো টেনশন।

Dinaj Academy – Your Learning Partner শুধু স্কিল ডেভেলপমেন্ট ই শেষ কথা নয়। স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি কাজ পাওয়া এবং সেটা সফল ভাবে শেষ করাটাও গুরুত্.....

05/05/2022

এই ডিজাইন টি করতে পারবেন আমাদের কোর্সের মডিউল ৪ শেষ করে।
UI/UX ডিজাইনের একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত শিখতে পারবেন এই কোর্স এ।

বর্তমান অফার ৭৫০/-
অফার শেষ হবার আগেই ইনরোল করতে ভিজিট করুন Dinaj Academy তে ।

03/05/2022

UI/UX ডিজাইন শিখে প্রতি ঘন্টায় ৩০-১২৫ ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব বিভিন্ন মার্কেট প্লেস থেকে।
এখন পর্যন্ত তুলনামূলক লো-কম্পিটিটিভ হাই ডিম্যান্ড টপিক UI/UX ডিজাইন।
তাই সময় নষ্ট না করে শেখা শুরু করুন এক্ষনি Dinaj Academy তে ।
আমাদের প্রি- রেকর্ড কোর্স এ আছে
১১ টি মডিউল
৭৩+ ক্লাস
১০+ কুইজ টেস্ট
৫+ আসাইনমেন্ট
মার্কেট প্লেস ওরিয়েন্টেড লেকচার,
প্রিমিয়াম UI কিট
সাপ্তাহিক প্রবলেম সল্ভিং লাইভ ক্লাস
মাসিক ডিজাইন কন্টেস্ট আরও অনেক কিছু.....
কোর্সটি ইনরোল করতে ভিজিট করুন Dinaj Academy র অফিশিয়াল ওয়েব সাইটে ।

26/04/2022

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এই যদি হয় আপনার ভাবনা তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই ?

ফ্রিল্যান্সিং একটা কাজের ধরণ এটা কোন কাজ নয়। আপনি যেই বিষয়ের উপর দক্ষ সেই বিষয়ের উপরেই আপনি ফ্রিল্যান্স জব বা মার্কেটপ্লেসে প্রজেক্ট করতে পারবেন। আর যে ফ্রিল্যান্সিং করে তাকেই আমরা বলি ফ্রিল্যান্সার

আপনাকে কেউ ফ্রিল্যান্সার বানাতে পারবেনা এটা সম্ভব নয়৷ আপনার নিজেকেই ফ্রিল্যান্সার হবার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আপনাকে অভিজ্ঞরা শুধুমাত্র পরামর্শ এবং দিক নির্দেশনা দিতে পারে। বাকি কাজ আপনাকেই করতে হবে।

তবে ফ্রিল্যান্সার হওয়ার জন্য যখন কেউ সিদ্ধান্ত নেয় তখন তার যে বিষয়গুলো জানা খুব জরুরী তা হলো কোন বিষয়ের উপর কাজ শিখে সে ফ্রিল্যান্সিং শুরু করবে এবং ঠিক কতদিন তাকে এটার জন্য নিজেকে তৈরি করতে হবে তার প্রপার একটা প্লানিং।

যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে ইচ্ছুক হন তাহলে প্রথমেই আপনি জানার চেষ্টা করবেন কোন কোন ক্যাটাগরিতে বর্তমানে ফ্রিল্যান্সিং দুনিয়ায় বেশি কাজ আসছে। পপুলার টপিকগুলোর একটা লিস্ট করে ফেলবেন।

এরপর সেই লিস্টের সাথে মেলানোর চেষ্টা করবেন লিস্টের কোন টপিকটা আপনাকে বেশি আকর্ষণ করছে। যেমন ধরুন আপনার লিস্টে যদি ৫ টা টপিক থাকে যেমনঃ
১। গ্রাফিক ডিজাইন
২। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
৩। অ্যাপ্স ডেভেলপমেন্ট
৪। ডিজিটাল মার্কেটিং
৫। ভিডিও এডিটিং

ধরা যাক আপনি আগ্রহী গ্রাফিক ডিজাইনে। এখস হুট করেই গ্রাফিক ডিজাইনের কোর্স বা ভিডিও দেখে শেখা শুরু করবেন না। আরেকটু স্ট্যাডি করেন। গ্রাফিক ডিজাইন কিন্তু ছোট কোন টপিক না। এর মধ্যে আছে প্রিন্ট ডিজাইন, ইউ আই/ ইউ এক্স ডিজাইন, আইকন ডিজাইন, টি শার্ট ডিজাইন, ওয়েব অ্যাসেট ডিজাইন এমনকি ফটো এডিটিং ও।
তাহলে এবার গ্রাফিক ডিজাইনের এই টপিকগুলোকে লিস্ট করে এবার ফাইনাল ডিসিশন নিন যে আপনি কোনটা শেখা শুরু করবেন।

এখানে নতুনরা আরো একটা ভুল করে সেটা হচ্ছে ভাল ভাবে না বুঝেই হুট করে একটা কোর্স কিনে ফেলে অথবা কারো ভিডিও দেখা শুরু করে। মনে রাখবেন কোন কাজ শেখার শুরুতেই আপনাকে কনফার্ম হতে হবে যে আপনি যেখান থেকে শিখবে৷ তারা আপনাকে কতটুকু সাপোর্ট নিশ্চিত করবে। আপনি কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে আপনি সমাধান পাবেন কি না। তা নাহলে শেখার মাঝ পথেই আটকে যাওয়া প্রবলেম নিয়ে ক্যারিয়ার স্বপ্ন নষ্ট হয়ে যাবে৷ আর এটা আপনার শেখার ফ্লো যেমন নষ্ট করবে পাশাপাশি আপনার যে আগ্রহ সেটাও বিলুপ্ত করতে পারে এমনকি আপনার নিজের প্রতি নিজের যে বিশ্বাস সেটাও ভেঙে যেতে পারে।

তাই শুরু করার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন কারণ ভুল সিদ্ধান্ত একটাই যথেষ্ট আপনার ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে।

যদি আপনার আগ্রহ থাকে UI/UX ডিজাইনের প্রতি তবে ভরসা রাখতে পারেন Dinaj Academy তে। আমাদের কোর্সে বেসিক টু এডভান্স মডিউলের পাশাপাশি আছে প্রবলেম সল্ভিং এর জন্য আলাদা দিন। যেই ক্লাসে সকলের প্রবলেম দেখে সমাধান করে দেয়া হয় এছাড়াও নতুনদের কাজকে স্ট্যান্ডার্ড করার জন্য থাকছে প্রিমিয়াস রিসোর্স।

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আর আপনার কোন প্রশ্ন থাকলে সরাসরি মেসেজ করুন যেকোন সময়। Dinaj Academy আপনার Learning Partner হিসেবে সাথে থাকবে সবসময় ❤️❤️❤️

Photos from Dinaj Academy's post 21/04/2022

Dinaj Academy'র প্রথম কন্টেস্ট এ যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কাজ এবং চেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। কিছু কিছু ভুল সবার কাজেই ছিল এবং আরেকটু সময় পেলে হয়তো সবার কাজ শতভাগ সুন্দর হতো। তাই আমার কাছে অংশগ্রহণকারী সবাই বিজয়ী।
কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজনকে বিজয়ী ঘোষণা করতেই হবে। এবং সবথেকে কম ভুল হিসেবে এই প্রতিযোগিতার বিজয়ী

Marzia Mehajabin 👑

আপনাকে অভিনন্দন এবং পরবর্তী কন্টেস্ট এর জন্য সকলকে অগ্রিম শুভ কামনা ।

20/04/2022

শেখার কোন শেষ নেই!!
স্কিল ডেভেলপমেন্ট করলে একটা সময় আপনি সফল হবেন এটাই বাস্তব । শুধু ফ্রিল্যান্সিং নয় চাকরীর বাজারেও আপনার স্কিল আপনাকে আপনার একাডেমিক কম্পিটিটরস থেকে এগিয়ে রাখবে।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং হাই ডিম্যান্ড টপিক UI/UX ডিজাইন । মোবাইল অ্যাাপ এবং ওয়েব ডেভেলপমেন্ট এর আগে বড় কোম্পানিগুলো UI ডিজাইন করিয়ে নেয়। সুতরাং UI/UX ডিজাইনে আপনার স্কিল থাকলে আপনি সহজেই মার্কেটপ্লেসে প্রজেক্ট করতে পারবেন এছাড়াও লোকাল কোম্পানিতেও এর বেশ চাহিদা রয়েছে ।

Dinaj Academy তে আমরা নিয়ে আসছি UI/UX ডিজাইনের বেসিক টু এডভান্স কোর্স । যেখানে আমরা দেখিয়েছি Adobe XD এর বেসিক টুলস, কালার কনসেপ্ট, কিভাবে ডিজাইন কপি করবেন, কিভাবে নতুন ডিজাইন তৈরি করবেন, কিভাবে ইন্সপাইরেশন কালেক্ট করবেন। এছাড়াও কোর্স এর শেষের দিকে থাকছে কিভাবে মার্কেটপ্লেসে সার্ভিস দিতে পারেন, কিভাবে জব এর প্রিপারেশন নিবেন এবং স্টক মার্কেটপ্লেসে কিভাবে আপনার তৈরি UI ডিজাইন সেল করবেন। সুতরাং এই কোর্সটি আপনার জন্য একটি প্যাকেজ কোর্স হতে যাচ্ছে ।

এই কোর্সটি ১১ টি মডিউল প্রায় ৭০+ লেসন ১০ টি কুইজ টেস্ট এবং ৫+ আসাইনমেন্ট দিয়ে সাজানো হয়েছে । প্রত্যেক সপ্তাহে থাকছে একটি প্রবলেম সল্ভিং লাইভ ক্লাস। এছাড়াও প্রিয়িয়াম রিসোর্স, প্রিমিয়াম UI Kit এবং ইনস্ট্যান্ট কমিউনিটি সাপোর্ট থাকছে এই কোর্সের সাথে।

আমাদের কোর্স UI/UX ডিজাইন কোর্সটি পাবলিশ হচ্ছে ২৩ শে এপ্রিল ২০২২ । এবং এই মুহূর্তে চলছে Early Bird অফার। যেই অফারে আপনি পাচ্ছে ৭০% ডিস্কাউন্ট।

তাই দেরি না করে কোর্সটি ইনরোল করতে ভিজিট করুনঃ

15/04/2022

Congratulations Arooshee Mahmuda 👑

08/04/2022

Congratulations Md Sultan

01/04/2022

Congratulations Arooshee Mahmuda 👑

01/04/2022

Congratulations Milon Musa 👑

25/03/2022

Graphic_Design Program

18/03/2022

11/03/2022



এই অনুযায়ী আপনার ডেস্কটপ বা ল্যাপটপ বিল্ড করে নিতে পারেন। তাহলে স্মুথলি গ্রাফিক ডিজাইনের প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।

Want your school to be the top-listed School/college?

Telephone