FriendsEdu

FriendsEdu

FriendsEdu is a growing study abroad help center.Our team members are studying in different countries

Operating as usual

Photos from FriendsEdu's post 03/08/2024

জালেমের জুলুমের দিন শেষ হবে ইনশাল্লাহ।

আপনাদের যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ুন, জুলুম কারিকে প্রতিহত করুন ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। ✊

02/08/2024
02/08/2024

😥😥

02/08/2024

আসুন ১ দফার ছায়াতলে ✊
প্রয়জনে আরেকবার পরিষ্কার করি ময়লা আর্বজনা।

12/03/2024

🤲🤲

26/11/2023

3 Year’s Full Free Diploma with Monthly Stipend for March Intake, 2024🌹

✅Intake: March, 2024
✅Teaching: Chinese

♻️Scholarship:
😍Tuition, Hostel, Insurance, Textbooks, Visa: Free
😍Stipend: 600 RMB/Month

🎓Majors:
1. Mechanical Manufacture and Automation
2. Industrial Robotics Technology
3.Unmanned Aerial Vehicle Application Technology
4. Big Data Technology and Application
5. Computer Network Technology
6. New Energy Vehicle Technology
7. Architecture Intelligence Engineering Technology
8. Tourism Management
9. Advertising Design and Production
10. Logistics (Intelligent logistics)
11. E-Commerce (Cross-Border)
12. International Business

Your need more information please send message this page, comments and (+86 19515772707 - what's app number ) Thank you 💝

14/07/2023

''SSC / DAKHIL সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য থাকছে চীনের ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হওয়ার এক বিশাল সুযোগ''।
ডিপ্লোমা প্রোগ্রামটি হবে তিন বছরের জন্য প্রথম বছর ল্যাঙ্গুয়েজ থাকবে। দ্বিতীয় বছর থেকে মেজর শুরু হবে।

টিউশন ফি ফ্রি
হোস্টেল ফি ফ্রি

Academic Majors :

1.Computer Network Technology
2.Mechanical Manufacturing and Automation
3.Electrical Automation Technology
4.Electronic Commerce
5.Petroleum Chemical Technology
6.Art Design
7.Industrial Analysis Technology
8.Architectural Engineering Technology
9.Industrial Robot Technology
10.Internet of Things Application Technology
11.Application of Financial Technology (Etc)

এছাড়া হোস্টেলের বিদ্যুৎ বিল ফ্রী এবং আরো সুবিধা রয়েছে যেমন এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ওভেন, ইন্ডাকশন গিজার এগুলো ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন মত।

প্রায় সব ইউনিভার্সিটিতে আবেদন করতে একই ধরণের ডকুমেন্টস লাগে। নিচে লিস্ট আকারে দিয়ে দিলাম -
১. পাসপোর্ট ।
২. ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড) ।
৩. সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট।
৪. ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট।
৫. সিভি। (আমরা করে দিব )
৬. স্টাডি প্লান। (আমরা করে দিব )
৭. পুলিশ ক্লিয়ারেন্স।
৮. ব্যাংক স্টেটমেন্ট।( Optional)
৯. Physical Examination Form (ফর্ম আমরা দিব)

'' ডিপ্লোমা প্রোগ্রাম কমপ্লিট করেই ১০০% জব করার সুযোগ থাকবে আপনার জন্য ''

আর বিস্তারিত জানতে যোগাযোগ করুনআর বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে।💝💝
FriendsEdu
What's app number : +86 19515772707




05/07/2023

১৬ ই জুন সকালে ইয়াংঝু পলিটেকনিক ইনস্টিটিউট স্কুলের জিমনেসিয়ামে ২০২৩ ক্লাসের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ইয়াং স্কুলের সকল নেতৃবৃন্দ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দেন এবং রোস্ট্রামে আসন গ্রহণ করেন। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নি ইয়ংহং ..


Photos from FriendsEdu's post 13/06/2023

ইয়াংজু পলিটেকনিক ইনস্টিটিউট একটি বিখ্যাত উচ্চ বৃত্তিমূলক কলেজ এবং জিয়াংসু উন্নত বৃত্তিমূলক শিক্ষার ইউনিট। 2019,2020 এবং 2021 সালে জিয়াংসু উচ্চতর ভোকেশনাল কলেজগুলির ব্যাপক মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছে। 9টি স্বর্ণ পুরষ্কার জিতেছে এবং আমি চিনা ইন্টারন্যাশনাল "ইন্টারনেট প্লাস" কলেজ স্টুডেন্ট ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ প্রতিযোগিতায় সেরা কর্মসংস্থান প্রচারের জন্য পুরষ্কার পেয়েছি (স্বর্ণ পুরস্কারের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভোকেশনাল কলেজ)এবং চীনের একমাত্র ভোকেশনাল কলেজ যেটি টানা পাঁচটি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে। একটি জাতীয় লুবান ওয়ার্কশপ অপারেশন প্রকল্প, ২টি প্রাদেশিক উচ্চ-স্তরের প্রদর্শনী চীন-বিদেশী সহযোগিতা প্রকল্প এবং চীন-আসিয়ানের একটি বিশেষ সহযোগিতা প্রকল্প তৈরি করেছে। উচ্চতর ভোকেশনাল কলেজ। "ওয়ার্ল্ড ফেডারেশন অফ কলেজস অ্যান্ড পলিটেকনিকস (WFCP) এর ইউনিট, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক BRICS ভোকেশনাল এডুকেশন কো-অপারেশন অ্যালায়েন্সের নেতৃস্থানীয় ইউনিট, উচ্চ দক্ষ ও ফলিত প্রতিভার স্কুলের যৌথ প্রশিক্ষণ "পাথপ্রো প্রকল্প' শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক। ব্রোঞ্জ পদক। The Second World Federation of Colleges and Polytechnics (WFCP) এর ক্যাটাগরি অফ স্টুডেন্টস সাপোর্ট সার্ভিসের জন্য শ্রেষ্ঠত্ব। চমৎকার শিক্ষক দল, নিখুঁত শিক্ষাদান এবং জীবনযাত্রার সুবিধা এবং ব্যবস্থাপনা ব্যবস্থা।

🔥Scholarship policy :

1.Tuition fees free
2.Hostel fees free

🔥Academic Majors :

1.Computer Network Technology
2.Mechanical Manufacturing and Automation
3.Electrical Automation Technology
4.Electronic Commerce
5.Petroleum Chemical Technology
6.Art Design
7.Industrial Analysis Technology
8.Architectural Engineering Technology
9.Industrial Robot Technology
10.Internet of Things Application Technology
11.Application of Financial Technology (Etc)

'' ডিপ্লোমা প্রোগ্রাম কমপ্লিট করেই ১০০% জব করার সুযোগ থাকবে কলেজ অনুমোদিত কোম্পানিতে ''
আর বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদেরও সাথে।💝💝




Photos from FriendsEdu's post 03/02/2023

Application Ongoing!

13/12/2022

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। চায়নার রিসেন্ট কিছু আপডেট একসাথে দিয়ে দিলাম। যারা চায়না যাওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন আশা করি তাদের কাজে আসবে। ✅

১. চায়নার বর্ডার সম্পূর্ণভাবে খোলা এখন। ডিরেক্ট,ট্রানজিট যেভাবে ইচ্ছা চায়নাতে প্রবেশ করতে পারবেন।
২. কোয়ারেন্টাইন পলিসি শিথিল হয়েছে স্থান ভেদে ৫/৭ দিন হয়েছে। ২৩ সেপ্টেম্বর ইনটেকে কোয়ারেন্টাইন থাকবে না।
৩. পরের সব ব্যাচ অফলাইনে হবে।
৪. চায়নার অভ্যন্তরীণ কোভিড পলিসি শিথিল হয়েছে। ফ্রী ভাবে মুভ করা যাচ্ছে৷
৫. সেপ্টেম্বর ইনটেক ২০২৩ এর জন্য অনেক ইউনিভার্সিটিতে আবেদন শুরু হয়েছে।

চায়নাতে এডমিশন হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন।❤️❤️

11/12/2022

সবাইকে ধন্যবাদ ❤️
১০ হাজার লাইক এবং ১০ হাজার ফলোয়ার উপলক্ষে আমাদের পক্ষ থেকে এডমিশন সার্ভিস চার্জের উপর ডিসকাউন্ট দেওয়া হবে 🔥
এই বিষয়ে বিস্তারিত পোস্ট দেওয়া হবে। সবাই সাথে থাকবেন। ❤️

Photos from FriendsEdu's post 07/12/2022

Jiangsu University Of Science and Technology 🇨🇳🔥
এটি জিয়াংসু প্রভিন্সের জেইজিয়াং শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটি 1933 সালে প্রতিষ্ঠিত হয়ে থাকে।
জিয়াংসু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (JUST) হল একটি উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয় যেখানে প্রকৌশল বিষয় এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা জিয়াংসু প্রদেশ এবং শিক্ষা মন্ত্রণালয় উভয়ের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে, এটি জিয়াংসু প্রদেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় । এই ইউনিভার্সিটিতে প্রায় 25হাজার শিক্ষার্থী রয়েছে। এই ইউনিভার্সিটি বাংলাদেশী শিক্ষার্থীদের ও পছন্দের একটি জায়গা ।

✅ IELTS ছাড়াই বাংলাদেশের সব থেকে কম খরচে শতভাগ নিশ্চয়তায় এডমিশন নিতে আমাদের সাথে যোগাযযোগ করো। ইনশা আল্লাহ এডমিশন হবে। 💯

💸স্কলারশিপ পলিসি -
❗ Partial Scholarship-
Tuition fee: 4250 RMB / year
Hostel fee: 3000 RMB / year

🟢 এই ইউনিভার্সিটিতে নিচের কোর্সগুলি সম্পুর্ণ ইংরেজি মাধ্যমে পড়ানো হবে, চিন্তার কোনো কারণ নাই ✌️🔥
1. Business Administration
2. Mechanical Design & Manufacturing and Their Automation
3. Energy and Power Engineering
4. Computer Science and Technology
5. Electrical Engineering and Automation
6. Civil Engineering

চায়না এবং চায়নার বাহিরে এই সাব্জেটগুলিকে চাহিদা কেমন তা আর বলার প্ৰয়োজন নাই। 🆗

❗ বাংলাদেশের সব থেকে কম খরচে শতভাগ নিশ্চয়তায় এডমিশন নিতে আমাদের সাথে যোগাযোগ করো 💯♥️

📄এডমিশন নিতে প্রয়োজনীয় ডকুমেন্টস -

১. পাসপোর্ট ।
২. ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড) ।
৩. সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট।
৪. ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। ( IELTS, TOEFL, Duolingo, Others) (Optional)
৫. স্টাডি প্লান। (আমরা করে দিব )
৬. পুলিশ ক্লিয়ারেন্স।
৭. Physical Examination Form ( Form আমরা দিব )
৮. ব্যাংক স্টেটমেন্ট। (Optional)

❗মনে রাখবা কোনো ইউনিভার্সিটির সিট সংখ্যাই আনলিমিটেড না। তাই সঠিক সময়ে আবেদন করে নিজের সিট কনফার্ম করতে হবে। 💥

যেকনো ধরনের প্রশ্ন বা পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা সঠিক গাইডলাইন দিয়ে তোমার জন্য বেস্ট ইউনিভার্সিটি চয়েস করতে হেল্প করবো ইনশা আল্লাহ। 💖💖

প্রয়োজনীয় ফিস এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্সে নক করো অথবা WhatsApp এ কল করো। ✌️🔥

FriendsEdu
WhatsApp: 01619846704
https://friendsedubd.blogspot.com

06/12/2022

Thanks Everyone!
Special Gift Coming Soon For You Guys 🔥

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

১
আসুন ১ দফার ছায়াতলে ✊প্রয়জনে আরেকবার পরিষ্কার করি ময়লা আর্বজনা।
Chinese students 😎
Eid Mubarak 🎉🎊💝
🇨🇳চিনে ১০০% ডিপ্লোমা শেষে জব করার অপরচুনিটি থাকছে। দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে FriendsEdu
#SSC#Diploma#FriendsEdu#China#Scholarship
🤲🤲
🎊Ramadan Mubarak💝🎉
3 Year’s Full Free Diploma with Monthly Stipend for March Intake, 2024🌹✅Intake: March, 2024✅Teaching: Chinese ♻️Scholars...
''SSC / DAKHIL  সমমান উত্তীর্ণ  শিক্ষার্থীদের জন্য থাকছে চীনের ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হওয়ার এক বিশাল সুযোগ''। ডিপ্লো...

Telephone

Address


Banani Model Town