Ilmwa Dawah Institute - IDI

Ilmwa Dawah Institute - IDI

Spread the light of Ilm, Everywhere.

Operating as usual

16/12/2023

ধন্যবাদ Croma Conceptual কে এতো সুন্দর একটি লগো এনিমেশন হাদিয়া দেবার জন্য। আল্লাহ আপনাদের কবুল করুন। আমিন

12/12/2023

ইলমওয়া দাওয়াহ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মাসিক প্রশ্নোত্তর সেশন-৫
আপনার প্রাসঙ্গিক ও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নোট করে আমাদেরকে দিতে পারেন অথবা সরাসরি মিটিং এ প্রশ্ন করতে পারেন!
[সেশনটি অনুষ্ঠিত হবে Google Meet এ! কেউ যুক্ত হতে আগ্রহী হলে কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েনিং লিংক পেয়ে যাবেন]
- Ilmwa Dawah Institute - IDI

30/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের সমাপনী দারসের বিষয়বস্তু ‘সীরাত থেকে শিক্ষা (মুমিনের জীবনে বাস্তবায়নের কৌশল ও পদ্ধতি)’।

আলোচকঃ—
উস্তায জারীর আহমাদ (হাফিজাহুল্লাহ)
পরিচালক, মাদরাসায়ে রাহমানিয়া আব্বাসিয়া।

30/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের সমাপনী দারসের বিষয়বস্তু ‘সীরাত থেকে শিক্ষা (মুমিনের জীবনে বাস্তবায়নের কৌশল ও পদ্ধতি)’।

আলোচকঃ—
উস্তায জারীর আহমাদ (হাফিজাহুল্লাহ)
পরিচালক, মাদরাসায়ে রাহমানিয়া আব্বাসিয়া।

সময়: আজ ৩০ অক্টোবর, সোমবার, রাত ৯ঃ১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

28/10/2023
25/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝ উসওয়াতুন হাসানাহ ❞ শিরোনামে বিশেষ পর্বের আজকের দারসের বিষয়বস্তু ‘নবীজি ﷺ এর মাদানী জীবন (আক্বাবার শপথ, হিজরত, আনসার মুহাজির ভাতৃত্ব, আত্মশুদ্ধি, শরীয়তের বিধান প্রণয়ন)।

আলোচকঃ—
উস্তায ফাহাদ হাসান (হাফিজাহুল্লাহ)
সিনিয়র শিক্ষক, আজমপুর দারুল উলূম।

25/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের সমাপনী দারসের বিষয়বস্তু ‘সীরাত থেকে শিক্ষা (মুমিনের জীবনে বাস্তবায়নের কৌশল ও পদ্ধতি)’।

আলোচকঃ—
উস্তায জারীর আহমাদ (হাফিজাহুল্লাহ)
পরিচালক, মাদরাসায়ে রাহমানিয়া আব্বাসিয়া।

সময়: আজ ২৫ অক্টোবর, বুধবার, রাত ৯ঃ১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

22/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের অষ্টম দারসের বিষয়বস্তু 'নবীজির শেষদিনগুলো (মক্কাবিজয়, ইসলামের পরিপূর্ণতা, ওয়াফাত)'

আলোচকঃ—
মুফতি ফাহিম মুহাম্মাদ আতাউল্লাহ (হাফিজাহুল্লাহ)
সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া, কোলাপাড়া, মুন্সীগঞ্জ।

সময়: আজ ২২ অক্টোবর, রবিবার, রাত ৯ঃ১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

17/10/2023

আলহামদুলিল্লাহ, পথ চলার এক বছর।

Ilmwa Dawah Institute - IDI
Spread the light of Ilm, Everywhere.

17/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের সপ্তম দারসের বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন।

আলোচকঃ—
উস্তায লিসানুল হক শাহরুমী (হাফিজাহুল্লাহ)
আলিম, লেখক, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ

সময়: ১৮ অক্টোবর, বুধবার, রাত ৯ঃ১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

14/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের ষষ্ঠ দারসের বিষয়বস্তু নবীজির রাষ্ট্রচিন্তা। (মদীনা সনদ, বিচারব্যবস্থা ও রাজনৈতিক চুক্তি)

আলোচকঃ—
উস্তায লিসানুল হক শাহরুমী (হাফিজাহুল্লাহ)
আলিম, লেখক, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ

সময়: ১৫ অক্টোবর, রবিবার, রাত ৯ঃ১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

09/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের পঞ্চম দারসের বিষয়বস্তু নবীজি ﷺ এর ‘মাদানী জীবন। (আক্বাবার শপথ, হিজরত, আনসার মুহাজির ভাতৃত্ব, আত্মশুদ্ধি, শরীয়তের বিধান প্রণয়ন)’।

আলোচকঃ—
উস্তায ফাহাদ হাসান (হাফিজাহুল্লাহ)
সিনিয়র শিক্ষক, আজমপুর দারুল উলূম।

সময়: ১১ অক্টোবর, বুধবার, রাত ৯ঃ১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

06/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের চতুর্থ দারসের বিষয়বস্তু ‘নবীজির দাওয়াতী উসলুব (নিকটাত্মীয়, কুরাইশ গোত্রপতি, আন্তর্জাতিক আসনে দাওয়াত)’।

আলোচকঃ—
মুফতি সাঈদ আহমাদ (হাফিজাহুল্লাহ)
মুদাররিস, জামিয়া রাহমানিয়া আজিজিয়া।

সময়: ৮ অক্টোবর, রবিবার, রাত ৯ঃ১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

04/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের তৃতীয় দারসের বিষয়বস্তু নবীজি ﷺ এর ‘মাক্কী জীবন (নবুওয়াত, গোপন ও প্রকাশ্য দাওয়াত, স্বজাতির নিগ্রহ)’।

আলোচকঃ—
মাওলানা মামুনুর রশীদ (হাফিজাহুল্লাহ)
প্রধান মুফতি ও আমিনুত তালিম, মারকাযুল হিকমাহ আবু-বকর সিদ্দীক (রা.) মাদরাসা, ডেমরা, ঢাকা।

03/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের তৃতীয় দারসের বিষয়বস্তু নবীজি ﷺ এর ‘মাক্কী জীবন (নবুওয়াত, গোপন ও প্রকাশ্য দাওয়াত, স্বজাতির নিগ্রহ)’।

আলোচকঃ—
মাওলানা মামুনুর রশীদ (হাফিজাহুল্লাহ)
প্রধান মুফতি ও আমিনুত তালিম, মারকাযুল হিকমাহ আবু-বকর সিদ্দীক (রা.) মাদরাসা, ডেমরা, ঢাকা।

সময়: ৪ অক্টোবর, বুধবার, রাত ৯ঃ১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

01/10/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের দ্বিতীয় দারসের বিষয়বস্তু নবীজি ﷺ এর ‘নবুওয়াত পূর্ববর্তী জীবন’।

আলোচকঃ—
মুফতি জিয়াউর রহমান
- ইমাম ও খতীব, আম্বরখানা জামে মসজিদ, সিলেট।
- পরিচালক, সিয়ানাহ ট্রাস্ট।

30/09/2023

প্রিয় নবীজি ﷺ এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের দ্বিতীয় দারসের বিষয়বস্তু নবীজি ﷺ এর ‘নবুওয়াত পূর্ববর্তী জীবন’।

আলোচকঃ—
মুফতি জিয়াউর রহমান
- ইমাম ও খতীব, আম্বরখানা জামে মসজিদ, সিলেট।
- পরিচালক, সিয়ানাহ ট্রাস্ট।

সময়ঃ ০১লা অক্টোবর, রবিবার।
রাত ০৯:১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

27/09/2023

প্রিয় নবীজী (ﷺ) এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের উদ্বোধনী দারসের বিষয়বস্তু ‘সীরাত পাঠের প্রয়োজনীয়তা এবং প্রাক কথন’।

আলোচক:-
উস্তায সাঈদ আহমাদ
ইমাম ও খতিব
পশ্চিম আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা

26/09/2023

প্রিয় নবীজি (ﷺ) এর আলোকময় জীবনালেখ্যকে তুলে ধরার প্রয়াসে Ilmwa Dawah Institute - IDI’র নিবেদনে ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে বিশেষ ৯টি পর্বের উদ্বোধনী দারসের বিষয়বস্তু ‘সীরাত পাঠের প্রয়োজনীয়তা এবং প্রাক কথন’।

আলোচক:-
উস্তায সাঈদ আহমাদ
ইমাম ও খতিব
পশ্চিম আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।

সময়ঃ ২৭শে সেপ্টেম্বর, বুধবার।
রাত ০৯:১৫ মিনিট।
স্থান: গুগল মিট ও ফেসবুক লাইভ স্ট্রিমিং।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার প্রতি অনুরোধ রইলো।]

উল্লেখ্য, দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে গুগল মিটের জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ। গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

26/09/2023

ইতিহাস সাক্ষী হয়েছে সভ্যতার উত্থান পতনের। যখন মানুষ জাহালতকে অনুসরণ করেছে, তখন সভ্যতার পতন নিশ্চিত। সম্পদের আধিক্য, প্রাচুর্য ও শক্তি কখনো সভ্যতার উন্নতির মাপকাঠি নয়, তবে আদ এবং সামুদ জাতির থেকে কারাই বা উন্নত ছিল? বরং উন্নতির ধারক বাহক তারাই, যারা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল, যারা সভ্যতার মাঝে প্রশান্তি বিরাজ করিয়েছিল, যারা মুছে দিতে পেরেছিল কুসংস্কার এবং অজ্ঞতার কালো রেখা।

এটা কেবলমাত্র তখনই সম্ভব, যখন স্রষ্টা প্রদত্ত দিক নির্দেশনায় একটি জাতি নিজেদের গড়ে তুলবে। যখনই মানুষ স্রষ্টার বিধানের বাইরে নিজেদের মনগড়া বিধানে পরিচালিত হওয়ার চেষ্টা করেছে, তখন বার বার সভ্যতা আছড়ে পড়েছে, মানবতা বার বার ডুকরে কেঁদেছে।

ইতিহাস অবশ্যই এর সাক্ষ্য হয়েছিল, যখন স্রষ্টার প্রেরিত কোনো আদর্শের অনুসরণ করে সভ্যতার চূড়ান্ত উন্নতি নিশ্চিত হয়েছিল, যখন জমিনের বুক থেকে দারিদ্রতা মুছে দেওয়া হয়েছিল, যখন লোকেরা এক আদর্শের ভিত্তিতে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। চারদিকে শুধুই প্রশান্তি বিরাজ করছিল।

কোন সেই আদর্শ যার অনুসরণে বিজয়, উন্নতি, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা যায়? যে আদর্শ একজন বিশ্ব জগতের পালনকর্তার থেকে প্রেরিত- ইসলাম। যা নাযিল করা হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ মানব মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ﷺ এর উপর। জাহালতের আদর্শ ত্যাগ করে সেই আদর্শকে অনুসরণ করতে জানা চাই সেই শ্রেষ্ঠ নবী ও রাসূল ﷺ এর জীবনীকে। একজন মুসলিমের অবশ্যই যার জীবনী সম্পর্কে জানা ছাড়া দ্বীনের জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়, সেই মহান জীবনী নিয়েই Ilmwa Dawah Institute - IDI এর এবারের নিবেদন ❝উসওয়াতুন হাসানাহ❞ শিরোনামে সীরাতে রাসূলের সুরভিত পাঠ শীর্ষক বর্ণিল আয়োজনের।

দারসের মডিউলঃ
⦿ সীরাত পাঠের প্রয়োজনীয়তা এবং প্রাক কথনঃ তৎকালীন আরবের অবস্থা।
⦿ নবুওয়াত পূর্ববর্তী জীবন (মহানবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম, শৈশব, কৈশোর ও যৌবন)।
⦿ মাক্কী জীবন (নবুওয়াত গোপন ও প্রকাশ্যে দাওয়াত, স্বজাতির নিগ্রহ)।
⦿ নবীজি ﷺ এর দাওয়াতী উসলুব (নিকটাত্মীয়, কুরাইশ গোত্রপতি, আন্তর্জাতিক আসনে দাওয়াত)
⦿ মাদানী জীবন (আক্বাবার শপথ, হিজরত, আনসার-মুহাজির ভাতৃত্ব, আত্মশুদ্ধি, শরীয়তের বিধান প্রণয়ন)।
⦿ নবীজি ﷺ এর রাষ্ট্রচিন্তা (মদীনা সনদ, বিচারব্যবস্থা ও রাজনৈতিক চুক্তি)।
⦿ নবীজি ﷺ এর পারিবারিক জীবন।
⦿ নবীজি ﷺ এর শেষ দিনগুলো (মক্কাবিজয়, ইসলামের পরিপূর্ণতা, ওফাত)।
⦿ সীরাত থেকে প্রাপ্ত শিক্ষাঃ মুমিন জীবনে বাস্তবায়নের কৌশল ও পদ্ধতি।

উদ্বোধনী দারসঃ ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ঈসায়ী, বুধবার, রাত ৯:১৫ মিনিট।

➤ দারস হবেঃ প্রতি রবিবার ও বুধবার।‎
➤ মোট দারসঃ ৯টি।
➤ দারসের সময়ঃ রাত ৯:১৫ মিনিট।

‎‎দারস সংক্রান্ত তথ্যঃ
➧ সেশন হবে গুগল মিটে এবং ফেসবুক লাইভে।
➧ সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে।
➧ প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের টেলিগ্রাম গ্রুপে জয়েনিং লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ, গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

[আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে গুগল মিটে শুধুমাত্র ভাইয়েরা যুক্ত হতে পারবেন। বোনেরা ফেসবুক লাইভ থেকে দেখে নিতে পারবেন। তাই ইন্সটিটিউটের পেইজে খেয়াল রাখার অনুরোধ রইলো।]

20/09/2023

“𝘿𝒐 𝒚𝙤𝒖 𝒘𝙖𝒏𝙣𝒂 𝒎𝙚𝒆𝙩 𝙢𝒆?”

এরকম বাক্যেই হয়তো লুকিয়ে রয়েছে বর্তমান সময়ের অন্যতম ফিতনা যিনা ও ব্যভিচারের ইঙ্গিত যা নারী-পুরুষ পরস্পরকে নিষিদ্ধ আহ্বানে সাড়া দিয়ে ভয়াবহভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। জীবনযাপনের কমফোর্ট জোনের ন্যায়ই এ বিষয়টি যেনো সর্বত্র সহজলভ্য হয়ে উঠেছে। এর প্রভাবে দিনের পর দিন গভীর অমানিশায় তলিয়ে যাচ্ছে কিশোর থেকে তরুণ হয়ে সমাজের বয়স্কজনেরাও।

দিকেদিকে ফিতনার সয়লাবে মানুষের লুকায়িত কুপ্রবৃত্তি জেগে উঠছে বারংবার। সমাজে বসবাস করেও যেনো এর দোর্দণ্ড প্রতাপে অস্থির হয়ে পরেছে মানুষের প্রতিটি মূহুর্ত। অনিয়ন্ত্রিত মন ও শরীর ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে ফিতনার ইন্দ্রজালে।

মু‘মিনের সরল অন্তরকে পঙ্কিলতায় আচ্ছন্ন করার এসমস্ত উপাদান সম্পর্কে গভীরভাবে ধারণা থাকা প্রয়োজন। মূলত এর গভীরIlmwa Dawah Institute - IDI Institute - IDI ‘সমসাময়িক ফিতনা সিরিজ’র এবারের এপিসোডের বিষয় ‘মুসলিম সমাজে যিনা-ব্যাভিচারের আগ্রাসন ও তা থেকে মুক্তির উপায়’ (২য় পর্ব)।

আলোচক হিসেবে থাকবেন:-
উস্তায লিসানুল হক
আলিম, লেখক, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ।

সময়ঃ আজ ২০শে সেপ্টেম্বর, বুধবার।
রাত ৯:৩০ মিনিট।

স্থানঃ গুগল মিট।

দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের ফেসবুক পেইজ এবং টেলিগ্রাম গ্রুপে লিংক পেয়ে যাবেন ইনশা আল্লাহ।

13/09/2023

মু’মিন ব্যক্তির চূড়ান্ত চাওয়াই হচ্ছে পরকালীন জীবনের সফলতা। কিন্তু তার পূর্বের সোপান হচ্ছে দুনিয়াবী জীবন। এখানে জীবনকে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। সে চ্যালেঞ্জেরই বিভিন্ন ধাপে বান্দাকে কখনও সবর করতে হয়, কখনও সমস্যা অনুযায়ী যথাযথ সমাধান করতে হয়।

ব্যক্তিভেদে মানুষের সমস্যা ও তার সমাধান ভিন্ন রকমের হয়ে থাকে। জীবন চলতে গিয়ে বিচিত্র রকমের সমস্যায় পতিত হয়ে সেগুলোর সমাধান জানাটাও একান্তভাবে জরুরী। আর সেটি হতে হবে ইসলামি নির্দেশনা ও শরীয়াহ’র মানদন্ড মোতাবেক।

উদ্ভূত বহুমুখী জটিলতার সমাধানকল্পে ইলমওয়া দাওয়াহ ইন্সটিটিউট আপনাদের পাশে থেকে সহযোগী হিসেবে কাজ করে যেতে বদ্ধপরিকর। এরই লক্ষ্যে আমাদের পরবর্তী আয়োজন তথা বিশেষ ট্রেডমার্ক সেশন ‘প্রশ্নোত্তর পর্ব’।

ভাইয়েরা টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন জানিয়ে রাখতে পারেন। সেই সাথে, সেশন চলাকালীন সময়েও আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে ইনশা আল্লাহ। পাশাপাশি বোনেরাও যাতে বঞ্চিত না থাকেন, আপনাদের জিজ্ঞাসু মনের চিন্তাগুলো ইন্সটিটিউটের ফেসবুক পেইজে জানিয়ে রাখতে পারেন। আর এসব থেকে বাছাইকৃত বিষয়গুলোই আলোচিত হবে আমাদের কাঙ্ক্ষিত ‘প্রশ্নোত্তর পর্ব’ সেশনে।

05/09/2023

প্রতিটা মানুষ কতগুলো বোধ এবং বিশ্বাসের মধ্য দিয়ে চালিত হয়। একজন বিশ্বাসী মানুষের নৈতিকতা সর্বদা আল্লাহর নির্ধারিত ভালো এবং মন্দের অমোঘ বিধানের ওপর স্থির থাকে৷ কিন্তু ব্যক্তিস্বাধীনতাকে সার্বজনীন পর্যায়ের গুরুত্ব দিয়ে যখন কোন সিদ্ধান্ত গৃহীত হয়, সেখানে মানবীয় মূল্যবোধ, আদর্শ এবং নৈতিকতা ঠুনকো হয়ে যায়। সামাজিক আচার-আচরণ এবং জীবন প্রক্রিয়ায় ঢুকে পরে নিজস্ব ধ্যান-ধারণা ও দর্শন, কাঠামো হয়ে যায় পরিবর্তিত।

সমাজ যখন মানুষের সহজাত নৈতিকতা এবং অন্তর্নিহিত ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই শরীয়াহ’র সাথে সংঘাত শুরু হয়। ব্যক্তিসর্বস্ব অনেক কিছু তখন ঐতিহ্য-কৃষ্টিতে পরিণত হয়। সমাজের ক্রমপরিবর্তনশীল বিচিত্র রূপ সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে ওঠে প্র্যাকটিসিং মুসলিমদের জন্য।

এসবের পরিপ্রেক্ষিতে Ilmwa Dawah Institute - IDI এর ‘সমসাময়িক ফিতনাহ সিরিজ’র এবারের আয়োজনের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ❝শরীয়াহ’র সাথে সামাজিকতার সংঘাতঃ প্র্যাকটিসিং মুসলিমদের করণীয়❞।

আলোচক হিসেবে থাকবেন:-
উস্তায সাঈদ আহমাদ
ইমাম ও খতিব
পশ্চিম আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ

সময়ঃ ৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
রাত ৯:৩০ মিনিট।

স্থানঃ গুগল মিট। [আয়োজনটি শুধু মাত্র ভাইদের জন্য। তবে বোনদের জন্য রেকর্ডেড ফাইলের ব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ।]

দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের ফেসবুক পেইজ এবং টেলিগ্রাম গ্রুপে লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ।

30/08/2023

দেহের ক্ষেত্রে বিষ যেমন পঁচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার, অন্তরের জন্য বিষ যেমন সঙ্গীত, তদ্রূপ সমাজের জন্য অতি মারাত্নক ধরনের বিষ তথা মহামারী হচ্ছে সুদ। দেশের মেরুদন্ড হিসেবে বিবেচিত অর্থনৈতিক কাঠামোর প্রায় প্রতিটি ক্ষেত্রই আজ সুদের মিশ্রণে দূষিত। সাধারণ শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমগুলোও সুদের ভোল পাল্টে মুনাফা বের করায় ব্যতিব্যস্ত। আর্থিক লেনদেনের অধিকাংশ স্তর সুদ নামক মহামারীর কবলে নিমজ্জিত।

দিশেহারা ও ভ্রান্ত সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের ন্যায় ছড়িয়ে পরা সুদের ছোঁবল সম্পর্কে জানান দিয়ে সকলকে সতর্ক করার উদ্দেশ্যেই Ilmwa Dawah Institute - IDI এর ‘সমসাময়িক ফিতনা সিরিজ’র দ্বিতীয় এপিসোডের টপিক “সুদের আগ্রাসন, ভয়াবহতা ও প্রতিকারের উপায়।”

আলোচক হিসেবে থাকবেন:-
উস্তায ফাহাদ হাসান
সিনিয়র শিক্ষক
দারুল উলূম মাদ্রাসা, আজমপুর।

সময়ঃ ৩১শে আগস্ট, বৃহস্পতিবার।
রাত ৯:৩০ মিনিট।

স্থানঃ গুগল মিট। [আয়োজনটি শুধু মাত্র ভাইদের জন্য। তবে বোনদের জন্য রেকর্ডেড ফাইলের ব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ।]

দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের ফেসবুক পেইজ এবং টেলিগ্রাম গ্রুপে লিংক প্রদান করা হবে ইনশা আল্লাহ।

23/08/2023

“𝘿𝒐 𝒚𝙤𝒖 𝒘𝙖𝒏𝙣𝒂 𝒎𝙚𝒆𝙩 𝙢𝒆?”

এরকম বাক্যেই হয়তো লুকিয়ে রয়েছে বর্তমান সময়ের অন্যতম ফিতনা যিনা ও ব্যভিচারের ইঙ্গিত যা নারী-পুরুষ পরস্পরকে নিষিদ্ধ আহ্বানে সাড়া দিয়ে ভয়াবহভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। জীবনযাপনের কমফোর্ট জোনের ন্যায়ই এ বিষয়টি যেনো সর্বত্র সহজলভ্য হয়ে উঠেছে। এর প্রভাবে দিনের পর দিন গভীর অমানিশায় তলিয়ে যাচ্ছে কিশোর থেকে তরুণ হয়ে সমাজের বয়স্কজনেরাও।

দিকেদিকে ফিতনার সয়লাবে মানুষের লুকায়িত কুপ্রবৃত্তি জেগে উঠছে বারংবার। সমাজে বসবাস করেও যেনো এর দোর্দণ্ড প্রতাপে অস্থির হয়ে পরেছে মানুষের প্রতিটি মূহুর্ত। অনিয়ন্ত্রিত মন ও শরীর ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে ফিতনার ইন্দ্রজালে।

মু‘মিনের সরল অন্তরকে পঙ্কিলতায় আচ্ছন্ন করার এসমস্ত উপাদান সম্পর্কে গভীরভাবে ধারণা থাকা প্রয়োজন। মূলত এর গভীরIlmwa Dawah Institute - IDI Institute - IDI থেকে শুরু হতে যাচ্ছে ‘সমসাময়িক ফিতনা সিরিজ’।

সিরিজের প্রথম এপিসোডের বিষয় ‘মুসলিম সমাজে যিনা-ব্যাভিচারের আগ্রাসন ও তা থেকে মুক্তির উপায়’।

আলোচক হিসেবে থাকবেন:-
উস্তায লিসানুল হক
আলিম, লেখক, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ।

সময়ঃ ২৪শে আগস্ট, বৃহস্পতিবার।
রাত ৯:৩০ মিনিট।

স্থানঃ গুগল মিট [আয়োজনটি শুধু মাত্র ভাইদের জন্য। তবে বোনদের জন্য রেকর্ডেড ফাইলের ব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ।]

দারস শুরুর কিছুক্ষণ পূর্বে ইন্সটিটিউটের ফেসবুক পেইজ এবং টেলিগ্রাম গ্রুপে লিংক পেয়ে যাবেন ইনশা আল্লাহ।

16/08/2023

মু’মিন ব্যক্তির চূড়ান্ত চাওয়াই হচ্ছে পরকালীন জীবনের সফলতা। কিন্তু তার পূর্বের সোপান হচ্ছে দুনিয়াবী জীবন। এখানে জীবনকে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। সে চ্যালেঞ্জেরই বিভিন্ন ধাপে বান্দাকে কখনও সবর করতে হয়, কখনও সমস্যা অনুযায়ী যথাযথ সমাধান করতে হয়।

ব্যক্তিভেদে মানুষের সমস্যা ও তার সমাধান ভিন্ন রকমের হয়ে থাকে। জীবন চলতে গিয়ে বিচিত্র রকমের সমস্যায় পতিত হয়ে সেগুলোর সমাধান জানাটাও একান্তভাবে জরুরী। আর সেটি হতে হবে ইসলামি নির্দেশনা ও শরীয়াহ’র মানদন্ড মোতাবেক।

উদ্ভূত বহুমুখী জটিলতার সমাধানকল্পে ইলমওয়া দাওয়াহ ইন্সটিটিউট আপনাদের পাশে থেকে সহযোগী হিসেবে কাজ করে যেতে বদ্ধপরিকর। এরই লক্ষ্যে আমাদের পরবর্তী আয়োজন তথা বিশেষ ট্রেডমার্ক সেশন ‘প্রশ্নোত্তর পর্ব’।

ভাইয়েরা টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন জানিয়ে রাখতে পারেন। পাশাপাশি বোনেরাও যাতে বঞ্চিত না থাকেন, আপনাদের জিজ্ঞাসু মনের চিন্তাগুলো ইন্সটিটিউটের ফেসবুক পেইজে জানিয়ে রাখতে পারেন। আর এসব থেকে বাছাইকৃত বিষয়গুলোই আলোচিত হবে আমাদের কাঙ্ক্ষিত ‘প্রশ্নোত্তর পর্ব’ সেশনে। সেই সাথে, সেশন চলাকালীন সময়েও আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে ইনশা আল্লাহ।

08/08/2023

কখনও কি একদম নিজের গভীরে ডুব দিয়ে ভেবে দেখা হয়েছে যে,
আমি কে?
আমি কী?
আমি কেন?
কী উদ্দেশ্যে আমার এ পৃথিবীতে আগমন?

সময় অতিবাহিত হচ্ছে আর এ জীবনও তার সাথে পাল্লা দিয়ে যাপিত হচ্ছে কোন লক্ষ্যে? জীবনের চূড়ান্ত গন্তব্য কি, তার জন্য সম্বল কতখানি জোগাড় করেছি। কিংবা নিজেকেই কি এখনও সেসবের জায়গাতে আবিষ্কার করতে পেরেছি, চিনতে পেরেছি? এতো চাকচিক্যময় ও জৌলুশে পূর্ণ পৃথিবীতে আমার আগমন কিসের জন্য? মনের গহীনে এ প্রশ্নগুলো কি বারবার উঁকি দেয় না?

জটিল সময় এবং জীবনের ঘূর্ণিপাকে পরিশ্রান্ত মনে এ বিষয়গুলোর উত্তর খুঁজে পাওয়াটা ভীষণ জরুরী। আর এ গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করেই নতুনরূপে কার্যক্রম শুরু করতে যাওয়া Ilmwa Dawah Institute - IDI নিয়ে আসছে অতি চমৎকার এক আয়োজন।

বিষয় : উদ্দেশ্যহীন আর কত?
আলোচক : MuHammad Rafiuzzaman

সময়ঃ ১০ই আগষ্ট, বৃহস্পতিবার। রাত ৯.৩০ মিনিট।

স্থান : গুগল মিট [শুধু মাত্র ভাইদের জন্য, তবে বোনদের জন্য রেকর্ড এর ব্যবস্থা থাকবে।]

দারস শুরুর কিছুক্ষণ পূর্বে আমাদের ফেসবুক পেইজ এবং Telegram গ্রুপে লিংক পেয়ে যাবেন ইন শা আল্লাহ।

08/08/2023

আলহামদুলিল্লাহ, অবশেষে অপেক্ষার প্রহর গোনার পালা শেষ হতে যাচ্ছে। Ilmwa Dawah Institute - IDI পুনরায় নিয়মিতভাবে কাজ শুরু করতে যাচ্ছে, ইন শা আল্লাহ!

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সাপ্তাহিক দারস।

আলোচ্য বিষয় : উদ্দেশ্যহীন আর কত?
আলোচক : MuHammad Rafiuzzaman

সময় : ১০ আগষ্ট, বৃহস্পতিবার। রাত ৯.৩০ মিনিট

স্থান : গুগল মিট [ শুধু মাত্র ভাইদের জন্য, তবে বোনদের জন্য রেকর্ড এর ব্যবস্থা থাকবে ]

দারস শুরুর কিছুক্ষণ পূর্বে আমাদের ফেসবুক পেইজ এবং Telegram গ্রুপে লিংক পেয়ে যাবেন ইন শা আল্লাহ।

03/08/2023

আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আলেমদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অনলাইনভিত্তিক জনপ্রিয় দ্বীনি শিক্ষা কার্যক্রমের ওপেন প্লাটফর্ম Ilmwa Dawah Institute - IDI এর কার্যক্রম নব-উদ্যমে পুনরায় শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

জেনারেল পড়ুয়া ভাইদের সাথে আলেম সমাজের সেতুবন্ধন তৈরির পাশাপাশি Ilmwa Dawah Institute - IDI দ্বীনি বিভিন্ন বিষয়ে খেদমত করে যাচ্ছিলো। মাঝে বিভিন্ন প্রতিকূলতার এবং সীমাবদ্ধতার দরুণ ইন্সটিটিউটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। তবে আশার কথা হচ্ছে, কিছু দ্বীনি ভাইদের আন্তরিকতা এবং আলেম সমাজের স্নেহ ও ভালোবাসার ফলে ইন্সটিটিউটটি পুনরায় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রমকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে এতে বেশকিছু নতুনত্ব আনয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদ। যা অত্যন্ত সময়োচিত হিসেবে বিবেচিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

ইন্সটিটিউটের পরবর্তী কর্মসূচি ইনশা আল্লাহ অতিদ্রুত আপনাদের সামনে পেশ করা হবে। আশা করি পূর্বের ন্যায় পাশে থেকে আমাদের কার্যক্রমকে বেগবান করবেন। সেই সাথে ঋদ্ধ করবেন আপনাদের ভালোবাসা দিয়ে।

04/06/2023

ইলমওয়া দাওয়াহ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দারস -

বিষয় : ❝আখলাকিয়াত❞
ইন্সট্রাক্টর: শায়েখ লিসানুল হক (হাফিজাহুল্লাহ)

সময়: ৫ জুন, সোমবার, রাত ৯:৩০ মিনিট।

[সেশনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে]

01/06/2023

ইলমওয়া দাওয়াহ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দারস -

বিষয় : ❝হাদীস থেকে শিক্ষা❞
ইন্সট্রাক্টর: মুফতি ফাহাদ হাসান (হাফিজাহুল্লাহ)

সময়: আগামীকাল ২ জুন, শুক্রবার, রাত ৯ টা।

[ইন শা আল্লাহ সেশনটি Privately, Google Meet এ অনুষ্ঠিত হবে]

16/05/2023

ইলমওয়া দাওয়াহ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মাসিক প্রশ্নোত্তর পর্ব -৪
আপনার প্রাসঙ্গিক ও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নোট করে আমাদেরকে দিতে পারেন অথবা সরাসরি মিটিং এ প্রশ্ন করতে পারেন!
আমাদেরকে প্রশ্ন পাঠানোর মাধ্যম-
m.me/IlmwaDawahInstitute

[সেশনটি অনুষ্ঠিত হবে Google Meet এ! কেউ যুক্ত হতে আগ্রহী হলে কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনিং লিংক পেয়ে যাবেন]
- Ilmwa Dawah Institute - IDI

29/03/2023

“শাহরু রমাদান ক্যাম্পেইন”

সেশন নংঃ ৪
বিষয়: রমাদানে সুস্থ থাকার উপায়

আলোচকঃ উস্তায জারির আহমেদ

তারিখঃ ২৯ শে মার্চ
বারঃ বুধবার
সময়ঃ রাত ১০ টা

স্থানঃ অনলাইন (গুগল মিট)

24/03/2023

“শাহরু রমাদান ক্যাম্পেইন”

সেশন নং- ৩
বিষয়: রামাদানের টাইম ম্যানেজমেন্ট, লক্ষ্য ও পরিকল্পনা এবং নফল ইবাদত ।

আলোচকঃ উস্তায হাবিবুল্লাহ আল মাহমুদ (হাফিজাহুল্লাহ)

সময়ঃ আজ, শুক্রবার, দুপুর ৩ টা

স্থানঃ অনলাইন (গুগল মিট)

19/03/2023

ℹকেউ যুক্ত হতে আগ্রহী হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনিং লিংক পেয়ে যাবেন
জয়েনিং লিংক(Only Brother) :

https://chat.whatsapp.com/Ga4gZFlou45IBLQtscDqZX

10/03/2023

"শাহরু রমদান ক্যাম্পেইন"

১ম দারস
বিষয়: রমাদানের গুরুত্ব ও ফজিলত।
আলোচক: উস্তায ফাহিম মুহাম্মদ আতাউল্লাহ
সময়: আজ রাত, ৯ টা

08/03/2023

রমাদান আমাদের দুয়াড়ে এসে করা নাড়ছে। গোনাহ রাশি মাফ করিয়ে রবের প্রিয় হওয়ার এ এক সূবর্ণ সূযোগ। কিন্তু আমাদের, অবহেলা, অলসতা কিংবা অজ্ঞতার ফলে এ সুযোগ কে পুরোপুরি কাজে লাগাতে আমরা অনেকেই ব্যর্থ হয়। কিন্তু এভাবে কি এই অনন্য সুযোগ হাতছাড়া করা যায়?

Ilmwa Dawah Institute থেকে আগামী ১০ তারিখ হতে শুরু হতে যাচ্ছে " শাহরু রমদান ক্যাম্পেইন" ।

ক্যাম্পেইন টি কি সম্পূর্ণ বিনামূল্যে? না। ক্যাম্পেইন এ অংশগ্রহন করতে হলে আপনাদেরকে তিনটি শর্ত পূরণ করা লাগবে:

ক) নিজের জীবনে আমল করা।
খ) অন্যান্য ভাইদের নিকট ক্যাম্পেইন এর বিষয়টি পৌঁছে দেওয়া এবং বেশি থেকে বেশি ভাইদের অন্তর্ভুক্ত করা
গ) ক্যাম্পেইন এর সাথে সম্পৃক্ত সকলের জন্য মন থেকে দোয়া করা

নিম্নোক্ত দারস গুলো ক্যাম্পেইন এর অন্তর্ভুক্ত, [ইনশাআল্লাহ]

১. রমাদানের গুরুত্ব ও ফজিলত।
২. রোজা ভঙ্গ ও মাকরুহ হওয়ার কারণ, কাযা ও কাফফারার বিধান
৩. রামাদানে সুস্থ থাকার উপায়।
৪. রামাদানের টাইম ম্যানেজমেন্ট, লক্ষ্য ও পরিকল্পনা সাজানো এবং নফল ইবাদত।
৫। যাকাত প্রদান এবং দান সদকার বিধান।
৬ ইতিকাফ এর ফযীলত, করণীয় বর্জনীয়।
৭. লাইলাতুল ক্বাদর , [হাজার বছরের শ্রেষ্ঠ রজনী] করণীয় বর্জনীয়।
৮ . ঈদুল ফিতর [ স্পেশাল]

প্রথম দারস শুরু হবে আগামী ১০ তারিখ [ রাত ৯ টা ] হতে , পরবর্তী দারস এবং এর সময় গুলো জানিয়ে দেওয়া হবে। ইনশা আল্লাহ

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

ধন্যবাদ Croma Conceptual  কে এতো সুন্দর একটি লগো এনিমেশন হাদিয়া দেবার জন্য। আল্লাহ আপনাদের কবুল করুন। আমিন
সীরাত থেকে শিক্ষা (মুমিনের জীবনে বাস্তবায়নের কৌশল ও পদ্ধতি)
নবীজি ﷺ এর মাদানী জীবন
মাক্কী জীবন (নবুওয়াত, গোপন ও প্রকাশ্য দাওয়াত, স্বজাতির নিগ্রহ)
নবুওয়াত পূর্ববর্তী জীবন
সীরাত পাঠের প্রয়োজনীয়তা এবং প্রাক কথন
বিষয়: রুকইয়াহ সম্পর্কে ইসলামের বিধান।ইন্সট্রাক্টর: উস্তায লিসানুল হক শাহরুমী (হাফিজাহুল্লাহ)
বিষয়: ইসলামের দৃষ্টিতে জবানের হেফাজত এবং প্রয়োজনীয়তা।ইন্সট্রাক্টর: উস্তায় জারীর আহমাদ (হাফিজাহুল্লাহ)
—❝বিবাহ ভাবনা❞আলোচক :মুফতি ফাহিম মুহাম্মাদ আতাউল্লাহ                          [সিনিয়র মুহাদ্দিস,জামিয়া মুন্সিগঞ্জ][দার...
Dr. Mufti Rasheed Ahmed joined us yesterday  from Pakistan.প্রশ্ন-উত্তর সেশন: ?Q&A
সাপ্তাহিক দারস - ০৪বিষয়: 'হালাল-হারামের গুরুত্ব ও পরিচয়'- উস্তায ফাহাদ হাসান (হাফিজাহুল্লাহ)🗓০৩/১১/২২ ⌚রাত ৯:৩০ মিনিট।
সমাজের অশ্লীলতা, ফিতনায় উম্মাহর পরিস্থিতি ও আমাদের করনীয়- উস্তায আম্মারুল হক

Website

https://youtube.com/@IlmwaDawahInstitute-IDI