ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
তুরস্ক
গ্রিস
ইতালি
সাইপাস
MD SOHAG 123
আকাশের তারা
Operating as usual
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -
ক্রনোমিটার
ট্যাকোমিটার
হাইড্রোমিটার
ওডোমিটার
ক্রিয়ার মূল অংশকে বলে -
প্রকৃতি
ধাতু
ক্রিয়া প্রকৃতি
প্রাতিপাদিক
‘বাংলার মিল্টন’ কোন কবির উপাধি?
জসীমউদ্দীন
হেমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
‘পদ্মা মেঘনা যমুনা’ কোন শ্রেণীর উপন্যাস?
সামাজিক
ইতিহাসভিত্তিক
ধর্মনির্ভর
রাজনৈতিক
বাংলাদেশের সংবিধান কয়টি পাতায় প্রোনয়ন করা হয় ?
ক 80
খ 82
গ 84
ঘ 86
প্রাইমারিতে ৫৮ হাজার নিয়োগ প্রস্তাব নাকচ্ করলো মন্ত্রনালয়। তার মানে নতুন সার্কুলার আসন্ন। ৬৫ হাজার স্কুলে প্রধান শিক্ষক পদে পদোন্নতি হচ্ছে। সহঃশিক্ষক অনেক পদ ফাঁকা হচ্ছে। এবার শুধু পড়ুন!
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি-
কাব্যগ্রন্থ
উপন্যাস
প্রাইমারি আপডেটঃ
সব ঠিক থাকলে নভেম্বর ৩ অথবা ৭ তারিখ রেজাল্ট হবে।
(ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ)
অর্থনীতিতে নোবেল পুরস্কার- ২০২২ পেলেন-
বেন এস বার্নানকে (যুক্তরাষ্ট্র), ডগলাস ডব্লিউ ডায়মন্ড (যুক্তরাষ্ট্র), ফিলিপ এইচ ডিবভিগ (যুক্তরাষ্ট্র)।
**ধাঁধা**
একটা হাঁড়িতে 100 টি মিষ্টি ছিল,
নিরা নব্বই টি মিষ্টি খেয়ে নিল,
এখন কতটি মিষ্টি থাকলো..?
‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?
আবু জাফর ওবায়দুল্লাহ
শামসুর রাহমান
মাহবুব-উল-আলম চৌধুরী
নির্মলেন্দু গুণ
✅✅ মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম✅✅
🎓উপন্যাস
১.রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা।
২.জাহান্নাম হইতে বিধায়- শওকত ওসমান।
৩.ওংকার- আহমদ ছফা।
৪.হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন।
৫.খাঁচায়- রশীদ হায়দার
🎓কবিতাঃ
১.মুক্তিযোদ্ধা- জসীমউদদীন।
২.দগ্ধগ্রাম- জসীমউদদীন।
৩.বন্দী শিবির থেকে- শামসুর রহমান।
৪.পুত্রদের প্রতি- আবুল হোসেন।
৫ প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে- সুফিয়া কামাল।
🎓নাটকঃ
১.পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক
২.বকুলপুরের স্বাধীনতা- মমতাজ
উদদীন আহমদ।
৩.নরকে লাল গোলাপ- আলাউদদীন আল আজাদ।
৪.আয়নায় বন্ধুর মুখ- আবদুল্লাহ আল মামুন।
৫.যে অরন্যে আলো নেই-নীলিমা ইব্রাহিম।
🎓স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ
১.ক্রতিদাসের হাসি (১৯৬২) - শওকত ওসমান।
২.কিষাণ (১৯৬৯) -ইন্দু সাহা।
৩.রাঙ্গা প্রভাত (১৯৫৭) -আবুল ফজল।
৪.নীড় সন্ধানী (১৯৬৮) - আনোয়ার পাশা।
৫.বিদ্রোহী কৈবর্ত (১৯৬৯) - সত্যেন সেন।
🎓চলচ্চিত্রঃ
১.ওরা ১১ জন- চাষী নজরুল ইসলাম।
২.গেরিলা-নাসির উদ্দীন ইউসুফ।
৩.লাল সবুজ- শহীদুল ইসলাম।
৪.আমার দেশের মাটি- অনন্ত হীরা।
৫.প্রত্যাবর্তন- মোস্তফা কামাল।
🎓প্রামান্য চিত্রঃ
১.দুঃসময়ের বন্ধু- শাহরিয়ার কবির।
২.১৯৭১- তানভীর মোকাম্মেল।
৩.স্টপ জেনোসাইড- জহির রায়হান।
৪.মুক্তির গান- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
৫.লিবারেল ফাইটার্স- আলমগীর কবির।
🎓ছোটগল্পঃ
১.একাত্তরের যীশু-শাহরিয়ার কবির।
২.জন্ম যদি তব বঙ্গে- শওকত ওসমান।
৩.নামহীন গোত্রহীন-হাসান আজিজুল হক।
৪.মিলির হাতে স্টেনগান-আখতারুজ্জামান ইলিয়াস।
৫.বীরাঙ্গনার প্রেম-বিপ্রদাস বড়ুয়া।
🎓স্মৃতিকথাঃ
১.আমি বিজয় দেখেছি-এম আর আখতার মুকুল।
২.একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম।
৩,একাত্তরের ডায়েরী-সুফিয়া কামাল।
🎓প্রবন্ধঃ
১.A search for identity-মেজর মো.আবদুল জলিল
২.The liberation of Bangladesh -মেজর.জেনারেল সুখওয়ান্ত সিং।
৩.একাত্তরে ঢাকা-সেলিনা হোসেন।
৪.আমি বীরাঙ্গনা বলছি-ড.নীলিমা ইব্রাহিম।
🎓বিদেশী ভাষার বইঃ
১.The r**e of Bangladesh- অ্যান্থনি মাসকারেনহাস।
২.Legacy of Blood -অ্যান্থনি মাসকারেনহাস।
৩.The testimony of sixty;Oxfam
৪.A search for identity;সংগৃহীত
** চাকরির খবর**
সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা ২১ অক্টোবর।
CGA এর পরীক্ষা ৪ নভেম্বর।যাদের একদম শর্ট সাজেশন লাগবে
‘লালসালু’ উপন্যাসটি কার রচনা
মানিক বন্দ্যোপাধ্যায়
সত্যেন সেন
সৈয়দ ওয়ালী উল্লাহ
সৈয়দ শামসুল হক
নিবন্ধন ও ইউনিয়ন সমাজকর্মী পদে কে কে আবেদন করেছেন মেসেঞ্জারে নক দিন এবং আমাদের ক্লাসিক সাজেশন নিন ইনশাআল্লাহ নিশ্চিত পাস মার্কের উপরে পাবেন।
সব Upload কৃতিত প্রশ্ন যারা PDF নিবেন তারা নক করেন
থাকছে না শিক্ষক নিবন্ধন পরীক্ষা;
আসছে নতুন নিয়মে সরাসরি নিয়োগ ব্যবস্থা।
সময় সংবাদ
আমার এ পেইজে ফলো দিয়ে রাখেন
SOHAG 123
মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আসছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।
--(মাউশি)।
মোট ১২টি বিষয়ে ১০৯৯টি শূন্য পদ।
এই শালারা মানুষ কাছ থেকে
বাটপারি করেটাকা নিয়ে আর পন্য দেই না
আপনাররা সবাই সাবধান থাকবেন
** সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সাজেশন যাদের লাগবে পেইজে ম্যাসেজ করুন।
Exam update
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের "কম্পিউটার অপারেটরের পরীক্ষা আগামী ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে।
ব্রেকিং নিউজ.........
সাহিত্যে নোবেল ২০২২ পেয়েছেন ১ জনই - অ্যানি আর্নাক্স (ফ্রান্স)
চলমান নিয়োগ হতে ৫৮,০০০ + প্রাথমিক সহ. শিক্ষক নেয়ার পরিকল্পনা।
DPE
অন্যের সন্তানের
সাফল্য দেখে আনন্দিত হয় যারা, তারা হলেন শিক্ষক।
একা একা দাড়িয়ে একজন মানুষের কথা ভাবছি...?
এ জায়গা টা আমার কর্মস্থল
#প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। তারপর পুলিশ ভেরিফেকশন কার্যক্রম। তারপর যোগদান কার্যক্রম শুরু হতে পারে ডিসেম্বর মাসে। পদ সংখ্যা বেড়েছে।
এক্সট্রা নোটঃ অভিনন্দন প্রিয় প্রাক্তন তোমার চাকরি হয়ে যাবে! চাকরি পাওয়ার পর তোমার পছন্দের কাউকে বিয়ে করে ফেলার অনুরোধ রইলো হোক তিনি বেকার বা বিশাল মাপের চাকরিজীবী বা ব্যবসায়ী, মানুষ খাবারে বাঁচেনা স্রষ্টার ইশারায় বাঁচে। তোমার জন্য শুভকামনা রইলো প্রিয় প্রাক্তন।