
রায়গঞ্জ পাবলিক লাইব্রেরি
কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী উপজেলার রা?
Operating as usual

আজ বিকাল ৫ ঘটিকায় এক সাধারণ মিটিং এর আয়োজন করা হয়েছে । উক্ত মিটিং এ সকল সদস্যদেরকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে বলা হল।
সভাপতি
রায়গঞ্জ পাবলিক লাইব্রেরি

রায়গন্জ পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুবেচ্ছা
লাইব্রেরিই মানুষকে অন্ধকার থেকে অালোর পথে ভ্রমণ করাতে পারে।

বই মনের জন্য এক উন্নতমানের ক্লোরফর্ম।

#মহান বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ই ডিসেম্বর
তুমি অগ্নি গর্ভা বাংলার
লাখো শহীদের বুকের
রক্তেভেজা সুশীতল বিছানা,
যাদের ত্যাগের বিনিময়ে পেলাম
মা,মাটি, দেশ
চির শান্তির ঠিকনা।

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
গভীর ভাবে স্মরণ করি ও শ্রদ্ধাঞ্জলি জানাই সকল বুদ্ধিজীবী শহীদকে।
শ্রদ্ধাঞ্জলি।।।।।।
গৃহের কোন অাসবাবপএই বই এর মতো সুন্দর নয়।

অামরা যখন বই সংগ্রহ করি,তখন অামরা অানন্দকেই সংগ্রহ করি।

লাইব্রেরিতে নতুন করে আরো ৩৫০ খানা বই ক্রয় করা হয়েছে। বইগুলো তালিকাভুক্তি করার কাজ চলছে। তালিকা করার পর সবার জন্য উন্মুক্ত করা হবে।

.

জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে রায়গঞ্জ পাবলিক লাইব্রেরি, নাগেশ্বরী, কুড়িগ্রাম কর্তৃক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় লাইব্রেরির অন্যতম দুই জন উপদেষ্টা তথা রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট এর সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। লাইব্রেরির সাধারণ সম্পাদক জনাব ফিরোজ মাহমুদ রনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন লাইব্রেরির নির্বাহী সভাপতি জনাব জীবন চন্দ্র মহন্ত। এছাড়াও আলোচনা করেন সাঁকো যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি জনাব সামিউল আলম এবং লাইব্রেরীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব রাশেদুল ইসলাম। লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা সরকারি গণগ্রন্থাগার, কুড়িগ্রাম এর প্রধান কর্মকর্তা জনাব কে. এম. মেহেদী হাসান সভার সভাপতি হিসাবে সমাপনী বক্তব্য প্রদান করেন। সব শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ , নিকট থেকে দূরে , প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে । তাই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই । শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন । আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক । বিনোদন থেকে শিক্ষা , অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর — সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে।

.....

কোন একদিন লাইব্রেরিতে বসে আড্ডা।

অাপনাদের সকলের সহযোগীতা একান্ত কাম্য
দেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই দেশ, দেশও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন স্বাভাবিকভাবে চলতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না।

বুক কর্নার
Telephone
Website
Opening Hours
Monday | 10:00 - 20:00 |
Tuesday | 10:00 - 20:00 |
Wednesday | 10:00 - 20:00 |
Thursday | 10:00 - 20:00 |
Friday | 10:00 - 20:00 |
Saturday | 10:00 - 20:00 |
Sunday | 10:00 - 20:00 |