Centre for Learning Basic Islamic Studies

Centre for Learning Basic Islamic Studies

আমরা স্বপ্ন দেখি নতুন এক ভোরের, প্রদীপ

Operating as usual

10/12/2022

কথা বলার পূর্বে শুনার অভ্যাস করুন
লেখার পূর্বে চিন্তা করুন
খরচ করার পূর্বে সঞ্চয়ের অভ্যাস করুন
নামাজের পূর্বে ইসতেগফার করুন
ঘৃণা না ছডিয়ে ভালোবাসুন
আঘাত না করে সহযোগিতা করুন
মরার আগে বাঁচতে শিখুন

25/11/2022

ফ্রি উলূমুল হাদীস কোর্স

প্রখ্যাত হাদীস বিশারদ মাহমুদ আত-ত্বহান এর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ শায়েখ কে উনার ইলমী খিদমতের সর্বোচ্চ প্রতিদান দান করুন।

উসূলুল হাদীসের উপর লিখা উনার অনবদ্য কিতাব তাইসীরু মুসতালাহুল হাদীস।
আমরা এই কিতাবের উপর একটি পূর্ণাঙ্গ কোর্স করাবো ইনশাআল্লাহ।
কোর্সটি হবে সম্পূর্ণ ফ্রি এবং সকল প্রকার চার্জমুক্ত।

আগ্রহী স্টুডেন্টরা কমেন্টে জানাবেন কবে থেকে ক্লাশ নিলে আপনাদের জন্যে সুবিধে হবে।

কোর্স টি হবে Center for Learning Basic Islamic Studies এর অধীনে।
কোর্স মেন্টরঃ মাহমুদুল হাসান।
প্রয়োজনেঃ +880 1300-472417

22/11/2022

“ফ্রি আরবি ভাষা শিক্ষা কোর্স”

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাতিসংঘের অফিসিয়াল ৬টি ভাষার মধ্যে আরবি ভাষা অন্যতম। পৃথিবীব্যাপী প্রায় ৪৫ কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে, যার মধ্যে প্রধানত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো উল্লেখযোগ্য। গোটা পৃথিবীতে বর্তমানে ২২টি দেশের রাষ্ট্রভাষা আরবি। এ ছাড়া অন্য মুসলিম দেশগুলোতেও আরবি ভাষার ব্যবহার দিনদিন বাড়ছে। তাছাড়া আল-কুরআনের ভাষা হিসেবে একজন মুসলমানের জীবনে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। প্রত্যেক মুসলমানের উচিৎ এ ভাষায় দক্ষতা অর্জন করা।

এ মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামর সাইন্সেস অফ হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আইআইইউসি হাদীস ক্লাব কর্তৃক শুরু হতে যাচ্ছে দুইমাস ব্যাপি “ফ্রি আরবি ভাষা শিক্ষা কোর্স”। ইনশাআল্লাহ।

📌কোর্সের বৈশিষ্ট্যঃ
১ . হাদীস বিভাগের সম্মানিত উস্তাদদের সমন্বয়ে পরিচালনা।
২. আরবী ভাষার চারটি Skill; লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং রিডিং এর পূর্ণ অনুশীলন।
৩. আরবী বইসমূহ হরকত ছাড়া পড়ার যোগ্যতা অর্জন।
৪. ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ক্লাস।
৫. কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

📌প্রয়োজনীয় তথ্যাবলীঃ
১. Zoom এর মাধ্যমে ক্লাস অনুষ্ঠিত হবে।
২. কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন আলিম ফলপ্রার্থী/অধ্যয়নরত শিক্ষার্থী ও ফাজিল/দাওরায়ে হাদীস ও হাদীস বিভাগে অধ্য্যনরত শিক্ষার্থীবৃন্দ
৩. কোর্সের ব্যপ্তিকাল ২ মাস: সপ্তাহে তিন দিন।
৪. রেজিস্ট্রেশন শেষ সময়ঃ ১৫ ডিসেম্বর ২০২২
৫. উদ্বোধনী ক্লাসঃ ১৭ ডিসেম্বর ২০২২*

📌“রেজিঃ ফি ১০০ টাকা”
(রেজিস্ট্রেশন ফরম পূরণের আগে অবশ্যই বিকাশ ও নগদের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করুন, রেফারেন্সে আপনার নাম উল্লেখ করতে ভুলবেন না।)

📌রেজিষ্ট্রেশন করুন: https://forms.gle/osKwP1n3PdgEuwoD6

যোগাযোগ/পেমেন্ট করুনঃ
01537432025 (bKash)
01925162203 (Nagad)

14/07/2022

সালাতের প্রতি অনীহা জীবন থেকে প্রাচুর্য কেড়ে নেয়।
আপনার জীবন কতটুকু ব্যালেন্সড, তা নির্ভর করবে আপনি সালাতের প্রতি কতটুকু পাংচুয়াল।

14/07/2022

তাক্বওয়া এবং ক্বানাআত ছাড়া আমরা কেউই ভালো নেই।
সুখী হতে চাইলে তাক্বওয়া অবলম্বন করুন এবং সকল ক্ষেত্রে অল্পেতুষ্টির অভ্যাস গড়ে তুলুন।

09/07/2022

عيد سعيد، تقبل الله منا ومنكم خير أعمالنا ويزيل عنا الرذائل والمآثم😊😊

02/07/2022

ঈদে ইমাম মুআজ্জিনের বেতন ভাতা পরিশোধে সচেষ্ট হোন

ঈদের অন্তত ১০ দিন পূর্বে ইমামের বেতন ভাতা পরিশোধ করুন। অন্তত ২ ঈদে উনাদের বেতন পরিমাণ দু'টি বোনাস দিন।

"ঈদের নামাজে টাকা তুলে ইমাম-মুআজ্জিনের বেতন পরিশোধ করবেন"-এ অজুহাতে উনাদের বেতন আটকে রাখবেন না। অনেক ইমাম মুআজ্জিন ঈদের দিনের বাজারটা করেন ঈদের নামাজের পর। কারণ অনেকের পূর্বের এবং চলতি মাসের টাকাটা আটকে রাখা হয় ঈদের নামাজ থেকে প্রাপ্ত অর্থ থেকে দেওয়া হবে বলে।

পরিবারের ব্যয় নির্বাহে সবারই টাকার প্রয়োজন। আর এ প্রয়োজন আমাদের ইমাম-মুয়াজ্জিনদের সবচে' বেশী। কারণ মসজিদের দায়িত্ব পালন করতে গিয়ে উনারা অন্য উৎস থেকে আয়োর সুযোগ পান না। ফলে মাস শেষে যা পান তা দিয়েই কোন মতে জীবন নির্বাহ করেন উনারা।

তাই আসুন আমাদের চারপাশের মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম এবং ধর্মীয় কাজে নিয়োজিত সবার বেতন ভাতা পরিশোধে সচেষ্ট হই। এমন যেন না হয়, মসজিদের দায়িত্ব পালনে এবং ইমাম মুাজ্জিনের প্রাপ্য আদায়ে অবহেলার কারণে কেয়ামত দিবসে আমাদের আল্লাহর সম্মুখীন হতে হয়।

17/06/2022
08/06/2022

আমাদের দেশ সহ পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন হিফজের পেছনে যে শ্রম আর অর্থ ব্যয় করা হয়, এর সমপরিমাণ এফোর্ট যদি কোরআন বুঝার ক্ষেত্রেও দেওয়া যেতো, কতইনা ভালো হতো! 😌😌

07/06/2022

২২' আলিম পরীক্ষার্থীদের জন্যে ফারায়েজ এবং উসূলুল ফিকহ কোর্স।

কোর্স সম্পৃক্ত বিষয়াবলীঃ
১. মুনাসাখার সকল রুলস খুব সহজে আয়ত্ত করা।
২. আলিমের কমন মুনাসাখাগুলো করে দেওয়া।
৩. ফারায়েজ এবং উসূলুল ফিকহের কমন বিষয়গুলো আলোচনা করা।
৪. ফাইনাল পরীক্ষার ২ দিন পূর্বে সকল বিষয় পুনরায় রিভাইস দেওয়া।
৫. প্রতিটা ক্লাশের রেকর্ডেড ক্লাশ দেওয়া।
৬. ছাত্রছাত্রী আলাদা ব্যাচ।
৭. ফারায়েজ এবং উসূলুল ফিকহের কমন বিষয়গুলোর উপর হ্যান্ডনোট প্রদান।

কোর্স মেন্টরঃ মাহমুদুল হাসান

(Fiqh and Usulul Fiqh)
(International Islamic University Malaysia)

প্রয়োজনে যোগাযোগ
+8801300472417

02/05/2022

সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারাক

14/04/2022

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আগামীকাল শুক্রবার 15 ই এপ্রিল থেকে আমাদের ক্লাশ কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ।
ক্লাশ হবে রাত ৯. ৩০ বা ১০ টা থেকে ইনশাআল্লাহ।

আমাদের প্রতিদিনের ক্লাশ জয়েনিং লিংক
👇
http://meet.google.com/fsg-dwss-ewm

Join group chat on Telegram 30/03/2022

↪ফ্রি আল-কুরআন স্টাডি সার্কেল↩

রামাদান উপলক্ষ্যে আমরা আয়োজন করতে যাচ্ছি আল কুরআন স্টাডি সার্কেল।
আল কুরানের ২৯তম এবং ৩০ তম পারার অনুবাদ, শানে নুযুল ও সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
যে কোন বয়সের যে কেউই এ স্টাডি সার্কেলে জয়েন করতে পারবেন।
প্রতিদিন গড়ে ২ পৃষ্ঠা করে পড়া হবে ইনশাআল্লাহ।
স্টাডি সার্কেলের মূল মেন্টর হিসেবে আমি থাকবো।
তবে আগ্রহী যে কেউই চাইলে ক্লাশ নিতে পারবেন।

স্টাডি সার্কেলের প্লাটফর্ম হিসেবে আমরা এই টেলিগ্রাম গ্রুপে সকল আপডেট শেয়ার করবো ইনশাআল্লাহ।

Join group chat on Telegram

30/03/2022

রামাদান উপলক্ষ্যে আমরা আয়োজন করতে যাচ্ছি আল কুরআন স্টাডি সার্কেল।
আল কুরানের ২৯তম এবং ৩০ তম পারার অনুবাদ, শানে নুযুল ও সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

30/03/2022

আমরা রামাদানে আল কুরআনের ২৯তম এবং ৩০ তম পারার অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসিরের ক্লাশ নেবো ইনশাআল্লাহ।
এটি সম্পূর্ণ ফ্রি

05/03/2022

↪Quranic Arabic Course

↪আল কুরানের ৮০ ভাগ শব্দ আয়ত্ব করানো হবে ইনশাআল্লাহ↩

Centre for Learning Basic Islamic Studies এর উদ্যোগে আয়োজন করা হয়েছে
৬ মাস ব্যাপী Quranic Arabic Course।

↘কোর্সের বৈশিষ্ট্যাবলি
১.আরবী ভাষার প্রাথমিক লেভেল থেকে পাঠদান।
২. আল কোরআন থেকে সরাসরি তামরীন এবং ইজরা।
৩. আল কোরআন থেকে নাহু সরফের ব্যবহারিক ক্লাশ।
৪. ক্লাশ শীট এবং লেকচার শীট প্রদান।
৫. এই কোর্স শেষে আল কুরআনের *৮০ ভাগ* আয়াতের অর্থ বুঝা সম্ভব হবে ইনশাআল্লাহ।
৬. কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
৭. মাদ্রাসা শিক্ষার্থী এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে আরবীর বেসিক জানা যে কেউই এ কোর্স করতে পারবেন।

↪কোর্সের ব্যপ্তিকাল
ক্লাশ শুরুঃ ৫ই মার্চ
ক্লাশের ব্যপ্তিকালঃ দেড় থেকে ২ ঘন্টা

↪কোর্স মেন্টরঃ
মাহমুদুল হাসান
মাস্টার্সঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া (IIUM)

IIUM APT (Arabic Placement Tests) Band Score 7+

*আমাদের ফেসবুক পেজ লিংকঃ* https://www.facebook.com/Centre-for-Learning-Basic-Islamic-Studies-103837531836705/

*যে কোন প্রয়োজনে যোগাযোগঃ*
+8801300472417
(Whats App)

08/02/2022

আমরা যখন 'আল্লাহ' শব্দেকে যিকির বানিয়ে রুটি রুজির তালাশ করছি, তখন অধিকার আদায়ে আমাদের বোনরা "আল্লাহু আকবার" তাকবীর তুলে যালেমের বুকে কাঁপন ধরাচ্ছে।

আল্লাহ আকবার

01/02/2022

😊আমাদের Quranic Arabic Learning এর প্রথম ক্লাশ শুরু বালাদেশ সময় আজ রাত ৮.৩০ মিনিট।😊

ইন্ডিয়ান সময় ৮.০০ টায়।

ক্লাশ হবেঃ গুগল মিট এ

ক্লাশ জয়েনিং লিংক
👇 http://meet.google.com/fsg-dwss-ewm

হোযাটস অ্যাপ গ্রুপ

https://chat.whatsapp.com/LS6Vkx2YItGGeFddepUXdD

Meet Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

08/01/2022

*মাদ্রাসা শিক্ষার্থী এবং আরবীতে কিছুটা অভিজ্ঞদের জন্যে ৬ মাস ব্যাপী Quranic Arabic Course*

Centre for Learning Basic Islamic Studies এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয়েছে
৬ মাস ব্যাপী Quranic Arabic Course।

*কোর্সের বৈশিষ্ট্যাবলিঃ*
১.আরবী ভাষার প্রাথমিক লেভেল থেকে পাঠদান।
২. আল কোরআন থেকে সরাসরি তামরীন এবং ইজরা।
৩. আল কোরআন থেকে নাহু সরফের ব্যবহারিক ক্লাশ।
৪. নিয়মিত ক্লাশ শীট এবং লেকচার শীট প্রদান।
৫. নিজস্ব শীট থেকে পাঠদান এবং প্রচলিত আরবী শেখার বইগুলো থেকে সহায়তা গ্রহণ।
৬. এই কোর্স শেষে আল কুরআনের অধিকাংশ আয়াতের অর্থ বুঝা সম্ভব হবে ইনশাআল্লাহ।
৭. প্রতিদিনের পড়া কাওয়ায়েদগুলো আল কোরআন থেকে প্র্যাক্টিস করা হবে ইনশাআল্লাহ।
৮. প্রাত্যহিক জীবনের ব্যবহারিক আরবী শেখা।
৯. কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
১০. মাদ্রাসা শিক্ষার্থী এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে আরবীর বেসিক জানা যে কেউই এ কোর্স করতে পারবেন।

*কোর্সের ব্যপ্তিকাল*
উদ্বোধনী ক্লাশ ১২ই জানুয়ারী
ক্লাশ শুরুঃ১৫ ই জানুয়ারী
প্রতি সপ্তাহে ক্লাশঃ৪ দিন
ক্লাশের ব্যপ্তিকালঃ১. ৩০ মিনট থেকে ২ ঘন্টা

*কোর্স মেন্টরঃ*
মাহমুদুল হাসান
মাস্টার্সঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া (IIUM)

IIUM APT (Arabic Placement Tests) Band Score 7+

*আমাদের ফেসবুক পেজ লিংকঃ* https://www.facebook.com/Centre-for-Learning-Basic-Islamic-Studies-103837531836705/

*যে কোন প্রয়োজনে যোগাযোগঃ*
+8801300472417
(Whats App)

26/12/2021

আলিম পরীক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যে আরবী ভাষা কোর্স

যারা এবার আলিম পরীক্ষা দিয়েছ, তোমাদের জন্যে আমরা ৩ মাসের একটি আরবী ভাষা কোর্সের আয়োজন করবো ইনশাআল্লাহ। আলিম পরীক্ষার্থী ছাড়া অন্যরাও জয়েন হতে পারবেন।
বিস্তারিত আসছে..
প্রয়োজনে
+8801300472417

01/12/2021

আলিম, SSC এবং সমমান পরীক্ষার্থী সবার জন্যে রইল শুভ কামনা।

21/11/2021

একটি পূর্ণাঙ্গ এবং দীর্ঘমেয়াদী আরবী ভাষা শিক্ষা কোর্সের সিলেবাস কোর্স মডিউল প্রণয়ন এবং রেকর্ডেড ক্লাশ তৈরীর প্রস্তুতি চলছে।
এটি হবে বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ অনলাইন আরবী ভাষা শিখার প্লাটফর্ম, ইনশাআল্লাহ।

13/11/2021

দাখিল এবং SSC পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।

27/08/2021

সবাইকে জুমা মোবারাক
সূরা কাহফ পড়া জুমার দিনের সুন্নাত

22/08/2021

*ফ্রি আল-কুরআন স্টাডি সার্কেল*

আসসালামুালাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আমরা Centre for Learning Basic Islamic Studies এর অধীনে আয়োজন করেছি আল কুরআন স্টাডি সার্কেল।

এর লক্ষ্য পুরো কোরআনের অনুবাদ পড়া।
৩ ভাগে ১০ পারা করে পুরো কোরানের অনুবাদ পড়বো আমরা।

*ক্লাশ শুরুঃ ২৩শে অগাস্ট (সোমবার)*
*ক্লাশ সময়ঃ রাত ৯ টা*

আগামীকাল পড়বো সূরা ক্বাসাস (২০ তম পারা)
প্রতিদিনের ক্লাশ জয়েনিং লিংকঃ
https://meet.google.com/swm-fyqo-kpx

আপনারা যারা আল কোরআনের পুরো অনুবাদ পড়তে চান, উনারা আমাদের এ হোয়াটস অ্যাপ গ্রুপে জয়েন করুন।

আমরা আল কোরআনের পুরো অনুবাদ পড়বো ইনশাআল্লাহ।
হোয়াটস অ্যাপ গ্রুপ লিংক
👇
https://chat.whatsapp.com/IP5YxmmKeug0sZeOR6Zrcm

Centre for Learning Basic Islamic Studies পেজ এর ফেসবুক লিংক..
এরকম ইসলামিক সাবযেক্ট এর ফ্রি কোর্স পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন..
পেজ লিংক
👇
https://www.facebook.com/Centre-for-Learning-Basic-Islamic-Studies-103837531836705/

Meet Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

19/08/2021

"ইসলাম যা চায় আমাদের কাছে"
একজন প্রিয় আলেমের বিদায়
أدخله الله تعالى في جنة الفردوس وجعله من المقربين

19/08/2021

হেদায়াতুন নাহু কোর্স
কোর্স সময়ঃ ২ মাস

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

আগামী শনিবারে আমাদের হেদায়াতুন নাহু ক্লাশ শুরু হবে ইনশাআল্লাহ

আমাদের কোর্সের বৈশিষ্ট্যাবলি:
১. সহজ বাংলায় উপস্থাপন
২. সহজ বাংলায় প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত নোট প্রদান
৩. কাওয়ায়েদ গুলোর তামরীন প্রদান এবং সেগুলো মূল্যায়ন
৪. প্রতিটি অধ্যায় শেষে পরীক্ষা গ্রহণ
৫. দক্ষ টিচারের তত্ত্বাবধানে ক্লাশ
৬. নিয়মিত ক্লাশ গ্রহণ
৭. সপ্তাহে ৫ দিন ক্লাশ
৮. আলাদা স্টাডি সার্কেল, যেখানে সবাই পঠিত বিষয়গুলো আলোচনা করতে পারবেন
৯. ২মাসের মধ্যে পুরো বই শেষ করা
১০. লো কোর্স ফি

কোর্স ইন্সট্রাক্টরঃ
মাহমুদুল হাসান
মাস্টার্সঃ আল ফিকহ ওয়া উসূলুল ফিকহ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া (IIUM)
কামিলঃ হাদীস
কন্টাক্ট নাম্বারঃ 01300472417

হোয়াটস অ্যাপ গ্রুপ
https://chat.whatsapp.com/IG6KK0gLwAkIpWZxEgHG31

13/08/2021

সিনিয়র প্রিয় বড়ভাই যখন আমারদের ক্লাশের নিয়মিত ছাত্র হয়ে আমাদের পড়ানোর ব্যাপারে এমন আশা জাগানিয়া কমেন্ট করেন; তখন স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ আমাদের হাতধরেই উদিত হবে আগামীর স্বপ্নরাঙ্গা ভোর।

10/08/2021

আরবী ভাষা কোর্স

জেনারেল ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যাচ
মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যাচ
বোনদের জন্যে আলাদা ব্যাচ

ক্লাশ শুরঃ ১৪ ই আগস্ট, শনিবার
ভর্তি চলবেঃ ১৪ই আগস্ট পর্যন্ত
কোর্স সময়কালঃ ৫ মাস
১০ আগস্ট থেকে ১৪ ই আগস্ট ফ্রি এবং প্রস্তুতিমূলক ক্লাশ

সময় রাত ৯.২০ মিনিটে
ক্লাশ জয়েনিং লিংক
👇
https://meet.google.com/swm-fyqo-kpx

ভাইদের জন্যে এ হোয়াটস অ্যাপ গ্রুপ
https://chat.whatsapp.com/C6NkJmDn5OOLg7kA7GmHTa

বোনদের জন্যে এ হোয়াটস অ্যাপ গ্রুপ
https://chat.whatsapp.com/IzwqYoi1L1l88rqwuzxKTu

প্রয়োজনেঃ+8801300472417

কোর্স ইন্সট্রাক্টর
মাহমুদুল হাসান
মাস্টার্স, আল ফিকহ ওয়া উসূলুল ফিকহ (অধ্যয়নরত)
আন্তর্জাতিক আসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM)
কামিলঃ হাদীস (Golden A+)

Meet Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

Want your school to be the top-listed School/college?

Telephone

Website