#কিশোরগঞ্জ টিটিসি #
★Agriculture Skill Assessment test (ASAT)
★JFT Basic (N4)
আলহামদুলিল্লাহ,
১৩/১২/২০২৩ খ্রি. কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জাপানিজ ভাষা কোর্সের ১ম ব্যাচের ছাত্র JFT Basic এবং Agriculture Skill Assessment test (ASAT) পাস করেছে, প্রাপ্ত নাম্বার = ২২১/২৫০
পরিচিতি
১। নাম: মিজানুর রহমান (১ম ব্যাচ)
গ্রাম: পাকুন্দিয়া ,কিশোরগঞ্জ ।
Kishoreganj TTC Japanese Department
Learn Japanese language course from Kishoreganj technical training center
কোন দেশের তৈরী ?
কিশোরগঞ্জ বাসি ,সুখবর সুখবর সুখবর
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হল
জাপানি ভাষা প্রশিক্ষণ নিন,বদলে যাবে আপনার দিন। জাপানি ভাষা শিখুন- দেশে বিদেশে কর্মসংস্থান গড়ুন ।
আপনার স্বপ্ন যদি হয় বিদেশগমন। তবে ভাষা শিখে ও নির্দিষ্ট কাজে দক্ষ হলে আপনার জন্য উন্মুক্ত আছে বিশ্বের উন্নত অর্থনীতির দেশ জাপান।
উন্নত জীবনব্যবস্থা ও নৈসর্গিক দৃশ্যে মন্ডিত জাপান এখন দুনিয়ার কাছে এক বিস্ময়। ভাষা শিখে জাপানে ক্যারিয়ার গড়ার অভূতপূর্ব সুযোগ এখন বাংলাদেশীদের সামনে।
সরকারী অর্থায়নে বিনা খরচে যেতে পারবেন জাপান। এছাড়াও স্কিলড ওয়ার্কার হিসেবেও ক্যারিয়ার বিল্ড করতে পারেন। যার জন্য প্রথম শর্ত জাপানিজ ভাষায় দক্ষ হওয়া।
ভাষা শিখতে যোগাযোগ করুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কিশোরগঞ্জ (সকাল ৯.০০ টা হতে ১.০০ টা ঘটিকা
জাপানিজ ট্রেড থেকে ফরম নেওয়া যাবে
ফরম নেওয়ার জন্য যোগাযোগ ০১৭৬৭২৪১৭৬৮
★ ভর্তি চলছে আসন্ন ব্যাচে। আজই ফর্ম সংগ্রহ করুন
দ্রুত ফর্ম সংগ্রহ করে জমা দিয়ে দেন ।
সদর উপজেলার মাঠে দৌড় টেষ্ট হবে সকাল ৮ টা বাজে
লোকেশন: উপজেলা পরিষদ, গাইটাল। (জেমিনি রোড দিয়ে ঢুকবেন)
বাণিজ্যিক প্রতিষ্ঠান
জাইকা
জেট্রো
সুজুকি
হোন্ডা
মিতসুবিশি
কাওয়াসাকি
তোসিবা
সেইকো
নিসান
শিমিজু
ফুজি
দাইহাৎসু
টয়োটা
ইজাকাইয়া
রোতোহ
আগামীকাল শেষ তারিখ ফরম জমা দেওয়ার
৩৯ টিটিসিতে ভর্তি চলতেছে। তার মধ্যে কিশোরগঞ্জ টিটিসি ও আছে
সকল জেলার ছাত্র-ছাত্রী। যোগ্যতা সম্পন্ন হলে সরাসরি ভর্তি করা হবে।
আর মাত্র ১০ দিন বাকি আছে
দ্রুত ফরম সংগ্রহ করে জমা দেন
যাদের ইচ্ছা আছে,
জাপানিজ ভাষা শিখার আগে জাপান সম্পর্কে ভাল মত জানার জন্য চেষ্টা করুন ,,
জাপানের শুধু স্কুলেই নয় সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার উপকরণগুলো উন্মুক্ত থাকে, শুধু মগো দেশেই পাইবেন না। অস্ত্র ছাড়া যুদ্ধ যেমন উপকরণ ছাড়া শেখানোটাও তেমন। হয়ত আপনি বলতে পারেন এভাবে দিয়ে রাখলে সবাই বাসায় নিয়ে যাবে, কিন্তু না, উল্টো ক্লাস শেষে তা গুছিয়ে যে যায়গায় ছিল সেই যায়গাই রাখা হয়। এগুলো তাদের ছোটা বেলা থেকে এমন ভাবে শেখানো হয় তা আমাদের কল্পনার বাইরে।
JLPT পরীক্ষার আগে একটা ডেমু পরীক্ষা নেওয়া হচ্ছে
আপনার স্বপ্ন যদি হয় বিদেশগমন। তবে ভাষা শিখে ও নির্দিষ্ট কাজে দক্ষ হলে আপনার জন্য উন্মুক্ত আছে বিশ্বের উন্নত অর্থনীতির দেশ জাপান।
উন্নত জীবনব্যবস্থা ও নৈসর্গিক দৃশ্যে মন্ডিত জাপান এখন দুনিয়ার কাছে এক বিস্ময়। ভাষা শিখে জাপানে ক্যারিয়ার গড়ার অভূতপূর্ব সুযোগ এখন বাংলাদেশীদের সামনে।
সরকারী অর্থায়নে বিনা খরচে যেতে পারবেন জাপান। এছাড়াও স্কিলড ওয়ার্কার হিসেবেও ক্যারিয়ার বিল্ড করতে পারেন। যার জন্য প্রথম শর্ত জাপানিজ ভাষায় দক্ষ হওয়া।
ভাষা শিখতে যোগাযোগ করুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কিশোরগঞ্জ (সকাল ৯.০০ টা হতে ২.০০ টা ঘটিকা
নিজ তলা (তথ্য কেন্দ্র থেকে ফরম নেওয়া যাবে)
★ ভর্তি চলছে আসন্ন ব্যাচে। আজই ফর্ম সংগ্রহ করুন
দ্রুত ফর্ম সংগ্রহ করে জমা দিয়ে দেন ।
সরাসরি জাপান থেকে সকাল ৮ টা বাজে শুরু হয় মিটিং । মিটিং শেষে সবাই মিলে ছবি …….,
Education system in Japan
কোরিয়ান ভাষা ভর্তি বিজ্ঞপ্তি
কিশোরগঞ্জ বাসি ,সুখবর সুখবর সুখবর
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হল
জাপানি ভাষা প্রশিক্ষণ নিন,বদলে যাবে আপনার দিন। জাপানি ভাষা শিখুন- দেশে বিদেশে কর্মসংস্থান গড়ুন ।
腕立 কিশোরগঞ্জ টিটিসির জাপানিজ ছাএদের পুশ আপ
জাপান জাতিসংঘ, জি-৭, জি৮ ও জি২০ গোষ্ঠীগুলির সদস্য। এই রাষ্ট্রটি একটি মহাশক্তিধর রাষ্ট্র। নামমাত্র মোট আভ্যন্তরিণ উৎপাদন অনুযায়ী জাপান বিশ্বের ৩য়-বৃহত্তম অর্থনীতি এবং ক্রয়ক্ষমতার সাম্য অনুযায়ী ৪র্থ-বৃহত্তম অর্থনীতি। এছাড়া জাপান বিশ্বের ৫ম-বৃহত্তম রফতানিকারক এবং ৫ম বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র।
কিশোরগঞ্জ টিটিসি কোথায় ? উওর ঃকাটাবাড়িয়া (বড়পুল থেকেএকটু সামনে )
এখানে জাপানিজ ভাষা এবং কোরিয়ান ভাষা পাশাপাশি অন্য কাজ ও শিখতে পারবেন
“Application from “ দেওয়া হবে ১২ তারিখ থেকে
টাকা টাকা চিন্তা না করে দক্ষ হওয়ার চিন্তা করুন । টাকা একসময় ইনকাম করবেন। এখন চাকরি করলে ৩০ হাজার টাকা পাবেন ২ বছর পর চাকরি করলে মাসে ১ লক্ষ টাকার উপর ইনকাম করবেন। কোন টা ভাল ?
খুব শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ।ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা হবে , ৩ কিলোমিটার দৌড় ,পুশ আপ 35 টা , সিট আপ 35 টা
জাপানি ভাষা প্রশিক্ষণ নিন,বদলে যাবে আপনার দিন। জাপানি ভাষা শিখুন- দেশে বিদেশে কর্মসংস্থান গড়ুন। সকল জেলার ছাত্র ছাত্রীদের ভর্তির সুযোগ রয়েছে। অল্প খরচেই মনোরম পরিবেশে আবাসিক সু-ব্যবস্থা । কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ,কিশোরগঞ্জ
জাপানি ভাষায় কথোপকথন
(2)রবিন আব্বাছ
(29)মোঃমনিরুজ্জামান মুকুল
মোবারক হোসেন
তনয়
会話 第7課
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ,কিশোরগঞ্জ
জাপানি ভাষায় কথোপকথন
(2)রবিন আব্বাছ
(29)মোঃমনিরুজ্জামান মুকুল
会話 第6課
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ,কিশোরগঞ্জ
জাপানি ভাষায় কথোপকথন
(2)রবিন আব্বাছ
(29)মোঃমনিরুজ্জামান মুকুল
মোবারক হোসেন
ছোঁয়া
会話 第5課
 vehicle name 乗り物の名前
বাংলাদেশে ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড(বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন(অতিরিক্ত সচিব)
কিশোরগঞ্জ টিটিসিতে পরিদর্শন করেন , এই সময় জাপানিজ এবং কোরিয়ান ছাত্রদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। কিভাবে ভাষাটা আর ভালো ভাবে শেখা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ছাত্রদের ।অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে আর উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম স্যার, মিজানুর রহমান স্যার ,অন্তর স্যার,দেলোয়ার হোছাইন স্যার,...
SSW হওয়ার যোগ্য পেশার ১২ টি বিভাগ
আপনি নিম্নলিখিত ১২ টি বিভাগে SSW হিসাবে জাপানে কাজ করতে পারবেন। নিম্নলিখিতগুলির মধ্যে, "মেটেরিয়ালস ইন্ডাস্ট্রি", "ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ম্যানুফ্যাকচারিং", এবং "ইলেকট্রিক্যাল /ইলেকট্রনিক ইনফরমেশন ইন্ডাস্ট্রি" ২০২২ সালের মে মাসে একটি ক্ষেত্রে একত্রিত করা হয়েছিল।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ,কিশোরগঞ্জ
জাপানি ভাষায় কথোপকথন
(2)রবিন আব্বাছ
(29)মোঃমনিরুজ্জামান মুকুল
মোবারক হোসেন
会話 第4課
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ,কিশোরগঞ্জ
জাপানি ভাষায় কথোপকথন
(2)রবিন আব্বাছ
(29)মোঃমনিরুজ্জামান মুকুল
মোবারক হোসেন
会話 第3課
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ,কিশোরগঞ্জ
জাপানি ভাষায় কথোপকথন
(2)রবিন আব্বাছ
(29)মোঃমনিরুজ্জামান মুকুল
会話 第2課