Patuakhali Tuition Media

Patuakhali Tuition Media

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Patuakhali Tuition Media, Education, .

Operating as usual

03/10/2021

Tutor wanted ...

Sub: English
Class: 7
Location: Sabujbagh, 4 no lane, Patuakhali Sadar
Days: 5
Teacher: Female (Experienced)

Contact with us ...

20/07/2021
19/05/2021

আল-আক্বসা মসজিদের ইমাম চিৎকার করে বলছেন,
" হে আল্লাহ, তুমি তো সবকিছু দেখছো। তারা মসজিদে প্রবেশ করবে মৃত লাশের উপর দিয়ে। হে আল্লাহ,হয় আমরা না হয় তারা! আক্বসা আমাদের,আক্বসার প্রতি তাদের কোনো অধিকার নেই।"
আল-আক্বসা, মুসলমানদের প্রথম কিবলা। কিভাবে মুসলমানরা ছেড়ে দেবে এই ভূমি? শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবে তারা।
আল-আক্বসা, যে পবিত্র ভূমির কথা আল্লাহ নিজে বর্ণণা করেছেন পবিত্র কুরআনে। সেই ভূমি কিভাবে পথভ্রষ্টদের হাতে তুলে দেবে মুসলমানরা?
আল্লাহ নিজে প্রতিজ্ঞা করেছেন, " কেউ অণু পরিমাণ সৎ কর্ম করলে তার প্রতিদান পাবে। কেউ অণু পরিমাণ অসৎ কর্ম করলে তার প্রতিদান ও পাবে।" আল্লাহ তার প্রতিজ্ঞা রাখবেন কারণ নিশ্চয়ই উনি শ্রেষ্ঠ ওয়াদা রক্ষাকারী।
মসজিদুল আক্বসার দিকে যারা গুলি ছুড়েছে,তারা ধ্বংস হোক। নিষ্পাপ শিশুদের রক্তে মসজিদ রক্তাক্ত করেছে যারা, তাদের মৃত্যু হোক অমানবিক যন্ত্রণায়।
আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। সবাইকেই তার একদিন তার কর্মফল ভোগ করতেই হবে!
হে আল্লাহ, রক্ষা করো তোমার ঘর। হে আল্লাহ, রক্ষা করো তোমার অসহায় বান্দাদের।
হে মহামহিম মহাশক্তিধর আল্লাহ,রহম করো সবার উপর। আমাদের ক্ষমা করো, আমাদের রক্ষা করো।
তুমি তো সব দেখছো, তুমি তো সব জানো।
আমাদের উপর দয়া করো, প্রভু।
©️collected

















19/05/2021

I am from Bangladesh and I stand with Palestine...












06/03/2021

শুধুমাত্র গার্ডিয়ানদের জন্য এই পোষ্টটি
শিক্ষক চান?☺☺☺
আমাদের কাছ থেকে কেন শিক্ষক নিবেন?😃😃যে কোন বিষয়ের শিক্ষক পাবেন আমাদের কাছে😍😍
১। একমাত্র আমরা আপনার চাহিদা অনুযায়ী শিক্ষক খুজে দেই।
২। অনেক গুলা সিভি একত্রিত করে আপনাদের কে পাঠানো হয়।যার জন্য আপনি নিজেই নিজের সন্তানের জন্য উপযুক্ত কাউকে বেছে নেন।
৩। প্রত্যেক শিক্ষককে তার মার্কশিট এবং স্টুডেন্ট আইডি দিতে হয় যাতে আমরা তার সম্পর্কে সুষ্ঠ ধারনা পাই।
তাই আপনার সন্তানের জন্য শিক্ষক খুজতে আমাদেরকে ফোন করুন।আপনার চাহিদা অনুযায়ী আপনার বাসায় পৌঁছে যাবে শিক্ষক।
তাই আর দেরি না করে শিক্ষকের জন্য আমাদের ফোন করুন।
ফোনঃ01835242441/01852043107

26/01/2021

teacher wanted
Location:Govt College
Class : inter 2st year
subject : English
salary & days : 3000/3 days
Student :3 jon(female)

08/01/2021

শিক্ষক দরকার।
৫ম শ্রেণীর শিক্ষার্থী।
গণিত ও ইংরেজি সহ সকল বিষয়।
স্থান : পুরাতন বাজার (ফৌজদারি পোল)
(বেতন আলোচনা সাপেক্ষ)

বি:দ্র: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যয়নরতরা অগ্রাধিকার পাবেন

01/01/2021

টিউশনি....
৫ম শ্রেণীর ছাত্র।
বাসা চরপাড়া।
সপ্তাহে ছয় দিন পড়াতে হবে।সকল সাবজেক্ট।

বেতন আলোচনা সাপেক্ষ।

আগ্রহীরা যোগাযোগ করুন আমাদের সাথে।
মোবাইল: 01835242441

01/01/2021

পটুয়াখালী টিউশন মিডিয়ার মাধ্যমে প্রথম টিউশনি প্রাপ্ত হয়েছেন সোহেল রানা (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

31/12/2020

Happy new year🎈🎈🎈

27/12/2020

👮

10/12/2020

Male teacher wanted
Location:P.T.l road,patuakhali
Class : inter 1st year
subject : economics,bangla,ict
salary & days : 2500/4 days
Contact : 01852043107/msg করতে পারেন
Note: করোনার ছুটি পর্যন্ত।

09/12/2020

পটুয়াখালী টিউশন মিডিয়া

আসসালামু আলাইকুম ,
পটুয়াখালীতে প্রথমবারের মত আমরা চালু করেছি টিউশন মিডিয়া। যারা টিউশনি করাবেন এবং যাদের টিউটর প্রয়োজন, উভয়ের জন্যই এই প্লাটফর্ম।

প্রিয় শিক্ষক/ শিক্ষিকা/অভিভাবক/ শিক্ষার্থী ,
প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের জন্য বাসায় গিয়ে পড়ানোর জন্য অভিজ্ঞ টিচার খুঁজছেন? (বাংলা ও ইংলিশ মিডিয়াম উভয়ই)
আমরাই প্রথম পটুয়াখালীতে সেবা ও অভিজ্ঞ টিচার দিচ্ছি
তাই আপনার সন্তানের Intensive Care এর জন্য আমরা টিউটর সেবা দিয়ে যাচ্ছি

আমাদের সেবাসমূহ :
পছন্দ অনুযায়ী পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী সরকারি কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানের ছাত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক (Male/Female) প্রধান করা হয়
একটি ফ্রি demo/ trial class এর মাধ্যমে টিউটর সিলেকশন!
যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা!
তাই আর দেরি না করে Online/ Home Teaching টিউটর পেতে আমাদের কল করুন অথবা রেজিষ্ট্রেশন ফর্মটি পূরন করুন ঘরে বসেই আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করুন।

শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফর্ম লিংকঃ https://docs.google.com/forms/d/1McLjQ6AhDVOUe2_MQleKjU7fgxBU9lcbctN1Pcg2YmE/edit

শুভকামনায়- পটুয়াখালী টিউশন মিডিয়া

সম্মানিত শিক্ষক/শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করছি। পটুয়াখালী টিউশন মিডিয়ার নিয়মাবলী.....

১।টিউশন পেতে প্রথমে রেজিষ্ট্রেশন ফর্মটি পূরন করুন(সত্য ও সঠিক তথ্য দিন)
২।পেইজে দেওয়া টিউশন অফার দেখে message করুন।
৩।নিজ ID থেকে message করুন
৪। মাসিক স্যালারী যদি ২০০০ বা এর বেশি হয় সেক্ষেত্রে মিডিয়া ফি ৫০℅ গ্রহণ করা হবে(এক বার)।(টিউশন গ্রহন করার ১০ দিনের মধ্যে)
৫। টিউশনির ১ম মাস পর্যন্ত (বেতন পাওয়ার পূর্ব পর্যন্ত) গার্ডিয়ানের কোন ভূল বা ইচ্ছাকৃতভাবে কোন কারণ ছাড়া গার্ডিয়ান টিচারকে টিউশনিতে না রাখলে সেক্ষেত্রে বিবিধ খরচ কর্তন করে বাকি সম্পূর্ণ টাকা ফেরত দেয়া হবে
৬। টিচারের কোন ভূলের কারণে টিউশনি বাতিল হলে আমরা কোন দায়িত্ব নেই না। যেমনঃ টিচার টিউশনিতে অনিয়মিত থাকলে, টিচার ইচ্ছাকৃতভাবে টিউশনি ছেড়ে দিলে বা পড়াতে না চাইলে, টিচার যদি পড়াতে না পারে, কোন গাইড বই বা নোট খাতা দেখে গণিত বা অন্য কোন বিষয় পড়ালে। এই সকল বিষয়ে যদি টিউশনি বাতিল হয় তাহলে পটুয়াখালী টিউশন মিডিয়া কোন দায়িত্ব নেবে না। আমরা আমাদের গ্রুপের সম্মানিত শিক্ষক/শিক্ষিকাদের সহযোগিতা কামনা করি।

শিক্ষক/শিক্ষিকা রেজিস্ট্রেশন ফর্ম লিংকঃ https://docs.google.com/forms/d/1hb4GY1g92n36lJPvTUG0yF92RjJZe6Uq5wcX7jaVAow/edit

নিবেদক.... পটুয়াখালী টিউশন মিডিয়া

যোগাযোগ ঃ ০১৮৩৫২৪২৪৪১
০১৮৫২০৪২১০৭

Want your school to be the top-listed School/college?

Telephone

Website