আমার সকল ছাত্র-ছাত্রীদের পবিত্র ঈদ -উল মুবারক।
Quadrant Coaching Centre
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quadrant Coaching Centre, Education, .
Operating as usual
আমি বারবার হেরে যাচ্ছি। জীবনের প্রত্যেকটা মুহূর্তই মনে হয় আমি পরাজিত।জীবনে এত সংগ্রাম এত কিছু করলাম তারপরেও মনে হয় যেন কোথাও আমার জয় নেই।জীবনের প্রত্যেকটা জায়গাতেই আমি হেরে যাই, খারাপটাই আমার ভাগ্যে থাকে।কোথাও তৃপ্তি পাচ্ছি না আমি।আমার জীবনে অনেক মানুষকে আমি অন্ধের মত বিশ্বাস করেছি বিনিময়ে সে আমার অনেক ক্ষতি করেছে।যেখানেই মনে হয় ভালো থাকবো কিন্তু সেখানে ভালো রাখার মানুষগুলো কেউ ভালো রাখে না।
বারবার মনে হয় আমি নিঃস্ব, রিক্ত আমি নিজেকে দেবার মতো কিছুই অবশিষ্ট আর নেই আমার। সময় আর কখনোই আমার পক্ষে আসবেনা হায়াতের বাকি সময়টুকু সে আমার উপর প্রতিশোধ নিয়েই যাবে। সময়ের প্রতিশোধ যে কত ভয়ানক তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।
স্কেল সম্পর্কে কিছু অংক।
১।
২।একটি সিলিন্ডার এর দৈর্ঘ্য ও এর ব্যাস সমান। দৈর্ঘ্য মুল স্কেলে 12cm এবং ভার্নিয়ার স্কেলে পাঠ 0.5cm সিলিন্ডারের আয়তন কত? [1374.2066cm3]
৩।একটি গোলকের ব্যাস মাপার ক্ষেত্রে মুল স্কেলের পাঠ12 সেন্টিমিটার পাওয়া গেল। ভার্নিয়ার সমপাতন 12এবং ভার্নিয়ার ধ্রুবক 0.005cm। গোলকের আয়তন কত?[918.42 cm3]
৪।একটি দন্ডকে স্লাইড ক্যালিপার্সের স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধানের স্কেল5cm,ভার্নিয়ার সমপাতন 2 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1mm। দন্ডটির দৈর্ঘ্য কত?[5.2cm]
৫।একটি সিলিন্ডারের ব্যাস মাপার ক্ষেত্রে আয়তন 9m3 ও দৈর্ঘ 7/22 এর ব্যাস কত?

পদার্থ ১ম অধ্যায়

প্রস্তুতিমুলক পরীক্ষা ০৩ এর রুটিন।

গণিত ব্যাচ এর জন্য মাস্টার প্লান

প্রস্তুতিমুলক পরীক্ষা ০২ এর ফলাফল
১ম স্থান অধিকারী দীপ
২য় স্থান অধিকারী সমিও চক্রবর্তী
৩য় স্থান অধিকারী রনক
প্রধান শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চিঠি
মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন - এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন - সব মানুষই ন্যায়-পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন, প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন, পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান।
এও তাকে শেখাবেন, কীভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কীভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দুরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই এ কথা বুঝতে শেখে - যারা পীড়নকারী তাদেরকে সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন।
আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপর তার যেন সু-মহান আস্থা থাকে। এমন কি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে-মাতাল জনতার পদাংক অনুসরণ না করার।
সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে - যেন ভালটাই শুধু গ্রহণ করে এ শিক্ষা তাকে দিবেন। সে যেন শিখে, দুঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই, এ কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম, তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে, আর অতিরিক্ত আরাম - আয়েশ থেকে সাবধানে থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়।
আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন তাঁর সাহসী ধৈর্য্য। তাকে এ শিক্ষাও দেবেন - নিজের প্রতি তার যেন সু-মহান আস্থা থাকে আর তখনই তার সু-মহান আস্থা থাকবে মানবজাতির প্রতি।
আপনার বিশ্বস্ত আব্রাহাম লিংকন।

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমুলক পরীক্ষা-০২ এর বাংলা ১ম পত্রের ফলাফল।
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি মূলক পরীক্ষা(০২) এর ফলাফল।
উচ্চতর গণিত
দীপ=২৫+১৪=৯০%(১ম)
অন্তু=২২+১৩=৮৩%(৩য়)
আঃরহমান =২১+১৩(০০)=৬০%
পিয়াস=১৮+১৩=৭৬%
আদিল=১৫+০৬=৬০%
রবিউল =২৩+০৯=৭৮%
রেশমী =২৩+০৯=৭৮%
শ্রাবণী =১৬+১১=৭০%
রাব্বি =০৮(অকৃতকার্য) +০৮=
রিফা=১৯+১৪=৮০%
জিয়াসা=১৮+১৩=৭৭%
মুনতাহা =২০+১২=৭৮%
শাহানা=১৫+১২(০০)=৫০%
রনক=২৪+১৪=৮৮%(২য়)
নাইস=০৪(অকৃতকার্য)

পদার্থ (রচনামুলক)
মুনতাহা=৭৫
রনক=৯১
লিশা=৭৫
রাব্বী=৭৫
অন্তুু=৮৬
রবিউল=৭৮
রিফা=৮৩
জিয়াসা=৯৩
রেশমি=৮৫
সাথী=৮১
আদিল=৭৮
আঃরহমান=অনু
নাইস=৬৫
জিয়েম=৭৮
দীপ=৮৫
শ্রাবণী =৮০
আঁখি =৯৩
রাইছা=৭৫
জীব বিজ্ঞান
মুনতাহা=৭৬%
রনক=৯৬%
লিশা=৮৫%
রাব্বী=৯০%
অন্তুু=৯৫%
রবিউল=৭৮%
রিফা=৮৬%
জিয়াসা=৮৩%
রেশমি=৮৫%
সাথী=৮৫%
আদিল=৮৭%
আঃরহমান=অনু
নাইস=৯১%
জিয়েম=অনু
দীপ=৯৫%
শ্রাবণী =৮১%
আঁখি =৯০%
রাইছা=৭০%
গণিত
মুনতাহা=
রনক=৯৬%
লিশা=৬০%
রাব্বী=৭৪%
অন্তুু=৭২%
রবিউল=৬১%
রিফা=৯৪%
জিয়াসা=৯৪%
রেশমি=৮৯%
সাথী=৭২%
আদিল=৭৪%
আঃরহমান=৬৭%
নাইস=৭৪%
জিয়েম=৭৬%
দীপ=৭৮%
শ্রাবণী =৮১%
আঁখি =৯৪%
২৬শে মার্চ: মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস
বাংলাদেশ | ২৫/০৩/২০২২
২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস৷ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই দিনে জাতি স্মরণ করছে বীর শহিদদের৷ স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস৷
১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল৷ বাংলাদেশিদের স্বাধীকার আন্দোলন, এমনকি জাতীয় নির্বাচনের ফলাফলের আইনসঙ্গত অধিকারকেও রক্তের বন্যায় ডুবিয়ে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করেছিল সারাদেশে গণহত্যা৷ সেইরাতে হানাদাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল, শিক্ষকদের বাসা, পিলখানার ইপিআর সদরদপ্তর, রাজারবাগ পুলিশ লাইনে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে হত্যা করে অগণিত নিরস্ত্র দেশপ্রেমিক ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের৷ পাকহানাদার বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক গণকবর খুঁড়ে সেখানে শত শত লাশ মাটি চাপা দিয়ে তার ওপর বুলডোজার চালায়৷ নগরীর বিভিন্ন স্থানে সারারাত ধরে হাজার হাজার লাশ মাটি চাপা দেয়া হয়৷ পুরানো ঢাকার বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হয় নিহতদের লাশ৷
বঙ্গবন্ধু ঘোষিত বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হ্যান্ডবিল আকারে ইংরেজি ও বাংলায় ছাপিয়ে চট্টগ্রামে বিলি করা হয়৷ আওয়ামী লীগের শ্রম সম্পাদক জহুর আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের ইপিআর সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন স্থানে ওয়্যারলেস মারফত পাঠানোর ব্যবস্থা করেন৷ চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান দুপুর ২টা ১০ মিনিটে এবং ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম বেতার থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন৷
২৬শে মার্চ ঢাকা সেনানিবাসের ভেতরে আদমজী কলেজ থেকে বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্ল্যাগ স্টাফ হাউজে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁকে সারাদিন আটক রেখে সন্ধ্যায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়৷ সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্রে ৮৭০ কিলোওয়াট ট্রান্সমিটার থেকে এই বেতারকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমেই মুক্তিযুদ্ধকে সংগঠিত করা হয়৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণাভিত্তিক তারবার্তার আদলে স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত অনুষ্ঠান ২৬শে মার্চ কালুরঘাট থেকে সম্প্রচার করেন এম এ হান্নান, সুলতানুল আলম, বেলাল মোহাম্মদ, আবদুল্লাহ আল-ফারুক, আবুল কাশেম সন্দ্বীপ, কবি আবদুস সালাম এবং মাহমুদ হাসান৷
১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ৷ ২৫শে মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশিরা এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে৷ ঐ রাতেই তৎকালীন পূর্ব বাংলার পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর সদস্যরা শুরু করে প্রতিরোধ যুদ্ধ, সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ৷ ৯ মাসের যুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা৷ জন্ম হয় বাংলাদেশের৷
ইতিহাসের দায় শোধ
স্বাধীনতার ৫০বছর পর এসে কিছুটা ভারমুক্ত হয়েছে জাতি৷ যারা একসময় মন্ত্রী হয়ে গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, যারা অনেক বছর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রেবিন্দুতে ছিলেন, সেইসব যুদ্ধাপরাধীদের কারুর বিচার হয়েছে, কারও কারও বিচার চলছে৷ এ পর্যন্ত ছ'জন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে৷ এরা হলেন কাদের মোল্লা, কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী এবং মীর কাসেম আলী৷ কারাভোগ করার সময় মৃত্যু হয়েছে দু'জনের৷ ট্রাইব্যুনালে ২২ জনের রায় হয়েছে, এদের মধ্যে চারজন পলাতক৷ চূড়ান্ত রায় হয়েছে ১১ জনের৷ ১৩ জনের বিচার এখনও প্রক্রিয়াধীন৷
২০০৮ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ৷ তাদের অন্যতম নিবাচনি অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধের বিচার৷ শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়৷ বাংলাদেশের স্বাধীনতার ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়৷ মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়৷
কাদের মোল্লার মৃত্যুদণ্ড
১২ই ডিসেম্বর ২০১৩৷ এ দিন রাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার মৃত্যুদণ্ডই বাংলাদেশে প্রথম কার্যকর হওয়া যুদ্ধাপরাধীর শাস্তি৷
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড
সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ বিচারকের মত অনুযায়ী, কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখে আপিল বিভাগ৷ ২০১৫ সালের ১১ই এপ্রিল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলি আহসান মোহাম্মদ মুজাহিদে — এই দু'জনকে ২২শে নভেম্বর ২০১৫ শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে পাশাপাশি দু'টি মঞ্চে ফাঁসি কার্যকর করা হয়৷
মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির ও একাত্তরের বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত বছরের ১১ই মে রাত ১২টা ১ মিনিটে৷
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড
২০১৬ সালের ৩রা সেপ্টেম্বর রাতে কার্যকর হয় চট্টগ্রামের কসাই মীর কাসেম আলীর ফাঁসি৷ জামায়াতের প্রধান অর্থ যোগানদাতা মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল৷
১।দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ লেখার নিয়মাবলী লিখ।
২।পাঁচটি রাজ্যের নাম লেখ।
৩।শ্রেণিবিন্যাসের ধাপ গুলো লিখ।
৪।শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা আলোচনা করো।
৫।মানুষের শ্রেণীবিন্যাস করো।
৬।মনেরা রাজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
৭।প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
৮।ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
৯।অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
২য় অধ্যায়ঃ
১০।আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ কি?এই কোষ কোথায় কোথায় পাওয়া যায়?
১১।প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ কি?এই কোষ কোথায় কোথায় পাওয়া যায়?
১২।দেহ কোষ ও জনন কোষ বলতে কি বুঝায়?
১৩।একটি উদ্ভিদ কোষ এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।
১৪।একটি প্রাণী কোষ এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।
১৫।প্রোটোপ্লাজম ও কোষঝিল্লি কি?
১৬।মাইটোকন্ড্রিয়া কি?এর গঠন আলোচনা করো।
১৭।ক্লোরোপ্লাস্ট এর গঠন চিত্রসহ আলোচনা কর।
১৮।ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট কি?
১৯।গলজি বস্তু কি? এর গঠন আলোচনা কর।
২০।এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি?এর প্রয়োজনীয়তা কি?
#ঘুড্ডি_ফাউন্ডেশন_শিক্ষা_বৃত্তি
#এডমিশন_কোচিং_এবং_হোস্টেল_বৃত্তি
(শুধুমাত্র এইচ.এস.সি. ২০২২ পরীক্ষার্থীদের জন্য)
*** বিজ্ঞান, মানবিক এবং ব্যাবসা বিভাগ
*** ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাবি (ক, খ, গ)
ঘুড্ডি ফাউন্ডেশন এবং বর্ণ এডমিশন কেয়ারের যৌথ সহযোগিতায় ৮১০ জন এইচ.এস.সি. / সমমান ২০২২ পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় / মেডিকেল ভর্তি কোচিং এর সুযোগ প্রদান করা হবে।
আর্থিকভাবে স্বচ্ছল-অস্বচ্ছল যে কেউ আবেদন করতে পারবে।
এটি ঘুড্ডি ফাউন্ডেশনের ১০ম ব্যাচ।
১। বৃত্তি পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলীঃ
* এইচএসসি পরীক্ষার্থী ২০২২ হতে হবে
* এসএসসি সর্বনিম্ন জিপিএঃ ৪.০০ (বিজ্ঞান/মানবিক/ব্যবসা)
* বৃত্তি দেওয়া হবেঃ মেডিকেল+ম্যাথ, ইন্জিনিয়ারিং+বায়ো, ঢাবি ক, খ, গ ইউনিটে।
* বৃত্তি #পরীক্ষাটি_অফলাইনে হবে।
* এম সি কিউ এক্সাম হবে।
* ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
* প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে।
২. পরীক্ষার তারিখ এবং সময়
#পরীক্ষাঃ ১১ মার্চ ২০২২.
পরীক্ষার সময়ঃ সকাল ১০ টা
৩. পরীক্ষার কেন্দ্রঃ
৬৪ জেলার ৭৩ টি কেন্দ্রে একই সাথে পরীক্ষা হবে। সব জেলায় ১ টি করে পরীক্ষার কেন্দ্র হবে।
তবে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমিরহাট জেলায় মোট ১২ টি উপজেলায় এবং পঞ্চগড়ে ২ টি উপজেলার কেন্দ্রে পরীক্ষা হবে।
(এই তালিকা পাওয়া যাবে অনলাইনে আবেদনের সময়)
** প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ২০০ জন (বিজ্ঞান, মানবিক, ব্যাবসা শাখা মিলিয়ে ) পরীক্ষা দিতে পারবে।
** মোটঃ সর্বাধিক ১৪,৬০০ জন পরীক্ষা দিতে পারবে ৭৩ টি কেন্দ্রে সারা দেশ হতে।
** পরীক্ষার কেন্দ্র কোন স্কুল/কলেজে পড়বে সেটি পরীক্ষার ৭ দিন আগে sms করে দেওয়া হবে।
৪. বৃত্তির জন্য রেজিস্ট্রেশন করার নিয়ম
SMS/অনলাইন লিংক দিয়ে বৃত্তির জন্য যে কোন এক ভাবে একবার আবেদন করতে হবে।
(সবাইকে অনলাইনে আবেদন করার বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সে এক্সাম সেন্টার নিজেই সিলেক্ট করে দিতে পারে এবং তার রেজিস্ট্রেশনটি সফল ভাবে সাবমিট হয়েছে কিনা, সেটিও সাথে সাথেই সে ওখানেই দেখতে পারবেঃ
"আপনার আবেদনটি সফল ভাবে জমা হয়েছে")
অনলাইনে রেজিস্ট্রেশনের লিংকঃ
লিংক ১:
testmoz.com/10324618
লিংক ২: http://ghuddi.org/HSC2022_apply.html
(যে কোন একটি লিংক ইউজ করে একবার আবেদন করলেই হবে)
:
নিচের ফরমেটে SMS টি পাঠিয়ে দিতে হবে 01322882400 নাম্বারে।
HSC Batch 2022? (Yes/No):
Name:
College Name:
College District:
Student Mobile Number:
SSC Roll:
SSC GPA:
HSC Group (Science/Arts/Commerce):
Family Occupation:
*** রেজিস্ট্রেশন করার ৭ দিনের মধ্যে রোল sms করে দেওয়া হবে।
১ম বার রোল পাওয়ার পরে হারিয়ে ফেললেও সমস্যা নেই। পরীক্ষার ঠিক ৭ দিন আগে আবারও রোল sms করা হবে।
#আবেদনের_শেষ_তারিখঃ নির্দিষ্ট কোন তারিখ নেই। ১৪,৬০০ আবেদন জমা পড়লেই আবেদন জমা নেওয়া অফ করে দিবে ঘুড্ডি ফাউন্ডেশন।
৫। স্কলারশিপ টাইপঃ মোট বৃত্তিঃ ৮১০ জন। সাইন্স,আর্টস, কমার্স এর কোন সেক্টরে কত জন দিবে বৃত্তি, সেটি আগে থেকে নির্ধারিত নয়।
#বৃত্তি_ক্যাটাগরিঃ
এ ক্যাটাগরিঃ
৮০ জন পাবে নিচের সুবিধাসমুহঃ
৪ মাস ঢাকায় থাকা-খাওয়া খরচ, বর্ণ এডমিশন কোচিং।
বি ক্যাটাগরিঃ
৩২০ জন পাবে ১০০% এডমিশন কোচিং বৃত্তি। কোচিং করানো হবে বর্ণ এডমিশন কেয়ারে।
সি ক্যাটাগরিঃ
৪১০ জন পাবে ৫০% এডমিশন কোচিং বৃত্তি। কোচিং করানো হবে বর্ণ এডমিশন কেয়ারে।
কোচিং ইউনিট: মেডিকেল + ম্যাথ, ইঞ্জিনিয়ারিং + বায়োলজী, ঢাবি (ক,খ,গ)
বৃত্তি প্রাপ্তদের কোচিং করানো হবেঃ #বর্ণ_এডমিশন_কেয়ারে
৬। ঘুড্ডি বৃত্তি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টনঃ
* সিলেবাসঃ
বিজ্ঞান বিভাগ-
এইচ এস সি ২০২২ অনুসারে অনুসারে পদার্থ, রসায়ন, গণিত, বায়োলজী এর শর্ট সিলেবাস
মানবিক বিভাগ -
বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এবং ইংরেজি ১ম পত্র (সাহিত্য) শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ, ইংরেজি গ্রামার এবং সাধারণজ্ঞান সম্পূর্ণ সিলেবাস।
ব্যবসায় শিক্ষা বিভাগ -
বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এবং ইংরেজি ১ম পত্র (সাহিত্য) শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ এবং ইংরেজি গ্রামার সম্পূর্ণ সিলেবাস।
একাউন্টিং, ম্যানেজমেন্ট -- শর্ট সিলেবাস।
* পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ১০০
মোট MCQ - ১০০.
বিজ্ঞান বিভাগঃ (১.৫ ঘন্টা).
পদার্থ ২৫, রসায়ন ২৫, জীব ২৫, গণিত ২৫.
মানবিক বিভাগঃ (১ ঘন্টা).
বাংলা ২৫, ইংরেজী ২৫, সাধারণজ্ঞান ৫০.
ব্যবসায় শিক্ষা বিভাগঃ (১ ঘন্টা)
বাংলা ২৫, ইংরেজি ২৫, হিসাববিজ্ঞান ২৫, ব্যবস্থাপনা ২৫
#নির্বাচন_পদ্ধতি
ঘুড্ডি ফাউন্ডেশন বৃত্তি অন্যান প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষা বৃত্তির মত নয়।
আমরা ভাল এবং সৎ মানুষ খুজি। তাই আবেদনের সময় মিথ্যা তথ্য আশা করি না।
এই বৃত্তি যাকেই দেওয়া হয়, নিশ্চিত করা হয় সে যেন প্রতিষ্ঠিত হতে পারে।
তাই বৃত্তির জন্য নির্বাচনের পূর্বে কঠোর ভাবে নিম্নোক্ত ধাপ অনুসরন করা হয়।
এবং নির্বাচিতদের কঠোর নিয়মকানুনের মধ্যে দিয়ে পড়াশুনা নিয়ন্ত্রন করা হয়, যাতে কোন ছাত্র/ছাত্রী বিশ্ববিদ্যালয়/মেডিকেলে ভর্তি হতে ব্যার্থ না হয়।
বৃত্তির জন্য মোট নাম্বার ১৫০.
এর মধ্যে ১০০ নাম্বারের MCQ পরীক্ষা।
বাকি ৫০ নাম্বারের মার্কিং করা হবে পরীক্ষার হলে ছাত্র/ছাত্রী কর্তৃক
#জমাকৃত_নিচের_ডকুমেন্টের_উপর।
** ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
** SSC মার্কশীট অথবা ইন্টারনেট হতে প্রাপ্ত মার্কশীটের ফটোকপি।
** কোন ছাত্র/ছাত্রী যদি নিজ কলেজে ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা কলেজের মধ্যে মেধাস্থান ১-১০ এর মধ্যে থাকে, তাহলে সেটির প্রমানপত্রের ফটোকপি পরীক্ষার হলে জমা দিতে হবে। সেই পেপারে অবশ্যই কোন একজন কলেজ শিক্ষকের নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে। স্যারের সাথে কথা বলে ঘুড্ডি এর সত্যতা যাচাই করবে।
** একটি কাগজে নিজ নিজ কলেজের অধ্যক্ষ ও পছন্দের যে কোন ১ জন স্কুল/কলেজের একজন শিক্ষকের নাম, মোবাইল নাম্বার লিখে আনতে হবে পরীক্ষার হলে আলাদা ভাবে।
** কমের পক্ষে ৪ (চার) পেইজের একটি আবেদন পত্র বাসা হতে নিজ হাতে লিখে এনে পরীক্ষার হলে জমা দিতে দিবে।
যেখানে

2022 সালের পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর রুটিন।

যৌগমূলক এর চার্ট
২০২২ সালের পরীক্ষার্থীদের যে মডেল টেস্ট নেয়া হচ্ছে।তার ১ম তিনজনকে পুরস্কৃত করা হবে।
১ম পুরস্কারের মুল্যমান=৫০০৳
২য় পুরস্কারের মুল্যমান=৩০০৳
৩য় পুরস্কারের মুল্যমান=২০০৳
সকল পরীক্ষায় অংশগ্রহণকারীর জন্য রয়েছে সৌজন্য পুরস্কার।
বিঃদ্রঃ কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকলে তার মেধাক্রম গ্রহণযোগ্য নয়।

৯.৫.২ লবন

৩.৫ এর কিছু টেকনিক
২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান প্রশ্ন।
পরীক্ষা নেয়া হবে আগামী ৫/০৩/২০২২
১।দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ লেখার নিয়মাবলী লিখ।
২।পাঁচটি রাজ্যের নাম লেখ।
৩।শ্রেণিবিন্যাসের ধাপ গুলো লিখ।
৪।শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা আলোচনা করো।
৫।মানুষের শ্রেণীবিন্যাস করো।
৬।মনেরা রাজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
৭।প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
৮।ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
৯।অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
২য় অধ্যায়ঃ
১০।আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ কি?এই কোথায় কোথায় পাওয়া যায়?
১১।প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ কি?এই কোথায় কোথায় পাওয়া যায়?
১২।দেহ কোষ ও জনন কোষ বলতে কি বুঝায়?
১৩।একটি উদ্ভিদ কোষ এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।
১৪।একটি প্রাণী কোষ এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।
১৫।প্রোটোপ্লাজম ও কোষঝিল্লি কি?
১৬।মাইটোকন্ড্রিয়া কি?এর গঠন আলোচনা করো।
১৭।ক্লোরোপ্লাস্ট এর গঠন চিত্রসহ আলোচনা কর।
১৮।ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট কি?
১৯।গলজি বস্তু কি? এর গঠন আলোচনা কর।
২০।এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি?এর প্রয়োজনীয়তা কি?
১৯/০২/২০২২
২০২৩ সলের পরীক্ষার্থীদের পদার্থ নৈর্ব্যক্তিক ১৩ অধ্যায় এর ফলাফল।
লাভিন=১৮
খুশবুল=১৬
আসিফ=১৮
ফুয়াদ=১৮
ফিরোজ=১৮
মিমি=২০
সুবর্ণা=১৮
মালিহা=অনু
মোহনা=১৭
হাবিবা=অনু
সাদিয়া=১৯
কেয়া=১৮
খাদিজা=২১
গত দুইদিন হতে মাঝরাতে ঘুম ভেঙে যায়।রাত ৩টা। আর ঘুম আসে না।

২০২২ সালের পরীক্ষার্থীদের রুটিন।

গতি ও পড়ন্ত বস্তুর সুত্রের তুলনা।

নবম ভোকেশনাল ৪.১ এর কিছু অংক।
2022 সালের এসএসসি পরীক্ষার্থীর ফলাফল।
তারিখঃ১৫/০২/২০২২
পদার্থ (৮ম অধ্যায় নৈর্বক্তিক) পূর্ণমানঃ২৫
মুনতাহা=অনু
জান্নাতুল=অনু
রনক=১৮
লিশা=১৮
রাব্বী=১৭
অন্তুু=১৬
মামুন=২০
রবিউল=২২
রিফা=অনু
জিয়াসা=২০
শ্রাবণী=২০
তিসি=২০
রেশমি=অনু
সাথী=অনু
আদিল=২৩
আঃরহমান=১৮
নুসরাত =অনু
নাইস=২৩
জিয়েম=২২

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য কোর্স প্লান(বাংলা)।বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ছাড়াও যারা এই কোর্স করতে পারবে।
১।এইসএসসি প্রথম বর্ষ মানবিক।
২।এইসএসসি দ্বিতীয় বর্ষ মানবিক।
৩।বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিপ্রার্থী।
৪।শিক্ষক নিবন্ধন প্রত্যাশীরা।
৫।এসএসসি পরীক্ষার পর যারা অবসর থাকেন।
৬।ক্যাডেট ভর্তি পরীক্ষার্থীরা।
অন্যান্য কোর্স প্লান গুলো সরাসরি পরীক্ষার্থীদের সরবরাহ করা হবে।
ক্লাস শুরু 13 ই ফেব্রুয়ারি হতে বিকাল 3 ঘটিকায়।

ভর্তি পরীক্ষার্থীদের জন্য কালকের ১০/০২/২০২২ পড়া।