Interior and exterior pictures of madrasha
Maizgram Hifjul Quran Madrasah
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maizgram Hifjul Quran Madrasah, Education, .
Operating as usual
SJIDM teachers visited Maizgram Hifzul Quran Madrasah and expressed their opinion about this madrasah....
আলহামদুলিল্লাহ মাইজগ্রাম হিফজুল কুরআন মাদ্রাসা জামে মসজিদ এর বেইজ ও পিলারের কাজ শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কুতবুল আলম সাহেব ছান্দগ্রামি ও মাইজগ্রাম হিফজুল কুরআন মাদ্রাসা মসজিদ এর খতিব, গ্রামের প্রবীন মুরব্বিরা এবং মসজিদ পরিচলনা কমিটি।
পবিত্র মেহরাজ উপলক্ষে আলোচনা করছেন হযরত মা: জুনেদ আহমদ গোলাপগঞ্জ।
হযরত মাঃ জামিল হোসেন সালেহী সাহেব ঢাকা।
বয়ান পেশ করছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। বিষয় দান কয়রাত এর গুরুত্ত।
অসম্পূর্ণ বয়ান পেশ করছেন মাওলানা জুনেদ আহমেদ।
বয়ান পেশ করছেন হজরত মাওলানা জুনেদ আহমদ খতিব মাইজগ্রাম মাদ্রাসা মসজিদ
বয়ান পেশ করছেন হযরত মাওলানা কুতুবুল আলম ছান্দগ্রামী
১ম অধিবেশনে বয়ান পেশ করছেন মাওলানা হাফিজ ফারুক আহমেদ।
আলহামদুলিল্লাহ মাইজগ্রাম হিফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ এর প্যান্ডেলের কাজ সম্পন্ন হয়েছে। মোবারক মাহফিলে সবার উপস্থিতি কামনা করছি।
আলহামদুলিল্লাহ মাইজগ্রাম হিফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজের প্যান্ডেল এর কাজ সম্পন্ন। সবার উপস্থিতি কামনা করছি।
মাইজগ্রাম আঞ্জুমানে তালামিজে ইসলামীয়া এর উদ্যেগ্য গজল সন্ধ্যা।
মুহাম্মদ আব্দুল ওয়াদুদ ফাউন্ডেশন বড়লেখা এর উদ্যোগে মসজিদ, মাদ্রাসাভিত্তিক ভিয়েতনামী নারিকেল গাছ রোপণ ২০২১ ইং অনুষ্ঠিত ।
আজ মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে নারিকেল গাছের চারা রোপন করা হয়। এতে উপিস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও উক্ত ফাউন্ডেশন এর কর্তৃপক্ষ।
মোঃ আল-আমিন এর কণ্ঠে চমৎকার ইসলামিক সঙ্গীত।
মাইজগ্রাম হিফজুল কুরান মাদ্রাসার ছাত্র মোঃ তারেক আহমেদ এর কন্ঠ থেকে অসাধারণ তিলাওয়াত।।
আলহামদুলিল্লাহ,ছুম্মা আলহামদুলিল্লাহ্
তালিমপুর গ্রামের মাদ্রাসা প্রেমিক এক ভাই (দুবাই প্রবাসী)জনাব জিয়াউল হক
মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় আজ ছাত্র-শিক্ষক এবং মাদ্রাসার সংশ্লিষ্ট সকলকে ইফতার করিয়েছেন।
নবী কারীম(সঃ)বলেছেন: “যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”[সুনানে তিরমিযি (৮০৭), সুনানে ইবনে মাজাহ (১৭৪৬)
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বড়লেখা মানবসেবা সংস্থার উদ্যোগে এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণের অংশ হিসেবে আজ মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিখানায় দৃষ্টিনন্দিত কয়েকটি পাঞ্জাবি এতিম শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মানবসেবার দায়িত্বশীলবৃন্দ,, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাদ্রাসার উস্তাদবৃন্দ।
মাইজগ্রাম হিফজুল কুরআন মাদরাসার উদ্বোধন এবং প্রথম ওয়াজ মাহফিলের ছবি 2019
মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসায় ত্ৰতিম ছাত্রদের জন্য একটি গরু ও নগদ ত্রিশ হাজার টাকা দান করেছেন"
দাতা: জনাব, মনজুর আহমদ ও মিছেছ :হাফছা খাতুন পারুল (লন্ডন প্রবাসী )
গ্রাম: মাইজগ্রাম পশ্চিম | "আল্লাহ তাদের ছদকারে কবুল করেন (আমিন)"