Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি

Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি

জীবন ও জীববিজ্ঞান হোক আনন্দময়

20/06/2024

পিছাইলে সকল বোর্ডের পরীক্ষা পেছানো উচিত।

এডমিশন ফেইজে সবার আগে এক্সাম হয় মেডিকেল এডমিশন টেস্ট। যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা জানে এই এক্সামের আগের প্রতিটা দিন কত গুরুত্বপূর্ণ তাদের প্রিপারেশন কে পাকাপোক্ত করবার জন্য। একটা স্টুডেন্ট এর একদিন নষ্ট করা মানে ৩০০/৪০০ স্টুডেন্ট থেকে পিছিয়ে পড়া।
সিলেট বিভাগের পরীক্ষা ১ সাপ্তাহ স্থগিত হলো বন্যার জন্য কিন্তু অন্য কোনো বিভাগে তা কার্যত হয়নি। এর মানে অন্য বিভাগের ছাত্ররা এক্সামের পর ১সাপ্তাহ বেশি পাবে এডমিশনে প্রিপারেশন এর জন্য। ১ সাপ্তাহ হয়তো শুনতে মনে হবে এমনকি আর। যে দুইবছর পড়েনি সে এক সাপ্তাহে কি করবে। কিন্তু এই এক সাপ্তাহ হয়তো খারাপ স্টুডেন্ট দের টিকাবে না কিন্তু অনেক ভালো স্টুডেন্ট দের টিকার মধ্যে পথের কাটা হয়ে থাকবে। হয়তো সিলেট বোর্ডের এমন কিছু স্টুডেন্ট আছে যারা টপ র‍্যাংক করার কথা তা হয়তো পারবে না এই এক সাপ্তাহ কম প্রেপ নেবার কারণে। হয়তো একটা ছেলের এমন প্রেপ যে কোনোমতে একটা সরকারি মেডিকেলে সীট পেতে পারে কিন্তু পাবেনা শুধুমাত্র ১ সাপ্তাহ কম পাবার কারণে।

স্থগিত করলে সারা বাংলাদেশের সকল জায়গায় করুন। সবাইকে লেভেল প্লেয়িং গ্রাউন্ড দিন। সিলেটে বন্যা হচ্ছে অন্যজেলায়ও কিন্তু মুশলধারে টানা বৃষ্টি হচ্ছে এটাও মাথায় রাখুন।

Mahi Khan

Photos from Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি 's post 10/06/2024

HSC 25 & 24
CQ Suggestion & solve sheet
নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
এই শীট থেকেই সব কমন পড়বে কলেজ ও বোর্ডের পরীক্ষায়
Foysal Hossain
Senior Biology Teacher
10 Minute school

27/05/2024
27/05/2024
27/05/2024

পারি না, জানি না,
বুঝি না বলার মধ্যে
কোন ক্রেডিট নাই।
চেষ্টা করেন, ধীরে ধীরে পারবেন জানবেন বুঝবেন।

26/05/2024

নতুন ভিডিও কোন টপিকের উপর আসছে ?
বুঝতে পারছো তো ?

Photos from Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি 's post 26/05/2024

'Fantastic Four'

ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা এই চার পথিকৃৎ মুখের সাথে পরিচিত না তারা জানেনা কি মিস করে এসেছে। আমার দেখা ইউটিউবে বিনামূল্যে সবচেয়ে কোয়ালিটি কনটেন্ট ছিলো অন্যরকম পাঠশালার এই ক্লাসগুলো। সোনালী সময়ের সোনালী মানুষগুলোর কেউ-ই এখন বাংলাদেশে নেই। কিছু উপকারে কৃতজ্ঞতা ছাড়া কিছু বলার থাকেনা, এগুলো সেরকম উপকার!

Thanks to them & Onnorokom Pathshala.

16/05/2024

প্রিয় SSC 24 ব্যাচ ~ HSC 26 ব্যাচের শিক্ষার্থী’রা,
কে GPA-5 পেয়েছো কে পাওনি,
কে বায়োলজি তে ৮০+ পেয়েছো কে পাওনি,
এইসব কিছুর বাইরে সব হিসেব নিকেশ বাদ দিয়েও তুমি আমার শিক্ষার্থী।
তোমাদের রেজাল্ট এবং রেজাল্ট পরবর্তী অনুভূতি এবং ভবিষৎ পরিকল্পনার কথা এবং SSC তে আমাদের সাথে জার্নি কেমন ছিলো সব কিছুই শুনতে চাই।
কমেন্টে জানিয়ো।
ইনবক্সে ও জানাতে পারো।
আমার এই শিক্ষার্থী (ছবিতে সংযুক্ত টেক্সট),
হয়তো রেজাল্টের বিবেচনায় একটু কম পেয়েছে,
কিন্তু ম্যাচিউরিটি আর জীবনবোধে সে আমার থেকেও আগানো,
তার কথা অনুযায়ী সে আশানুরুপ GPA পায়নি,
কোথায় তাকে আমাদের সান্তনা দেয়া বা মোটিভেট করার কথা,
উল্টে সে নিজেই কত সুন্দর করে কমিউনিকেট করে কৃতজ্ঞতা প্রকাশ করলো।
বাহ!
সামনের দিনগুলো ওর জন্য সুন্দর হোক ।
তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা

Photos from Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি 's post 11/05/2024

মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ (১ম অংশ)
দাগানো বই (বোর্ড + মেডিকেল + বিশ্ববিদ্যালয়)
শুরু থেকে পরিপাক গ্রন্থি পর্যন্ত
বাকি অংশ পাবে ১৪ তারিখ বিকালে
বন্ধুদের মেনশন করে দিয়ো
শুধু দাগানো লাইনগুলাতেই ফোকাস করো

05/05/2024

আমার প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের কে একটা গল্প শোনাবো এবং সুসংবাদ দিবো।
গল্পটাই আগে বলি,
আমার এক ডাক্তার বন্ধু আমাকে গল্পটা বলতে শুরু করলেন,
“একবার আফগানিস্তানে এক সুন্দর সকালে একটি সুরেলা কন্ঠের পাখি বুঝতে পারলো,
সে আর মনমোহিনী সুরের ঝংকার, তার কুহু কুহু রব গলায় তুলতে পারছে না!”
আমার ডাক্তার বন্ধুটি চুপ করে রইলেন কিছুক্ষণ,
আমি তাকে জিজ্ঞেস করলাম,
“তারপর কি হলো ডাক্তার?”
তিনি শূণ্যে তাকিয়ে বললেন,
“তারপর?
পাখিটি মারা গেলো ।
গান গাইতে না পারার দুঃখে অভিমানে শোকে বিরহকাতর হয়ে।”

তোমরা আমাকে সেই কুহু কুহু রব তোলা পাখিটির সাথে তুলনা করতে পারো,
যে ভালোবাসতো সুরের ঝংকার তুলতে,
আর আমি ভালোবাসতাম ক্লাস নিতে।
জীবনে এই একটা কাজেই আমি আনন্দ খুঁজে পেয়েছি!
ক্লাসে আমার শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে অন স্ক্রিন আর অফ স্ক্রিনে যেভাবেই হোক!
বোধ করি এটাই আমার জীবনের ইকিগাই।
পাখিটি যেমন সুরের ঝংকার তুলতে না পেরে পৌঁছেছিল মৃত্যুর দ্বারপ্রান্তে,
আমি ও ক্লাস নিতে না পারার দুঃখে এবং ইলনেস অ্যাংজাইটিতে এক প্রকার মৃতই ছিলাম।
এই সময়টায় করেছি অনেক ভুল করেছি অনেক অপরাধ দিয়েছি অনেককেই কষ্ট,
যার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত।

কেবল তোমাদের দোয়া আর ভালোবাসা আর সৃষ্টিকর্তার অনুগ্রহই আমাকে বাচিয়ে রেখেছে ।
আমি বাঁচতে চাই যথাসম্ভব আগের মতো।
যতদূর পারা যায়।
চেষ্টা করতে চাই আবার তোমাদের নিয়ে।

কমেন্ট বক্সে তোমাদের অনুভূতি জানিয়ো।
আমার ফিরে আসায় অনুভূতি,
কিভাবে চাও তোমরা সব কিছু?
কোর্স নাকি সাইকেল মডিউল?
কোন অধ্যায় বেশি দরকার?
একটা ফর্ম আছে কমেন্ট বক্সে,
ঐটা ফিলাপ করে দিয়ো।
এবং বন্ধুদের মেনশন করে শেয়ার করে জানিয়ে দিয়ো
আমি ফিরছি
তোমাদেরই মাঝে
তোমাদের হয়ে

26/04/2024

হিট স্ট্রোক (Heat stroke)
==
১. ষাট বছরের বেশী বয়স্ক এবং বয়স সন্ধি:কালের আগ পর্যন্ত শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি।

২. বয়স্কদের তাপমাত্রা নিয়ন্ত্রণের সিস্টেম আর আগের মত কাজ করে না ফলে অধিক পারিপার্শ্বিক তাপের মুখে তাদের thermoregulatory system অতিরিক্ত তাপটুকু শরীর থেকে বের করে দিতে পারে না, তাতে দেহের তাপমাত্রা বেড়ে যায় এবং হিট স্ট্রোকে আক্রান্ত হয়। যেসব বয়স্ক লোকেদের এয়ারকন্ডিশন রুমে থাকার সুযোগ নেই তাদের এ সময়ে নজরদারির মধ্যে রাখবেন কোন প্রকার অসুস্থতা বিশেষ করে মনোযোগ, হুশ জ্ঞান বা অন্য যেকোনো নতুন সমস্যা দেখা যায় কিনা। দেখা গেছে সামান্য সমস্যা দেখা দেওয়ার পর থেকে এক থেকে তিন দিনের মধ্যে অধিকাংশ বয়স্ক রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং তাদের অর্ধেকের বেশি মারা যায়।

২. কয়েকটি বিশেষ কারণে বয়সন্ধির আগ পর্যন্ত শিশুদের হিট স্ট্রোকে ভোগার ঝুঁকি বেশি।

ক. শিশুদের বডি মাসের তুলনায় সারফেস এরিয়া বেশি। ফলে অধিক সারফেস এরিয়া থেকে অধিক তাপ শোষণ হয় কিন্তু body mass কম বলে সেটা কাজে লাগাতে পারেনা। ফলে দেহের অভ্যন্তরের তাপমাত্রা বেড়ে যায়।

খ. তুলনামূলকভাবে শিশুদের শরীরের তুলনায় রক্তের পরিমাণ কম। ফলে অধিক মাত্রায় তাপ পরিবহন করে শরীর থেকে বের করে দিতে পারে না। এতে দেহের ভিতরে তাপ বেড়ে যায়।

গ. শিশুদের ঘর্মগ্রন্থী বড়দের মতো developed থাকেনা ফলে ঘামের মাধ্যমে তারা আশানুরূপ তাপ বের করে দিতে পারে না।

ঘ. প্রবীনদের মতোই শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা (thermoregulatory system) অপরিপক্ক থাকে ফলে তাপদাহের মুখে তাদের শরীর অতিরিক্ত তাপ বের করতে পারে না।

৩. এক দুই বছরের ছোট বাচ্চাদের বেলায় আরো সতর্ক থাকতে হবে। ১-২ ঘন্টা বদ্ধ গাড়ির ভিতর থাকা তাদের মৃত্যুর জন্য যথেষ্ট।

৪. চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি জোর দিতে হবে। খুব প্রয়োজন না হলে গরমে যাবেন না। এয়ারকন্ডিশন বা ফ্যানের নিচে থাকুন। পানি পান করুন প্রচুর তবে চা কফি, এলকোহল বা চিনিযুক্ত শরবত নয়। সম্ভব হলে বারবার গোসল করুন, শরীরে পানি ঝাপটা দিন।

এই হিট স্ট্রোকের তাপ কমাতে প্যারাসিটামল, এসপিরিন খেয়ে লাভ নাই বরং
একটা পর্যায়ে গিয়ে যে লিভার কিডনি নষ্ট হয়ে যায়, রক্ত জমাট বাধে সে অবস্থাকে আরো সঙ্গীন করতে পারে। প্রসঙ্গত গায়ে জ্বর ও হিটস্ট্রোকে তাপমাত্রা বৃদ্ধি দুটি ভিন্ন বিষয়, তাপ বাড়ার মেকানিজম ও দুক্ষেত্রে ভিন্ন।

৫. এ সময়ে মোটিভেশন যত বড়ই হোক কোনোভাবেই পানিবিহীন উপবাস থাকবেন না, অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করবেন না। পরিপার্শ্বের তাপমাত্রা খুব বেশি না হলেও ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রমের কারণে এ সময়ে দেহ নিজেই অতিরিক্ত তাপ তৈরি করতে পারে। দেহের অভ্যন্তরের এই সৃষ্ট তাপ ও হিটস্ট্রোক করতে পারে।
একনাগাড়ে শারীরিক পরিশ্রম না করে বিরতি দিয়ে দিয়ে করুন। Exhausted হবার আগেই বিশ্রাম নিন। পিপাসা না লাগলেও পানি পান করুন।

৬. বয়স্ক ও শিশুদের দিকে বিশেষ লক্ষ রাখুন। মানসিক নিউরোলজিক্যাল বা যেকোনো রকমের সমস্যা দেখা দিলেই হিটস্ট্রোক হয়েছে কিনা সে প্রশ্ন নিজেকে করবেন এবং সে অনুযায়ী তড়িৎ ব্যবস্থা নিবেন।

৭. চিকিৎসার পরেও বয়স্ক ও শিশুদের বেলায় মৃত্যুর হার অর্ধেকের বেশি অর্থাৎ ১০ জন heat stroke এ আক্রান্ত হলে পাঁচজনের বেশি মারা যাবে।
সঙ্গত কারণেই চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম (Prevention is better than cure)
- Dr Aminul islam

অণুজীব -2 (ব্যাকটেরিয়ার বিভীষিকা) । রিকভারি + রিভিশন ফ্রি এক্সাম - by BioPark ft. Foysal sir Biology 20/04/2024

আজকের পরীক্ষা
অণুজীব-২ (ব্যাকটেরিয়ার বিভীষিকা)
তোমরা কি আমাদের বোর্ড ও ব্যাচ ওয়াইজ ফ্রি মেন্টরশীপ প্রোগ্রাম;
অঙ্গীকার ১.০
"জার্নি টু বোর্ড+মেডিকেল+ভার্সিটি"
প্রোগ্রাম এর কথা জানো?
আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে এড আছো?
আমরা আমাদের মেন্টরশীপ প্রোগ্রামে কি করবো?
বই এর প্রতিটি অধ্যায় অল্প অল্প করে ডেইলি তোমাকে পড়তে দিবো;
পড়া শেষে এক্সাম নিবো গুগল ফর্মে।
তোমাকে প্রস্তুত করবো আগামীর জন্য।
একসাথে পুরো অধ্যায়ের উপর এক্সাম হবে না।
কারণ সব দিন আমাদের এনার্জি সমান থাকে না।
তার বাইরে কলেজ কোচিং প্রাইভেট এর পড়া থাকে।
তাই আমরা ডেইলি অল্প অল্প করে পড়বো একটা চ্যাপ্টারের।
ঐ অল্প পড়াটুকুই ভালো করে পড়বো;
যাতে ঐখান থেকে বোর্ড+মেডিকেল+ভার্সিটিতে কোন প্রশ্ন আসলে আমরা আটকায়ে না যাই।
এটাই হোক আমাদের নিজেদের কাছে নিজের অঙ্গীকার।
সবাই আমাকে নিজের বোর্ড+ব্যাচ+কলেজের নাম লিখে নক দিয়ো।
আমি প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে এড করে দিবো।
তোমরা তোমাদের বন্ধুদের ও মেনশন করে দিয়ো কমেন্টে জয়েন হওয়ার জন্য।
সম্পর্ক প্রতিযোগিতার না হয়ে হোক সহযোগিতার।
জীবন ও জীববিজ্ঞান হোক আনন্দময়।

অণুজীব -2 (ব্যাকটেরিয়ার বিভীষিকা) । রিকভারি + রিভিশন ফ্রি এক্সাম - by BioPark ft. Foysal sir Biology ১। নিচের কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে?

রক্ত ও সঞ্চালন । রিকভারি + রিভিশন ফ্রি এক্সাম - by BioPark ft. Foysal sir Biologygy 31/03/2024

আজকের পরীক্ষাঃ
রক্ত ও সঞ্চালন ( পুরো অধ্যায়)
পরের পরীক্ষা "অণুজীব"
এক্সাম শেষ করে কমেন্টে "Done" লিখে তোমার ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও।
ফ্রি এক্সাম আপডেট ও আমার মেন্টরশীপ প্রোগ্রামের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে আমাকে তোমার বোর্ড;ব্যাচ ও কলেজের নাম লিখে মেসেজ দাও।

রক্ত ও সঞ্চালন । রিকভারি + রিভিশন ফ্রি এক্সাম - by BioPark ft. Foysal sir Biologygy পরবর্তী পরীক্ষা অণুজীব অধ্যায়ের উপর। বোর্ড + মেডিকেল + বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য ফ্রি মেন্টরশীপ ও ফ্রি এক্সা...

রক্ত ও সঞ্চালন এক্সামঃ৬ - ( তুমি বিনে বাঁচে না পরাণ ) হৃদপিন্ডের সব রোগঃ রিকভারি + রিভিশন ফ্রি এক্ 29/03/2024

আজকের এক্সাম
রক্ত ও সঞ্চালন এক্সামঃ৬ -
( তুমি বিনে বাঁচে না পরাণ ) হৃদপিন্ডের সব রোগ
রিকভারি + রিভিশন ফ্রি এক্সাম - by BioPark ft. Foysal sir Biology
https://forms.gle/cGn14HRtK1Md2ZkXA
এক্সাম শেষ করে ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিয়ো।
আর পরবর্তী এক্সাম পুরো রক্ত ও সঞ্চালন অধ্যায়
৩১ মার্চ রাত ১০ টা
ফ্রি এক্সাম দিতে আর মেন্টরশীপ এর প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে তোমার বোর্ড ও ব্যাচ লিখে নক দিও আমাকে।

রক্ত ও সঞ্চালন এক্সামঃ৬ - ( তুমি বিনে বাঁচে না পরাণ ) হৃদপিন্ডের সব রোগঃ রিকভারি + রিভিশন ফ্রি এক্ পরবর্তী পরীক্ষা রক্ত ও সঞ্চালন পুরো অধ্যায় - ৩১ মার্চ রবিবার রাত ১০ টায় বোর্ড + মেডিকেল + বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ....

29/03/2024

জুওলজি অধ্যায় - ৪ (রক্ত ও সঞ্চালন)

ফ্রি এক্সাম লিংক সব এক পোস্টে

• রক্ত ও সঞ্চালন এক্সাম - ১

( তুমি ও লাল পরী) শুরু থেকে লোহিত রক্তকণিকা

লিংকঃ

https://forms.gle/Y2Yuk2cvaMwT93Uw8

• রক্ত ও সঞ্চালন এক্সাম-২ঃ

( (সাদা মাস্তান ও চিকন আলী) WBC & Platelet

লিংকঃ

https://forms.gle/QAPu5tpiqWHNAwuFA

• রক্ত ও সঞ্চালন এক্সাম - ৩

( চিকন আলীর বড় বড় কাজ) রক্ত জমাট বাধা থেকে রক্তনালী

লিংকঃ

https://forms.gle/YUSvD8KwZX6mSpES6

• রক্ত ও সঞ্চালন এক্সাম - ৪

( হৃদপিন্ডের অন্দরমহল-১) হৃদপিন্ডের গঠন থেকে কার্ডিয়াক চক্র

লিংকঃ

https://forms.gle/PTupesXqj2uuZLtXA

• রক্ত ও সঞ্চালন এক্সাম -৫

( হৃদপিন্ডের অন্দরমহল-২) কার্ডিয়াক চক্র থেকে রোগ পর্যন্তঃ

লিংকঃ

https://forms.gle/bUc8oi9rW7wRobh49

• রক্ত ও সঞ্চালন এক্সাম - ৬

( তুমি বিনে বাঁচে না পরাণ ) হৃদপিন্ডের সব রোগঃ

লিংকঃ

https://forms.gle/TpAEHnEvWJfjYqxh6

রক্ত ও সঞ্চালন এক্সাম - ৭

পুরো অধ্যায় রিভিশন - ৩১ মার্চ ।

তোমরা কি আমাদের বোর্ড ও ব্যাচ ওয়াইজ ফ্রি মেন্টরশীপ প্রোগ্রাম;

অঙ্গীকার ১.০

"জার্নি টু বোর্ড+মেডিকেল+ভার্সিটি"

• প্রোগ্রাম এর কথা জানো?

• আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে এড আছো?

• আমরা আমাদের মেন্টরশীপ প্রোগ্রামে কি করবো?

বই এর প্রতিটি অধ্যায় অল্প অল্প করে ডেইলি তোমাকে পড়তে দিবো;

পড়া শেষে এক্সাম নিবো গুগল ফর্মে।

তোমাকে প্রস্তুত করবো আগামীর জন্য।

একসাথে পুরো অধ্যায়ের উপর এক্সাম হবে না।

কারণ সব দিন আমাদের এনার্জি সমান থাকে না।

তার বাইরে কলেজ কোচিং প্রাইভেট এর পড়া থাকে।

তাই আমরা ডেইলি অল্প অল্প করে পড়বো একটা চ্যাপ্টারের।

ঐ অল্প পড়াটুকুই ভালো করে পড়বো;

যাতে ঐখান থেকে বোর্ড+মেডিকেল+ভার্সিটিতে কোন প্রশ্ন আসলে আমরা আটকায়ে না যাই।

এটাই হোক আমাদের নিজেদের কাছে নিজের অঙ্গীকার।

• সবাই আমাকে নিজের বোর্ড+ব্যাচ+কলেজের নাম লিখে নক দিয়ো।

• আমি প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে এড করে দিবো।

• তোমরা তোমাদের বন্ধুদের ও মেনশন করে দিয়ো কমেন্টে জয়েন হওয়ার জন্য।

সম্পর্ক প্রতিযোগিতার না হয়ে হোক সহযোগিতার।

জীবন ও জীববিজ্ঞান হোক আনন্দময়।

রক্ত ও সঞ্চালন এক্সামঃ৩- ( চিকন আলীর বড় বড় কাজ) রক্ত জমাট বাধা থেকে রক্তনালীঃ রিকভারি + রিভিশন ফ্র 26/03/2024

আজকের পরীক্ষার টপিকঃ
রক্ত ও সঞ্চালন এক্সামঃ ৩
(চিকন আলীর বড় বড় কাজ) রক্ত জমাট বাধা থেকে রক্তনালী
https://forms.gle/9xzxGBur5NS81HDfA
এক্সাম শেষ করে সবাই ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিয়ো ।
কালকের এক্সামের টপিকঃ
হৃদপিন্ডের অন্দরমহল-১
হৃদপিন্ডের শুরু থেকে কার্ডিয়াক চক্র পর্যন্ত
প্রশ্ন একটু কঠিন হবে।
ভয় পেলে চলবে না।
যেগুলো এক্সাম এ ভুল হবে সেগুলো শিখে ফেলবা এক্সামের পর।
মনে রাখবা; আজকের কঠিন দিন আগামীকালকের সকাল কে সহজ করবে।
এই এক্সামে ভুল হোক,
কিন্তু এই ভুল টা শুধরায়ে নাও যাতে ভুলটা বোর্ড বা মেডিকেল / ভার্সিটির পরীক্ষায় রিপিট না হয়।
তোমরা যেই প্রশ্নগুলা না পারবে বা যা নিয়ে কনফিউজড থাকবে তা নিয়ে মেসেঞ্জারে টেক্সট না করে আমাদের এই ফেসবুক গ্রুপে আপলোড করে দিবা প্রশ্ন বা কনফিউশন টা; আমি কমেন্টে তোমার কনফিউশন টা সলভ করে দিবো।
এতে ৩ টা সুবিধা;
মেসেঞ্জার এ জ্যাম লাগলো না;
ইম্পরট্যান্ট নোটিশ পিছনে গেলো না।
আর অন্য আরেকজন এই কমেন্ট টা দেখে সে ও কিছু শিখতে পারলো।
তোমাদের অনেক বন্ধুরা এখনো আমাদের মেন্টরশীপ প্রোগ্রামে যুক্ত হতে পারে নি না জানার কারণে। তাদেরকে তোমরা জানিয়ে দাও। আর সুস্থ একটা প্রতিযোগিতা গড়ে তুলো। তুমি কিছু না পারলে ওর থেকে হেল্প নাও; ও না পারলে তাকে হেল্প করো।
আমাদের ফ্রি ব্যাচ ওয়াইজ ( ২৪/২৪/সেকেন্ড টাইমার) মেন্টরশিপ প্রোগ্রামে (বোর্ড+মেডিকেল+ভার্সিটি) যুক্ত হতে আমাকে মেসেজ দাও তোমার বোর্ড,ব্যাচ আর কলেজের নাম লিখে।

রক্ত ও সঞ্চালন এক্সামঃ৩- ( চিকন আলীর বড় বড় কাজ) রক্ত জমাট বাধা থেকে রক্তনালীঃ রিকভারি + রিভিশন ফ্র পরবর্তী পরীক্ষা আগামীকাল রাত ১০ টায়ঃ হৃদপিন্ডের অন্দরমহল - ১ বোর্ড + মেডিকেল + বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য ফ্রি ...

26/03/2024

পলিমরফো লিউকোসাইট কি?

শেষ পরীক্ষার পর এই প্রশ্নটি গ্রুপে পোস্ট করেছে রাকিবুল হাসান ।

এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ২০১৪-২০১৫ তে আসা একটি প্রশ্ন।

• পলি =বহু বা অনেকগুলা

• মরফো = আকৃতি বা গঠন

• লিউকো মানে হোয়াইট বা সাদা;

• লিউকোসাইট =শ্বেত রক্তকণিকা

পলিমরফো লিউকোসাইট = শ্বেত রক্তকণিকার বিভিন্ন আকৃতি বা গঠন

এটা হলো আক্ষরিক অনুবাদ।

কিন্তু আমরা যদি ভাবানুবাদ বা ব্যাসিক কনসেপ্টে চোখ রাখি-

শ্বেত রক্তকণিকা দু প্রকারঃ

• দানাদার শ্বেতরক্তকণিকা / গ্রানুলোসাইট

• অদানাদার শ্বেতরক্তকণিকা / অ্যাগ্রানুলোসাইট

মূলত দানাদার (নিউট্রোফিল,বেসোফিল,ইওসিনোফিল) শ্বেতরক্তকণিকা / গ্রানুলার লিউকোসাইটকেই পলিমরফো লিউকোসাইট বলা হয়।

কারণ আমাদের দেহে যখন বহিরাগত কোনো জীবাণু দ্বারা ইনফেকশন হয় বা অ্যালার্জিক রিয়্যকাশন বা অ্যাজমার অ্যাটাক হয় তখন এই ৩ জনই সবার আগে বিপদে বন্ধুর মতো এগিয়ে আসে।

কিন্তু আমাদেরকে আরো স্পেসিফিক ভাবতে হবে;

কারণ এমসিকিউ এর অপশনে তো ৩ টা দাগানো মুশকিল!

মোর স্পেসিফিকলি আমরা নিউট্রোফিল কে পলিমরফো লিউকোসাইট বলি;

কারণ নিউট্রোফিল ফ্যাগোসাইটিস এর মাধ্যমে জীবাণুর বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।

কিন্তু আসল সত্য হলো

মূলত দানাদার (নিউট্রোফিল,বেসোফিল,ইওসিনোফিল) শ্বেতরক্তকণিকা / গ্রানুলার লিউকোসাইটকেই পলিমরফো লিউকোসাইট ; এর বাইরে মাস্ট সেল এর ও এরকম কিছু ধর্ম আছে।

যাই হোক;

আমরা সঠিক উত্তর হিসেবে মোর স্পেসিফিক নিউট্রোফিল কে এমসিকিউ তে দাগায়ে আসবো।

তোমরা যারা বোর্ড+মেডিকেল+ভার্সিটির জন্য আমার ফ্রি মেন্টরশীপে থাকতে চাও।

• তারা নিজেদের বোর্ড+ব্যাচ+কলেজের নাম লিখে আমাকে মেসেজ দাও।

• আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমাকে এড করে নিবো।

• যেখানে ডেইলি পড়া দেয়া হবে এবং এক্সাম নেয়া হবে।

• তোমাকে ধীরে ধীরে প্রস্তুত করা হবে আগামীর জন্য।

তোমরা যারা এড হয়ে আছো আলরেডি;

তোমাদের ফ্রেন্ডকে জানিয়ে দিয়ো।

সম্পর্ক প্রতিযোগিতার না হয়ে হোক সহযোগিতার।

জীবন ও জীববিজ্ঞান হোক আনন্দময়।

রক্ত ও সঞ্চালন এক্সাম-২ঃ ( (সাদা মাস্তান ও চিকন আলী) WBC & Platelet রিকভারি + রিভিশন ফ্রি এক্সাম - ১ by BioPark ft. Foysal s 25/03/2024

আজকের এক্সামঃ WBC & Platelet
https://forms.gle/9gGmgQb4T6GKHe2x9

সবাই এক্সাম দিয়ে ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিয়ো।
নেক্সট এক্সাম- রক্ত জমাট বাঁধা থেকে রক্তনালী

রক্ত ও সঞ্চালন এক্সাম-২ঃ ( (সাদা মাস্তান ও চিকন আলী) WBC & Platelet রিকভারি + রিভিশন ফ্রি এক্সাম - ১ by BioPark ft. Foysal s

15/03/2024

হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ

"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "

"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"

"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"

"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"

"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"

"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"

"মেয়েরা, 'না' বলতে শিখবে।"

"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"

"the world is burning and someone is pouring petrol in it"

"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”

" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"

"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'S*x' ।"

"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"

"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"

"পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা"

"sit straight, back straight"

"dont waste your tears for silly reasons, they are precious like you"

"Hope for the best, prepare for the worst"

"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"

"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"

"শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে, মা কড়াইতে আগে তেল দিব নাকি কাচামরিচ দিব? "

"মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে"

"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"

"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি 😠।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি 😇।'...সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।"

"সবসময়ে নিজের শ্বাশুড়ির প্রশংসা করবে, বলবে আপনি এত সুন্দর তাই আপনার ছেলেও এত সুন্দর মানুষ হয়েছে"

"শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যে কেউ পছন্দ করতে পারে। তোমাকে অনেক ভালবাসা দিতে চাইতে পারে৷ তাতে তুমি কি করবা? সংসার ছেড়ে চলে যাবে? না মেয়েরা৷ যাবে না। তোমাকে বিয়ের পরও কেউ ভালবাসে এতে তুমি খুশি হবে, এতে প্রমান হয় তুমি ভালবাসার যোগ্য, তুমি ভালবাসা পাওয়ার সকল গুনাগুন নিয়েই এসেছ। এতেই তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি"

"মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণী ও হও, সেখানেও রানীর মতো থাকবে"

"জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।"

'"কাউকে 'স্বাগতম' বলার আগে হাজারবার ভাববে।"
[কলেজে আমাদের 'স্বাগতম' জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারের ভাষায়,"যে সু(ভালো) আগমনে তম(অন্ধকার) গত হয়।"] 🖤

"মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান কারন তোমার একটা জঠোর আছে"

"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।"

"মেয়েরা হলো পানির মত। যখন যে পাত্রে রাখবে সেটারি আকার ধারন করবে"

"মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মত বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট অাছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট অাছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মত উদার করবে।

"একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।"

"no news is good news"

"Good luck bad luck, who knows?
Only God knows"

"মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না"

"ছেলেরা গ্যাসের চুলা,মেয়েরা মাটির চুলা"

"তোমরা যেখানেই যাও না কেন, be an asset"

"তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।"

"এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।"

"Celebrate your failure."

"তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।"

"You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।"

"সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important"

"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে 'I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.' "

"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী... You know the rest, Girls!"

"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।"

"Don't be so expensive, Don't be so cheap!"

" 'ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।"

"মনে কর তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো... সবগুলো কে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে... ;
জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না... মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে...!
আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না... কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়....."

- 𝔖𝔦𝔰𝔱𝔢𝔯 𝔖𝔥𝔦𝔨𝔥𝔞 🌾
(ʜᴏɴᴏʀᴀʙʟᴇ ᴘʀɪɴᴄɪᴘᴀʟ ᴏꜰ ʜᴏʟʏ ᴄʀᴏꜱꜱ ᴄᴏʟʟᴇɢᴇ)

06/03/2024

SSC / দাখিল ২৪
সময় পরিবর্তনঃ
বায়োলজি ফাইনাল রিকভারি + রিভিশন ক্লাসের
১১ টা ৩০ এ না হয়ে,
দুপুর ১টা ৩০ এ হবে ।
BioPark-বায়োপার্ক ft. ফয়সাল স্যার বায়োলজি : Foysal Sir Biology
&
Bio-Bytes by Dr. Sharif Bhai ফেসবুক গ্রুপে
সবাই পরিচিতদের মেনশন করে দাও

Photos from Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি 's post 31/01/2024

Botany [Chapter:08]
[টিস্যু ও টিস‍্যুতন্ত্র]
CQ Types for HSC & College Exams
Mention & share with your friends

Photos from Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি 's post 08/09/2023

HSC & Alim -2023

• তোমাদের বোটানি ফাইনাল সাজেশন

HSC & Alim -2024

• তোমরা ও সেইভ করে রেখে দাও,

• কারণ সিলেবাস তো সেইম!

Mention your friends

share this picture in your college messenger/telegram group

সম্পর্ক প্রতিযোগিতার না হয়ে হোক সহযোগিতার

পিডিএফ লিংক কমেন্টে

Photos from Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি 's post 02/09/2023

HSC / Alim 2024:

অনেকের কলেজে সামনে পরীক্ষা;

কি পড়তে হবে বুঝতেছ না;

আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দিব আজকে থেকে।

1. ক/খ/গ/ঘ আলাদা করে দেয়া আছে।

2. ঠিক কতটুকু উত্তরে লিখবা তা ও বলে দিছি।

3. তোমরা চাইলে এমসিকিউ সাজেশন ও দিবো

আজকে জীববিজ্ঞান ২য় পত্রের দুইটা বড় অধ্যায়

মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন এবং পরিপাক ও শোষণ

• তোমরা তোমাদের কলেজের সব বন্ধুদের মেনশন দিয়ে দাও

• বা এই ফটোগুলা কলেজের গ্রুপে দিয়ে দাও যাতে সবাই উপকৃত হই আমরা।

সম্পর্ক প্রতিযোগিতার না হয়ে হোক সহযোগিতার।

HSC / Alim 2023 তোমাদের বোর্ড পরীক্ষায় ও এগুলোই আসবে।

26/08/2023

বিশ্ববিদ্যালয় (GST: গুচ্ছ) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ ব্যাচে
BioPark-বায়োপার্ক ft. ফয়সাল স্যার বায়োলজি : Foysal Sir Biology এর স্টুডেন্ট

মেহরাব সাদী খান
SUST : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
Ex: BAF Saheen College, Dhaka

মেহরাব এর জন্য শুভকামনা।
মেহরাব একাডেমিক বায়োলজি ব্যাচ থেকেই আমাদের সাথে যুক্ত ছিলো।

ফয়সাল স্যারের যেসব একাডেমিক বায়োলজি ব্যাচে ভর্তি চলছে:
HSC/Alim 2025: কলেজ শুরুর আগেই একটা ব্যাচ (শনি - সোম - বুধ: বিকাল ৪ টা - ৫ টা ) ভর্তি কম্পলিট!!!!
New Batch for HSC/Alim 25: প্রি বুকিং দিতে হবে; রবি-মংগল-বৃহস্পতি (বিকাল ৪ টা - ৫ টা)

HSC / Alim 2024:
2nd year Batch এর সম্পূর্ণ অ্যাডভান্স নতুন ব্যাচে শনি সোম বুধ বিকাল ৩-৪ টায় প্রি-বুকিং দিতে হবে;
রবি-মংগল-বৃহস্পতি বিকাল ৩-৪ টা ব্যাচে ভর্তি কম্পলিট!
শনি-সোম-বুধ সন্ধ্যা ৬-৭ টায় ৩ টি সীট খালি আছে!

SSC / Dakhil 2024 :
SSC 2024 / Class 10 এর সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে: শনি সোম বুধ বিকাল ৫-৬ টায়

Class 9:
SSC / Dakhil এর নবম শ্রেণীর ব্যাচ রবি -মংগল-বৃহস্পতি বিকাল ৫-৬ টায় ২ টি সীট খালি আছে!

HSC / Alim 2023 :
HSC 2023 ব্যাচের মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি চলছে ।

মাসিক সম্মানীঃ
১২০০ টাকা

যোগাযোগ:
BioPark
অভিযান ৭/২ , ( ১২ তলা বিল্ডিং / পুরাতন স্কলার্স কলেজ বিল্ডিং এর নীচতলা) , সফিউদ্দিন রোড , টংগী কলেজ গেট
01859-065602

Photos from Foysal sir Biology : ফয়সাল স্যার বায়োলজি 's post 25/08/2023

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মেডিকেল প্রশ্নব্যাংক ব্যাখ্যাসহ।
সবাই বন্ধুদের মেনশন করে দিয়ো।
প্রোফাইল এ শেয়ার দিয়ে রেখো;
গুরুত্বপূর্ণ কনটেন্ট।

25/08/2023

বিশ্ববিদ্যালয় (GST: গুচ্ছ) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ ব্যাচে
BioPark-বায়োপার্ক ft. ফয়সাল স্যার বায়োলজি : Foysal Sir Biology এর স্টুডেন্ট

মেহেদী হাসান
ডিপার্টমেন্ট অব ফার্মেসী
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , যশোর
Ex: তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা , টংগী

মেহেদীর জন্য শুভকামনা।
মেহেদী একাডেমিক বায়োলজি ব্যাচ থেকেই আমাদের সাথে যুক্ত ছিলো।

ফয়সাল স্যারের যেসব একাডেমিক বায়োলজি ব্যাচে ভর্তি চলছে:
HSC/Alim 2025: কলেজ শুরুর আগেই একটা ব্যাচ (শনি - সোম - বুধ: বিকাল ৪ টা - ৫ টা ) ভর্তি কম্পলিট!!!!
New Batch for HSC/Alim 25: প্রি বুকিং দিতে হবে; রবি-মংগল-বৃহস্পতি (বিকাল ৪ টা - ৫ টা)

HSC / Alim 2024:
2nd year Batch এর সম্পূর্ণ অ্যাডভান্স নতুন ব্যাচে শনি সোম বুধ বিকাল ৩-৪ টায় প্রি-বুকিং দিতে হবে;
রবি-মংগল-বৃহস্পতি বিকাল ৩-৪ টা ব্যাচে ভর্তি কম্পলিট!
শনি-সোম-বুধ সন্ধ্যা ৬-৭ টায় ৩ টি সীট খালি আছে!

SSC / Dakhil 2024 :
SSC 2024 / Class 10 এর সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে: শনি সোম বুধ বিকাল ৫-৬ টায়

Class 9:
SSC / Dakhil এর নবম শ্রেণীর ব্যাচ রবি -মংগল-বৃহস্পতি বিকাল ৫-৬ টায় ২ টি সীট খালি আছে!

HSC / Alim 2023 :
HSC 2023 ব্যাচের মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি চলছে ।

মাসিক সম্মানীঃ
১২০০ টাকা

যোগাযোগ:
BioPark
অভিযান ৭/২ , ( ১২ তলা বিল্ডিং / পুরাতন স্কলার্স কলেজ বিল্ডিং এর নীচতলা) , সফিউদ্দিন রোড , টংগী কলেজ গেট
01859-065602

24/08/2023

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ ব্যাচে
BioPark-বায়োপার্ক ft. ফয়সাল স্যার বায়োলজি : Foysal Sir Biology এর সাফল্য:

নাইম আহমেদ
শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর
Ex: তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টংগী

নাইমের এর জন্য শুভকামনা।
নাইম একাডেমিক বায়োলজি ব্যাচ থেকেই আমাদের সাথে যুক্ত ছিলো।

যেসব ব্যাচে ভর্তি চলছে:
HSC/Alim 2025: কলেজ শুরুর আগেই একটা ব্যাচ (শনি - সোম - বুধ: বিকাল ৪ টা - ৫ টা ) ভর্তি কম্পলিট!!!!
New Batch for HSC/Alim 25: প্রি বুকিং দিতে হবে; রবি-মংগল-বৃহস্পতি (বিকাল ৪ টা - ৫ টা)

HSC / Alim 2024:
2nd year Batch এর সম্পূর্ণ অ্যাডভান্স নতুন ব্যাচে শনি সোম বুধ বিকাল ৩-৪ টায় প্রি-বুকিং দিতে হবে;
রবি-মংগল-বৃহস্পতি বিকাল ৩-৪ টা ব্যাচে ভর্তি কম্পলিট!
শনি-সোম-বুধ সন্ধ্যা ৬-৭ টায় ৩ টি সীট খালি আছে!

SSC / Dakhil 2024 :
SSC 2024 / Class 10 এর সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে: শনি সোম বুধ বিকাল ৫-৬ টায়

Class 9:
SSC / Dakhil এর নবম শ্রেণীর ব্যাচ রবি -মংগল-বৃহস্পতি বিকাল ৫-৬ টায় ২ টি সীট খালি আছে!

HSC / Alim 2023 :
HSC 2023 ব্যাচের মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি চলছে ।

যোগাযোগ:
BioPark
অভিযান ৭/২ , ( ১২ তলা বিল্ডিং / পুরাতন স্কলার্স কলেজ বিল্ডিং এর নীচতলা) , সফিউদ্দিন রোড , টংগী কলেজ গেট
01859-065602

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

জীববিজ্ঞান ২য় পত্র । ৪র্থ অধ্যায় । রক্ত ও সঞ্চালন (হৃদপিন্ড)  থেকে কি কি CQ আসবে? পুরো ভিডিওর লিংক কমেন্টে
কোষ ও এর গঠন Type ভিত্তিক CQ Suggestion

Telephone

Website