Freelancing with Shopify - Inathganj

Freelancing with Shopify - Inathganj

Share

Shopify is a subscription to a software service that offers you to create a website and use their sh

31/01/2021

আর মাত্র ১ দিন বাকী! এই কঠিন সময়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিশেষ করে আইটি সেক্টরের দক্ষ লোকেরা বেকার থাকে না। চাকুরী, ব্যাবসা বা ফ্রিল্যান্সিং যে কোন একটা করা যায়। তাই আইটি সেক্টরে নিজেকে প্রস্তুত রাখুন।
কি কি কোর্স আছে?
Shopify Dropshipping --
Facebook ads marketing --
Fiverr marketplace
Call for more details -
+8801776916988

19/01/2021

ফ্রিল্যান্সিং শিখুন নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন
আপনি কি জানেন ? এই করোনা পরিস্থিতিতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোর্স করে নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করতে পারবেন। আপনাদের জন্যই কিছু দিনের মধ্যে সকলের জন্য উন্মুক্ত করে ফ্রি সেমিনারের মাধ্যমে বিস্তারিত জানানো হবে, ২য় ব্যাচে এডমিশন নিতে আমাদের সাথেই থাকুন।
২. ফ্রিল্যান্সিং এর অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত অনলাইন থেকে ইনকাম করাকে বুঝি বা এটাই প্রচলিত হয়েছে।
৩. কোর্স করতে কি কি লাগে?
💻ব্যাসিক কম্পিউটার চালানোর দক্ষতা
🌍 ইন্টারনেট চালানো জানতে পারা
🎤ব্যাসিক ইংলিশ
🖥বাসায় একটি ল্যাপটপ/কম্পিউটার
🌐 ইন্টারনেট সংযোগ
৪. Course Fee?
আমাদের অনলাইন ক্লাসের ফি ৮,০০০/- টাকা
৫.Admission নিতে কি করতে হবে?
Admission নিতে হলে আপনাকে আমাদের মেসেঞ্জার অথবা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে।
৬. আমার তো ১৮ বৎসর হয়নি, আমি কি করতে পারবো?
ফ্রিল্যান্সিং এ বয়সের কোন বাধ্যবাধকতা নেই, এটা সব বয়সীদের জন্য। নারী পুরুষ যে কেউ করতে পারে।
৭. ক্লাস কিভাবে করব?
আমাদের অনলাইন ক্লাস Zoom Apps এর মাধ্যমে করাচ্ছি। জুম এপস ব্যবহার করে খুব সহজে ঘরে থেকেই আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন।
এবং প্রত্যেকটি ক্লাস এর Backup Video রাখি, যা শিক্ষার্থীদের Practice জন্য প্রদান করা হয়।
আরো অন্যান্য তথ্য জানতে নিচের দেওয়া ফোন নাম্বার এ যোগাযোগ করুন 👇👇👇
Mehedi Hasan Salman
+8801776916988 (WhatsApp)

17/01/2021

Alhamdulillah £1k in 1 week
Dropshipping is Joss 🤑
Target is 10k in 1 week
Insha allah

30/11/2020

আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ
আরেকটি আপওয়ার্কে শপিফাই এর কাজ কম্পলিট হলো।
শপিফাই হল একটি "সি এম এস" (CMS) যার মাধ্যমে আপনি খুব সহজে ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যার কিন্তু মার্কেটপ্লেসে অনেক পরিমাণ ভ্যালু রয়েছে।
আসলে মার্কেটপ্লেসে শপিফাই এর অনেক বড় বড় কাজ রয়েছে, অবশ্যই তার জন্য কিন্তু আপনার ভালো পরিমাণে একটা স্কিল থাকতে হবে। স্কিল ছাড়া আপনি কিন্তু সবখানেই ব্যর্থ হবেন। এবং আরেকটা বিষয় সফলতার জন্য একটু টাইম দিতে হবে।
যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না আমাকে নক দিতে পারবেন ইনশাল্লাহ সঠিক গাইডলাইন দিয়ে হেল্প করবো


30/11/2020

ফ্রিল্যান্সিং শিখুন নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন

আপনি কি জানেন ?এই করোনা পরিস্থিতিতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোর্স করে নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করতে পারবেন। আপনাদের জন্যই কিছু দিনের মধ্যে সকলের জন্য উন্মুক্ত করে ফ্রি সেমিনারের মাধ্যমে বিস্তারিত জানানো হবে, ২য় ব্যাচে এডমিশন নিতে আমাদের সাথেই থাকুন।

২. ফ্রিল্যান্সিং এর অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত অনলাইন থেকে ইনকাম করাকে বুঝি বা এটাই প্রচলিত হয়েছে।

৩. কোর্স করতে কি কি লাগে?
💻ব্যাসিক কম্পিউটার চালানোর দক্ষতা
🌍 ইন্টারনেট চালানো জানতে পারা
🎤ব্যাসিক ইংলিশ
🖥বাসায় একটি ল্যাপটপ/কম্পিউটার
🌐 ইন্টারনেট সংযোগ

৪. Course Fee?
আমাদের অনলাইন ক্লাসের ফি ৮,০০০/- টাকা

৫.Admission নিতে কি করতে হবে?
Admission নিতে হলে আপনাকে আমাদের মেসেঞ্জার অথবা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে।

৬. আমার তো ১৮ বৎসর হয়নি, আমি কি করতে পারবো?
ফ্রিল্যান্সিং এ বয়সের কোন বাধ্যবাধকতা নেই, এটা সব বয়সীদের জন্য। নারী পুরুষ যে কেউ করতে পারে।

৭. ক্লাস কিভাবে করব?
আমাদের অনলাইন ক্লাস Zoom Apps এর মাধ্যমে করাচ্ছি। জুম এপস ব্যবহার করে খুব সহজে ঘরে থেকেই আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন।
এবং প্রত্যেকটি ক্লাস এর Backup Video রাখি, যা শিক্ষার্থীদের Practice জন্য প্রদান করা হয়।

29/11/2020

শপিফাই
শপিফাই মূলত একটি কানাডিয়ান ইকমার্স কোম্পানি যারা বিভিন্ন অনলাইন স্টোরগুলোর জন্য ওয়েব সফটওয়্যার ডেভেলপ করে।

তাদের তৈরি শপিফাই সফটওয়্যারটি মূলত একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম যা দ্বারা অনলাইনে প্রায় যেকোনো ধরণের পণ্য খুব সহজেই বিক্রয় করা সম্ভব। .
এর সুবিধা কি?
শপিফাই এর সবচেয়ে বড় সুবিধা হল এর সেটআপ। সাধারনত কোন ই-কমার্স প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট প্রতিষ্ঠা করতে গেলে ওয়েব ডেভেলপারের প্রয়োজন পড়ে।
এছাড়া ডেভেলপ করার পর সাইটের এডমিন প্যানেল ম্যানেজ করাটাও বেশ জটিল ও ঝামেলার একটি কাজ। এ কারনে অনেক সময় আলাদা করে এডমিন প্যানেল ম্যানেজ করার জন্য এমপ্লয়ি হায়ার করতে হয়। কিন্তু শপিফাইতে এধরনের কোন ঝামেলা নেই। কোন ধরণের প্রোগ্রামিং ছাড়াই শুধু নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারবেন আপনার একান্ত নিজস্ব একটি ইকমার্স প্ল্যাটফর্ম। আর এর অসংখ্য ফ্রি বিলট ইন থিম ব্যাবহার করে আপনার সাইটকে করে তুলতে পারেন আকর্ষণীয়। শপিফাই এর এডমিন প্যানেল ম্যানেজ করাটাও তুলনামূলক সহজ। যাদের ওয়ার্ড প্রেস সাইট বা ব্লগ ম্যানেজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য একেবারে পানির মত সোজা। আর যাদের অভিজ্ঞতা নেই তারাও এমনকি সামান্য কিছু প্র্যাকটিসের মাধ্যমেই হয়ে উঠতে পারবেন দক্ষ। তবে একটা কথা মনে রাখবেন, পানির মত সোজা বললেও পানি কিন্তু মোটেও সোজা জিনিস নয়! মরুভূমিতে যান তাহলেই বুঝতে পারবেন!! তবে এই তপ্ত মরুভূমিতে টিকে থাকার জন্যই আমরা শপিফাই নিয়ে এসেছি মরূদ্যান হিসেবে!!!

কি ধরণের পণ্য বিক্রয় করা যায়?
শপিফাইতে প্রায় যেকোনো ধরণের ফিজিক্যাল এবং গ্রাফিক্যাল প্রোডাক্ট বিক্রয় করা সম্ভব। ফিজিক্যাল প্রোডাক্ট যেমন, গারমেন্ট প্রোডাক্ট বা ক্লথিং, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, বই, আসবাবপত্র ইত্যাদি পণ্য শপিফাইতে প্রমোট করে বিক্রয় করা সম্ভব। আর গ্রাফিক্যাল প্রোডাক্ট যেমন, ই-বুক, ওয়েব টেম্পলেট, এনিমেশন, ভিডিও ইত্যাদি পণ্য বিক্রয় করা সম্ভব। সোজা কথায় পৃথিবীতে যত ধরণের ইকমার্স প্রোডাক্ট প্রচলিত রয়েছে তার সবই শপিফাইতে প্রমোট ও বিক্রয় করা সম্ভব। এমনকি চাইলে আপনি নিজেও নতুন কোন ইকমার্স প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। প্রয়োজন শুধুমাত্র আপনার কল্পনার এবং ক্ষেত্র বিশেষে অতি কল্পনার!

Want your school to be the top-listed School/college?

Telephone

Website