আলহামদুলিল্লাহ!!!
০১/০৬/২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত আইসিটি ক্লাবের শুধুমাত্র ছেলেদের ফ্রি সেশন ছিল গতকাল।
সেশনের বিষয় ছিল: 3D Modeling, Python basic, Linux
গতকালকে আমাদের ক্লাবের নতুন প্যানেল মেম্বার দের ছেলেদের জন্য ফার্স্ট সেশন ছিল যা তারা অনেক ভালো ভাবে অনুষ্ঠিত করেছে সবাইকে ধন্যবাদ! এমন ভাবেই সবসময় আমাদের আইসিটি ক্লাব সফলভাবে পরিচালিত হবে
ইনশাআল্লাহ!!!❤
NHMSC ICT CLUB
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NHMSC ICT CLUB, Education, .
Operating as usual
আসসালামুয়ালাইকুম
আমাদের আইসিটি ক্লাবের পেজ টি হ্যাক হয়ে যাওয়ায় বিভিন্ন বাজে পোস্ট সহ অনেক দুশ্চিন্তায় ছিলাম আমরা আলহামদুলিল্লাহ আইসিটি ক্লাব এর এক্স প্যানেল এর পক্ষ থেকে দীর্ঘ ১৮ ঘণ্টা চেষ্টার পড়ে হ্যাকার এর আইডি সহ পেজ রিকভারি করতে সক্ষম হই।
সোস্যাল মিডিয়া রিলেটেড যেকোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাদের আইসিটি ক্লাব প্যানেলে জানাবেন।
Alhamdullillah Back ✨
আলহামদুলিল্লাহ!!!
৩০/০৫/২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত আইসিটি ক্লাবের ফ্রি সেশন ছিল আজ। আজকে আমাদের ক্লাবের নতুন প্যানেল মেম্বার দের ফার্স্ট সেশন ছিল যা তারা অনেক ভালো ভাবে অনুষ্ঠিত করেছে সবাইকে ধন্যবাদ! ইনশাআল্লাহ্ এভাবেই আমাদের আইসিটি ক্লাব সাফল্যের সাথে এগিয়ে যাবে❤️
আসসালাম ওয়ালাইকুম!!!
"নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ" এর "আইসিটি ক্লাব" এর পক্ষ থেকে ক্লাবের মডারেটর "আনিসুর রহমান" স্যার ২০২৪-২০২৫ সালের জন্য নতুন প্যানেল মেম্বার ঘোষণা করা হলো:-
*President - Rashed Hasan Razin
*Vice President - Umme Rokeya Madurjo
*General Secretary - MD Jubair Ansary Jia
*Managing Director - Israt Jahan Sadiya
*Managing Director - Rokibul Islam Rokib
*Organization Secretary - MD Zahid Hasan
*Organization Secretary - Waliza Sultana
*Representative (College) - Mahamuda Tasnim Bithy
*Representative (School) - Jannatul Mawa Isha
*Communication Secretary - Farhan Tanzim
*Communication Secretary - Jafrin Islam
*IT Secretary - Samiya Akter Eva
আমাদের সম্মানিত মডারেটর এবং প্যানেলের অন্যান্য মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐
এদের মাধ্যমে আমাদের আইসিটি ক্লাব আরো উন্নত হবে.. সবার জন্য শুভ কামনা ও দোয়া রইলো ✨️❤
ধন্যবাদ!!!
Beloved brothers and sisters لسلام عليكم ورحمه الله وبركاته
تقبل الله منا ومنكم, May Allah accept from you and us
Eid Mubarak,
Alhamdulillah, We have had the honor and blessings from our lord that we've got ramadan as our guest this year. But brothers and sisters we don't know if we will either get to have Ramadan as our guest for next year or not. May Allah forgive us all. The blessed month from us has gone away. But don't let the good deeds get away from you. May Allah (SWT) accept us all.
Eid Mubarak. Celebrate a very happy and pleasing Eid with your family and friends.
Jazakallahu Khair.
NHMSC ICT CLUB
ম্যাসেঞ্জার সহ সোশ্যাল মিডিয়াতে End-to-End Encryption (E2EE) ফিচারগুলি প্রাইভেসি এবং সিকিউরিটি বাড়াতে ব্যবহার করা হয়। এই ফিচারগুলি সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড মেসেজ প্রেরণ এবং গ্রহণ করতে সাহায্য করে, তার মানে হচ্ছে প্রেরক এবং প্রাপকের বাইরে কেউ মেসেজের বার্তা পড়তে বা অ্যাক্সেস করতে পারবে না।
এই ফিচার ব্যবহার করা হয় কারণ:
1. *গোপনীয়তা সংরক্ষণ*: ব্যবহারকারীদের গোপনীয়তা সংরক্ষণ করার জন্য। এনক্রিপ্টেড মেসেজগুলি কেবল প্রেরক এবং প্রাপকের মাঝেই পড়তে পারে।
2. *সিকিউরিটি বাড়াতে*: হ্যাকারদের বা অন্য অপ্রত্যাশিত অংশীদারদের থেকে মেসেজের সিকিউরিটি সুরক্ষিত রাখার জন্য।
3. *সর্বোচ্চ মান বজায় রাখা*: ব্যবহারকারীদের মেসেজ প্রেরণের সময় তাদের মাঝে আত্মবিশ্বাস ও মেসেজের গোপনীয়তা সংরক্ষণ করার জন্য।
সোশ্যাল মিডিয়া এবং ম্যাসেঞ্জার এপ্লিকেশনগুলিতে E2EE ফিচার ব্যবহার করা হয় প্রধানতঃ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সিকিউরিটি সংরক্ষণের জন্য। এই ফিচার দ্বারা ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে আত্মবিশ্বাস করতে পারে এবং মেসেজ প্রেরণের সময় সুরক্ষিত অনুভূতি পায়।
আসসালামু আলাইকুম।
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ও আইসিটি ক্লাবের জেনারেল সেক্রেটারি ' তাহসিন হক ' বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে এবং ঢাকা মহানগরী অঞ্চলে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি পেয়েছে । তার এ অর্জন এ আমরা গর্বিত।
আইসিটি ক্লাব এর পক্ষ থেকে তার এ অমূল্য অর্জনের জন্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।
এখন থেকে আপনার মেসেঞ্জারের চ্যাট দেখতে হলে আপনাকে নিয়মিত ৬ ডিজিটের পিন সাবমিট করে দেখতে হবে।
অর্থাৎ এডভান্স সিকিউরিটির জন্য আপনাকে ৬ ডিজিটের একটা পিন সেট করতে হবে। এটার জন্য কোথাও যেতে হবে না, মেসেঞ্জারে ঢুকলে আপনাকে অটোমেটিক জানাবে। এজন্য আপনার মেসেঞ্জার এপস আপডেট রাখতে হবে।
ওয়াটসএপ এর মতো মেসেঞ্জারেও আপনার পার্সনাল ডাটা সিকিউর রাখতে ফেইসবুক এই পদক্ষেপটি নিয়েছে। অর্থাৎ End to End encrypted
এটা গত বছরের আপডেট তবে সবার জন্য উন্মুক্ত হয়নি কিন্তু এইবছর সব ইউজার দের পিন সেট করতে বলছে।এডভান্সড সিকিউরিটির জন্য এটা ব্যবহার করতে পারেন।
আলহামদুলিল্লাহ! ১৪/০৩/২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত আইসিটি ক্লাবের বিশেষ সেশন ছিল আজ। সেশনের বিষয়: "Introduction to Robotics" সেশনে ছেলেমেয়েদের রেসপন্স ছিল অত্যান্ত চমৎকার ! ইনশাআল্লাহ্ এভাবেই আমাদের আইসিটি ক্লাব সাফল্যের সাথে এগিয়ে যাবে।
My beloved brothers and sisters, Ramadan Mubarak.
Glory to our lord who has created us and who has given us the blessed month of ramadan. Indeed our lord is the most high, exalted.
"The month of Ramadhan [is that] in which was revealed the Qur'an, a guidance for the people and clear proofs of guidance and criterion. So whoever sights [the new moon of] the month, let him fast it; and whoever is ill or on a journey - then an equal number of other days. Allah intends for you ease and does not intend for you hardship and [wants] for you to complete the period and to glorify Allah for that [to] which He has guided you; and perhaps you will be grateful."
(QS. Al-Baqara 2: Verse 185)
Dear brothers and sisters, let us make ourselves a better muslim this ramadan. Try doing at least one good deed everyday. May you all be successful in your life and hereafter. May Allah reward you all.
Jazakallahu Khair.
আলহামুলিল্লাহ! আজ ০৮/০২/২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত আইসিটি ক্লাবের বিশেষ কোর্স: সি ল্যাঙ্গুয়েজ প্রগ্রেসিভ লার্নিং এর ৩য় সেশন। ছেলেদের সেশনের মুখ্য বিষয় ছিল লুপ ইন প্রোগ্রামিং। রেকর্ডেড কলেজ সি প্রোগ্রামিং এর বেসিক সম্পর্কে ধারণা দেয়া হয়েছিল তাদের। এমনকি সেশনে উপস্থিত সকল শিক্ষার্থী সফল ভাবে নিজেদের কোড রান করতে পেরেছে! ইনশাআল্লাহ্ এভাবেই আমাদের আইসিটি ক্লাব সাফল্যের সাথে এগিয়ে যাবে।
আলহামুলিল্লাহ! আজ ২৫/০১/২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ছেলেদের দ্বিতীয় এবং মেয়েদের প্রথম সেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। ছেলেদের সেশনের মুখ্য বিষয় ছিল ইগনিশন বাই সি প্রোগ্রামিং যা কিনা সকল শিক্ষার্থী সফল ভাবে কোড করতে পেরেছে। সি প্রোগ্রামিং এর বেসিক সম্পর্কে ধারণা দেয়া হয়েছিল তাদের। এমনকি সেশনে উপস্থিত সকল শিক্ষার্থী সফল ভাবে নিজেদের কোড রান করতে পেরেছে! ইনশাআল্লাহ্ এভাবেই আমাদের আইসিটি ক্লাব সাফল্যের সাথে এগিয়ে যাবে।
আসসালামু আলাইকুম
আমি হামিদ ইবনে হায়দার (কমিউনিকেশন সেক্রেটারি আইসিটি ক্লাব)
আগামীকাল ২৫/০১/২০২৪ বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদের সেশনের ডেট দেওয়া হয়েছে।
উল্লেখ্য আগামীকালকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেশন নেওয়া হবে
বিষয়টি হচ্ছে: *Block Coding on Scratch*
যারা যারা ক্লাব জয়েন ফি দিয়েছেন তারা অবশ্যই আগামীকাল সময় মতো আইসিটি ল্যাবে উপস্থিত থাকবেন। এটি আপনাদের জন্য বাধ্যতামূলক।
অন্যদের উপস্থিতিও কামনা করছি।
ছেলেদের সেশনের সময় : ১১:০০
মেয়েদের সেশনের সময় : ১২:০০
সেশন রুম: আইসিটি ল্যাব (৩০৫ নং রুম আইয়ুব আলী পি এস সি স্যার ভবন)
সৌজন্যে : NHMSC ICT CLUB
Do you also want to be a part of the thrilling journey of the best club in NHMSC? Grab your joining form from us and become a member of the most prestigious club of NHMSC.
আলহামদুলিল্লাহ! আজ ১৮ ই জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত, আমাদের আইসিটি ক্লাবের নতুন বছরের প্রথম সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত সেশনের সভাপতিত্ব করেছিলেন আইসিটি ক্লাবের সাধারণ সম্পাদক "তাহসিন হক"। আজকের সেশনের বিষয়বস্তু ছিল: প্রোগ্রামিং এর মৌলিক বিষয়। আমাদের জীবনে আইসিটির প্রয়োজনীয়তা, কিভাবে আমাদের কর্মজীবন ও আমাদের বাস্তব জীবনে সফল হয়ে উঠতে প্রোগ্রামিং সহযোগিতা করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্র্যাকটিস কোডিং হয়েছে।পুরো সেশনটি ছিল অত্যন্ত জ্ঞানপূর্ন ও বাস্তবমুখী ইনশাআল্লাহ এভাবে করেই আমাদের আইসিটি ক্লাব এগিয়ে যাবে।
Cheers to a new year filled with shared moments, laughter, and the warmth of friendship. Wishing you joy, success, and countless happy memories in the upcoming year! 🎉✨
আসসালামু আলাইকুম
আমাদের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এর দ্বাদশ শ্রেণীর ছাত্র নাবিল ভাইয়ার ফেসবুক আইডিটি ফেসবুকের বাগ / টেকনিক্যাল এর কারণে লক হয়ে যায়। দক্ষতা ও অত্যন্ত চেষ্টার পর ভাইয়ার আইডিটি আমাদের আইসিটি ক্লাবের *ম্যানেজিং ডিরেক্টর* *তৌহিদুল জামান তালহা* ভাইয়া ফিরিয়ে আনেন।আপনারা কেউ যদি এরকম সমস্যায় পড়েন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যেকোনো ধরনের সমস্যা হলে শর্তসাপেক্ষে সাহায্য করা হবে।
-NHMSC ICT CLUB
আলহামদুলিল্লাহ! গত ১২ ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত, আমাদের আইসিটি ক্লাবের বিশেষ সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা জনাব "খালেদা পারভীন" ও বিশেষ অতিথি ছিলেন আইসিটি ক্লাবের মডারেটর জনাব "আনিসুর রহমান স্যার"। উক্ত সেশনের সভাপতিত্ব করেছিলেন আইসিটি ক্লাবের প্রেসিডেন্ট "মাহবুব আলম"। আমাদের জীবনে আইসিটির প্রয়োজনীয়তা ও আইসিটি ক্লাব কিভাবে আমাদের শিক্ষাজীবন, কর্মজীবন ও আমাদের বাস্তব জীবনে সফল হয়ে উঠতে সহযোগিতা করবে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন আইসিটি ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট " উমর হক"।পুরো সেশনটি ছিল অত্যন্ত জ্ঞানপূর্ন ও বাস্তবমুখী ইনশাআল্লাহ এভাবে করেই আমাদের আইসিটি ক্লাব এগিয়ে যাবে
আসলামু আলাইকুম!!
আগামীকাল ১২/১২/২৩ খ্রিস্টাব্দে আইসিটি ক্লাব কর্তৃক বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। ৪০৫ হল রুম এ সেশন টি অনুষ্ঠিত হবে। নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইসিটি, আইসিটি ক্লাব জয়েনের প্রয়োজনীয়তা, সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। এ সেশনে অধ্যক্ষ মহোদয় জনাব মো: শাহিনুর মিয়া ও সহকারী প্রধান শিক্ষিকা জনাব খালেদা পারভিন উপস্থিত থাকবেন। সে লক্ষ্যে সকল মেম্বার দের উপস্থিতি বাধ্যতামূলক। কোনো সাধারণ মেম্বার উপস্থিত না থাকলে তার মেম্বারশিপ বাতিল করা হবে। পুনরায় ফি দিয়ে মেম্বারশিপ গ্রহণ করতে হবে।
উক্ত সেশনের সময়: ১১ ঘটিকা
তাই আপনাদের উপস্থতি কামনা করছি।
সৌজন্য : আইসিটি ক্লাব
for any information contact
girls
01675344328
boys
+880 1845-976765
ধন্যবাদ
Our honorable ICT CLUB moderator Sir Md. Anisur Rahman was Awarded the Memento of Honor on the Bijoy Olympiad 2023 awarding ceremony. It's a great pleasure for all of us. Our club President Mahabub Alam was also awarded the Bijoy Olympiad Volunteer Head Award.
Yesterday was very glorious for us.
Our General Secretary Tahsin Hoque got both second and third prize on the project display competition. Alhajj Md. Habib Hasan (Member of Parliament, Dhaka-18) liked the projects very much and shook hand with him. Also the Olympiad itself was knowledgeable.
To register online on the Bijoy Olympiad-2023 hosted by Nawab Habibullah Model School and College click on the link given below
https://forms.gle/wCsc24Nbbw8cZmoo7
For more info click on: www.linktr.ee/b.o.r
আসসালমু আলাইকুম। আগামী ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ শনিবার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক বিজয় অলিম্পিয়াড ২০২৩ ( বিজ্ঞান মেলা, আলোচনা সভা, সাধারণ জ্ঞান কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড) আয়োজন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করার সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি , স্থানীয় সংসদীয় স্থায়ী কমিটি , পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ শাহিনুর মিয়া , অধ্যক্ষ , নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ । উক্ত বিজ্ঞান মেলায় বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করবে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল কলেজ তাছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড, সাধারণ জ্ঞান কুইজে অংশগ্রহণ ও করবে। উক্ত অলিম্পিয়াডের এবং বিজ্ঞান প্রজেক্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে দেবেন আলহাজ্ব মোঃ হাবিব হাসান এমপি।
আসসালামুয়ালাইকুম
বর্তমান সময়ে সবাই সাইবার সাইবার সিকিউরিটির অভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্লাটফ্রম এ ক্রাশ কনফেশন এ পোস্ট,স্ক্যাম,ফেক আইডি খুলে হ্যারাসমেন্ট , আইডি হ্যাক হয়ে যাওয়া সহ বিভিন্ন্য সমস্যায় ভুগছেন। যেসব সমস্যা সমাধান না করলে খুব বড় কিছু হয়ে যেতে পারে। কেউ এরকম কোনো সমস্যায় পড়লে দ্রুত আমাদের পেইজের ইনবক্স এ যোগাযোগ করুন।
'শর্ত' সাপেক্ষে সবরকম হেল্প করা হবে।
আইসিটি ক্লাব
শিরোনাম: আইসিটি এর পথ: একটি সমৃদ্ধ সফর
প্রস্তাবনা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এর বিশ্বের একটি অবাক সফর হয়েছে, যা আমরা যেভাবে জীবন, কর্ম, এবং যোগাযোগ করি তা পরিবর্তন করেছে। এই সফরটি দশকের দশকে পরিস্থাপনা করেছে এবং এটি সমাজের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। এই নিবন্ধে, আমরা আইসিটি এর বিকাশের সফরটি প্রত্যাহার করব, গুরুত্বপূর্ণ দরপত্তি এবং সমাজের উপর যা গভীর প্রভাব ফেলেছে তা প্রকাশ করব।
আইসিটি জন্ম
আইসিটি এর উৎপত্তি স্বাক্ষরিক করা যায় মিড-২০ শতাব্দীর মধ্যে, যখন কম্পিউটার তাদের প্রাথমিক অবস্থায় ছিল। এই পর্যালোচনা প্রাপ্তির সময়ে, কম্পিউটারগুলি বিশাল, কমরুম এবং পাঞ্চ কার্ড এবং জটিল তারতম্য প্রয়োজন করে। তথ্য শেয়ার করতে এই কম্পিউটারগুলির নেটওয়ার্কিং করার ধারণা ১৯৫০ সালের দশকে জন্ম নেয় এবং এটি তথ্য যুগের শুরু করে।
ইন্টারনেটের আগমন
আইসিটি এর এই প্রথমিক পালিত প্রযুক্তির মধ্যে ইন্টারনেটের সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইন্টারনেটের পূর্বরূপ, ARPANET, যুক্তরাষ্ট্রের প্রায় বারো ষট্কে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইন্টারনেট হিসেবে আমরা জানি। ARPANET প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের জন্য তথ্য এবং সম্পদ শেয়ার করতে অনুমতি দেওয়ার জন্য ছিল। সময়ের সাথে, ARPANET আমরা আজ জানি এটি একটি গ্লোবাল নেটওয়ার্কে পরিণত হয়ে আসে, যা আমরা ইন্টারনেট হিসেবে চিন্তা করি।
ব্যক্তিগত কম্পিউটিং এর উদ্ভব
আইসিটি এর পথের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ব্যক্তিগত কম্পিউটিং এর উৎপত্তি। প্রতিষ্ঠানগুলি যেমন IBM, Apple, এবং Microsoft ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানগুলির জন্য কম্পিউটিং শক্তি নিয়ে এসেছেন। গ্রাফিকাল ব্যবহারকারী ইন্টারফেস (জিইউআই) এর প্রযুক্তি প্রযুক্তি গুলিকে সহজলভ্য করে এনেছিল, তাদের ব্যবহারে একটি বিস্ফোরক বৃদ্ধি দেওয়ার পথে হয়েছে।যোগাযোগের বিবর্তনআইসিটি যখন এগিয়ে যায়, সম্পর্কের প্রযুক্তি ও বিবর্তন হয়। ইমেইলের প্রযুক্তির আগমন লেখিত যোগাযোগকে দ্রুত এবং সহজ করে দিয়েছিল। মোবাইল ফোন হয়েছিল আরও ছোট, শক্তিশালী এবং সর্বত্র প্রাপ্য, যা প্রায় পৃথিবীর যেখানেই শব্দ এবং বাণী যোগাযোগ সম্ভব করে। পরবর্তীতে স্মার্টফোনের উন্নতি এই ডিভাইসগুলিকে ছোট কম্পিউটারে পরিণত করে দেয়, সম্পর্কের এবং কম্পিউটিংএর মধ্যে রেখাচিত্র বাদ দেয়।ডিজিটাল প্রত্যাবর্তনসাম্প্রতিক বছরগুলিতে, আইসিটি ডিজিটাল প্রত্যাবর্তন এর সাথে সাথে হয়ে গেছে। ব্যবসায়, সরকার এবং ব্যক্তিগণ প্রক্রিয়া সরল করতে, দক্ষতা বাড়াতে এবং উন্নত উৎপাদনশীলতা বাড়াতে ডিজিটাল প্রযুক্তি গুলি গ্রহণ করেছে। ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালিটিক্স এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) এই প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে।সমাজে প্রভাবআইসিটি এর পথের সফরটি সমাজে গভীর প্রভাব ফেলেছে। এটি তথ্যের জনগণ নির্বাচনে সাহিত্য করেছে, ভূগোলগত এবং সাংস্কৃতিক সীমাগুলি ভেঙে দিয়েছে। মানুষরা যে কোনও সময় জ্ঞান অ্যাক্সেস করতে, অন্যদের সাথে যোগাযোগ করতে এবং গ্লোবাল অর্থনীতির অংশ হিসেবে অংশ নেতার মাধ্যমে সক্রিয় হতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আমরা কীভাবে আমরা ব্যক্তিগত এবং পেশাদার জীবন ক্রমবর্ধন করি তা নতুন দিকে নিয়ে আসে।
চ্যালেঞ্জ এবং চিন্তা
তারপরও, আইসিটি এর পথের সফরটি চ্যালেঞ্জ এবং চিন্তা নিয়েছে। সাইবার নিরাপত্তা হুমকি, গোপনীয়তা সমস্যা, এবং ডিজিটাল বিভাজ এগুলি গুরুত্বপূর্ণ সমস্যাগুলি যা সমাধান প্রয়োজন করে। আইসিটি যে যত্নে আগ্রহী হবে, তার চেষ্টা করা জরুরি যেন এটি একটি নিরাপদ এবং সম্প্রেষণশীল ডিজিটাল ভবিষ্যতে আপনাই আসুক।
সমাপন
আইসিটি এর পথের সফর তার আদিকাল থেকে মধ্যকাল পর্যন্ত মানব উদ্দেশ্যশীলতা এবং উদ্যোগের প্রতীক হল। এটি সমৃদ্ধিতে যাওয়াকে নিশ্চিত করা হয়েছে যে আমরা যেভাবে জীবন, কাজ, এবং যোগাযোগ করবো তা পরিবর্তন করেছে, আমরা দেখি না। আইসিটি যখন এগিয়ে যায়, এটি আমাদের সমাজের ভবিষ্যত নির্ধারণ করবে এবং এটির প্রভাবটি আমরা আসলে প্রত্যেক পর্যাপ্ত সময় ধরে অনুভব করব। এই বৃদ্ধি উৎপন্ন করার জন্য এর সম্ভাবনা গুলি মুখোমুখি হওয়া এবং এর চ্যালেঞ্জ গুলি সামলানো সমৃদ্ধির মুখোমুখি দরকার।
-HAMID IBN HAIDER
(Communication Secretary)
NHMSC ICT CLUB
মূলশিরোনাম: কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স): ডিজিটাল জীবনের সাথে একটি নতুন সফর
প্রস্তাবনা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যা বহুমুখী সাধারণ আকলনে মূলত মানব চিন্তাশক্তির অনুকরণ করে। এই নিবন্ধে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম, বিকাশ, এবং এটির সমাজের উপর প্রভাব নিয়ে আলোচনা করব, এবং আসন্ন ডিজিটাল যুগে এর ভবিষ্যত প্রভাব নির্ধারণ করব।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এ আই) উৎপত্তি হলো মানব চিন্তাশক্তির একটি প্রাচীন প্রযুক্তির পরিপ্রেক্ষিপ্তে একটি উন্নত উপাদানের দ্বারা যা মেশিনগুলি মানব সমস্যা সমাধান করতে সক্ষম হয়ে আসে। এই প্রযুক্তির উৎপত্তি সম্ভাবত ১৯৫০ এর দশকে গড়িয়ে যেতে পারে, যখন কম্পিউটারগুলি প্রাথমিক আকৃতি নেয়।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশ
আইবিত্তিক ইন্টেলিজেন্সের বিকাশের সাথে সাথে এটি সাইন্স ফিকশন থেকে একটি সত্যিক প্রযুক্তির পথে এগিয়ে আসে। ১৯৫০ এর দশকে এটি একটি দুর্ঘটনার মধ্যে মাত্রক কিছু মুহূর্তের জন্য কুলনাম পেয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সাথে এটি ব্যাপক উন্নতি পেয়ে গেছে। আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সাধারণ কম্পিউটারের শক্তি, বড় ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, এবং ডিপ লার্নিং সহ বিভিন্ন উপাদান ব্যবহার করে মানবের সমস্যা সমাধান করতে সক্ষম হয়ে আসে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমাজের প্রভাব
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফল বৃদ্ধি সমাজে গভীর প্রভাব ফেলেছে। এটি উদ্যোগের মাধ্যমে বিশেষজ্ঞ শ্রমিকদের সাথে মেশিনগুলির সম্পর্ক করতে সক্ষম হয়, যা কাজের প্রদর্শন এবং নির্ধারণে উন্নতি দেয়। ডাটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, এবং ডিপ লার্নিং ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বৃদ্ধি এবং নতুন প্রযুক্তিগুলির নির্মাণে সহায়ক হয়েছে, যা নিজেকে বিশেষজ্ঞ দক্ষ বনায়।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যত
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নত প্রযুক্তি সামাজিক, আর্থিক, এবং মানব জীবনে প্রচুর প্রভাব ফেলতে চলেছে। এটি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং উন্নত করতে সাহায্য করে, তবে এটি আসন্ন চ্যালেঞ্জগুলির সম্মুখীন হওয়া যেন না করে না হয়। সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুযোগের সাথে সাথে আসন্ন চ্যালেঞ্জের সমাধান প্রয়োজন করে।
সমাপন
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সাথে ডিজিটাল জীবনের একটি নতুন সফর শুরু হয়েছে। এটি আমাদের বিশ্বকে একটি স্থিতিশীল ও নতুন দিকে নিয়ে যাচ্ছে এবং এটির প্রভাব সর্বত্র দেখা যাচ্ছে, সামাজিক ও আর্থিক জীবনের প্রতিটি দিকে। এই বৃদ্ধি উৎপন্ন করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি গুলি মুখোমুখি হওয়া এবং এর সামনে আসা চ্যালেঞ্জ গুলি সামলাতে সমৃদ্ধির মুখোমুখি দরকার।
-HAMID IBN HAIDER
(Communication Secretary)
NHMSC ICT CLUB
আসসালামু আলাইকুম
স্মার্ট বাংলাদেশ দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে একটি অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সংঘটিত হতে যাচ্ছে।
নিম্নোক্ত লিঙ্ক থেকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য করে নিতে হবে। *নিবন্ধনের জন্য মাত্র চার দিন বাকি রয়েছে*
https://quiz.smartbangladesh.gov.bd/
প্রতিযোগিতার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট নিয়মাবলী
১)একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
২)প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২১ মিনিট।
৩) সকল প্রশ্নের মান সমান (১ নম্বর)।
৪) সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
৫) কম সময়ে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
৬)চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
৭) প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
কুইজের বিষয়
১)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,
২)মুজিববর্ষ,
৩)স্মার্ট বাংলাদেশ দিবস,
৪)স্মার্ট বাংলাদেশ রূপকল্প,
৫)স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ
নির্বাচনী ইশতেহার,
৬)সকল ই-সেবা,
৭)ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১
৮)স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
উক্ত কুইজে যারা অংশগ্রহণ করতে পারবে:
বয়স অনুযায়ী নিম্নোক্ত তিনটি গ্রুপে ৮-তদুর্ধ্ব বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশগ্রহণ করতে পারবে
- গ্রুপ কঃ ৮-১২ বছর
- গ্রুপ খঃ ১৩-১৮ বছর
- গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর
*কুইজে অংশগ্রহণকারীরা ০৫ অক্টোবর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র কুইজে অংশগ্রহণকারীগণ প্রোফাইল আপডেট সাপেক্ষে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।*
কুইজ প্রতিযোগিতার সময়
- গ্রুপ কঃ ২৪ সেপ্টেম্বর
- গ্রুপ খঃ ২৫ সেপ্টেম্বর
- গ্রুপ গঃ ২৬ সেপ্টেম্বর
উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ৯.০০টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।
সর্বমোট ২১টি পুরস্কার
তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে
১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১১ জেনারেশন
২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১১ জেনারেশন
৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১১ জেনারেশন
৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১১ জেনারেশন
৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন
সকল শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান করা হচ্ছে। সার্বিক সহযোগিতায় NHMSC ICT CLUB
Hamid Ibn Haider
(Communication Secretary of ICT Club)
স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ - অনলাইন কুইজ প্রতিযোগিতা স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ অনলাইন কুইজ প্রতিযোগিত আয়োজনের মূল উদ্দেশ্য হল জাতির পিতা সম্পর্কে দেশের ও দেশের বা....