
Photos from Shahjalal Jamia School & College ,Sylhet's post
এই ম্যাগাজিন শাহজালাল জামেয়া ইসলামিয়
Operating as usual
Photos from Shahjalal Jamia School & College ,Sylhet's post
Muhi Mikdad
Batch 2007
‘ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন’ সম্মাননা পেলেন সিলেটের মিকদাদ ‘ফ্রিডম অফ দ্যা সিটি অফ লন্ডন’ এওয়ার্ড গ্রহণ করছেন মুহি বিস্তারিত
জাতীয় স্কুল নির্মাণ ক্রিকেট --২০২২
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ
বনাম জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর মধ্যকার আজকের ওয়ানডে ক্রিকেট ম্যাচ এর ফলাফল ঃ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ১৫৭ রানে বিজয়ী!!!!
স্কোর- এসজেআইএসসি -২৪৫/৯
ক্যান্টনমেন্ট - ৮৮/১০
এইচ.এস.সি. পরীক্ষায় জামেয়ায় পাশের হার = ৯৯.৭৮%
A+= ২৫টি
No caption
Photos from Shahjalal Jamia School & College ,Sylhet's post
২০০২ থেকে ২০০৭ পর্যন্ত যারা জামেয়ায় ছিল মোটামোটি সবাই আমাকে চিনে। এর একটি মাএ কারন যে আমি স্কুল এ গেছি আর মাইর খাইনি এরকম দিন খুব কমই আছে।যাই হোক মজির জনাব যখন পি্নসিপাল হলেন তখন আমি জামেয়ায় পিটি করাই। আমি একদিন জনাব কে বললাম জনাব আপনি জামেয়া রোল করেন ঠীক , কিন্তু আমি ও জামেয়া রোল করি কয়েক মিনিটের জন্য , জনাব বললেন কিভাবে, তখন অমি বললাম জনাব আমি যখন পিটি করাই তখন আপনি আমার সাথে পিটি করইন। এরপর বাকিটা ইতিহাস!!
Saju was Jamia 2007 batch student 🥲
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা-জিউন
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের গার্লস ক্যাম্পাসের অফিস সহায়ক (গেইট ম্যান)
হাফিজুর রহমান গতরাত ১১ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি নিলফামারি তে অনুষ্টিত হবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল, প্রভাষক আযাদ মিয়া এবং অফিস সহায়ক সামাদ লাশ নিয়ে গ্রামের বাড়ির নিলফামারীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
অত্যন্ত ভালো একজন মানুষ ছিল হাফিজুর রহমান। সদালাপী, হাস্যজ্বল, সৎ,ধার্মিক ও নিষ্টাবান একজন অফিস সহায়ক ছিলো সে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সঙ্গে ত ছিল তার মধুর সম্পর্ক।
মহান আল্লাহ তার এই প্রিয় বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং স্ত্রী সন্তান ও আত্বীয় পরিজন কে সবরে জামিল নসিব করুন। আমিন।
আসসালামু আলাইকুম
আমাদের এক জামেয়ার ছাত্র রমজানের শেষ দশ রাত্রের জন্য চমৎকার এক আমলের টিপস দিয়েছেন
এমাদ উদ্দিন মুহাম্মদ এমদাদ
জামেয়া ২০১০
আস্সালামুআলাইকুম সবার দৃষ্টি আকর্ষণ করছি মাহে রমজান উপলক্ষে সবাই সাদকা করে থাকেন, জামিয়ার করিম দাদু ও চানাচুর বিক্রেতা কবির ভাই অসুস্থ তাই সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে কিছু সাহায্য করি তাহলে তাদের উপকার হবে আর নিশ্চয় আল্লাহ এর প্রতিদান আমাদের দিবেন।
করিম দাদু ০১৭৮৪৮৭৬৭৩০
কবির ভাই ০১৭৯৬২৭৮৪৩৮ (বিকাশ)
বিটিভির বিতর্ক মঞ্চে SJISC debateing Club
চোখ রাখুন BTV এর পর্দায় শীঘ্রই আসছে সম্প্রচার...
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাজির ভাই (জামেয়া ১৯৯৯ ব্যাচ)আর নেই| বাসায় গ্যাস বিস্ফরনে অগ্নিদগ্ধ হওয়ায় দ্রুত ঢাকায় নেওয়ার পর কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় সকাল 7:00 ইন্তেকাল করেছেন|
ইয়া আল্লাহ আপনি উনার শহীদি মৃত্যু কবুল করেন, মাত্র একবছর বয়সের এক সন্তান উনার| পরিবারের সবাইকে এই শোক সইবার তউফিক দাও|
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর এইচএসসি তৃতীয় ব্যাচের মেধাবী শিক্ষার্থী, তরুণ প্রতিভাবান ডাক্তার সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ইমরান গত বৃহস্পতিবার ঢাকা যাওয়ার পথে সিলেটের রশিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান রাব্বুল আলামিনের কাছে আরজ, তিনি যেনো আমাদের এই প্রিয় ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন।
স্কুল লাইফের সবচেয়ে বেস্ট মানুষগুলো এই ছবিতে।
আসসালামু আলাইকুম।
জামেয়ার মরহুম শিক্ষক ও বর্তমান যাদের কে আমরা পেয়েছি তাদের এই মহান গল্পের একটা সিরিজ লিখতে চাই। পরামর্শ চাই জামেয়ার বড় ভাই, ছোট ভাই ও সহপাঠীদের।
একদা একসময় আমিও এইখানে ছিলাম 😎😍
এই সারির অনেকেই এখন আর পৃথিবীতে বেঁচে নেই। যারা চলে গেছেন, হে আল্লাহ, তাদেরকে জান্নাতবাসী করুন আর যারা বেঁচে আছেন তাদের কে নেক হায়াত দান করুন। আমিন।
শুভ জন্মদিন প্রিয় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ❤️❤️❤️
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাহ্জালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, মিরাবাজার, সিলেট , এস এস সি ২০১০সালের মেধাবী ছাত্র শাফায়াত শাকুর ২৩/০১/২১ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। আজ বাদ আসর টিএনটি কলোনি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন।।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এর অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোস্তফা উদ্দিন কিছুক্ষণ আগে ইনতেকাল করেছেন। জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি গোলাপগঞ্জে অনুষ্ঠিত হবে।
শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কামাল উদ্দিন ভূঁইয়া সাহেবের বিদায়ী বক্তব্য ।
সবার প্রিয় আব্দুশ শাকুর জনাব, এপেন্ডিসাইটিস এর ব্যথায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন।অল্প কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হবে ইনশা আল্লাহ। আপনাদের কাছে দু'আর দরখাস্ত রইলো।
প্রিয় ভাইয়েরা আমাদের জামেয়ার চানাচুরওয়ালা কবীর দাদূ ব্রেইন স্ট্রোক করে তার গ্রামের বাড়ীতে চিকিৎসাধীন ।টাকার অভাবে সিটিস্ক্যান সহ বিভিন্ন টেস্ট চিকিৎসা করানো তাদের জন্য অসম্ভব হয়ে দাড়িয়েছে।আমরা যদি সামান্য করে সাহায্য করি তাহলে তাদের পরিবার এই বিপদে কিছুটা হলেও এহসান পাবে ইনশাআল্লাহ ।দাদুই পরিবারের একমাত্র আয়ের মাধ্যম তাই পরিবারটা আজ দিশেহারা ।দাদুর পারসোনাল বিকাশ নাম্বারে আমরা যার যার সাধ্য অনুযায়ী দান করি নিশ্চয় আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ ।বিকাশ নাম্বার +88 017 9627 8438(personal)
বিকাশ একাউন্ট নাম:মেহেরুন নেসা।
প্রিয় জনাবদের জন্য দোয়া আর ভালবাসা রইল।
নায়াগ্রা জলপ্রপাত (Niagara Falls USA)
১৯৯৬ ব্যাচের কৃতি ছাত্র,
ডা. মোহাম্মদ ফজলুল হক সোহেল ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আল্লাহ উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।
Shajalal Jamia School's Ex Students updated their business hours.
পবিত্র মাহে রামাদানের আজকে ২১তম রজনী, সম্ভাব্য লাইলাতুল কদরের রজনী। আল্লাহর রাসূল(সাঃ) রামাদানের শেষের দশদিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশের নির্দেশ দিয়েছেন। আসুন আমরা সবাই আজকে বেশী বেশী আল্লাহর তাসবীহ-তাহলীল আর জিকির করি। ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আসমানী-জমিনী বালামুসিবত থেকে হেফাজত করবেন।
আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর নসীব করুন, সকালের নিকট দোয়ার দরখাস্ত থাকলো..😊😊
❤❤❤আহলান ওয়া সাহলান, মাহে রমাদান..❤❤❤
***হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)***
Assalamu Alaikum Everyone.
We are happy to announce that has taken an initiative to raise a fund from their batch for Abdul Moyeed Chowdhury Jonab.
We request you all to raise funds within your batches. To send the sum to Abdul Moyeed Chowdhury Jonab, you will help you out by reaching you directly to his family members. Please feel free to contact us.
May Allah Almighty accept our good deeds. Thank you!
শ্রদ্বেয় আব্দুল মঈদ চৌধুরী জনাব অসুস্থ। সবার কাছে দোয়া চেয়েছেন।
Today with mojir jonab
ঈদ আমাদের জীবনে আল্লাহর সন্তুষ্টি, ভালোবাসা আর ক্ষমা বয়ে আনুক।
ঈদ মুবারাক।
Timeline Photos
We need Admins
Current Students are Higly preferred!!!
Hpy new year all 2015
সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
"ঈদ মোবারক"
arif
Best School of the country. http://bbsc.edu.bd
M C ACADEMY,GOLAPGONJ Established in 1934. FOUNDER: Late Mohammed Chowdhury. RECOGNITION: The Board of Intermediate and Secondary Education, Comilla / Sylhet.
Sylhet Govt. Agragami Girls' High School & College
"Shahjalal Jamea Islamia Kamil Madrasha is one of the best and well known Madrashas (Islamic School)
Sylhet polytechnic is a one of the most popular institute of the Bangladesh. It is situeted in the
BBIS was established in 1997,it is one of the leading schools in Sylhet. We believe in sharing, know
প্রগতি উচ্চ বিদ্যালয়ের সকল প্রকার আপডেট এখানে নিয়মিত তুলে ধরা হবে।