Learn with Sumon
Nearby schools & colleges
Khoradipara
3100
Hetimgonj
বাংলাদেশ
1234
sylhet
Kadimnagar
সিলেট
3100
3100
Jagannathpur Road
3100
BSC(HONS) MSC(PHYSICS)
MS(Information & Communication Technology)
Bachelor of Education(B.ED)
Operating as usual
দুটি ভুল প্রচলন:
১. মুসাফাহার সময় ঝুঁকা
সাক্ষাতের সময় নিজ মুসলিম ভাইকে সালাম করা তো সুন্নতে মুয়াক্কাদাহ ও ইসলামের শিআর। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা, পরিচিত-অপরিচিত সকলকে সালাম দেওয়া, শুদ্ধ ও পরিষ্কার উচ্চারণে সালাম বলা-কমপক্ষে ‘আসসালামু আলাইকুম’ পর্যন্ত অবশ্যই বলা-সুন্নত।
সালামের পর আরেকটি আমল হল মুসাফাহা, যা মুস্তাহাব পর্যায়ের আমল। তবে সালামের মতো মুসাফাহার আদেশ এতটা তাকিদপূর্ণ নয় যে, পরিচিত-অপরিচিত সকলের সাথে মুসাফাহা করতে হবে। আর আজকাল তো মুসাফাহার আদবের আলোচনাও কম হয় এবং এসবের প্রতি লক্ষ্যও কম করা হয়। আল্লাহ তাআলা তাওফীক দিলে এ বিষয়ে আলাদা প্রবন্ধ প্রকাশের ইচ্ছা আছে।
মুসাফাহার আদব রক্ষা না করার কারণে অনেক সময় মানুষের কষ্ট হয়। এটা নাজায়েয।
এই মুহূর্তে যে রসম সম্পর্কে আলোচনা করতে চাই তা এই যে, অনেককে দেখা যায় কোনো বুযুর্গ বা বড় ব্যক্তির সাথে মুসাফাহা করার সময় কিছুটা ঝুঁকে যান। অথচ কারো সম্মানার্থে মাথা বা ঘাড় ঝুঁকানোর অনুমতি নেই। ‘কোনো ভাইয়ের সাথে সাক্ষাত হলে কি মুসাফাহা করব’-এ প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, মুসাফাহা কর। এরপর জিজ্ঞাসা করা হল, তার সামনে কি ঝুঁকতে পারি? ইরশাদ করলেন, না। ঝুঁকা যাবে না। (জামে তিরমিযী, হাদীস : ২৭২৮; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ৩৭০৩
২. মুসাফাহার পর বুকে হাত লাগানো
অনেক ভাইকে দেখা যায়, মুসাফাহার পর বিশেষ করে কোনো বুযুর্গের সাথে
মুসাফাহার পর ডান হাত নিজের বুকে মুছে নেন। কী নিয়তে এমনটি করেন-তা আমার জানা নেই। সম্ভবত এই নিয়ত হতে পারে যে, মুসাফাহার দ্বারা যে বরকত হল তা নিজ শরীরে মুছে নেওয়া।
এই প্রচলনের যেমন কোনো ভিত্তি নেই তেমনি এই নিয়তেরও। এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে সচেতনতা এজন্য জরুরি যে, ধীরে ধীরে তা রসম-রেওয়াজে পরিণত হয়ে যায়। এ নিয়ে পরস্পর দ্বন্দ্বও সৃষ্টি হয়। এমনকি মূর্খতাপ্রসূত এই রেওয়াজ একপর্যায়ে বিদআত পর্যন্ত পৌঁছে যায়। অন্যথায় কেউ যদি এমনিতেই বুকে নিজের হাত মুছে নেয় তাহলে এতে ক্ষতির কী আছে!
[ মাসিক আল কাউসার ]
👣 Every step you take towards your goals is a victory....
"প্রতিদান"
---জসীম উদ্দীন
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী, -
পথে পথে আমি ফিরি তার লাগি।
দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর ;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি,
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি;
সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি,
রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল-মালঞ্চ ধরি ।
যে মুখে সে কহে নিঠুরিয়া বানী
আমি লয়ে সখি, তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
The Power Of "সূরা মূলক!"
মনে করুন, আপনি মারা গেছেন!
আপনার জানাজার নামাজ শেষ! আপনাকে কবরে রাখা হলো! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য! কিন্তু, তাঁরা আসছে না!
অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি!
একটু পরেই–
কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো! আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন - উত্তর কই!? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই! কবর আজাবেরও কোনো চান্স নাই! অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- আলহামদুলিল্লাহ!
( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )
মিরপুর ছাড়ার সময় Mahmudullah Riyad
সুরা আর রাহমান
Surah Ar-Rahmaan | By Ridjaal Ahmed Copyright (C) Ridjal Amade Rijal. All right Reserved Worldwide
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক 😊
A good life partner is a blessing from Allah 🥰
সামনে আসচ্ছে কালবৈশাখী ঝড়, ঝড়ের এই সময় আপনার বাড়ির ছাদে এভাবে ফুলের টব/ইট রাখবেন না। কারণ আপনার বিলাসিতা হতে পারে নিরীহ কোন পথচারীর মৃত্যুর কারন।
© ছবিঃ Cyber 71 official
মজার ছলে বিজ্ঞান শিখি!
What is "Imaginary Number"?
অবাস্তব সংখ্যা হলো এমন একটা নাম্বার সিরিজ যার বাস্তবে কোন অস্তিত্ব নেই। যেমন: -1 এর square root function.
একে i দ্বারা প্রকাশ করা হয়।
i = √-1, মূলত ঋনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ে অবাস্তব সংখ্যার ব্যবহার শুরু হয়।
উদাহরণ স্বরূপ -25 এর বর্গমূল হবে √5×5(-1) = 5i
অবাস্তব সংখ্যা দিয়ে জটিল সংখ্যা গঠন করা যায়। যেমন: (a+bi) এখানে a একটি বাস্তব ও bi একটি অবাস্তব সংখ্যা!
“Physics isn't the most important thing. Love is.”
― Richard P. Feynman
সূরা মূলক
মনে প্রশান্তি আনার মতো কন্ঠ
Surah Mulk by Ridjaal Ahmad
বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না।
কিলোওয়াট-ঘণ্টা বলতে কী বুঝ?
উত্তর : সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাবনিকাশের সময় কিলোওয়াট ঘণ্টা (kWh) এককটি ব্যবহৃত হয়। এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যায় হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বা 1kWh বলে।
কর্মদক্ষতা নিয়ে কিছু প্রশ্ন
এবং সাথে সাথে উত্তরঃ
--------------------------
প্রশ্নঃ কর্মদক্ষতা কাকে বলে?
উত্তরঃ কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে ।
--------------------------
প্রশ্নঃ কর্মদক্ষতার একক কোনটি?
উত্তরঃ একক নেই ।
--------------------------
প্রশ্নঃ কর্মদক্ষতার একক নেই কেন?
উত্তরঃ একই জাতীয় দুটি রাশির অনুপাত হওয়ায় কর্মদক্ষতার কোনো একক নেই ।
--------------------------
প্রশ্নঃ কর্মদক্ষতাকে কী হিসেবে প্রকাশ করা হয়?
উত্তরঃ কর্মদক্ষতাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয় ।
--------------------------
প্রশ্নঃ কর্মদক্ষতাকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ কর্মদক্ষতাকে সাধারণত গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়?
--------------------------
প্রশ্নঃ কর্মদক্ষতার একক ও মাত্রা লেখ?
উত্তরঃ একই জাতীয় দুটি রাশির অনুপাত হওয়ায় কর্মদক্ষতার কোনো একক ও মাত্রা নেই ।
--------------------------
প্রশ্নঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে কি বুঝায়?
উত্তরঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়ছে তার অনুপাতকে বুঝায় ।
--------------------------
প্রশ্নঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝ?
উত্তরঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে আমরা বুঝি যে, যদি এই যন্ত্রে 100J শক্তি দেওয়া হয়, তাহলে সে যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি 70J হবে ।
--------------------------
পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ মাত্রা সমীকরণ সমূহ:
সরণ : [L]
বেগ : [LT-1]
ত্বরণ : [LT-2]
ভরবেগ : [MLT-1]
বল : [MLT-2]
বলের ঘাত : [MLT-1]
কৌণিক বেগ : [T-1]
কৌণিক ত্বরণ : [T-2]
কৌণিক ভরবেগ : [ML2T-1]
চক্রগতির ব্যাসার্ধ : [L]
জড়তার ভ্রামক : [ML2]
দন্দের ভ্রামক : [ML2T-2]
বলের ভ্রামক : [ML2T-2]
কাজ : [ML2T-2]
ক্ষমতা : [ML2T-3]
শক্তি : [ML2T-2]
মহাকর্ষীয় প্রাবল্য : [LT-2]
মহাকর্ষীয় ধ্রুবক : [M-1L3T-2]
মহাকর্ষীয় বিভব : [L2T-2]
স্থিতিস্থাপক গুণাঙ্ক : [ML-1T-2]
পৃষ্ঠটান : [MT-2]
সান্দ্রতা গুণাঙ্ক : [ML-1T-2]
পৃষ্ঠশক্তি : [MT-2]
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Uposhohor
Sylhet
3100
Metropolitan University
Sylhet, 3100
Dr. Toufique Rahman Chowdhury- an economist,a banker,a social leader or better known as an eminent educationist.He is the Founder of IBIT and Metropolitan University, Bangladesh and a Founder Director of Mercantile Bank Limited
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114
This is a Robotics, Aeronautics & Interfacing Research group. Its a group started by Shahjalal University of Science & Technology(www.sust.edu),Bangladesh
Akhalia
Sylhet, 345
All pesent and past members, associates, activists, supporters, welwishers of BICS SUST.
Head Office : House # 04, Block # D, Main Road, Uposhahor, Sylhet. Biswanath Office : Shapla Building (1st Floor), College Road, Biswanath
Sylhet, 3130
Computer & Language institute
Sylhet
Sylhet
I will provide English language learning information.You can learn English vocabulary antonyms synon
Sylhet
Learn Quran online BD is an online learning institutions.Many Bangladeshi students from verious count
Zindabazar
Sylhet
This page is for all the learners stumbling to get their desire score at IELTS test. We provide with personal care at your home as a tutor. Inbox anytime. Thank You