"The way to get started is to
quite talking and begain doing"
We work on file processing and visa applications for studying abroad.By giving suggestions we help them to take decision for. Confidence education & immigration is one of the best Consultant Agency in Bangladesh.We provide World wide student Visa processing and Admission for the best education.We also have package Tours & Travels facility as well as do work Visa. Confidence education & immigration
is the leading representative higher education to UK,USA,
Australia,Canada,New Zealand,Nether Land,Finland, Germany,Poland,Hungary,
Japan,Romania & Serbia provide professional immigration consultancy.
বিশ্বমানের ক্যারিয়ার গঠনে বিদেশে উচ্চশিক্ষার কোন বিকল্প নেই।এক সময় বিদেশে পড়াশোনার জন্য যাওয়া বেশ কঠিন হলেও বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে তা অনেকটাই সহজ।বিদেশে পড়াশোনা করে একজন শিক্ষার্থী যে শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হন তা নয়,বরং সেখানে খন্ডকালীন কাজ করার মাধ্যমে নিজেকে করে তুলতে পারে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী,তবে একথাও সত্য যে, পড়াশোনা ও কাজের পাশাপাশি একজন শিক্ষার্থীকে অবশ্যই ঐ দেশের নিয়ম-কানুন মেনে চলতে হয়,না হলে বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়।
বিদেশে পড়াশোনার জন্য একজন শিক্ষার্থী তখনই চুড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া বাঞ্ছনীয়,যখন আগ্রহকৃত দেশে পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা,আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে পারদর্শিতা এবং
ইচ্ছাকৃত দেশে পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে পারবেন শিক্ষার্থীর পরিবার।
তাই একজন শিক্ষার্থী বিশ্বের যেকোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়া-লেখা করতে যাওয়ার জন্য যেখান থেকেই ভর্তির আবেদন করুন না কেন আপনাকে অবশ্যই আপনার ইচ্ছাকৃত দেশে পড়া-
লেখা করার জন্য অবশ্যই আপনার প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে এবং শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে অবশ্যই অধিকতর সচেতন থাকতে হবে।
একজন শিক্ষার্থী তখনই নিশ্চিত ভর্তি ও ভিসা সাফল্য পাবেন,যখন তিনি ঐদেশে পড়াশোনা করতে যাওয়ার পর্যাপ্ত শর্তাবলী পূরণে সক্ষম হবেন।তাই ভালোভাবে জেনে-বুঝে আবেদন করুন এবং যেখানে আপনার যাওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই সেখানে আবেদন করে অযথা সময় এবং অর্থ অপচয় থেকে বিরত থাকুন।
মিথ্যা আশ্বাস যতই সহজ মনে হোক না কেন,তা শুধু আপনার ভবিষ্যতই নষ্ট করে দিবে।
তাই একজন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত বিপথগামী হলে,বিদেশে উচ্চশিক্ষার পরামর্শদাতাকারী একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা এর দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারি না।
Confidence Education & Immigration একজন শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা ও তিনি ইংরেজিতে কতটুকু পারদর্শি এবং এই শিক্ষার্থীর অভিভাবকের আর্থিক স্বচ্ছলতা সহ সবকিছুর বিচার-বিশ্লেষণ করে পর্যাপ্ত দেশ সম্পর্কে পরামর্শ দিতে সবসময় বদ্ধপরিকর এবং উক্ত দেশ সম্পর্কেই সকল সঠিক তথ্য দিয়ে থাকে।
বিদেশে উচ্চ শিক্ষার জন্য পড়া-লেখা করার স্বপ্ন দেখা স্বপ্নবাজ সকল শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভিসা হওয়ার নিশ্চয়তা কেউ আপনাদের প্রদান করতে পারবেনা,তবে একজন শিক্ষার্থীর ভিসা পাওয়ার সফলতা শতভাগ নিশ্চয়তা আমরা তখনই দিতে পারি,যদি ঐ শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া দক্ষ ও অভিজ্ঞ হাতে হয় এবং মহান সৃষ্টিকর্তা যদি তাহার প্রতি সহায় হোন।
তবে আমরা একজন শিক্ষার্থীকে এটুকুই নিশ্চিত করতে পারি যে, একজন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া নিশ্চয়তায় আমাদের রয়েছে দীর্ঘদিনের দক্ষতা ও অভিজ্ঞতা এবং সেজন্যই আল্লাহর রহমতে শিক্ষার্থীদের বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রেখে আমাদের ভিসা প্রাপ্তির ব্যাপক সফলতায় আমরা সুনামের সাথে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
Confidence Education & Immigration সবসময় স্বপ্নবাজ শিক্ষার্থীদের যেসব সেবা দিয়ে থাকে.....
(১)বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে সঠিক তথ্য প্রদান।
(২)শিক্ষার্থীর যোগ্যতা অনুসারে দক্ষতার সাথে ভর্তি প্রক্রিয়াকরণ করে,ভর্তি নিশ্চিত করা।
(৩)কোন শিক্ষার্থীর কোন বিষয়ে দুর্বলতা থাকলে সেই ব্যাপারে গুরুত্ব দিয়ে সহযোগিতা করা।
(৪)মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি (স্কলারশিপ)প্রদানের সর্বচ্চো চেষ্টা করা।
(৫)যারা ইংরেজিতে দুর্বল তাদের বিশেষ কোর্সের ব্যবস্থা করা।
(৬)দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে ভিসার জন্য ভর্তি নিশ্চিত করা।
(৭)ভিসার জন্য শিক্ষার্থীকে সাক্ষাৎকারের(ইন্টারভিউয়)জন্য
প্রস্তুত করা।
(৮)বিমান টিকেট করতে এবং বিদেশে থাকা-খাওয়ার জন্য সহযোগিতা করা।
(৯)ভিসা নিশ্চিত হলে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা,
যাতে ভিনদেশে গিয়ে শিক্ষার্থীরা কোন সমস্যার সম্মুখীন না হতে হয়।
(১০)সর্বোপুরি একজন শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্যের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে আমারা বদ্ধপরিকর।
শুধু শিক্ষার্থী নয় জীবন-জীবিকার তাগিদে কাজের উদ্দেশ্য Work Permit(ওয়ার্ক পার্মিট)ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা স্বপ্নবাজদের
Confidence Education & Immigration যেসব সেবা দিতে সবসময় অঙ্গীকারবদ্ধ.....
(১)বিদেশ যাত্রীর পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহে,কাজের সঠিক এপ্রোবাল(অনুমতিপত্রের)জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক যাত্রীর কাছ থেকে নেওয়া সাক্ষাৎকার সহ প্রয়োজনীয় সবকিছুতে যাত্রীকে সহযোগিতা করা।
(২)কাজের সঠিক অনুমতিপত্র সংগ্রহ করা হয়,ফলে ভিসার নিশ্চয়তা থাকে প্রায় শতভাগ।
(৩)যাত্রী নিজে এম্বেসি(দূতাবাসে)
উপস্থিত হয়ে ভিসার জন্য ফাইল জমা করেন এবং যাত্রী নিজেই্ এম্বেসি(দূতাবাস)থেকে নিজের পাসপোর্ট সংগ্রহ করেন,ফলে যাত্রীকে ফেইক ভিসার চিন্তা করতে হয়না।
(৪)ভিসা নিশ্চিত হওয়ার পরবর্তী কার্যক্রম,যেমন যাত্রীর করোনা টেস্ট,মেডিক্যাল,ম্যানপাওয়ার সহ কাঙ্খিত দেশে পৌছার জন্য প্রয়োজনীয় সবকিছুতে সহযোগিতা করা।
(৫)বিদেশ যাত্রী কাঙ্খিত দেশে পৌছলে থাকা-খাওয়া,কর্মঘন্টা,
বেতন-ভাতা সহ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা।
স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ভিজিট করুন আমাদের
অফিসে।
মনে রাখবেন আপনার বিশ্বাস অক্ষুণ্ণ রেখে বিশ্বস্ততার সাথে আপনার স্বপ্ন পূরণে আমরা আপনার সহযাত্রী।