Comments
নারীশিক্ষার আদর্শিক জাগরণের লক্ষ্যে গতবছর আমাদের Rajaganj Girls School - রাজাগঞ্জ গার্লস স্কুল -এর যাত্রা শুরু হয়েছিল। প্রিয় রাজাগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। একবছর পেরিয়ে দ্বিতীয় বছরের প্রারম্ভে সুপ্রিয় এলাকাবাসীর চাহিদা ও বাস্তবতার নিরিখে এবার ❝ রাজাগঞ্জ কিন্ডারগার্টেন ❞ নামে নতুন আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান আমরা শুরু করেছি।
বিগত বছরের ন্যায় এবারো আপনাদের সামগ্রিক পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমরা সু-শিক্ষার আলোয় বৃহত্তর রাজাগঞ্জকে আলোকিত করব, ইন শা আল্লাহ!
~ শাহজাহান শাহেদ
[ ০৮-১২-২২ ইং ]
আলহামদুলিল্লাহ!
Rajaganj Girls School - রাজাগঞ্জ গার্লস স্কুল
-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন...
▪️
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে "নৈতিকতা, সততা, ও দক্ষতার সমন্বয়ে একদল আদর্শ নাগরিক তৈরি" স্লোগানকে সামনে রেখে নারীশিক্ষার আদর্শিক জাগরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত "রাজাগঞ্জ গার্লস স্কুল" -এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ প্রিন্সিপাল সিরাজুল ইসলাম।
রাজাগঞ্জ গার্লস স্কুলের চেয়ারম্যান মাও. শরীফ আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহজাহান শাহেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাগঞ্জ মাদ্রাসার শিক্ষাসচিব ও শায়খুল হাদীস মাও. আহমদ আলী, সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার সাজিদ মিয়া, কানাইঘাট উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি ও তালবাড়ী-খালপার স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ইকবাল আহমদ, রাজাগঞ্জ স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম, নয়ামাটি-খাগড়িকান্দি স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কেশব চন্দ্র নাথ।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের কো-অর্ডিনেটর শামীম আহমদ এবং ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত জাকির।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন আব্দুশ শহীদ নাসিম।
রাজাগঞ্জ মাদ্রাসার শিক্ষাসচিব ও শায়খুল হাদীসের মুনাজাত এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
▪️
(২০ জানুয়ারি ২০২২ ইং)
Rajaganj Girls School - রাজাগঞ্জ গার্লস স্কুল -এর
শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বেলা ২.৩০ মিনিটে।
রাজাগঞ্জ ইউনিয়নের শিক্ষাপ্রেমী সকল সচেতন নাগরিকদের সাদর আমন্ত্রণ।
ভর্তি চলছে || ভর্তি চলছে || ভর্তি চলছে...
ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রয়াসে নারীশিক্ষার জাগরণের ভিশন নিয়ে "নৈতিকতা, সততা ও দক্ষতার সমন্বয়ে একদল আদর্শ নাগরিক তৈরি" স্লোগানকে সামনে রেখে #রাজাগঞ্জ_গার্লস_স্কুল প্রতিষ্ঠানে ৬ষ্ট থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
ভর্তি কার্যক্রম সময় :
সকাল ১০টা থেকে দুপুর ০২টা পর্যন্ত।
অস্থায়ী ক্যাম্পাস :
Rajaganj Girls School - রাজাগঞ্জ গার্লস স্কুল
রাজাগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন
(শিকদার কলেজ গেইটের বিপরীত পার্শ্ব)
রাজাগঞ্জ, কানাইঘাট, সিলেট।
মোবাইল নাম্বার :
01720-260115
01707-619767
01751-256404