আগামীকাল ১৫/০৯/২০২২ ইং হতে এস.এস.সি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।
Badshagonj Government High School
Nearby schools & colleges
Rahimnagar Bazar Sarak, Khulna
Madarsha, Satkania, Chittagong
চন্দ্রপুর
college road sonagazi, Sonagazi
Moharajpur, Nawabganj
kashipur, khejurtola road. Madhabdi
Chauddagram 3550
Dinajpur KAHAROL
Bashon School Road, Gazipur
Moghbazar,, Dhaka
Rajshahi 6204
Comilla
Dhunat
Feni
Dattapara, Birulia, Savar-dhaka, Portici (NA)
আমাদের স্কুল,
আমাদের গর্ব।
Operating as usual

বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক তিনজন প্রধান শিক্ষক।
সর্ববামে জনাব মোবারক হোসেন খন্দকার স্যার; মাঝখানে জনাব শামসুদ্দিন আহমেদ স্যার ও সর্বডানে জনাব বজলুর রহমান স্যার।
পরম করুণাময় আল্লাহ্ তা'আলা তাঁদের নেক হায়াত দান করুন।
এসএসসি ও সমমান পরিক্ষা শুরু হবে ১৫ই সেপ্টেম্বর ২০২২ --- শিক্ষামন্ত্রী
ভাইরাল স্কুলশিক্ষকের কন্ঠে সুমধুর আযান
আমাদের আতিক স্যার ❤️

সবাই নিরাপদে থাকুন।
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**সিলেটে এসএসসি পরীক্ষা হবে কি না সে বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছে জেলা প্রশাসন।

শ্রেনীকক্ষে ও পরীক্ষা হলে মোবাইল
ফোন ব্যাবহার প্রসঙ্গেঃ

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষার সংশোধিত সময়সূচী।
এসএসসি পরীক্ষার তারিখে পরিবর্তন

তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।
২০১০ সালের আজকের এই দিনে (০৮ জুন) বালিজুরী গ্রাম থেকে বিদ্যালয়ে আসার পথে ট্রলার ডুবীতে ৮ জন শিক্ষার্থী প্রাণ হারায়, এছাড়াও নারী ও শিশু সহ মোট ১৬ জনের মৃত্যু হয়৷ অকালে ঝড়ে যায় তাঁজা প্রাণ।
ছবিতে যারা আছেন তাঁরা বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি।

পড়ন্ত বিকাল 📸 Kiron NZ

বিজ্ঞপ্তি

প্রথম আলো ২২ এপ্রিল ২০২২ ইং

এত দ্বারা বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম ও SSC ২০২১-২০২২ ব্যাচ এর সকল শিক্ষার্থীদের কে জানানো যাচ্ছে যে আগামী ১৯/০১/২০২২ ইং রোজ বুধবার COVID-19 এর ১ম ডোজ টিকা প্রদান করা হবে।
স্থানঃ ধর্মপাশা শিল্পকলা একাডেমী, বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন।
সময়ঃ সকাল ৯ঃ০০ টা থেকে দুপুর ১ঃ০০টা পর্যন্ত।
নিজ নিজ জন্মনিবন্ধনের দুই কপি ফটোকপি এবং প্রধান শিক্ষকের নিকট হইতে করোনার কার্ড সংগ্রহ করে আগামীকাল সকল শিক্ষার্থীদের যথাস্থানে উপস্থিত থাকার জন্য আদেশ কর হলো।
[বিঃদ্রঃ শিক্ষার্থীর বয়স ১২ বছর বা এর উপরে হতে হবে]
আদেশক্রমে
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যলয়।

সর্বজন শ্রদ্ধেয় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত জানকী নাথ সরকার স্যার। নিঃসন্ধেহে তিনি ছিলেন একজন আলোকিত মানুষ ও আদর্শ শিক্ষক।
পরপারে ভালো থাকবেন স্যার, আপনার ছাত্রছাত্রীরা আপনাকে আমৃত্যু পরম শ্রদ্ধায় স্মরণ করবে।

বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি লটারি ২০২২ এর ফলাফল।

ধর্মপাশা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে অনুষ্ঠিত
৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১ এ প্রকল্প উপস্থাপন ও প্রদর্শনীতে অত্র বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক জনাব আসাদুজ্জামান স্যারের উপস্থিতিতে আংশগ্রহন করে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ ১১/১১/২০২১ খ্রিঃ রোজঃ বৃহস্পতিবার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থী-২০২১ এর বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা ও বিদায় অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
সকল শিক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল।
[নূর-এ-আলম জিকু স্যারের টাইমলাইন থেকে সংগ্রহীত]

শুভ জন্মদিন
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার ও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি
জনাব মুনতাসির হাসান পলাশ।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচির খন্ডচিত্র।
আজ ২৫ অক্টোবর ২০২১ ইং বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
ছবিঃ Arif Ahmed

২০১০ সালের আজকের এই দিনে (০৮ জুন) বালিজুরী গ্রাম থেকে বিদ্যালয়ে আসার পথে ট্রলার ডুবীতে ৮ জন শিক্ষার্থী প্রাণ হারায়, এছাড়াও নারী ও শিশু সহ মোট ১৬ জনের মৃত্যু হয়৷ অকালে ঝড়ে যায় তাঁজা প্রাণ।
ছবিতে যারা আছেন তাঁরা বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি।
মাতৃস্তনে শিশুর যেমন অধিকার, শিক্ষকদের স্নেহ ভালোবাসার উপর প্রত্যেক ছাত্রের সেই রকম অধিকার থাকা উচিৎ -- আহমদ ছফা।

ঐতিহ্যবাহী বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সবার প্রিয় তফাজ্জল স্যার আজ ৩০ মার্চ ২০২১ খ্রিঃ শেষ কর্ম দিবসের মাধ্যমে চাকুরী জীবনের ইতি টানলেন।
সবাই উনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে ভাল এবং সুস্থ রাখেন।

বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের প্রাক্তন মেধাবী ছাত্রী ও অবসর প্রাপ্ত প্রাইমারী শিক্ষক আব্দুল হামিদ স্যারের একমাত্র মেয়ের মৃত্যুতে আমরা শোকাহত।

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি স্থগিত
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি স্থগিত দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি স্থগিত করা হয়েছে। আগামীকাল ৩.....

অভিনন্দন 🌷
অধ্যাপক ডাঃ মোঃ টিটু মিঞা
নব নিযুক্ত অধ্যক্ষ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
বাদশাগঞ্জ সরকারী স্কুলের সোনালী অর্জন
সেরা মেধাবীদের সেরা জায়গায় সুন্দর দেখায় ❤
মানুষ - কাজী নজরুল ইসলাম
বিষয়ঃ নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র
পাঠদানেঃ
সাহেরা আনার
সিনিয়র শিক্ষিকা
বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়

বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাশ রুটিন।
বাংলা ভাষার ব্যাকরণ (সমাস)
বিষয়ঃ বাংলা ভাষার ব্যাকরণ (সমাস)
পাঠদানেঃ
সাহেরা আনার
সিনিয়র শিক্ষিকা
বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়

"এ সময়ে যে দর্শক,সেও ধর্ষক"
বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে 'মানববন্ধন'।
তারিখঃ আগামীকাল ৭ই অক্টোবর,২০২০ইং।
সময়ঃ ১০ ঘটিকা।
স্থানঃ বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের প্রতিবাদ ব্যক্ত করুন।
আয়োজনেঃ বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

ঐতিহ্যবাহী বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আব্দুল হাই শাহ্ আজ তাঁর ৩৩ বছরের চাকুরী জীবনের ইতি টানলেন।
তিনি অত্র বিদ্যালয়ে ০৭/১২/১৯৮৭ খ্রিঃ যোগদান করে আজ ২৩/০৯/২০২০ খ্রিঃ অবসর গ্রহন করেন।
বর্তমানে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উনার ১২ জন ছাত্র/ছাত্রী শিক্ষক ও কর্মচারী হিসেবে কর্মরত আছেন। আমি শ্রদ্ধেয় স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
বাদশাগঞ্জ সরকারি স্কুলের "হাই" স্যার - অনেক পাতার ইতিহাস ❤

সকলের প্রিয় প্রায়াত জানকি নাথ সরকার স্যার।
ছবি কৃতজ্ঞতায়ঃ Rayhan Aziz

বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে COVID-19 করোনা ভাইরাস নামক মহামারীতে বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের জন্য ফেসবুক লাইভ/জুম অ্যাপ ব্যবহার করে ক্লাশ নেওয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাই আগামী ১৮/০৭/২০২০ খ্রিঃ রোজঃ শনিবার ১০.০০ ঘটিকায় নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজী, আইসিটি, গণিত বিষয়ের ক্লাশগুলি দেখার জন্য বলা হল। এখানে উল্লেখ্য যে, জুম অ্যাপ ব্যবহার করে যারা ক্লাশে অংশ গ্রহন করবে তোমরা স্যারদের নামের পাশের মোবাইল নাম্বারে ফোন দিয়ে আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। অবশেষে প্রিয় শিক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল। তোমরা ভাল থেক সুস্থ থেক এই কামনা করছি।
১। মোঃ তরিকুল হক-০১৭৭২৮৪০১৪৮
২। নূর-এ-আলম জিকু-০১৭২৮২৫০৫৩৯
৩। মোঃ আব্দুল হক-০১৭১৯৮১৫৬২৬
৪। মোঃ শফিকুর রহমান-০১৭২১৯৮৪২৮৫
৫। মোঃ জাষেদ ইকবাল- ০১৭৪৮৯৯০৫২৯
© নূর-এ-আলম জিকু স্যার এর টাইম লাইন থেকে।
Videos (show all)
Location
Category
Website
Address
Sunamganj
2450
Opening Hours
Monday | 09:30 - 17:00 |
Tuesday | 09:30 - 17:00 |
Wednesday | 09:30 - 17:00 |
Thursday | 09:30 - 17:00 |
Saturday | 09:30 - 17:00 |
Sunday | 09:30 - 17:00 |
Kazir Point, Sunamganj Porushava, Sunamganj Sadar.
Sunamganj, 3000
The toughest task for a human is to Humanise.
Sunamganj, 3000
জ্ঞান মহাসাগরের চেয়েও বিস্তৃত । জ্ঞান যতই আহরণ করা হয়, জ্ঞান তৃষ্ণা ততই বেড়ে যায়।
Notun Para Bahon Para Rd, Sunamganj Https://maps.app.goo.gl/6edqCqSfcjEQ7SeQ6
Sunamganj, 3000
সত্যশব্দ একটি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান ও শিশু সংগঠন
Sunamganj
চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়। গ্রাম: বনগাঁও ইউনিয়ন: রঙ্গার-চার জেলা: সুনামগঞ্জ বিভাগ: সিলেট।
Alompur, South Sunamganj, Sunamganj
Sunamganj, SOUTH SUNAMGANJ
55JM+CQ9 Hazi M.A Jaher High School
Sunamganj, 3030
This group helps the students of Hazi MA Jaher High School.
Ramnagar Bazar
Sunamganj, 3000
Abdul Mukit High School is an academic institute located at Ramnagar Bazar, Jamalganj, Sunamganj.