Sonagazi City School.

Determination of Creative Talent...

Operating as usual

25/06/2024

ষাণ্মাসিক মূল্যায়ন পরিক্ষা ১৩/০৭/২৪ রোজ শনিবারের পরিক্ষা আগামী ০৩/০৮/২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

Photos from Sonagazi City School.'s post 23/06/2024
05/06/2024

৮ জুন থেকে ১৭ জুন
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।

29/05/2024
29/05/2024

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সময়সূচি :

Photos from Sonagazi City School.'s post 28/05/2024

২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি :

27/05/2024

প্রতিকূল আবহাওয়ার কারণে আজ ২৭মে, রোজ- সোমবার সোনাগাজী সিটি স্কুল এর শ্রেনি কার্যক্রম স্থগিত করা হলো।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

23/05/2024

এসএসসি ২০২৬

12/05/2024

ফেনী জেলার “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩” এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি

12/05/2024

এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ পুনঃনিরীক্ষণের নোটিশ

Photos from Sonagazi City School.'s post 27/03/2024

নতুন কারিকুলাম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক ০৩(তিন) দিনব্যাপী (৮ম ও ৯ম) শ্রেণির জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করতে যাওয়া (ইনবিহীন) সোনাগাজী উপজেলার প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষকগণের প্রশিক্ষণার্থীদের নামের তালিকা।

Photos from Sonagazi City School.'s post 27/03/2024

#বিষয় ভিত্তিক যোগ্যতা, অভিজ্ঞতা, মোট PI এবং
মোট যাচাইকৃত PI : একটি বিষয়ে কোন PI বিভিন্ন অভিজ্ঞতায় একাধিকবার রয়েছে

26/03/2024

নতুন কারিকুলামকে ফলপ্রসূ করতে প্রতিষ্ঠান প্রধান যেভাবে মনিটরিং করবে:

বাংলাদেশের শিক্ষার কারিকুলাম ও সিলেবাসে ব্যাপক পরিবর্তন এসেছে । এই কারিকুলাম বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

নতুন কারিকুলামকে ফলপ্রসূ করার নিমিত্তে প্রতিষ্ঠান প্রধানদের মনিটরিং করার ক্ষেত্রসমূহ-

০১.কর্ম পরিকল্পনার উন্নয়ন করা।

০২.শ্রেণিকক্ষে অনুশীলন,ব্যবহারিক কার্যক্রম, সহপাঠ্যক্রমিক বা অতিরিক্ত কার্যক্রমগুলো মনিটরিং করা।

০৩.দলীয় শিক্ষণ মনিটরিং করা।

০৪.অডিট বা নিরীক্ষা করা।

০৫.পরিকল্পনা মনিটরিং করা।
(ক) বিষয়ভিত্তিক পরিকল্পনা (খ) দলীয় পরিকল্পনা।

০৬.ছাত্র-ছাত্রীদের কাজের পদ্ধতিগত প্রতিফলন পর্যালোচনা করা।

০৭.শিক্ষার্থীদের নথিপত্রের নমুনায়ন করা।

০৮.শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আলোচনা, সাক্ষাৎকার পর্যালোচনা করা।

০৯.ফলাফল অভীক্ষায়নের মাধ্যমে মনিটরিং করা।

১০.বাজেট বিবেচনাপূর্বক প্রাতিষ্ঠানিক সম্পদের সঠিক ব্যবহার তদারকি করা এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা।নতুন শিক্ষাক্রম মনিটরিং-এর ক্ষেত্র :

১১.শিখনের বিষয়বস্তুর সাথে শ্রেণি কার্যক্রম সম্পর্কিত কি না? তা তদারকি করা।

১২.শিক্ষাদান পদ্ধতির সঠিকতা যাচাই করা।

১৩.মূল্যায়ন কৌশল এর সঠিকতা তদারকি করা।

১৪.শিক্ষাক্রমের বিস্তরণ ও বাস্তবায়ন সঠিকভাবে করা হচ্ছে কি না?

১৫.যৌথ কর্মকান্ডের মাধ্যমে পাঠদান হচ্ছে কিনা, তা তদারকি করা।

১৬.বর্ধিত শিক্ষাক্রম কর্মসূচী প্রণয়ন করা বা প্রণয়নে সহায়তা করা।

১৭.পেশাগত উন্নয়নের জন্য নিয়মিত শিক্ষক-কর্মচারিদের নিয়ে সভার আয়োজন করা।

১৮। ভর্তিকৃত শিক্ষার্থী নিয়মিত ক্লাশে উপস্থিত থাকে কিনা তা তদারকি করা।

১৯। টিজি অনুযায়ী শ্রেনি কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা।

২০।মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে কিনা।

২১।মূল্যায়ন ছকে তথ্য সংরক্ষণ করা হচ্ছে কিনা।

২২।যথা সময়ে নৈপুণ্য এপে ডাটা এন্টি দেয়া হয়েছে কিনা।

২৩।ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্টি সঠিক ভাবে দেয়া হয়েছে কিনা।

২৪।নৈপুণ্য এপ থেকে যথা সময়ে রিপোর্ট কার্ড প্রিন্ট করা হয়েছে কিনা।

২৫।ইনহাউজ প্রশিক্ষণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয় কিনা।

25/03/2024

ক্যারিয়ারে Successful হওয়ার জন্য একাডেমিক পড়ালেখার পাশাপশি স্কিল ডেভেলপমেন্ট করার কোন বিকল্প নেই।

15/02/2024

সোনাগাজী সিটি স্কুল
সহ ২০২৪ সালের সকল
এসএসসি পরিক্ষার্থীদের জন্য শুভ কামনা।

06/02/2024

২০২৪ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OmR Sheet নিয়ে কিছু কথা:

১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।

৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।

৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।

৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।

৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।

সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।

Learn computer science. Change the world. 04/02/2024

২০৪১ স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরি করতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষ করে গড়ে তোলা অপরিহার্য। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও সমস্যা সমাধানে আগ্রহী করে গড়ে তুলতে আগামি ০৬-০৮ ফেব্রুয়ারি, ২০২৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এটুআই, আইসিটি ডিভিশন ও code.org একঘণ্টা ব্যাপী কোডিং ক্যাম্পেইন ‘Hour of Code: Bangladesh’ আয়োজন করতে যাচ্ছে । কোডিং ক্যাম্পেইনে যুক্ত হওয়ার নির্দেশনা ও বিশদ বিবরণ সংযুক্তিতে দেওয়া হলো। এছাড়া আগামীকাল সোমবার থেকে টিচার্স পোর্টালের ফেসবুক গ্ৰুপে ভিডিও ম্যানুয়াল পাওয়া যাবে। শিক্ষকগণকে, সোমবারে কিশোর বাতায়ন প্লাটফর্মে জয়েন করে সম্পূর্ণ প্রক্রিয়া নিজেদের হাতে কলমে করে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Learn computer science. Change the world. Every student in every school deserves the opportunity to study computer science.

02/02/2024

এসএসসি ২০২৪ খ্রি. পরীক্ষার্থীদের প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করতে হবে।

01/02/2024

প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের প্রশিক্ষণ সংক্রান্ত

31/01/2024

বিষয়ভিত্তিক মূল্যায়ন ট্যুলস ব্যবহার করে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে।

31/01/2024

নিয়োগ বিজ্ঞপ্তি
সোনাগাজী সিটি স্কুলে ০২(দুই) জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা -স্নাতকোত্তর/স্নাতক
যোগাযোগ
প্রধান শিক্ষক
মোবাইল : 01812-339429
Gmail :[email protected]

17/01/2024

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা।
২০২৩ সালে বিশেষ বিবেচনায় অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

20/11/2023

উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণের জন্য তালিকা প্রস্তুতকরণ সংক্রান্ত

Want your school to be the top-listed School/college in Sonagazi?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হবে ইনশাআল্লাহ। #celebration #SharePost #likeforlikes #school
কুরআনী কায়দার নূরানী ক্লাস চলছে।
সকলের দোয়া ও সহযোগিতা চাই।
Class Time of Arabic

Location

Category

Telephone

Address


SONAGAZI CITY SCHOOL
Sonagazi
3930
Other Schools in Sonagazi (show all)
Mangalkandi High School Mangalkandi High School
Mangalkandi, Feni
Sonagazi, 3900

One of the most ancient high school in Bangladesh, established in 1912

Sonagazi Govt. Primary School Sonagazi Govt. Primary School
Main Street At Sonagazi Upazilla
Sonagazi

ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিদ্যালয়।

চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়
Village:Char ShahaBhikari, No-5 Chardarbesh Union Parishod, Sonagazi, Feni
Sonagazi, 3933

NAME: CHARSAHA BHIKARI HIGH SCHOOL EIIN: 106704 Centre: SONAGAZI-1, Thana/Upazilla: SONAGAZI, Zilla: FENI

Sonagazi Md. Saber Model Pilot High School Sonagazi Md. Saber Model Pilot High School
Sonagazi

The oldest, historical high school in sonagazi. This school is the best one not only in academic res

Rose Garden School Rose Garden School
College Road Sonagazi
Sonagazi, 3930

Rose Garden International School (RGIS), a creative mission of some dynamic people of Sonagazi, was

চরকৃষ্ণজয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চরকৃষ্ণজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
Sonagazi

শিশুদের হাতে খড়ি কেন্দ্র

Pragati Kindergarten Sonagazi Pragati Kindergarten Sonagazi
Olama Bazar Road
Sonagazi, 3930

Pragati Kindergaten Sonagazi is situated in Sonagazi in 1999. It is the best kindergarten in Sonagaz

Al-Manar Academy Mongazi Al-Manar Academy Mongazi
Https://goo. Gl/maps/KLpYy4hkgJv7m4UU 7
Sonagazi, 3930

"সৃজনশীলতা, নৈতিকতা ও প্রযুক্তির সমন্?

Sonagazi Fazil Degree Madrasah Sonagazi Fazil Degree Madrasah
Sonagazi Main Road
Sonagazi, 3930

Purbo Moheshchar Govt. Primary School Purbo Moheshchar Govt. Primary School
Purbo Moheshchar, Somobay Bazar, Feni
Sonagazi, 3932

Purbo Moheshchar Govt. Primary School Sonagazi, Feni. Primary Education in Online Platform