Skills On the Go

Skills On the Go

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skills On the Go, Education Website, CRP, chapain Road, savar, Savar.

04/04/2024

প্রথমত, স্পোরাঞ্জিয়াম শব্দটি ভাঙলে পাওয়া যায়,
স্পোর(রেনু)+এনজিও(পাত্র),
আমাদের দেহের রক্তনালিকে বলা হয় এনজিও। এনজিও(রক্তনালি) রক্তধারণ করে তাই একে রক্তধারণ কারী "পাত্র" বলতে পারি আমরা।

একইভাবে ছত্রাক এবং অন্যান্য প্রজাতির উদ্ভিদ জীবনের এক পর্যায়ে এনজিও(পাত্রে) স্পোর ধারণ করে যাকে বলা হয় স্পোর ধারণকারী পাত্র বা স্পোরাঞ্জিয়াম।

দ্বিতীয়ত, স্পোরাঞ্জিয়াম একবচন/স্পোরাঞ্জিয়া বহুবচন।

আর স্পোর হলো এককোষী জননাঙ্গ। যা সাধারণত শৈবাল ,ছত্রাক বা নিম্নশ্রেণির জীব এর স্পোরাঞ্জিয়াম কোষ থেকে তৈরি হয়।

25/03/2024

ইন্ট্রোন (Intron) কি
এক্সোনস (Exons) কাকে বলে?

চ্যাপ্টার: কোষ ও এর গঠন
টপিক: ডিএনএ ট্রান্সক্রিপশন।

10/03/2024

See you Soon✌️

10/03/2024

"About 2 years ago in 2019, during the lockdown when online classes felt boring, I discovered the joy of studying biology with Mojahid Anik Mama.

When I learned complex cycles, reactions, enzymes, or hormones easily, that time dream of teaching biology began.

Surviving and adapting in the first year of university is not so easy. So Starting a new batch was challenging.

That time, suddenly an opportunity arose from The Magnet Science Care. So, during the days of the long vacation, I decided to start the Biology batch of HSC 2023 without any prior experience.

The most enjoyable moments were exploring many new things during the time of learning something new.

In my first experience, I've built good self-confidence.

Yesterday was my last class.
Thanks to my supportive and attentive students, the long journey has come to an end. Best wishes and prayers for everyone. 🖤

Last class with HSC Batch 23
8July,2023

08/05/2023

যেভাবে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়-

03/05/2023

⚠️ ফোসা ওভালিস হ্রদপিন্ডের কোথায় থাকে? ( ডেন্টাল ৯/১০)

উত্তর : ডান অলিন্দে ।

✅বেসিক : ফোসা ওভালিস হল হৃৎপিণ্ডের ডান অলিন্দের (ভ্রুণের হৃদপিন্ডের আন্তঃ অলিন্দ পর্দার গাত্রে), ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের স্তরে, ডান এবং বাম অলিন্দের মধ্যবর্তী প্রাচীর ।

Photos from Skills On the Go's post 30/04/2023

মানবদেহের সর্বাপেক্ষা বড়-ছোট-বেশি-ক্ষুদ্র-দীর্ঘতম-ক্ষুদ্রতম-বৃহত্তম যা কিছু-

Basic class note

29/04/2023

ট্রিফোন একটি হরমোন যা টিস্যু কালচারে কোষের বৃদ্ধি এবং বিভাজনকে উদ্দীপিত করে। এটি 1922 সালে ফরাসি প্যাথো-ফিজিওলজিস্ট ক্যারেল উদ্ভাবন সর্বপ্রথম করেন।
প্রথমত তিনি লক্ষ্য করেন, ফাইব্রোব্লাস্ট এর বৃদ্ধি লিউকোসাইটের পাশাপাশি ভ্রূণ এবং টিউমার কোষ দ্বারা উদ্দীপিত হয়। যেহেতু সে সময়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ কোষের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সক্ষম বলে আবিষ্কৃত হয়, তাই এই ট্রিফোন আবিষ্কার আরো সাধারণ হয়ে উঠে।

বর্তমান সময়ে, লিউকোসাইট থেকে তৈরি নির্যাস থেকে আর্টিফিসিয়াল মিডিয়ায় লিম্ফোসাইটগুলিকে লিম্ফোব্লাস্টে পরিণত করে যায়।

এই ধরনের দ্বিতীয় ফ্যাক্টর যা মনোসাইট থেকে বিচ্ছিন্ন, একটি প্রাণঘাতী বিকিরণকারী জীবের মধ্যে দানাদার লিউকোসাইটের গঠনকে উদ্দীপিত করে।

যার আণবিক ওজন প্রায় 30,000, নিউরামিনিক অ্যাসিড (neuraminic acid) ধারণকারী লাইপোপ্রোটিন হিসাবে আবিষ্কৃত হয়েছিল।
এরা শরীরের এই নির্দিষ্ট কোষ দ্বারা নিঃসৃত হয় এবং অন্যান্য কোষের পুষ্টির চাহিদা পূরণ করে।
লিউকোসাইটিক এই ট্রিফোনগুলি ফিজিওলজিক্যাল ও প্যাথলজিকাল প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোর্স:
The British medical association https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1707654/

27/04/2023

এইচএসসি তে সময় থাকে খুব স্বল্প কিন্ত সিলেবাস থেকে বিশাল। ম্যাথ,ফিজিক্স, কেমিস্ট্রির ভিড়ে ফার্স্ট ইয়ারে বায়োলজি আমাদের অবহেলা থেকে শেষ সময়ে আতংক হয়ে উঠে।

অথচ প্রথম বর্ষ থেকে বেসিক আনন্দের সাথে আলোচনা করে পড়লে এডভান্স এডমিশন (মেডিকেল+ভার্সিটি) ও কাভার করা যায়।

তাই গফরগাঁও এ এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই মাসিক মাইক্রো কোর্স ব্যাচের সুবিধা দেওয়া হচ্ছে।
আশা করি ভালো একটা ইনভেস্টমেন্ট হবে।

ক্লাস:
‌১২ টি ক্লাস (বেসিক+এডভান্স) -ক্লাস লেকচারেই অধ্যায় গুছিয়ে দেওয়া হবে।
‌১০ ক্লাস অফলাইন + ২ ক্লাস (অনলাইন)।
‌উদ্ভিদবিজ্ঞান মোট -৩ অধ্যায় (বেসিক+এডভান্স)

সুবিধা :

১.‌প্রতি অধ্যায় সম্পর্কে বিস্তারিত বেসিক ধারণা। জটিল বিক্রিয়া,উদ্ভিদ প্রাণীর নাম ছন্দ ও গল্পে সাজিয়ে নেওয়া হবে।
২.একই সাথে ‌এইচএসসি + এডমিশন (মেডিকেল+ভার্সিটি)প্রস্তুতি কাভার হবে।

৩‌.Q&A সেশনের মাধ্যমে যে কোন প্রশ্নের উত্তর।

বইসমূহ:(পিডিএফ)

প্র‍তি চ্যাপ্টারে
‌সকল লেখকের দাগানো বই (৩টি)
‌সকল এডমিশন সহায়ক নোট,বই (৯টি)

মোট:১২ টি গুরুত্বপূর্ণ বই ফ্রিতে দেওয়া হবে।

ফ্রি ক্লাস চলছে...
১লা মে থেকে অফিশিয়ালি ক্লাস শুরু হবে।

স্থান: দ্য্যা ম্যাগনেট সায়েন্স কেয়ার। আলাল মার্কেট, গফরগাঁও।

26/04/2023

মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন হয় কোন ধাপে বিষয়টি আমাদের কাছে কনফিউশান তৈরি করে।

🔴 উত্তর হবে: -এনাফেজ।

কিন্তু কেনো?

ব্যাখ্যা: ইন্টারফেজ পর্যায়ে ডিএনএ ডাবল হয় এবং কোষবিভাজন চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি হয়।

মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার ডাবল হয়,কিন্তু সেন্ট্রোমেয়ার আলাদা না হওয়ায় তখন একটি সেন্ট্রোমেয়ারে ৪টি বাহু বা ক্রোমাটিড থাকে।

এনাফেজ ধাপে এসে সেন্ট্রোমেয়ার আলাদা হয় যায় এবং মেরুমুখী চলন শুরু হয় এবং দুটি অপত্য বা বেবি ক্রোমোসোমের সৃষ্টি হয়।
আর,অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয় প্রোফেজ ধাপে।

ধাপে ধাপে বললেঃ
১।ডিএনএ ডাবল
২।অপত্য ক্রোমাটিড বা বাহু সৃষ্টি।এসময় ক্রোমাটিড দ্বিগুণ হয়।
৩।অপত্য সেন্ট্রোমেয়ার সৃষ্টি।অর্থাৎ,সেন্ট্রোমেয়ার ২টি হয় কিন্তু আলাদা হয়না।
৪।সেন্ট্রোমেয়ার সম্পূর্ণরুপে আলাদা হয় এবং অপত্য ক্রোমোসোমের সৃষ্টি হয়।

আসলে মাইটোসিস একটি নিরবচ্ছিন্ন প্রকৃয়া এবং আলাদা করা বেশ কঠিন। তবুও বর্ণার সুবিধার্তে একে বিভিন্ন ধাপ বা ফেজে ভাগ করা হয়েছে।একটি কাজ শেষ হওয়ার সাথে সাথেই অন্যটি শুরু হয়ে যায়।তাই,লেখকগণের মধ্যে অসামঞ্জস্য দেখা যায়।

সুতরাং,

মাইটোসিস এ
১)ক্রোমোজোমের দ্বিত্বন হয় আন্যাফেজ ধাপে
এবং
২)DNA দ্বিত্বন হয় ইন্টারফেজ ধাপে

by hsc 23

21/04/2023

ঈদ মোবারক☺️
ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে…।

19/04/2023

২০১৯ সালে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ এর পরে সবাই কম বেশি জানে ভাইরাসের ভয়াবহতা।

🔴কিন্ত এই ভাইরাস-ই কি পারে মানুষের জীবন বাঁচাতে?

অণুবীক্ষণিক জীব যেমন- ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের রোগ সৃষ্টি করতে পারে।
আমাদের দেহে ট্রিলিয়নস অনুজীব আছে। যার মধ্যে সবাই ক্ষতিকর না। কিছু উপকারী অনুজীব খাদ্য পরিপাকে সহায়তা করে, প্রজননতন্ত্রকে সুস্থ রাখে।

ক্ষতিকর ব্যাকটেরিয়া আমাদের অসুস্থ করে।আর ব্যাকটেরিওফেজ বা ফেজ নামে একধরনের ক্ষুদ্র ভাইরাস আছে যারা ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে মেরে ফেলতে পারে।

বিজ্ঞানীরা এ ব্যাকটেরিওফেজ আরো এক শতাব্দী আগে আবিষ্কার করেন। এরা আমাদের চারপাশেনর্দমা, মাটি, এমনকি আমাদের শরীরেও আছে।

🔴এই ফেজ ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে কি আমাদের রক্ষা করতে পারে ?

অতীতে রোগের চিকিৎসার জন্য গবেষকরা
ফেজ ভাইরাস ব্যবহার করেছেন।

ফেজ থেরাপিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণ বিরুদ্ধে বিজ্ঞানীরা সফল হয়েছিল।

বিপজ্জনক ব্যাকটেরিয়া সংক্রমণ সাধারণত মাটি বা নর্দমা থেকে আসে।
একসময় ডাক্তাররা ফেজ থেরাপিকে গুরুত্ব দিতেন না। কারণ তখন অ্যান্টিবায়োটিক খুব কার্যকর ছিল।

প্রথম অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন) আবিষ্কার হয় ১৯২৮ সালে ৷ তারপর একে একে বিজ্ঞানীরা রোগ নিরাময়ের জন্য আরও অনেক ধরণের অ্যান্টিবায়োটিক তৈরি করেছে-যেমন নিউমোনিয়া, যক্ষ্মা এবং মেনিনজাইটিস।

কিন্ত দুঃখজনকভাবে,

বিবর্তনের কারণে কিছু ব্যাকটেরিয়া শিখেছে প্রতিকূল পরিবেশে কীভাবে টিকে থাকতে হয়।
ফলে অ্যান্টিবায়োটিক তাদের বিরুদ্ধে আর কাজ করে না।

তাছাড়াও
কিছু প্যাথোজেন আছেযারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে।

যার ফলে ডাক্তারদের জন্য সঠিক এন্টিবায়োটিক প্রেসক্রাইব করা আরও বেশি কঠিন হয়ে পড়ে।

বর্তমান সময়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এই ব্যাকটেরিয়া মানবসভ্যতার জন্য একটি বড়ো হুমকি।

🔴তাহলে কিভাবে এই ফেজ ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করে?

রাজদরবারে রাজাকে গোপনে পরাস্ত করতে প্রথমত গুপ্তচর রাজ্যে একা প্রবেশ করে। তারপর তারা রাজার বিরুদ্ধে দলবল বাড়ায়। একসময় প্রজাদের উস্কে দিয়ে রাজাকেই পরাস্ত করে।

মজার ব্যাপার হচ্ছে ঠিক তেমনি...

ব্যাকটেরিওফেজ বা ফেজ নামে ভাইরাস টি প্রথমেব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রবেশ করে দখল করে, এ ফেজ ভাইরাস আরও ভাইরাস তৈরি করে,তারপর অবশেষে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।

আবিস্কার:

ফ্যাজ(Phage) তৈরির ইতিহাস বেশ কিছুদিন আগের,

ফেলিক্স ডি'হেরেল নামে একজন মাইক্রোবায়োলজিস্ট,20 শতকের গোড়ার দিকে ফেজ আবিষ্কার করেছিলেন।তিনি এটিকে "অদৃশ্য জীবাণু" হিসেবে উল্লেখ করেছেন যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।

এই গুরুত্বপূর্ণ আবিষ্কার পরীক্ষা করেন মুরগীর উপরে।

মুরগির মল থেকে (বিচ্ছিন্ন) ফেজ পুনরুদ্ধার (phages regenerate)" করে সফলভাবে চিকিৎসা করেন।ফলে মুরগী সুস্থ হয়।

তারপর আমাশয় আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসায় সফল হয় ফেজ থেরাপি।
প্রতিষ্ঠিত হয় ফেজ থেরাপি।

🔴ফেজ ভাইরাস গুলোকে কিভাবে সংগ্রহ করা যাবে?

ভালো দিক হচ্ছে এই ফেজ ভাইরাসগুলো আমাদের চারপাশে পাওয়া যায়।
নর্দমার জলে, নদীতে, মাটিতে-যেখানেই
এদের খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানীরা এই ফেজ ভাইরাসগুলোকে সংগ্রহ করে ল্যাবে পিউরিফাই করেন। যাতে অন্য কোন Substance না থাকে।

এর পর ব্যাকটেরিয়া কোষে ফেজগুলিকে প্রতিলিপি (Replicate) করে পুনরায় বিশুদ্ধ করা হয়।

সবশেষে এই ক্ষুদ্র ভাইরাস চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়।

ফেজ থেরাপি কেবল মানুষকেই নয়, পোষা প্রাণীদেরও সাহায্য করেছে!

একটি ৫ বছর বয়সী সেন্ট বার্নার্ড কুকুর কানের মধ্যে গুরুতর সংক্রমনে( Ear infection) আক্রমিত হয়।

চিকিৎসার জন্য phage থেরাপি প্রয়োগে
মাত্র ২৭ ঘন্টা পরে কানের অবস্থার উন্নতি হয়,কয়েক মাসের মধ্যে কুকুরের সম্পূর্ণ সুস্থ হয় ।

🔴শুধুই কি উপকারিতা আছে, কোন অপকারিতা নেই?

দুর্ভাগ্যবশত, কিছু পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন পেট ব্যাথা বা দাঁত ব্যাথা) (গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো) সমস্যা ও তৈরি হতে পারে।

তাই শুধুমাত্র ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করা একজন চিকিৎসকের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়।

আবার ফেজ ভাইরাস অ্যান্টিবায়োটিকের মতো না শুধু রাসায়নিক না ,এরা কোষ দ্বারা নিজেদের প্রতিলিপি Replicate পুনরুৎপাদন (regenerate) করে।

উদাহরণস্বরূপ, যদি phages ভাইরাস ব্যাপক হারে ব্যাকটেরিয়াতে সংক্রামিত হয়তাহলে তারা রোগীর মাইক্রোবায়োম (Microbiom) পরিবর্তন করার ঝুকি থাকে।

🔴তাহলে জীবন বাঁচাতে ভাইরাস কতটা সফল?

এ পর্যন্ত মানবদেহের উপর ক্ষতিকারক ব্যাকটেরিয়া আক্রমণের বিরুদ্ধে ফেজ ভাইরাসের সফলতা হচ্ছে-

>চোখ(Eye), কান (Ear),প্রোস্টেট (Prostate),
নাক(Nose) এর মধ্যে এরা এক প্রজাতির ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করতে সফল হয়েছে ।

>ত্বক (Skin),পুরো শরীর(the entire body) তে এরা দুই প্রজাতির ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করতে সফল হয়ছে।

>জয়েন্টগুলি(Joints)- তিন প্রজাতির ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এরা প্রতিরোধে করতে সফল হয়ছে।

>হার্ট (Heart)- চার প্রজাতির ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এরা প্রতিরোধ করতে সফল হয়েছে।

>মূত্রনালী(urinary tract),ফুসফুস(Lung)- ছয় প্রজাতির ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এরা প্রতিরোধে করতে সফল হয়েছে।

>হাড় (Bone)- সাত প্রজাতির ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এরা প্রতিরোধ তৈরি করতে সফল হয়েছে।

অ্যান্টিবায়োটিক প্রতিরোধ(antibiotic resistance) একটি গুরুতর সমস্যা। আমাদের নির্ভরযোগ্য অ্যান্টিবায়োটিক ফুরিয়ে গেছে, তাই এটি খুঁজে বিকল্প হিসেবে ফেজ ভাইরাস পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

কারণ ফেজ ব্যাকটেরিয়ার একটি প্রাকৃতিক শত্রু ।

প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং ফেজ থেরাপির সংমিশ্রণএকমাত্র উপযুক্ত চিকিৎসা।

কারণ:

১. কখনও কখনও ওষুধগুলি (Antibiotic) ফেজগুলিকে দ্রুত প্রতিলিপি (Replicate) করতে সহায়তা করে।

2. ফেজগুলো(Phages) কখনও কখনও ব্যাকটেরিয়া প্রতিরোধের(bacterial resistance) এর উপরে প্রভাব রাখতে পারে। ফলে, ওষুধ ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সাড়া দেয়।



তবে মনে রাখবেন যে, অন্যান্য সব ক্ষেত্রে বেশিরভাগ গবেষক ফেজ থেরাপি পরিক্ষা করেনি কারণ, কখনো কখনো পার্শ্ব প্রতিক্রিয়া শুধুমাত্র অপ্রীতিকর হতে না জীবন-হুমকির কারণ হতে পারে। তাই আরো ক্লিনিক্যাল ট্রায়াল এর প্রয়োজন ফেজ থেরাপির যথাযথ উপায় বের করতে।

সংক্রমণ এড়াতে প্রতিরোধে সচেতন হওয়া উচিত -

>নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
>স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে।
>নিয়মিত ভ্যাক্সিন ও টিকা নিতে সচেতন হতে হবে।


🔴বায়োলজি শব্দকোষ-

🟢অ্যান্টিবায়োটিক(Antibiotic) – এক ধরনের ওষুধ যা মানুষকে অসুস্থ করে এমন ব্যাকটেরিয়া খুঁজে বের করে ধ্বংস করবে।

🟢অ্যান্টিবায়োটিক প্রতিরোধ (Antibiotic resistance) - এটি ঘটে যখন ব্যাকটেরিয়া পরিবর্তিত হয় এবং অ্যান্টিবায়োটিক দ্বারা মারা যায় না।এর ফলে ব্যাকটেরিয়া (মানুষ বা প্রাণী নয়)অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠে।

🟢ব্যাকটিরিওফেজ/ফেজ(bacteriophage/phage) ভাইরাস যা ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে।সাধারণত, তারা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পরে, কোষে আরও ভাইরাস তৈরি করেএবং মারা যায়।

🟢বায়োফিল্ম(Biofilm) - একদল ব্যাকটেরিয়া (বা অন্যান্য অণুজীব) যা কোষের পৃষ্ঠে(Surface) এ লেগে থাকে। এই আঠালো কোষগুলি একটি পাতলা স্তর তৈরি করে
অ্যান্টিবায়োটিকের মতো জিনিসগুলির বিরুদ্ধে সুরক্ষা তৈরি করে।

🟢আমাশয় (Dysentery) - অন্ত্রের একটি ব্যাকটেরিয়া সংক্রমণ।

🟢মাইক্রোবায়োম(Microbiome)- আমাদের দেহে ট্রিলিয়ন অণুজীবের বসবাস । তারা ত্বকে, লালা এবং মুখের মধ্যে, চোখে এবং ভিতরে বাস করে,অন্ত্র এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের ব অংশে থাকে । এই অণুজীবগুলি হয় সহায়ক, নিরপেক্ষ বা ক্ষতিকারক হতে পারে।

🟢প্যাথোজেন (Pathogen) - এটি একটি ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব যা রোগ সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, এইচআইভি (HIV)ভাইরাস যার ফলে হয়ফ এইডস।

🟢ফেজ থেরাপি (Phage Therapy) - ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ফেজ ব্যবহার করে।

🟢প্রতিলিপি replication (Viral) - সংক্রমণের সময় নতুন ভাইরাসের সৃষ্টি।

📚References :

https://www.sciencejournalforkids.org/articles/can-viruses-save-lives/

Tiffany Luong, Ann-Charlott Salabarria, Dwayne R. Roach (2020) Phage Therapy in the Resistance Era: Where Do We Stand and Where Are We Going? Clinical Therapeutics.
https://doi.org/10.1016/j.clinthera.2020.07.014

UC San Diego School of Medicine: Center for Innovative Phage Applications and Therapeutics http://ipath.ucsd.edu/

BBC News: Why Is It So Difficult to Discover New Antibiotics? https://www.bbc.com/news/health-41693229

Scientific American: The Virtuous Side of Viruses https://www.scientificamerican.com/article/the-virtuous-side-of-viruses/ NPR:

Can A 100-Year-Old Treatment Help Save Us From Superbugs? https://www.npr.org/transcripts/796743684

BBC: The Viruses that Prey on Human Diseases https://www.bbc.com/future/article/20210115-the-viruses-that-prey-on-human-disea

06/04/2023

এইচএসসি উদ্ভিদবিজ্ঞান-
০৮ অধ্যায় " টিস্যু"

কর্টেক্স, মজ্জা ও মজ্জা রশ্মি বলতে কি বুঝায়?

Q&A by hsc batch 2023

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

CRP, Chapain Road, Savar
Savar
Other Education Websites in Savar (show all)
Lekha Pora Saradin Lekha Pora Saradin
Savar, 3431

Lekha Pora Saradin is a learning platform.

Practical Zone Savar Practical Zone Savar
Savar

SSC HSC MBBS Practical Help Zone Service Area : Savar, Dhaka, Bangladesh

Mariam Begum Model Madrasah Mariam Begum Model Madrasah
Chapain
Savar

Mariam Begum Model Madrasah

প্রবিত্র কোরআনের পরীক্ষিত আমল তদবির তাবিজ প্রবিত্র কোরআনের পরীক্ষিত আমল তদবির তাবিজ
Ashulia, Savar, Dhaka
Savar, 1340

প্রবিত্র কোরআন ও হাদিস থেকে ১০০% পরীক্ষিত সকল বিষয়ে আমল দিয়ে থাকি ।

Nytrox IT-online training center Nytrox IT-online training center
Aminbazar
Savar

welcome to our page.You can easily learn digital marketing from this page.

MdAzizul96 MdAzizul96
Savar

আল্লাহ আপনি আমাদের সবাইকে সৎ পথে থাকার এবং সঠিক কাজ করার তৌফিক দান করুন, আমীন ।

তুরাগ আদর্শ স্কুল এন্ড Uibt কারিগরি কলেজ তুরাগ আদর্শ স্কুল এন্ড Uibt কারিগরি কলেজ
বঙ্গবন্ধু সড়ক, চৌরাস্তা সংলগ্ন, আশুলিয়া, ঢাকা
Savar, 1341

আসসালামুয়ালাইকু, একটি আদর্শ শিক্ষার ?

RAC Alrounder RAC Alrounder
Savar Dhaka
Savar

no limite to learn

Sukur Ali Kindergarten & High School Sukur Ali Kindergarten & High School
Tayubur, Zirabo, Ashulia, Dhaka
Savar, 1341

Sukur Ali Kindergarten & High School

Jk Holmes কোচিং সেন্টার Jk Holmes কোচিং সেন্টার
Savar

সু _শিক্ষা হোক সবার জন্য

Abdus Samad Abdus Samad
Tatuljhura
Savar

Abdus Samad online tutorial classes (Education)

Zyans World Zyans World
Savar, 1340

I am ready to help you if you need it.