
আলহামদুলিল্লাহ!
Katgora Jamia Islamia Darul Ulom Madrasah
এর হিফয বিভাগের ছাত্ররা "হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ড এর অধিনে অনুষ্ঠিত হিফজ পরিক্ষায় শত ভাগ নাম্বার পেয়ে উত্তির্ন হয়েছে।
কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা
কাঠগড়াআশুলিয়া,সাভার,ঢাকা
মোবাইল :01760388596
01728090742
Operating as usual
আলহামদুলিল্লাহ!
Katgora Jamia Islamia Darul Ulom Madrasah
এর হিফয বিভাগের ছাত্ররা "হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ড এর অধিনে অনুষ্ঠিত হিফজ পরিক্ষায় শত ভাগ নাম্বার পেয়ে উত্তির্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ!
সফলতার সাথে সম্পূর্ণ হলো
১যুগ পূর্তি মাহফিল।
স্টেইজ সুন্দর বর্দনের কাজ চলমান
চলছে মাহফিল বাস্তবায়নের প্রয়াস
মাহফিলের কাজ পুরোদমে চলছে
সকলে দ্রুত চলে আসো
আলহামদুলিল্লাহ!
নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। জাতীয় কোরআন প্রতিযোগিতা ঢাকা জেলা উত্তরা অডিশনে কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার ছাত্র ইয়েস কার্ড পেয়ে ফাইনালের জন্য মনোনীত হয়েছে সকলের দোয়া চাই।
#কুরআন #তিলাওয়াত #আলহামদুলিল্লাহ
কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদরাসার পক্ষ থেকে হাফেজ মোঃ বশির আহমদ কে আন্তরিক
অভিনন্দন ও শুভেচ্ছা ❤️
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুফতামিম সাহেবান, কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদরাসা, আশুলিয়া, সাভার ঢাকায় বেফাকের হিফজুল কোরআন মারহালার কেন্দ্র পাশ হয়েছে। আগ্রহী হাফেজ ছাত্ররা উক্ত কেন্দ্র থেকে বেফাক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।
যোগাযোগ :০১৭৬০ ৩৮৮৫৯৬ (মুহতামিম)
আল আরাফাহ ইসলামী ব্যাংক এর সৌজন্যে কাঠগড়া জামিয়ার ছাত্রদের জন্য কম্বল বিতরণ ।
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে
Beautiful Islamic song 🥰
https://www.facebook.com/profile.php?id=100046128191655&mibextid=ZbWKwL
লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আলহামদুলিল্লাহ বলে
রমজানের স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকুন
রমজান আমার জন্য আর
রমজানের প্রতিদান
আমি নিজ হাতে দিব।
সুবহানাল্লাহ ❤️
সালাতুল-তাসবী নিয়ত ও নিয়ম
সালাতুল-তাসবী চার-রাক’আত সুন্নত
নামাজের নিয়ত সমূহঃ
আরবি-উচ্চারন
نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى ارْبَعَ رَكَعَاتِ صَلَوةِ التَّسْبِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা-উচ্চারন
নাওয়াইতু আন উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবা’আ রাকা’আতাই সালাতিল সালাতুল-তাসবী সুন্নাতু রাসূলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ
আমি সালাতুল-তাসবী -চার-রাক’আত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।
সালাতুল-তাসবী দোয়া
আরবি-উচ্চারন
سُبْحاَنَ الله وَالْحَمدُ للهِ وَلآَ اِلَهَ اِلاَّاللهُ وَاللهُ اَكْبرُ
বাংলা-উচ্চারন
সুবহানাল্লা-হি ওয়ালহামদু লিল্লা-হি ওয়া লা-ইলাহা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
সালাতুল-তাসবী এর বিবরন
সালাতুত তাসবিহ হাদীস শরীফে ‘সালাতুত তাসবীহ’ নামাযের অনেক ফযীলত বর্ণিত আছে। এই নামায পড়লে পূর্বের গুনাহ বা পাপ মোচন হয় এবং অসীম সওয়ার পাওয়া যাবে। রাসূলুল্লাহ সালল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম স্বীয় চাচা হযরত আব্বাস রাদিআল্লাহু আনহুকে এই নামায শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে, এই নামায পড়লে আল্লাহ আয-যাওযাল আপনার আউয়াল আখেরের সগীরা কবীরা জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন।
তিনি বলেন, চাচা জান ! আপনি যদি পারেন, তবে দৈনিক একবার করে এই নামায পড়বেন। যদি দৈনিক না পারেন, তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে না পারেন, তবে মাসে একবার পড়বেন। যদি মাসে না পারেন, তবে বছরে একবার পড়বেন। যদি এটাও না পারেন, তবে সারা জীবনে একবার হলেও এই নামায পড়বেন ।
সালাতুল তাসবিহ নামাজের নিয়ম- চার রকাত । প্রতি রকাতে সূরা ফাতিহার পর, যে কোন সূরা পড়তে পারেন। তবে এই নামাযে বিশেষত্ব এই যে, প্রতি রকাতে ৭৫ বার করে, চার রকাতে মোট ৩০০ বার তাসবীহ পড়তে হবে।
মোট ৩০০ বার উপর্যুক্ত তাসবীহ পড়ার নিয়ম
১.প্রথম-রাকাত এ সানা পড়ার পরে তাসবীহ টি ১৫ বার পড়তে হবে।
২.তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা অথবা অন্তত তিন আয়াত পড়ার পরে তাসবীহ টি ১০ বার পড়তে হবে ।
৩.এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবীহ পরার পরে তাসবীহ টি ১০ বার পড়তে হবে।
৪.এরপর রুকু হতে দাড়িয়ে গিয়ে “রাব্বানা লাকাল হামদ” পড়ার পরে তাসবীহ টি ১০ বার পড়তে হবে ।
৫.এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবীহ পরে তাসবীহ টি ১০ বার পড়তে হবে ।
৬. প্রথম সিজদা থেকে বসে তাসবীহ টি ১০ বার পড়তে হবে ।
৭.এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবীহ পরে তাসবীহ টি ১০ বার পড়তে হবে ।
৮. তারপর একই ভাবে ২য় রাকাত পড়তে হবে,সুরা ফাতিহা পড়ার আগে তাসবীহ টি ১৫ বার পড়তে হবে ।
৯.অতপর ২য়রাকাত এর ২য় সিজদার পর “আত্তহিয়্যাতু…”,দরুদ আর দোয়া পড়ার পরে সালাম না ফিরিয়ে ,২য় রাকাত এর মতো ৩য় এবং ৪থ রাকাত একই প্রক্রিয়া শেষ করতে হবে (তাসবীহ টি ১৫ বার পড়ে স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা পড়তে হবে)।
বিঃদ্রঃ-কোন এক স্থানে উক্ত তাসবীহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকনেই স্মরণ আসুক সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলোও আদায় করে নিবে। আর এই নামাযে কোন কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হলে সেই সাজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তাসবীহ পাঠ করতে হবে না। তাসবীহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলের কর গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে স্মরণ রাখা যেতে পারে।
# আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ❤️❤️
রজব এবং শাবান মাসে নবী কারীম(সা)এই দোয়াটি বেশি বেশি পড়তেন
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا
رمضان
(আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বাল্লিগনা রমাদন)
কয়েকদিন যাবত ফেসবুকে ইউটিউবে বিভিন্ন নাটক সিনেমা এগুলোর রিভিউ দিচ্ছে। শুধু কি এখানেই সীমাবদ্ধ , না! বন্ধুমহলে, খেলার মাঠে ,এক বন্ধু আরেক বন্ধুকে বিভিন্ন নাটক সিনেমার কথা বলে।
তাই ভাবলাম ,আমিও একটি রিভিউ দেই।
অনেকেই আবার ভাবছেন মোল্লা মুন্সি এটা আবার কি কথা বলে?
রিভিউ দিবে মানে?
আরে ভাই রাখেন ।
আগে তো আমায় বলতে দিন।
হ্যাঁ আমি রিভিউ দিব, তবে কোন সিনেমা বা নাটকের রিভিউ নয়।
আমি রিভিউ দিব ,চৌদ্দ পনেরো শত বৎসর আগের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহাগ্রন্থ আল-কুরআন ( যার মধ্যে কোন সন্দেহ নেই ) এর কিছু কথার রিভিউ দিব।
তো কথা না বাড়িয়ে সরাসরি রিভিউতে চলে যাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ دَعَا إلى هُدًى كَانَ لَهُ مِنَ الْاجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لا يَنْقُصً ذلِكَ مِنْ أُجُرِهِمْ شَيئاً وَمَنْ دَعَا إلى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْاثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لايَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيئًا».
“যদি কোনো ব্যক্তি কোনো ভালো পথে আহ্বান করে, তবে যত মানুষ তার অনুসরণ করবে তাদের সকলের পুরস্কারের সমপরিমাণ পুরস্কার সে ব্যক্তি লাভ করবে, তবে এতে অনুসরণকারীদের পুরস্কারের কোনো ঘাটতি হবে না। আর যদি কোনো ব্যক্তি কোনো বিভ্রান্তির দিকে আহ্বান করে তবে যত মানুষ তার অনুসরণ করবে তাদের সকলের পাপের সমপরিমাণ পাপ সে ব্যক্তি লাভ করবে, তবে এতে অনুসরণকারীদের পাপের কোনো ঘাটতি হবে না। ( আল হাদিস )
এখন কথা হলো যেই ভাই যেই বোন আমরা নাটক-সিনেমার রিভিউগুলো দিচ্ছি। মানুষকে দেখার জন্য উদ্বুদ্ধ করছি, অনুপ্রেরণা দিচ্ছি ,একটিবার কি ভেবে দেখেছি, আমি যেই কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছি ।সে কাজটা কি জায়েজ , না নাজায়েজ, হালাল , না হারাম , ভাল , না মন্দ এগুলো কি একটিবার বিবেচনা করেছি।
আমি নিজে আমল করতে পারিনা সেটা ভিন্ন কথা। কিন্তু শুধু শুধু মানুষকে খারাপ কাজের দিকে আহবান করে শুধু শুধু গুনা কেন নিজের ঘাড়ে নিব।
আপনি খারাপ কাজ করেছেন সেটা গোপনে । আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু মানুষের মাঝে শেয়ার করে সাক্ষী কেন বানাচ্ছেন।
চোর যখন চুরি করার পর। মানুষের মাঝে শেয়ার করে। সেটা যেমন বোকামি আপনি খারাপ কাজ করার পর মানুষের মাঝে শেয়ার করছেন ।সেটা তার চেয়েও বড় বোকামি।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন
﴿وَمَنۡ أَحۡسَنُ قَوۡلٗا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحٗا وَقَالَ إِنَّنِي
مِنَ ٱلۡمُسۡلِمِينَ ٣٣﴾ [فصلت: ٣٣]
“ঐ ব্যক্তির চেয়ে উত্তম কথা কি হতে পারে , যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো মুসলিমদের একজন।”
[সূরা ফুসসিলাত, আয়াত: ৩৩
আসুন মানুষকে উত্তম কথা বলি উত্তম কাজের আদেশ দেয়। উত্তম কাজের কথা বলি। খারাপ কাজের কোন রিভিউ দিব না।
যদি মনে করেন আপনার বন্ধুদেরকেও একথা জানানো উচিত। কমেন্টে মেনশন দিন এবং শেয়ার করুন।
সত্য স্পষ্ট ভাবে প্রকাশিত হওয়ার পরও তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। মনে হইতেছিল তাহারা যেন মৃত্যুর দিকে চালিত হইতেছে আর তাহারা যেন উহা প্রত্যক্ষ করিতেছে।
يُجَادِلُوْنَكَ فِى الْحَـقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَاَنَّمَا يُسَاقُوْنَ اِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُوْنَؕ
সূরাঃ আল আনফাল, আয়াত নম্বরঃ ৬
বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে খেয়াল করলে বুঝা যায়। আল্লাহ তাআলা আমাদের উপর কি পরিমান নারাজ আছে। আবার এটাও হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। তবে আল্লাহ তালাকের সন্তুষ্টি করার ৭ টি মাধ্যম রয়েছে।
এবং সেই সাতটি গুন আল্লাহতালা পছন্দ করেন। যার মধ্যে এই সাতটি গুণ থাকবে আল্লাহ তাআলা তাকে ও পছন্দ করবেন।
(১) গুনাহ থেকে তাওবা করা।
(২) সর্ব অবস্থায় পবিত্র থাকা।
(৩) আল্লাহকে ভয় করা।
(৪) সমস্ত মাখলুকের প্রতি এহসানকরা।
(৫) সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখা।
(৬) ইনসাফ করা ,সুবিচার করা।
(৭) সর্ব অবস্থায় ধর্য্য ধারন করা।
আমার প্রিয় বন্ধুরা , এই সমস্ত গুণাবলী কি আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। যদি আমাদের মধ্যে এই সমস্ত গুণাবলী থাকে , তাহলে আমরা নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রিয় বান্দা।আর যদি আমাদের মধ্যে , এই সমস্ত গুণাবলী না থাকে তাহলে আমরা নিজেরাই বিবেচনা করতে পারি , আমরা আল্লাহ তাআলার কেমন বান্দা । আসুন আমরা তওবা করি , বাচ্চা কাঁদলে মা যেভাবে সহ্য করতে পারেনা।অথচ মার থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ তাআলার।যখন কোন গুনাগার বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ না করে পারেনা ।তাই আসুন আমরা এই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে স্থাপন করি। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন
কোন দেশকে সাপোর্ট করার আগে প্রথমে চিন্তা করতে হবে, তুমি মুসলমান। কাকে সমর্থন করা যাবে
,আর কাকে সমর্থন করা যাবে না। সেটা ভাবতে হবে।
নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও মুহিত উদ্ধার।
মুহিতের পরিবার এবং আদনানের মামা বিষয়টি নিশ্চিত করেছে।
⚔️⚔️বিশ্বের মুসলিম আজ ঐক্যবদ্ধ রাসূলের অবমাননা কিছুতেই সহ্য করব না⚔️
আল্লাহ তুমি আমাদের মাঝ থেকে আর কত অভিভাবক কেড়ে নিবা আমাদেরকে এতিম করে চলে গেলেন শাহ আহমদ শফী রহ: আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
"অশ্রু টা সবাই দেখে
দেখে না হৃদয়ের রক্তখরন।কারন
তা নিরবতার চাদরে ঢাকা থাকে......"
মনে কি আছে সেই কাল রাতের কথা😢 দেখে নিন 5 ই মে 2013কি হয়েছিল।
সেদিনের কথা মনে করলে আজও চোখে অশ্রু ঝরে।
প্রবিত্র কোরআন ও হাদিস থেকে ১০০% পরীক্ষিত সকল বিষয়ে আমল দিয়ে থাকি ।
welcome to our page.You can easily learn digital marketing from this page.
আসসালামুয়ালাইকু, একটি আদর্শ শিক্ষার ?
Sukur Ali Kindergarten & High School