26/01/2025
কাজটা দেখে মনে হচ্ছে অনেক ছোট কিন্তু এই কাজটা করতে গিয়ে কত রাত ঘুম হারাম করেছে কত আরাম কে হারাম করেছে তবে এগুলো স্মৃতির পাতায় রেখে দিলাম এগুলো প্রতিদান কখনো আমরা দিতে পারবো না দোয়া করি আল্লাহ তা'আলা একসময় অনেক বড় এবং উচ্চ মাকামে তাদেরকে আল্লাহ পাক কবুল করবেন।
হুজাইফা
সালমান
উস্তাজ জাকারিয়া মাহমুদ কাসেমী
03/04/2024
আমার নবী যেখানে শুয়ে আছেন যেখান থেকে শুয়ে শুয়ে সারা পৃথিবী পর্যবেক্ষণ করছেন।
29/03/2024
একটি পাহাড়ের উপর থেকে মসজিদে নববীর মিনার গুলো দেখা যাচ্ছে।
04/02/2024
আল্লাহ আলেমদেরকে হক্ব কথা বলার তাওফিক দান করুন, না হক্ব বলা থেকে আলেমদের বিরত রাখুন। বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতে মাওলানা জুবায়ের সাহেব।
02/02/2024
টঙ্গী বিশ্ব ইজতেমা ২০২৪ এর বয়ানের পূর্ণ সূচী :
✅ ১ ফেব্রুয়ারি , বৃহস্পতিবার।
▪️ বাদ ফজর :
মাওলানা আহমদ লাট সাহেব হাফি. (হিন্দুস্তান)
▪️ বাদ জোহর :
মাওলানা রবিউল হক সাহেব হাফি., (বাংলাদেশ)
▪️বাদ আছর :
মাওলানা ফারুক সাহেব হাফি.
(বাংলাদেশ)
▪️বাদ মাগরিব :
মাও. ইবরাহিম দেওলা সাহেব হাফি., (হিন্দুস্তান)
✅ ২ ফেব্রুয়ারি , শুক্রবার।
▪️বাদ ফজর :
মাওলানা আহমদ বাটলা সাহেব হাফি, (পাকিস্তান)
▪️সকাল ১০টায় তালিম :
মাওলানা জিয়াউল হক সাহেব হাফি, (পাকিস্তান)
▪️বাদ জুম্মা :
মাওলানা ওমর খতিব সাহেব হাফি, (জর্ডান)
▪️বাদ আছর :
মাও. জুবায়ের সাহেব, হাফি., (বাংলাদেশ)
▪️বাদ মাগরিব :
মাওলানা আহমদ লাট সাহেব হাফি., (হিন্দুস্তান)
✅ ৩ ফেব্রুয়ারি , শনিবার।
▪️বাদ ফজর :
মাওলানা আব্দুর রহমান হাফি., (মুম্বাই)
▪️বাদ জোহর :
মাওলানা ইসমাইল হাফি., (গোধরা)
▪️বাদ আছর :
মাওলানা জুহাইরুল হাছান হাফি., (হিন্দুস্তান)
▪️বাদ মাগরিব :
মাওলানা ইবরাহিম দেওলা হাফিঃ (হিন্দুস্তান)
✅ ৪ ফেব্রুয়ারি , রবিবার।
▪️বাদ ফজর :
▪️হিদায়তী বয়ান :
মাও. জিয়াউল হক সাহেব হাফি., (পাকিস্তান)
▪️দোয়ার আগে নসিহত :
মাওলানা ইবরাহিম দেওলা হাফি., (হিন্দুস্তান)
▪️দোয়া :
মাও. জুবায়ের সাহেব হাফি. (বাংলাদেশ)
▪️খুসুসি নিশিস্ত :
✅ ২ ফেব্রুয়ারি, শুক্রবার।
▪️সকাল ১০ টা :
▪️ইংরেজি শিক্ষকদের বয়ান, বয়ানের মিম্বরে;
প্রফেসর ড. সানাউল্লাহ হাফি. (ফ্রেন্স)
▪️ইংরেজি ছাত্রদের বয়ান নামাজের মিম্বরে;
ডা. নওশাদ সাহেব হাফি. (হিন্দুস্তান)
▪️খাওয়াসদের বয়ান, টীন শেড;
মাওলানা আকবর শরিফ হাফি., (দিল্লি
✅ ৩ ফেব্রুয়ারি, শনিবার।
▪️ওলামাদের বয়ান, বয়ানের মিম্বরে
▪️সকাল ১০ টা :
মাওলানা ইব্রাহিম দেওলা হাফিঃ(হিন্দুস্তান)
▪️তালাবাদের বয়ান, নামাজের মিম্বরে;
মাওলানা আহমাদ হোসাইন (পাকিস্তান)
▪️বধির খিমায় বয়ান :
ভাই সানোয়ার সাহেব হাফিঃ(হিন্দুস্তান)
আল্লাহ এই ইজতেমাকে ভরপুর কবুল করুন !
01/02/2024
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জামিয়াতুল আবরার (গৌরীপুর আশুলিয়া) এর ওস্তাদ ছাত্র সকলে বিশ্ব এজতেমায় পৌঁছে গিয়েছেন আল্লাহ তায়ালা সকলকে কামিয়াবি দান করেন।
আহবাব মুহিববিনরা মাদ্রাসার লোকেশন আসতে চান খিত্তা নাম্বার ৭ হালকা নং ৬১৫ খুঁটি নং ৫৮১৯ গুগল ম্যাপ এর লোকেশন প্রথম কমেন্টে দেওয়া হল।
24/01/2024
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রতিবছরের নেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দস্তারবন্দী উপলক্ষে বার্ষিক ইসলাহী জলসার আয়োজন করা হয়েছে আশা করছি আপনারা সকলেই জলসায় অংশগ্রহণ করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন।
05/03/2023
আলহামদুলিল্লাহ আজ থেকে ২০২২ এবং ২৩ এর শিক্ষাবর্ষের বাৎসরিক পরীক্ষা, সকলের কাছে ছাত্রদের কামিয়াবির জন্য দোয়া চাই।
05/02/2023
ওস্তাদের প্রতি কেমন সম্মান একমাত্র কওমিয়ান রাই বোঝে।
15/01/2023
আজ তোকে অনেক মনে পড়ে বুকের ভেতরটা কেমন জানি ছটফট করতেছে, মাঝখান থেকে তুই কিভাবেইনা হারিয়ে গেলি 😭😭😭
15/01/2023
ইনশাআল্লাহ মাহাদি হাসানের জানাজা জামিয়াতুল মাদ্রাসা প্রাঙ্গনে আজ দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।