22/10/2023
The Famine Stela
• It is an inscription written in Egyptian hieroglyphs on a 2.5 m high and 3 m wide block of granite located on Sehel Island near Aswan, Egypt.
• The stela tells the story of seven years of drought and famine during the reign of Pharaoh Djoser of the Third Dynasty. (ca. 2686 BC-ca. 2613 BC). It is thought that the stele was inscribed during the Ptolemaic Kingdom by King Ptolemy V (205-180 BC).
• The top part of the stele depicts three Egyptian deities and in front of them Djoser carries offerings in his outstretched hands. The text describes how the king is upset and worried as the land has been in the grip of a drought and famine for seven years and how the Egyptians are suffering as a result of the drought and that they are desperate and breaking the laws of the land.
• At the time of the first translation of the stela, it was thought that the story of a seven-year famine was connected to the biblical story in Genesis 41.
• More recent investigations have shown that a seven-year famine was a common thing to nearly all cultures of the Near East: a Mesopotamian legend also speaks of a seven-year-famine and in the well-known Gilgamesh-Epos the god Anu gives a prophecy about famine for seven years.
• Another Egyptian tale talks about a long-lasting drought that appears in the so-called "Book of the Temple.
31/12/2022
আহা! কত সুন্দর ছিল ছোটবেলার সেই ছড়া ও কবিতাগুলো।
14/12/2022
জান পাখীটার আজ ৪ বছর পূর্ণ হল। #মুনিবা।
21/11/2022
পেরু থেকে ৬৬তম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পেলেন প্রফেসর ইউনূস
বোগোটা, ১৩ নভেম্বর ২০২২
পেরুর সিজার ভাল্লেও বিশ্ববিদ্যালয় (Cesar Vallejo University) তার সর্বোচ্চ সম্মাননা -- সম্মানসূচক পিএইচডি ডিগ্রী প্রদান করলো নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় ১৩ নভেম্বর ২০২২ অ্যাম্বেসী স্যুইটস হিলটনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেয়া হয়।
পেরুর ট্রুহিলো প্রদেশে অবস্থিত সিজার ভাল্লেও বিশ্ববিদ্যালয় পেরুর বৃহত্তম বিশ্ববিদ্যালয়। তিরিশ বছর পূর্বে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ১২টি ক্যাম্পাস এবং ১২টি বিভিন্ন ক্ষেত্রে ২৬টি কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য যে, প্রফেসর ইউনূসকে তিন বছর পূর্বে এই ডিগ্রী প্রদান করা হলেও করোনা মহামারীর কারণে সে সময় তিনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এবার প্রফেসর ইউনূসের কলম্বিয়ায় অবস্থানকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোগোটায় এসে তাঁকে এই সম্মানসূচক ডিগ্রী প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
২০১৬ সালের নির্বাচনে পেরুর প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সিজার আকুনিয়া ১৯৯১ সালে সিজার ভাল্লেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্বয়ং তিনি নিজে এই বিশেষ ডিগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জিনেট ট্যানটেলেন রডরিগেজ ও মহাব্যবস্থাপক ড. কারিনা কারদেনাজ রুইজ এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে নিয়ে বোগোটায় আসেন।
ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে, বিশেষ করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দরিদ্রতম ও সুবিধাবঞ্চিত মানুষদের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের জন্য প্রফেসর ইউনূসকে বিশ্ববিদ্যালয়টি তার এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করলো।
আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ডিগ্রী প্রদানের পূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রফেসর ইউনূসকে ডিগ্রীপ্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিচ্ছদ পরানো হয়। পেরু ও বাংলাদেশ উভয় দেশের পুরো জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. জিনেট রডরিগেজ বিশ্ববিদ্যালটির ইতিহাস ও পটভূমি বর্ণনা করেন এবং কেন প্রফেসর ইউনূসকে এই সম্মানসূচক ডিগ্রী প্রদান করা হয়েছে তা ব্যাখ্যা করেন। সম্মাননার আনুষ্ঠানিকতা হিসেবে প্রফেসর ইউনূসকে একটি সার্টিফিকেট ও মেডেল এবং পেরুর বিশিষ্ট কবি সিজার ভাল্লেও যাঁর নামানুসারে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে তাঁর সম্পূর্ণ সাহিত্যকর্ম প্রদান করেন। অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মি. সিজার আকুনিয়া বলেন যে, বিশ্ববিদ্যালয় কমিউনিটির একজন হিসেবে প্রফেসর ইউনূসকে পেয়ে তাঁরা অত্যন্ত গর্বিত। তিনি আরো ঘোষণা করেন যে, অচিরেই এই বিশ্ববিদ্যালয়ে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
সিজার ভাল্লেও বিশ্ববিদ্যালয় মূলত দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে থাকে এবং এর প্রতিষ্ঠাতার দর্শনই হচ্ছে কেউ যেন অর্থাভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। প্রফেসর ইউনূসের পূর্বে বিশ্ববিদ্যালয়টি আরো ১১ জন নোবেল লরিয়েটকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে যাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ী এডওয়ার্ড মোজার ও সাহিত্যে নোবেল জয়ী মারিও ভারগাস ইয়োসা।
এই সম্মানসূচক ডক্টরেটটি সহ প্রফেসর ইউনূস এ পর্যন্ত ২৭টি দেশ থেকে ৬৬টি ডক্টরেট ডিগ্রী পেয়েছেন।
20/10/2022
অভিনন্দন।হুমায়রা নাসরিনকে (বিশেষ চাহিদা সম্পন্ন শ্রবণ ও বাক) শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে।
Aditmari Kanteswar Barman Girls' High School & College Global TV Bangladesh
20/10/2022
কর্মচারির সাথে একসাথে খাবেন বলে তাকে টেনে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু।
# কামালের মা,পুটি মাছ রান্না করছে আয় একসাথে খাই।
12/09/2022
অটো চালক কে গলাকেটে হত্যা ও অটো ছিনতাই এর ক্লু লেস হত্যা মামলার প্রধান আসামিকে মহানগরী এবং সহযোগীকে কালীগঞ্জ থেকে গ্রেফতার Marian Olteanu
25/06/2022
পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে নানান জনের নানান রকম মতামত বা সমালোচনা থাকতে পারে।
কিন্তু এটা আমাদের #ঐতিহ্য এবং #গৌরবের।
ছবিটি একেছে আমার আদিতমারী কান্তেশ্বর বর্মণ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ এর ১০ম শ্রেণীর শ্রবণ ও বাক প্রতিবন্ধি শিক্ষার্থী #হুমায়রা_নাসরিন।
ভালোবাসার গল্প Rtv । আরটিভি News24 রংপুর অফিস Channel i Coin Master The Independent চারু লতা BBC News বাংলা DW বাংলা BBC Earth somoynews.tv L News Online BD Rangpur Riders PNC Bank Arts Center Jamuna Television e.tv Daily Mail Daily Naya Diganta দৈনিক তৃতীয় মাত্রা Amardesh - দৈনিক আমারদেশ দৈনিক প্রেরণা দৈনিক কালেরকন্ঠ দৈনিক আমারদেশ
22/06/2022
A moment of freelance work
15/06/2022
ইদানিং ফেইসবুক ম্যাসেন্জারে কিছু পর্ণ আসক্ত মাদার...দ মার্কা পোলাপানের মাসেন্জার গ্রুপের জালায় ম্যাসেন্জার এ্যাপটি অন রেখে ব্যাবহার করা অসম্ভব হয়ে দারিয়েছে।
বিশেষ করে যাদের বাড়ীতে বাবা মায়ের মোবাইল সন্তানরা ব্যাবহার করে তাদের অবস্থা ভাবতে গেলে ব্রেইন স্ট্রোক করার অবস্থা।
এই অবস্থা থেকে মুক্তির উপায় বলার আগে আপনাকে একটি গুরুত্তপূর্ণ তথ্য দেই।
এই কালপিটগলো কিন্তু আসমান থেকে আসে নাই। এরা আপনার আমার চার পাশে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পরিবারের (আশ্চর্য হচ্ছেন???) মধ্য থেকে। বিশেষ করে, সরি। অবশ্যই এরা আপনার ফ্রেন্তলিষ্টের মধ্য থেকে।
সুতরাং আপনার ফ্রেন্ডলিস্টে কাকে এক্সেপ্ট করছেন ভেবে চিন্তে এক্সেপ্ট করবেন।
এখন আসছি কিভাবে এদেরকে চিহ্নিত করবেন এবং কিভাবে এদের দৌরাত্ম্য থেকে নিজের ইমেজ ঠিক রাখবেন?
এ বিষয়ে জানতে আমার ফেইসবুক পেজ Abu Master এই পেজে লাইক দিয়ে পিন পোষ্টে কমেন্ট করলেই আমি আমার তৈরী করা ম্যাসজটি পাঠিয়ে দিব। যা দেখে আপনি খুব সহজে এদের আইডেন্টিফাই করতে পারবেন এবং তাদেরকে ব্লক করে আপনার আইডির ৫০০০ গজ দুরে রাখতে পারবেন।
30/05/2022
ডি এন এ টেষ্টের দরকার নেই , ঘুমের ষ্টাইলে বুঝা যায় তাহারা পিতা ও @পুত্র 🙂
03/05/2022
Celebrating , the greates festival of the over the world. The joy is always unbound when after fasting a month long in
to each and eveybody to my network connections, community and all from all over the world
12/04/2022
যে দেশে ভিক্ষুকের কাছ থেকে ২৬০০০ টাকার স্মার্টফোন ছিনতাই হয়,সে দেশে আমার মত গরীব এর স্থান নেই৷
😪😪বিদায়,হে বড়লোকদের ভূমি🤥🤥বিদায়😪😪
11/04/2022
মাত্র ৩/৪ দিন বেগুন খাওয়া বন্ধ করুন দেখবেন ১০০ টাকা কেজির বেগুন রোজার ২ দিন আগের মতো ৩০ টাকা কেজিতে দুলাভাই ডেকে বিক্রি করবে মুনাফালোভী ব্যবসায়ীর দল ।
10/04/2022
বেগুন এখন মিষ্টি কুমড়ায় রূপ ধারণ করেছে
06/04/2022
বিতর্কের জন্ম দিতে ভালোবাসেন মাস্ক৷ টুইটারে নানা বিতর্কিত টুইট করেন৷ নিজের প্রতিষ্ঠানের সহযোগীদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নানা সময়৷ একবার কমেডিয়ান জো রোগান-এর সঙ্গে অংশ নেওয়া এক পডকাস্টে সরাসরি সম্প্রচারের সময় গাঁজা সেবন করেছিলেন৷
30/03/2022
সারাদেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবীহ পড়া সংক্রান্ত।
29/03/2022
একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
28/03/2022
গাড়ির নম্বর প্লেটে থাকা বর্ণগুলোর অর্থ জানেন কি?