রাজধানী ও মুদ্রা মুখস্থ নয়, মনে রাখুন ম্যাজিক কৌশলে!
পড়তে পড়তে ক্লান্ত? মুখস্থ করতে পারছেন না?
শিখুন বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা এমন এক কৌশলে, যা ভুলতেই দেবেনা!
ছোট গল্প, ছন্দ আর ছবির মাধ্যমে শেখার নতুন ম্যাজিক টেকনিক!
#দেশ #রাজধানী #মুদ্রা
Taposh Academy
যেকোনো পড়া কঠিন করে নয়, সহজ করে পড়ুন।
"যেকোনো পড়া কঠিন করে নয়, সহজ করে পড়ুন।"
আমদের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মুখস্থ নয় বরং কৌশল অবলম্বনের মাধমে পড়া মনে রাখার ব্যাপারে উৎসাহিত করা। আমরা প্রতিনিয়ত আমাদের TAPOSH Academy ইউটিউব চ্যানেলে এবং ফেইসবুক পেইজে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (জিকে) পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের উপর অসাধারণ কৌশল, সাজেশন এর ভিডিও পাবলিশ করছি, এছাড়াও আমাদের অসংখ্য ছাত্রছাত্রীদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আমাদের ফেইসবুক
"বানান মুখস্থ নয়, শেখা হোক বুদ্ধিমত্তার ম্যাজিক কৌশলে!"
"বানান শেখার ম্যাজিক ট্রিক — মুখস্থ ছাড়া মনে রাখুন আজীবন!"
বারবার মুখস্থ করে ভুল করছেন? বানান শুদ্ধ শেখা যায় সহজ কৌশলে।
অসংখ্য বানান একসাথে মুখস্থ করার দিন শেষ! এখন সময় কৌশলে শেখার।
#বানানশুদ্ধীকরণ
"বানান শেখার ম্যাজিক ট্রিক — মুখস্থ ছাড়া মনে রাখুন আজীবন!"
বারবার মুখস্থ করে ভুল করছেন? বানান শুদ্ধ শেখা যায় সহজ কৌশলে।
অসংখ্য বানান একসাথে মুখস্থ করার দিন শেষ! এখন সময় কৌশলে শেখার।
#বানানশুদ্ধীকরণ
৭ জন বীরশ্রেষ্ঠ ও তাঁদের সেক্টরগুলো মনে রাখার চমৎকার কৌশল।
#৭জনবীরশ্রেষ্ঠ
Linking Verb মনে রাথুন চমৎকার কৌশলের মাধ্যমে।
বাগধারা: আকাশ কুসুম
🔹 অর্থ:
"আকাশ কুসুম" বলতে বোঝানো হয় – সম্পূর্ণ অবাস্তব, অলীক, কল্পনাপ্রসূত বা অসম্ভব কিছুর চিন্তা।
🔹 বিশ্লেষণ:
আকাশ = ধরা যায় না, অসীম, কল্পনার জায়গা
কুসুম = ফুল (যা বাস্তবে গাছে ফোটে)
→ আকাশে ফুল ফোটে না, তাই আকাশ কুসুম = অলীক কল্পনা
🔹 উদাহরণ বাক্য:
“ও যা ভাবছে, তা আকাশ কুসুম ছাড়া কিছুই না।”
(অর্থ: ওর চিন্তাটা বাস্তব নয়, কল্পনাপ্রসূত)
🔹 মনে রাখার কৌশল:
চোখ বন্ধ করে কল্পনা করুন – আকাশে গোলাপ ফুল ফুটেছে!
→ সুন্দর? হ্যাঁ।
→ বাস্তব? একদমই না!
→ তাই, আকাশ কুসুম = কল্পনার সুন্দর কিন্তু অবাস্তব ভাবনা।
🔹 ছড়া কৌশল:
“আকাশে ফুল ফোটে না ভাই,
আকাশ কুসুম শুধুই ঠাঁই!”
🔹 সারাংশ:
আকাশ কুসুম = অলীক কল্পনা বা বাস্তবতাবিহীন চিন্তা
#বাগধারা
SEARCH বাংলাদেশ বইয়ের উপর ধামাকা অফার। ৩৫০ টাকার বই ১৫০ টাকায়।
বাগধারা: ইঁদুর কপালে
📖 অর্থ (প্রচলিত ব্যাখ্যা):
➡️ নিতান্তই দুর্ভাগ্য
➡️ অত্যন্ত খারাপ কপাল
➡️ এমন অবস্থায় পড়া, যেখানে কিছুই ভালো হচ্ছে না।
🎯 উদাহরণ বাক্য:
“সবাই বৃত্তি পেল, আর আমি বাদ – ইঁদুর কপালে তো!”
(অর্থাৎ: কপালটাই খারাপ)
📖 বিশদ ব্যাখ্যা:
🔸 এই বাগধারাটি মূলত একটি রূপক (metaphor) — যেখানে ইঁদুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ক্ষুদ্র, দুর্বল ও অপাংক্তেয় জীব হিসেবে।
🔸 “কপালে” শব্দটি সাধারণত ভাগ্য বোঝাতে ব্যবহৃত হয়।
👉 অর্থ দাঁড়ায়:
"যার কপালে ইঁদুরের মতো ক্ষুদ্র, তুচ্ছ বা দুর্ভাগ্যজনক পরিণতি লেখা" — অর্থাৎ নিতান্ত মন্দ ভাগ্য।
#বাগধারা #ইঁদুরকপালে
ঈদ অফার ৩৫০ টাকার বই ১৫০ টাকায়। বইটি মনে রাখার সহজ উপায় ( ছবি ও ছন্দ) দিয়ে সাজানো। ব্যতিক্রম ধর্মী সাধারণ জ্ঞানের বই।
ণ-ত্ব বিধান (পর্ব ০৪)। ছবি, ছন্দ ও কৌশল দিয়ে মনে রাখুন ণ-ত্ব বিধানের নিয়মাবলী। Nattho Bidhan.
আজকের ক্লাস:
ণ-ত্ব বিধান (পর্ব ০৪)। ছবি, ছন্দ ও কৌশল দিয়ে মনে রাখুন ণ-ত্ব বিধানের নিয়মাবলী। Nattho Bidhan.
এই ক্লাসে আমরা শিখব বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় – "ণ-ত্ব বিধান"।
🎯 এই ক্লাসে শিখবেন: ণ-ত্ব বিধানের নিয়মাবলী।
ণ ও ন এর ব্যবধান
কখন “ণ” ব্যবহার হবে আর কখন “ন”
গুরুত্বপূর্ণ উদাহরণ ও নিয়ম
শিক্ষার্থীদের জন্য সহজ মনে রাখার টিপস
👶 এই ক্লাসটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সবার জন্য উপযোগী।
🔔 নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন!
👍 যদি ক্লাসটি ভালো লাগে, লাইক দিন, কমেন্ট করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
#ণত্ববিধান #ণত্ববিধানওষত্ববিধান
#বাংলাবানানেরনিয়ম
ণ-ত্ব বিধান (পর্ব ০৩)। ছবি, ছন্দ ও কৌশল দিয়ে মনে রাখুন ণ-ত্ব বিধানের নিয়মাবলী। Nattho Bidhan.
আজকের ক্লাস:
ণ-ত্ব বিধান (পর্ব ০৩)। ছবি, ছন্দ ও কৌশল দিয়ে মনে রাখুন ণ-ত্ব বিধানের নিয়মাবলী। Nattho Bidhan.
এই ক্লাসে আমরা শিখব বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় – "ণ-ত্ব বিধান"।
🎯 এই ক্লাসে শিখবেন: ণ-ত্ব বিধানের নিয়মাবলী।
ণ ও ন এর ব্যবধান
কখন “ণ” ব্যবহার হবে আর কখন “ন”
গুরুত্বপূর্ণ উদাহরণ ও নিয়ম
শিক্ষার্থীদের জন্য সহজ মনে রাখার টিপস
👶 এই ক্লাসটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সবার জন্য উপযোগী।
🔔 নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন!
👍 যদি ক্লাসটি ভালো লাগে, লাইক দিন, কমেন্ট করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
#ণত্ববিধান #ণত্ববিধানওষত্ববিধান
#বাংলাবানানেরনিয়ম

আমাদের পরিবারের সদস্য সংখ্যা - ৮৮৮৮৮। সংখ্যাটি অসাধারণ। সবাইকে অভিনন্দন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Taposh Academy
Rangpur
5400