আসলেই
শিশুদের সুন্দর নাম
শিশুদের ইসলামী মূলক নাম পেতে পেজে অবশ্যই লাইক দিয়ে রাখুন
Operating as usual
বাছাই করা সেরা মুসলিম মেয়ে শিশুর কিছু ইসলামীক নাম অর্থসহ। মেয়ে শিশুর দুই শব্দের কিছু ইসলামীক নাম বাংলা অর্থ সহআমাদের video যদি ফেসবুকে দেখতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন...
"ই" বর্ণ দিয়ে মেয়ে শিশুর কিছু ইসলামীক নাম বাংলা অর্থ সহ। কন্যাসন্তানকে অপছন্দ করা খাঁটি মুমিনের পরিচয় নয়। কন্যাসন্তান অশুভ বা অকল্যাণকর নয়, বরং কন্যাসন্তান জন্ম নেও.....
'ই' বর্ণ দিয়ে ছেলে শিশুর কিছু ইসলামীক নাম বাংলা অর্থ সহ। আপনি আপনার শিশুর নাম রাখার আগে অবশ্যই চিন্তা করে ইসলামীক নাম গুলো রাখবেন, কারন নামের কারনেই একজন শিশুর চরিত্র গঠন ...
কোরবানি হলো আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত। ইসলামে কোরবানির অর্থ হলো আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরিয়ত নির্দেশিত উপায়ে কোনো প্রিয় বস্তু আল্লাহর দরবারে পেশ করা। কোরবানি মানে শুধু আত্মত্যাগই নয়; বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অনন্য এক নিদর্শনও।
১০ জিলহাজ পশু কোরবানির মাধ্যমে আল্লাহ তা’য়ালা মূলত মানুষের তাকওয়া-পরহেজগারি পরীক্ষা করেন। কোরআনে বর্ণিত হয়েছে, (মনে রেখো, কোরবানির পশুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না; বরং তার কাছে কেবলমাত্র তোমাদের পরহেজগারিই পৌঁছায় (সূরা হজ : ৩৭)।
আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেন, ‘আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুস্পদ জন্তু জবেহ কারার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও (সূরা হজ : ৩৪)।’
কোরাবানির জন্য নির্ধারিত পশুর মাংস নিদ্বিধায় খাওয়া হালাল হলেও কিছু অংশ খাওয়া হালাল নয়। এর অন্যতম হলো হালাল প্রাণীর রক্ত খাওয়া, যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ছাড়াও রাসুলুল্লাহ (সা.) ৭টি জিনিস খাওয়া অপছন্দ করতেন।
এ প্রসঙ্গে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, বিখ্যাত তাবেয়ি হজরত মুজাহিদ (রহ.) বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা.) বকরির সাত জিনিস খাওয়াকে অপছন্দ করেছেন। তা হলো- ১. প্রবাহিত রক্ত। ২. অণ্ডকোষ। ৩. চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি। ৪. মূত্রথলি। ৫. পিত্ত। ৬. নর ও মাদি পশুর গুপ্তাঙ্গ
হাদিসের অনুসরণে প্রিয় নবী (সা.)-এর অপছন্দনীয় পশুর নির্ধারিত অংশগুলো না খাওয়াই উত্তম।
নাম অর্থবহ, সুন্দর, শ্রুতিমধুর ও সহজ হওয়া বাঞ্ছনীয়। মন্দ অর্থবহ বা গুণাগুণ সংবলিত নাম রাখা উচিত নয়। (বুখারি : ২/৯১৪) তাই ক্ষতিকারক ও আল্লাহর গজব সংবলিত ফণী, তিতলি ইত্যাদি কারো নাম রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কেননা নামের প্রভাব মানুষের সত্তা ও গুণাগুণের ওপরও পড়ে। আর হাশরের ময়দানে প্রত্যেককে তার নামেই ডাকা হবে। (আবু দাউদ : ২/৬৭৬)
🌙চাঁদ দেখা গেছে কাল সৌদি আরবে ঈদ 🌙
ফাগুনের ফুল
🌒চন্দ্রগ্রহণ!!! চন্দ্রগ্রহণ!!! চন্দ্রগ্রহণ!!!
🌑হ্যাঁ, আগামিকাল ৮ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। আবহাওয়া ভালো থাকলে কিংবা আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশ থেকেও।
🌑বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। যা শুরু হবে বিকাল ৫ টা ৫ মিনিটে এবং শেষ হবে রাত ৮ টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে। রাজধানী ঢাকায় পূর্ণচন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ১১ মিনিটে, সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১৪ মিনিটে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭:৫৬ মিনিটে।
⭐উল্লেখ্য, চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীরও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য ও পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। যখন এই সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে। এই সময় পৃথিবী, সূর্যকে আংশিক ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে আংশিক দেখা যায় না একে আংশিক চন্দ্রগ্রহণ বলে। আর পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে পুরোপুরি দেখা যায় না তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়।
⭐চন্দ্রগ্রহণ উপভোগ করতে আপনাদের আলাদা কোন যন্ত্রের প্রয়োজন নেই। সূর্য ডুবলে খালি চোখেই দেখতে পারবেন এই বিরল দৃশ্য।
⭐নোটঃ চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা। সুতরাং এটি নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কারে কেউ কান দিবেন না।
"আ" বর্ণ দিয়ে শুরু মেয়ে শিশুর এক শব্দের কিছু ইসলামীক নাম।
https://youtu.be/6pPmx0gFX5A
"আ"বর্ণ দিয়ে শুরু মেয়ে শিশুর এক শব্দের কিছু ইসলামীক নাম বাংলা অর্থসহ মেয়ে শিশুর এক শব্দের কিছু ইসলামীক নাম বাংলা অর্থসহরাসুলুল্লাহ (সা.) বলেন, পিতার ওপর নবজাতকের হক (অধিকার) হলো তার জন...
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
ঈদ মোবারক
ঈদ মোবারক
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
আজ পবিত্র শবেবরাত অর্থাৎ পাপমুক্তির রজনী। হাদিস শরিফে এই রাতকে বলা হয়েছে লায়লাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের পঞ্চদশ রাতই হল শবেবরাত। শব শব্দটি ফার্সি, এর অর্থ রাত আর বরাত শব্দটি আরবি যার অর্থ দায়মুক্তি, নাজাত, পরিত্রাণ ইত্যাদি। প্রকৃত উচ্চারণ শব-ই বারাআত। কিন্তু বহুল ব্যবহারের ফলে একে শবেবরাত বলা হয়। পবিত্র কোরআনে এই রাতকে লাইলাতুল মুবারাকাহ অর্থাৎ বরকতময় রাত বলা হয়েছে।
পবিত্র এ রাতে মহান আল্লাহতায়ালা তার বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। এ কারণেই এ রাতকে লাইলাতুল বরাত বা ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়।
আমরা সবাই দোয়া করব যেন রমজানের 30 টি রোজা কায়েম করতে পারি
আমিন
বিজয়ের 50 বছর কেটে গেল
মেয়ে শিশুদের দুই শব্দের কিছু ইসলামিক নাম বাংলা অর্থ সহ
https://youtu.be/tusMmjYZuOE
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Rangpur
Rangpur, 5540
Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for
Rangpur
If you have a dream to do something big, make the goal bigger
Rangpur, 5402
This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form
Kanthal Bari Road
Rangpur, 5620
B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa