শৈশব মিডিয়া
This is motivational & educational page. If you want to learn multiple side,... You can follow this
Operating as usual
ফেলে আসা অতীত.....
দুই ভাইয়ের মধ্যে কি মিল মহব্বত ❤️❤️❤️❤️!
নিজের খাদ্য অন্যের মাঝে শেয়ার করে খাবার মজাই আলাদা!
জান্নাতি মৃত্যুর ১২ টি লক্ষণ:
১:মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারা।
নবী (সাঃ) বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে "লা ইলাহা ইল্লাল্লাহু" তিনি জান্নাতে প্রবেশ করবেন।
(সুনানে আবু দাউদ ৩১১৬/সহিহ আবু দাউদ-২৬৭৩)
২:মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া।
বুরাইদা বিন হাছির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী (সাঃ) কে বলতে শুনেছি,"মুমিন কপালে ঘাম নিয়ে মৃত্যু বরন করে"।
(মুসনাদে আহমাদ-২২৫১৩/জামে তিরমিজি -৯৮০/ সুনানে নাসায়ি-১৮২৮)
৩:জুমার রাতে বা দিনে মৃত্যুবরন করা।
"যে ব্যক্তি জুমার রাতে বা দিনে মৃত্যু বরন করেন আল্লাহ তাকে কবরের আযাব থেকে নাজাত দেন"।
(মুসনাদে আহমাদ-৬৫৪৬/ জামে তিরমিজি -১০৭৪)
৪:আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা।
"যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ "। (সহিহ মুসলিম -১৯১৫)
৫:প্লেগ রোগে মৃত্যবরণ করা।
" প্লেগ রোগে মৃত্যু প্রত্যক ঈমানদার এর জন্য শাহাদাত"
(বুখারী- ২৮৩০ / মুসলিম - ১৯১৬)
৬:যে কোনো পেটের পীড়াতে মৃত্যুবরণ করা।
" যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ "
(সহিহ মুসলিম -১৯১৫)
৭:কোনো কিছু ধ্বসে পড়ে বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা।
(সহিহ বুখারি- ২৮২৯, / সহিহ মুসলিম -১৯১৫)
৮:গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু।
"যে নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় সে শহীদ "
(আবু দাউদ -৩১১১)।
৯:আগুনে পুড়ে এবং যক্ষা রোগে মৃত্যু।
(সহিত তারগিব ওয়াত তারহীব- ১৩৯৬)
১০:নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু
( তিরমিজি -১৪২১, বুখারি- ২৪৮০,মুসলিম-১৪১)
১১:আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু।
নবী (সাঃ) বলেছেন একদিন একরাত পাহারা দেয়া এক মাস দিনে রোজা রাখা এবং রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম, আর যদি পাহাড়া রত অবস্থায় সে ব্যক্তি মারা যায় তাহলে তার জীবদ্দশায় সে যে আমল গুলো করতো এগুলোর সওয়াব চলমান থাকবে এবং সে শহীদ।
১২: নেক আমলরত অবস্থায় মৃত্যু বরণ করা।
হে আল্লাহ। আমাদের শহীদি মৃত্যু নসিব করুন।
" আমিন"
যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তা'আলা তার পূর্বের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন।
[সূরা: ফুরকান-৭০]
সবচেয়ে খুশির সংবাদ হলো! 'আল্লাহর রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি!🌸
আলহামদুলিল্লাহ!🖤
" 🌿বেপর্দা মেয়ে যদি" নায়িকা হতে পারে..!🖤🥀
তাহলে পর্দাশীল মেয়েরা সব ইসলামের..! 💞
শাহজাদী.......!!!🖤
সুবাহানাল্লাহ 🌺
"সৃষ্টির জন্য স্রষ্টার রচিত বিধানই ইসলাম। যে সৃষ্টির জন্য যে বিধান তাই ঐ সৃষ্টির ইসলাম"
ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ
আরটিভি নিউজ
"কারো নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু কারো বিচার করতে গেলে তার ভেতরে প্রবেশ করতে হয় "
"প্রত্যেক সফলতার পেছনে থাকে ব্যর্থতা, উদ্যোগ এবং কর্মনিষ্ঠা "
গ্রামের দই কুস্তিগীর 😄😄😄
Just for fun!
ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে হরহামেশা মোবাইল তুলে না দিয়ে তাদেরকে খেলাধুলার দিকে আকৃষ্ট করে তুলুন। খেলাধুলায় কৃত্রিমতা পরিহার করুন !
এতে করে আপনার ছেলে মেয়েরা যেমন সুস্থ সবল থাকবে তেমনি সহজে অনৈতিকতার দিকে ঝুঁকে পড়বে না!
" যৌবন হচ্ছে জ্ঞান অর্জনের কাল এবং পরিণত কাল হচ্ছে তার ব্যবহার "(রুশো )
" বুদ্ধি থাকলেই বুদ্ধিমান হওয়া যায় না, যে বুদ্ধিকে কাজে লাগাতে পারে সেই বুদ্ধিমান "
"যে ব্যক্তির স্বভাবের নম্রতা নেই, সে সর্বপ্রকার কল্যাণ হতে বঞ্চিত "(আল-হাদীস )
" বিচারের দীর্ঘ সূচিত্র অবিচারের নামান্তর "
"সাফল্যের পিছনে থাকে উদ্বেগ ও নিষ্ঠা "
"ধর্মান্ধ পরিবেশে পন্ডিতজনরা নিন্দিত হন "
" হে মানুষ! কোন জিনিস তোমার ওই মহান মর্যাদাশালী রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলেছে? "
( আল ইনফিতার:৬)
" যে মানতে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, সেই হতভাগ্য ছাড়া জাহান্নামের আগুনে আর কেউ জ্বলবে না "
( সূরা-লাইল )
ধ্বংস দেখে ভয় কেন তোর? –প্রলয় নূতন সৃজন-বেদন!
আসছে নবীন– জীবন-হারা অ-সুন্দরে কর্তে ছেদন!
" অন্যায় যে করে এবং অন্যায় যে নিশ্চুপে দেখে উভয়েই সমান দোষী" "
" চোখের নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব "
"যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না "
পৃথিবীতে যত সাগর মহাসাগর রয়েছে তার সবটুকু পানি দিয়ে জাহান্নামের এক ফোঁটা আগুন নিভানো সম্ভব নয় কিন্তু তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহর স্মরণে চোখ দিয়ে ঝরে পড়া এক বিন্দু জল জাহান্নামের পুরো আগুন নিভানোর ক্ষমতা রাখে !
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
5120
Rangpur
Empowering underprivileged children through quality education, comprehensive healthcare and life-changing opportunities