HSC রেজাল্ট প্রকাশিত।
ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে
নিজ জেলায় সরকারি - বেসরকারি চাকরির সন্ধান
All job news
Operating as usual

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
টপ নিউজ:
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা হতে যাচ্ছে ৩৫ বছর
সূত্র: Channel 24
পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ।

১৫৩ পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA) তে নিয়োগ বিজ্ঞপ্তি
👉 আবেদন ফীঃ ২০০/- ও ১০০/- টাকা
👉 আবেদন শুরুঃ ১৫ অক্টোবর ২০২৪
👉 আবেদনের লিংকঃ https://cpadigital.gov.bd/jobs
👉 আবেদনের শেষ তারিখঃ ১৪ নভেম্বর ২০২৪
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধির ৩ প্রস্তাব সংস্কার কমিটিতেঃ
১) যে ২৫ বছর বয়সে চাকরিতে ঢুকবে তার অবসর ৫৫ বছরে।
২) যে ৩২ বছরে ঢুকবে তার ৬২ বছর
৩) যে ৪০ বছরে ঢুকবে তার ৬৫ সর্বোচ্চ।
মানে চাকরিতে থাকা অবস্থায় কেউ ৩০ বছরের বেশি থাকতে পারবে না। আর ৪০ বছরে কেউ ঢুকলে সে ২৫ বছর চাকরিতে থাকতে পারবেন।
সোর্সঃ পত্রিকা


👮♀️👮♀️বাংলাদেশ পুলিশ কনস্টেবল👮♀️👮♂️ সারকুলার ২০২৪ প্রকাশিত হয়েছে।
👉আবেদন শুরুঃ ০১অক্টোবর ২০২৪ থেকে ।
👉আবেদন শেষঃ ১৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
👉বয়সঃ ১৮-২০ বছর।
যাদের বয়স ১৫ অক্টোবর ২০২৪ এর মধ্যে ১৮-২০ এর মধ্যে হবে কেবল তারাই আবেদন করতে পারবে।
👉শিক্ষাগত যোগ্যতাঃ SSC সমমান পাশ হতে হবে তবে জিপিএ ২.৫০ এর উপরে হতে হবে।
👉প্রাথমিক আবেদন ফিঃ ৪০ টাকা। শারীরিক পরীক্ষায় টিকলে লিখিত পরিক্ষার আবেদন ফি ১২০ টাকা।
👉উচ্চতাঃ সাধারণ: পুরুষ ৫ফুট ৬ইঞ্চি এবং মহিলা ৫ফুট ৪ইঞ্চি।
মুক্তিযোদ্ধা/বীরঙ্গনা/আদিবাসী: পুরুষ ৫ফুট ৪ ইঞ্চি এবং মহিলা ফুট ২ ইঞ্চি।
👉অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহনযোগ্য নয়।
বেশিরভাগ HSC পাশ এবং MCQ পাশে প্রাথমিকের শিক্ষকরা ১০ম গ্রেড দাবি করছে, আর ১৮তমরা অনার্স, প্রিলি, রিটেন, ভাইবা পাশ করে, অপেক্ষায় আছি ১২৫০০ টাকা বেতনের! বৈষম্য না জুলুম?
২০২৫ সালের মধ্যে প্রাথমিকে ১ লাখ শিক্ষক নিয়োগ পরিকল্পনা
আজ বয়স বৃদ্ধির মহাসমাবেশ কানায় কানায় পূর্ণ, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ হতে যাচ্ছে....
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
দেশের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর আগামীকালের (২৪ই আগস্ট) মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। আয়োজনের সমস্ত খরচ বন্যার্তদের জন্য ডোনেট করা হয়েছে !!!
ভারতীয় বাঁধের পানি আরো ব্যপকভাবে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করছেন অনেকে।
বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা উদ্ধার-কাজে ইতোমধ্যে তৎপর আছেন, আশা করি তাদের তৎপরতা সর্বোচ্চ জোরদার করবেন।
সেই সাথে নিরাপদে থাকা স্থানীয়দেরকেও যার যার মতো উদ্ধার কাজে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।
স্মরণকালে বাংলাদেশে এমন বিপর্যয় আর আসেনি। এটি বাইশ এর সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ।
যারা বিল্ডিংয়ে আছেন, কাঁচাঘরের প্রতিবেশীকে আপনার ঘরে ঠাঁই দিন। উঁচুনিচুর ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার সময়। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে একে অপরের সাহায্যে এগিয়ে আসুন।
মানবিক সংকটের মুহুর্তে ছোট ছোট সেক্রিফাইসগুলো হতে পারে মহান রবের সন্তোষ ও জান্নাত লাভের মাধ্যম।
মহান আল্লাহ খুব দ্রুত আমাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার তাওফীক দিন।
শিক্ষাক্রম: 👇
২০২১ সালের আগের বই পরিমার্জন করা হবে।
আগামী বছর নতুন বই।
নবম থেকেই সাইন্স,আর্টস, কমার্স।
বর্তমান মূল্যায়ন বাতিল হয়ে যাবে।
চালু হবে পরীক্ষা পদ্ধতি।
-শিক্ষা উপদেষ্টা।।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবিতে রাজু ভাস্কর্য আজ আবার উত্তাল ! ৩৫ ছাড়া রাজপথ ছাড়ছি না। সবাই এই পোস্ট করুন l
চাকরিতে বয়স ৩৫ করা হোক। ৩৫ ছাড়া রাজপথ ছাড়ছি না।
৩৫ না হলে জাতীয় বি. স্টুডেন্টদের মারাত্মক ক্ষতি। তাই এখনি মাঠে নামুন l আন্দোলন করুন
#১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত!
* মোট উত্তীর্ণ: ৪,৭৯,৯৮১ জন।
* স্কুল - ২ পর্যায়: ২৯,৫১৬ জন
*স্কুল পর্যায়: ২, ২১, ৬৫২ জন
* কলেজ পর্যায়: ২, ২৮, ৭১৩ জন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rangpur
5402