26/09/2024
উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে, (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)।
হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা। এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।
20/08/2024
একনজরে আওয়ামীলীগ
(২০০৯-২০২৪)
- ২০০৯ পিলখানা নির্মম হত্যাকান্ড
• ২০১৩ সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে নির্মম হত্যা
- ২০১৪ সালে একক নির্বাচন
- ২০১৮ সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন
• ২০১৮ সালে নিরাপদ সরক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন
- ২০১৮ সালের নির্বাচনে গায়েবী ভোট
• বিরোধিদলীয় নেতাকর্মী গুম-হত্যা
• আয়নাঘর
- ১১ লক্ষ কুটি টাকা দেশথেকে পাচার
- দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার
• বাক স্বাধীনতা কেরে নেয়া
• ২০২৪ সালে কোটা আন্দোলনে গণহত্যা
এর পরও যদি আওয়ামী লীগকে এ দেশে নিষিদ্ধ করা না হয় তাহলে এই স্বাধীনতার কোন মানে নাই।
10/08/2024
শহীদ আবু সাঈদের বাবার অমর বাণী
14/02/2024
**আলহামদুলিল্লাহ
🇰🇷HRD কোরিয়ার ওয়েবসাইটে, বাংলাদেশের 11th recruitment CBT সার্কুলার প্রকাশিত হয়েছে।
👉19শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ এর ভিতরেই,ভাষা পারদর্শী ও লটারি সার্কুলারের আবেদন কার্যক্রম সম্পূর্ণ হবে।
👍আপনি রেডি তো।
👉তাই সামনে যারা ভাষা পারদর্শী পরীক্ষা দিবেন। তাঁরা এখন থেকেই আরও মন দিয়ে পড়ালেখা শুরু করেন।
♏আজেবাজে চিন্তা মাথায় না নিয়ে, নিজের কঠোর পরিশ্রম দিয়ে কোরিয়ান ভাষা আয়ত্তে আনুন।
👉প্রয়োজনীয় কাজ ছাড়া, ইন্টারনেটে সময় দেওয়া বন্ধ করে দিন। ⌚সময়কে কাজে লাগান।
💢সবার জন্য রইল দোয়া🤲ও শুভকামনা❤️
👉🗯️সৎ চিন্তা মাথায় নিয়ে, সামনে এগিয়ে যান।
🇰🇷সবার স্বপ্নের কোরিয়া, পূরণ হোক সবার স্বপ্ন🥰💝(আমীন)
13/02/2024
জরুরি নোটিশ
ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। যথা শিঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।
সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।
13/02/2024
২০২৪ সালে ভাষা পারদর্শী ও লটারীর মাধ্যমে বাংলাদেশ থেকে ৪টি সেক্টরের জন্য কোরিয়ান ভাষা পরিক্ষায় অংশগ্রহণ করবে প্রায় ৩০,৬৫২ জন।
ভাষা পারদর্শী কোটায় প্রায় ২১,০০০ জন অংশগ্রহণ করতে পারে।
ভাষা পারদর্শী সার্কুলার এ মাসেই।
By.
Asaduzzaman Asad
16/08/2023
আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে। সপ্তাহে ৬ দিনই ক্লাস।
আপনি যদি সামনে সার্কুলারে ভাষা পারদর্শী হিসেবে (বিনা লটারীতে)পরীক্ষায় অংশ নিতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য।
দূরের ছাত্র-ছাত্রীদের আবাসিকে থাকাও খাওয়ার সুব্যবস্থা রহিয়াছে।
আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি ১০০% পাশের নিশ্চয়তা।
যোগাযোগ:
ষ্টার একাডেমী, নীলফামারী।
প্রয়োজনে: 0140-1507600
04/11/2022
ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে।
জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে।
জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে।
আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)।
রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।
এক হাদিসে নবী (সা.) ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। (মুসলিম শরিফ , হাদিস নম্বর ৮৫৪)
মহানবী (সা.) আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে , কোনো মুসলিম যদি সেই সময়টা পায়, আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যেকোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। (বুখারি, হাদিস নম্বর ৬৪০০