একেকটা জীবন এভাবে ঝড়ে পড়ে....
Rest in Peace...
Tourism and Hospitality Management-RMSTU
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tourism and Hospitality Management-RMSTU, College & University, Rangamati.
Operating as usual
Happy World Tourism Day💚
Wishing you an adventurous world tourism day🎉
❝Tourism and Peace❞
Poster credit:Alif Sayd Fatik
গত ১৬ই মে রোজ বৃহস্পতিবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগ কতৃক "Fresher’s Reception and Culture Show 2024"অনুষ্ঠিত হয় রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সের অডিটোরিয়ামে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের সম্মানিত চেয়ারম্যান মোসাঃ হাবিবা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায় প্রশাসনের সম্মানিত ডিন সূচনা আখতার ম্যাম।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পর্যটন কমপ্লেক্সের সম্মানিত ইউনিট ম্যানেজার অলক বিকাশ চাকমা স্যার।আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মাইনুদ্দিন স্যার।উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা স্যার।
অনুষ্ঠান সম্পন্ন হয় ২টি পর্বে, প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। ডিপার্টমেন্টের প্রতি ব্যাচ থেকে এক জন করে উক্ত অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।পর পর সম্মানিত শিক্ষকরা নবীনদের উদ্দেশ্য বক্তব্য উপস্থাপন করেন। এই সময় ৩য় ব্যাচের শিক্ষার্থীরা ফুল দিয়ে ও কেক কেটে ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়।সর্বশেষ সভাপতির আলোচনায় অনুষ্ঠানের প্রথম পর্বের শেষ হয় এবং দ্বিতীয় পর্বে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে কাবিতা,নাচ, গান ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক পর্বের শুরু হয় , সর্বশেষে সাইক্লোন ব্যান্ডের পারফরম্যান্সের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
All are invited💜
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
এসময় কক্সবাজার,টেকনাফ সহ ২টি হোটেল(সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা,কক্সবাজার ও নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট) ভিজিট করা হয়।
০১.০৩.২০২৪-০৪.০৩.২০২৪
ফাইনালের দামামা বেজে গিয়েছে !!
আর মাত্র একদিন বাকি THM-T10 ফাইনালের।
সবাই প্রস্তুত তো ??
আজ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অফিসে THM-T10 টুনার্মেন্টের ফাইনালের জার্সি উন্মোচন করা হয়। উক্ত জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা স্যার এবং আরো উপস্থিত ছিলেন THM ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোসাঃ হাবিবা এবং THM ডিপার্টমেন্টর সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা।
আগামীকাল দুপুর ৩ টা থেকে শুরু হবে ফাইনাল, সবাই আমন্ত্রিত।
স্থান: RMSTU central field.
সবাই প্রস্তুত তো???
ধামাকা হবে ১৩ই ফেব্রুয়ারি😁
Be ready guys🤍
আজ ০৮ই ফেব্রুয়ারি,২০২৪ইং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত "THM-T10" টুর্নামেন্টের ৩য় দিনের ম্যাচ আপডেট ।
আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে "অদম্য" একাদশ এবং "প্রত্যাবর্তন" একাদশ।উক্ত ম্যাচে "অদম্য" একাদশের জয়যাত্রা থামিয়ে বিজয়ী দল হয় "প্রত্যাবর্তন" একাদশ।এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ জিতেছেন "প্রত্যাবর্তন" একাদশের রোমান সরকার।
এরইমধ্য দিয়ে শেষ হলো "THM-T10" টুনার্মেন্টের ১ম পর্বের খেলা।শীঘ্রই শুরু হবে ২য় পর্ব বা শেষ পর্বের খেলা।
আজ ০৭ই ফেব্রুয়ারি,২০২৪ইং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক "T10" টুর্নামেন্টের ২য় দিনের ম্যাচ আপডেট ।
আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে "অনিরুদ্ধ" একাদশ বনাম "অদম্য" একাদশ।উক্ত ম্যাচে বিজয়ী দল "অদম্য" একাদশ।এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ জিতেছেন "অদম্য" একাদশের মো: সাঈদ ।
আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে "অন্বেষণ" একাদশ বনাম "প্রত্যাবর্তন" একাদশ।উক্ত ম্যাচে বিজয়ী দল "প্রত্যাবর্তন" একাদশ।এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ জিতেছেন "প্রত্যাবর্তন" একাদশের তাইমুন হোসেন।
১ম দিন শেষে THM-T10 টুনার্মেন্টের পয়েন্ট টেবিল।
আজ ০৬ই ফেব্রুয়ারি,২০২৪ইং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক "T10" টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে "অন্বেষণ" একাদশ বনাম "অদম্য" একাদশ।উক্ত ম্যাচে বিজয়ী দল "অদম্য" একাদশ।এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ জিতেছেন "অদম্য" একাদশের তৌফিক হাসান রাসেল।
আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে "প্রত্যাবর্তন" একাদশ বনাম "অনিরুদ্ধ" একাদশ।উক্ত ম্যাচে বিজয়ী দল "প্রত্যাবর্তন" একাদশ।এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ জিতেছেন "প্রত্যাবর্তন" একাদশের ইসমাইল হোসেন ঈশান।
কাল দুপুর ৩ টা থেকেই শুরু হতে যাচ্ছে THM-T10 টুনার্মেন্ট।
THM-T10 টুর্নামেন্টের ম্যাচ সিডিউল 🥳
স্থান: RMSTU central field.
সকলে আমন্ত্রিত 💐😍
আগামীকাল ঠিক দুপুর ২:০০ মিনিট।
স্থান:রাবিপ্রবি সেন্ট্রাল ফিল্ড
সকলে আমন্ত্রিত❤️
বিজয় দিবসের শুভেচ্ছা❤️💚
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় প্রাক্তন চেয়ারম্যান জনাব খোকনেশ্বর ত্রিপুরা স্যার এবং দায়িত্ব গ্রহণ করায় নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মোসা:হাবিবা ম্যাম'কে অভিনন্দন!!
উক্ত অনুষ্ঠানে রাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড.কাঞ্চন চাকমা,রেজিস্ট্রার জনাব মো:ইউসুফ,বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,শিক্ষকসহ অত্র বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আসসালামু আলাইকুম,আশা করি সকলে ভালো আছেন।ইতিমধ্যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু হয়েছে।আশা করি সকলে পাশে থেকে সাপোর্ট করবেন।
ধন্যবাদ।
লিংক👇
Tourism and Hospitality Management(RMSTU) - YouTube Welcome to our channel.We are the students of Rangamati Science and Technology University.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Durchari , Baghaichari
Rangamati, 4580
It is an educational page. We publish articles of about potentiality of the students and help them d
Baraichari, Kaptai Road
Rangamati, 4530
This is the only official page of Karnafuli Govt. College. For the publishing of any other p
Rangamati
This is an Educational group for University students from Banduk Bhanga.
Langadu
Rangamati, 4580
The page can be geared towards students,Education,travelling and professional in the life style