
২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরমপূরণের পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি:
০৮ ডিসেম্বর ২০২২
Department of Physics has started higher education activities on 10 January 2019.
Operating as usual
২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরমপূরণের পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি:
০৮ ডিসেম্বর ২০২২
অনার্স ৩য় বর্ষ ফরম ফিলাপ সংক্রান্ত বিজ্ঞপ্তি
অনার্স ১ম বর্ষ (সেশন-২০২০-২১) শিক্ষার্থীদের রসায়ন বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাসের সময়সূচি প্রকাশ।
৫ ডিসেম্বর ২০২২
ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার রুটিন প্রকাশ
২১/১১/২০২২ খ্রি.
পদার্থবিজ্ঞান বিভাগের ক্লাস রুটিন
৭ নভেম্বর, ২০২২
অনার্স ২য় বর্ষের ২য় মূল্যায়ন পরীক্ষার রুটিন।।
৩ নভেম্বর ২০২২।।
অনার্স ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন।।
১৫ সেপ্টেম্বর ২০২২।।
অনার্স ১ম বর্ষের (সেশন: ২০২১-২০২২) এর শ্রেণি পাঠদানের সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি
অনার্স ২য় বর্ষের সংশোধিত নোটিস
২য় বর্ষ ১ম মূল্যায়ন পরীক্ষার রুটিন
২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি।।
নিচের লিংকে লগইন করে আবেদন ফি জমা দিতে হবে:
https://sbl.com.bd:7070
সোনালী বিল পেমেন্ট সিস্টম
> National University Fees
> Fee Payment
Application Fee
Degree = Honours
College = Rangamati Govt. College, Rangamati
Admission Roll = NU Admission Roll
এরপর নাম ও মোবাইল নম্বর প্রদান করে Next বাটনে ক্লিক করতে হবে।
প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বিকাশ/রকেট,/নগদ, ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন
অনার্স প্রথম বর্ষের (সেশনঃ২০২০-২০২১) এর অভ্যন্তরীণ পরীক্ষার রুটিনঃ
আগামীকাল সকাল ১০.৩০ টায় প্রথম বর্ষের বলবিদ্যা ক্লাস হবে।ক্লাস google meet app এর মাধ্যম হবে।
এইচএসসি ২০২১ পরীক্ষার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য:
ডিগ্রি (পাস) ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার রুটিন:
অনার্স ২য় বর্ষের আলোকবিজ্ঞান ক্লাস আগামীকাল(শুক্রবার )সকাল ১০ঃ০০ টায় হবে।
অনার্স ১ম বর্ষ (সেশন: ২০২০-২০২১) পদার্থবিদ্যা'র শিক্ষার্থীদের জন্য:
আগামী ১৬/০৯/২০২১ খ্রি. তারিখ দুপুর ১২:০০ টার মধ্যে নিচের গুগল ফরমের লিংকে লগইন করে তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্দেশ দেয়া গেল:
https://forms.gle/yN5JUg6EpXM5G1dv7
অনার্স প্রথম বর্ষ পদার্থবিদ্যা (সেশন: ২০২০-২০২১) তথ্য সংগ্রহ ফরম
ওরেয়েন্টেশন ক্লাস
২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পদার্থবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টশন ক্লাস ১৫ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখ সকাল ১০:০০ টায় অনলাইন প্ল্যাটফরম Zoom App এর মাধ্যমে পরিচালিত হবে। Zoom App এর মিটিং আইডি এবং পাসকোড সকল ছাত্রকে এসএমএস করা হয়েছে। যথা সময়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া গেল। যদি কোন শিক্ষার্থী Zoom App এর সাথে পরিচিত না হয়ে থাকে, তবে উক্ত সময়ের মধ্যে এটি রপ্ত করে নেয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া গেল।
হেল্প লাইন:
০১৫১৭৮৩২২৪৬
০১৫৫৮৭৯৯৬২৯
০১৭১৪৯৫৪২৫৮
০১৮১৯৮৪০৩৬৭
উপর্যুক্ত মোবাইল নম্বরে ফোন করলে বিভাগের শিক্ষকবৃন্দ Zoom App এর বিষয়ে সহায়তা প্রদান করবেন।
সকলের সুস্থতা কামনা করছি।
ইব্রাহিম খলিল
বিভাগীয় প্রধান
পদার্থবিজ্ঞান বিভাগ
আগামীকাল (শুক্রবার ) সকাল ১০ টায় অনার্স দ্বিতীয় বর্ষের আলোকবিজ্ঞান ক্লাস হবে।
আগামীকাল (শুক্রবার ) বিকাল ৩:০০ টায় অনার্স ২য় বর্ষের আলোকবিজ্ঞান এর ক্লাস হবে।
আগামীকাল রোজ শনিবার সকাল ১০ টায় অনার্স ২য় বর্ষের আলোকবিজ্ঞান এর ক্লাস হবে। ক্লাস লিংক যথাসময়ে মেসেঞ্জার গ্রুপে দেয়া হবে।
আজ রাত ৮ টায় অনার্স ২য় বর্ষের জ্যামিতিক ও ভৌত আলোকবিজ্ঞান এর ক্লাস হবে।
যেহেতু রাত ৮ টা সময়টা আগেই নির্ধারন করা হয়েছিল, তাই আজকের ক্লাসটা ঐ সময়েই হবে।
পরবর্তীতে আলোকবিজ্ঞান এর ক্লাস প্রতি শনিবার সকাল ১০ টায় হবে।
আজকের ক্লাসের লিংক বিকালে দেয়া হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির অনলাইন ক্লাস।
বিষয়ঃ পদার্থবিজ্ঞান
Rotational Dynamics মুহাম্মদ মনজু মিয়া,সহকারি অধ্যাপক পদার্থবিজ্ঞান, ১.চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞা ও ব্যাখ্যা করতে পারবে, ২.লম্ব অক...
https://www.youtube.com/watch?v=OMyrN4Qz-O8&t=21s
Rotational Motion অনার্স ১ম বর্ষ ও ডিগ্রী পাস কোর্স, পদার্থবিজ্ঞান। উপস্থাপনায় - মুহাম্মদ মনজু মিয়া, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞ.....
https://www.youtube.com/watch?v=EVQjdZINTQI
জারণ বিজারণ বিক্রিয়া, অনার্স ১ম বর্ষ, ননমেজর রসায়ন -১, ডিগ্রি (পাস), উচ্চ মাধ্যমিক ক্লাস - ১ আলোচক - জনাব সঞ্জয় দে, প্রভাষক, রসায়ন বিভাগ, রাঙ্গামাটি সরকারি কলেজ। আলোচ্য বিষয় - জারণ বিক্রিয়া, বিজার....
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Regular coaching of all departments for Government / Private Polytechnic students.
এটি রাঙ্গামাটি কলেজের ছাত্রদের দ্বারা পরিচালিত বিনোদনধর্মী পেজ। এর সাথে কলেজের কোন সম্পর্ক নেই।
আহলে সুন্নাত ওয়াল জামাত -ই একমাত্র জান্নাতি দল। সরল পথে আসুন। সুন্নাহ অনুসারে জীবন গড়ুন। Azan 24
its a institute of secendary level school educational institution