BTSD - Technical Skill Development Of Bangladesh

BTSD - Technical Skill Development Of Bangladesh

Comments

আলহামদুলিল্লাহ 💙
এ আর এম কম্পিউটার এন্ড ট্রেনিং এর জুলাই টু ডিসেম্বর সেশান ২০২২ এর চূড়ান্ত পরীক্ষা সুন্দর ভাবে শেষ হলো।
খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, পটিয়া
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন হিসেবে
#মোঃ_আইয়ুব_ভূইয়া
BTSD - Technical Skill Development Of Bangladesh
প্রধান নির্বাহী কর্মকর্তা
পরীক্ষা শেষে কেন্দ্র ভিজিট করতে আসেন।
আলহামদুলিল্লাহ
এ আর এম কম্পিউটার এন্ড ট্রেনিং এর জুলাই টু ডিসেম্বর সেশান ২০২২ এর চূড়ান্ত পরিক্ষা সুন্দর ভাবে শেষ হলো।
খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, পটিয়া
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন হিসেবে
#মোঃ_আইয়ুব_ভূইয়া
BTSD - Technical Skill Development Of Bangladesh
প্রধান নির্বাহী কর্মকর্তা
পরীক্ষা কেন্দ্র ভিজিট করতে আসেন।
আজ কারিগরী দক্ষতা উন্নয়ন বাংলাদেশ এর অধীনে রাঙামাটিতে সেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এনজিও কোম্পানি সংস্থা লাইসেন্স করার হেল্প সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
https://www.facebook.com/groups/784464145560550

Approved by Govt of The People's Republic of Bangladesh BTSD

Operating as usual

21/02/2023

ভাষা আন্দোলনের একাত্তর বছর পরেও, একুশের চেতনা নিয়ে বাংলাভাষা আজ ছড়িয়ে পড়ছে বিশ্বময়। বাংলাভাষার এই বিশ্বজয় অব্যাহত থাকুক আগামীতেও। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের জানাই গভীর শ্রদ্ধা।

21/02/2023

একুশ বাঙালি জাতিসত্তার জাগরণের অনির্বাণ চেতনা!!

সকল শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ এর গভীর শ্রদ্ধাঞ্জলি।

31/12/2022

“বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা
শেখ হাসিনার সফলতায় বাংলাদেশের আজ অনন্য উচ্চতা”

বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন হচ্ছে আজ । আর এই মেট্রোরেল নিয়ে কিশোর দাস-এর সুর ও সংগীতায়োজনে থিম সং গেয়েছেন তারকা কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। গানটি আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায় নির্মিত হয়েছে।

#বাংলাদেশ #মেট্রোরেল #ঢাকামেট্রো #ঢাকামেট্রোরেল

#শেখহাসিনা

31/12/2022

এই নতুন বছরটি আপনার জীবন দুর্দান্ত সাফল্যের সাথে পূরণ হোক। আশাকরি, 2023 একটি আকর্ষণীয় বছর হবে। হ্যাপি নিউ ইয়ার।

30/12/2022

আপনার কি কোচিং সেন্টার, কিন্টার গার্টেন স্কুল, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, সাইবার ক্যাফে, মোবাইল/কম্পিউটার সার্ভিসিং সেন্টার আছে?

পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র/ট্রেনিং সেন্টার পরিচালনা করতে চাচ্ছেন?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত “কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ (BTSD)” আপনাকে দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ।

চিন্তা করছেন! নাকি নিজেকে ঠকাচ্ছেন? আজ-কাল-পরশু করবেন বলে আর কতদিন?

এখনই নিবন্ধন করুন আপনার প্রতিষ্ঠান:
আপনাকে সফল করতে আমরা যেভাবে কাজ করবোঃ
১/ আপনার প্রতিষ্ঠান নিবন্ধন করলেই পাবেন আপনার প্রতিষ্ঠানের নামে নিজস্ব ওয়েবসাইট
যা আপনার প্রতিষ্ঠানের প্রচারে সহায়ক হিসেবে কাজ করবে।
২/ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য মার্কেটিং প্ল্যান বিষয়ক ফ্রি প্রশিক্ষণ।
৩/ অন্যদের তুলনায় নিজেকে কিভাবে এগিয়ে রাখবে তার উপর বিশেষ প্রশিক্ষণ।
৪/ ব্যবসায় সফল কিভাবে হবে তার উপর প্রশিক্ষণ।

এখনই নিবন্ধন করুন আপনার প্রতিষ্ঠান: https://rb.gy/ymgre6

অনুমোদন পাওয়ার পর আপনি যে সকল সুবিধা পাবেনঃ
১। বিভিন্ন ট্রেডে কম্পিউটার প্রশিক্ষণ এবং কোর্স শেষে পরীক্ষা গ্রহনের মাধ্যমে সরকারি অনুমোদিত সনদপত্র প্রদান করতে পারবেন।
২। শিক্ষার্থী সিট সংখ্যা অনির্ধারিত। যতখুশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে।
৩। শিক্ষার্থীর নিকট অটোমেশন পদ্ধতিতে এস.এম.এস (S.M.S) পাঠানোর এর ব্যবস্থা।
৪। প্রতিষ্ঠানের শাখা কার্যালয়ের অনুমোদন সনদ।
৫। প্রতিটি কোর্সের আলাদা আলাদা সিলেবাস প্রদান করা হবে।
৬। ভর্তি ফরমের মূল ফাইল।
৭। ভিজিটিং কার্ড ডিজাইনের মূল ফাইল।
৮। স্টুডেন্ট রেজি: ফরম।
৯। নির্দিষ্ট টার্গেট পূরণকারী প্রতিষ্ঠান পাবে সম্মাননা পুরস্কার।
১০। এছাড়াও সর্বোচ্চ ভর্তি করানো ২০ টি প্রতিষ্ঠান পাবে বিশেষ সম্মাননা পুরষ্কার।
১১। অনুমোদন নেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের কোন নাম পরিবর্তন করতে হবে না।
১২। অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট চেক করার ব্যবস্থা।
১৩। নতুনদের ট্রেনিং সেন্টার/প্রশিক্ষণ কেন্দ্র দেওয়ার জন্য প্রশিক্ষনের ব্যবস্থা।
১৪। এছাড়াও আপনার যে কোন সমস্যার তাৎক্ষণিক/দ্রুত সমাধান সহ সঠিক গাইডলাইল ও নির্দেশনা পাবেন।
১৫। বাৎসরিক গোল্ড মেডেল এওয়ার্ড এর আয়োজন করা হয়। সেরা ৫ টা প্রতিষ্ঠানকে গোল্ড মেডেল ও ৩০ টা প্রতিষ্ঠানকে আইসিটি এওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
১৬। আমাদের মেম্বারশীপ সনদ।

এখনই নিবন্ধন করুন আপনার প্রতিষ্ঠান: https://rb.gy/ymgre6

যে কোন প্রশ্ন আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন আমাদের হেল্পলাইনে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত “কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ (BTSD”
ইমেইল: [email protected]
ওয়েব: btsdorg.com
88-01884430025
88-09638411738
WhatsApp-01979263363
রেজিষ্ট্রেশন করতে ইনবক্সে যোগাযোগ করুন।

28/12/2022
16/12/2022

২০২১ সালের যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম সেটা আমরা পূরণ করেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে উন্নীত করা। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে চলে যাবো। স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য চারটি ভিত্তি নির্ধারণ করা হয়েছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি।

“তারুণ্যের শক্তি, বাংলাদেশের উন্নতি”; এবং আমরা সেই কাজটাই করে যাচ্ছি। বাংলাদেশের এই অগ্রযাত্রা তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে প্রত্যেক তরুণ নিজেকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলবে, এই প্রত্যাশা করছি।

- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

#বাংলাদেশ

15/12/2022

বিজয় মানে গর্বিত এক জাতি । লাল সবুজের পতাকা । বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটা বাংলাদেশ ।

19/11/2022

কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সরকার আইটি ইন্সটিটিউট ১০০ জন নারীর জন্য ১০ লাখ টাকা স্কলারশিপের প্রথম ধাপে বিজয়ী ১০ জন নারীর তালিকা প্রকাশ করেছে, যারা সম্পূর্ণ বিনামূল্যে সরকার আইটি ইনস্টিটিউট থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি করতে পারবেন এবং সফলভাবে কোর্স শেষ করলে পাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সার্টিফিকেট।

12/11/2022

আমাদের দৈনন্দিন জীবনে আধুনিক তথ্য প্রযুক্তির প্রভাব ও সাইবার সিকিউরিটি সম্পর্কে জানুন এবং নিরাপদ ডিজিটাল জীবনধারণকে সমৃদ্ধ করুন।

12/11/2022

আপনার কি কোচিং সেন্টার, কিন্টার গার্টেন স্কুল, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, সাইবার ক্যাফে, মোবাইল/কম্পিউটার সার্ভিসিং সেন্টার আছে?
পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র/ট্রেনিং সেন্টার পরিচালনা করতে চাচ্ছেন?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত “কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ (BTSD)” আপনাকে দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ।
চিন্তা করছেন! নাকি নিজেকে ঠকাচ্ছেন? আজ-কাল-পরশু করবেন বলে আর কতদিন?
এখনই নিবন্ধন করুন আপনার প্রতিষ্ঠান:
আপনাকে সফল করতে আমরা যেভাবে কাজ করবোঃ
১/ আপনার প্রতিষ্ঠান নিবন্ধন করলেই পাবেন আপনার প্রতিষ্ঠানের নামে নিজস্ব ওয়েবসাইট
যা আপনার প্রতিষ্ঠানের প্রচারে সহায়ক হিসেবে কাজ করবে।
২/ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য মার্কেটিং প্ল্যান বিষয়ক ফ্রি প্রশিক্ষণ।
৩/ অন্যদের তুলনায় নিজেকে কিভাবে এগিয়ে রাখবে তার উপর বিশেষ প্রশিক্ষণ।
৪/ ব্যবসায় সফল কিভাবে হবে তার উপর প্রশিক্ষণ।
এখনই নিবন্ধন করুন আপনার প্রতিষ্ঠান: https://rb.gy/ymgre6
অনুমোদন পাওয়ার পর আপনি যে সকল সুবিধা পাবেনঃ
১। বিভিন্ন ট্রেডে কম্পিউটার প্রশিক্ষণ এবং কোর্স শেষে পরীক্ষা গ্রহনের মাধ্যমে সরকারি অনুমোদিত সনদপত্র প্রদান করতে পারবেন।
২। শিক্ষার্থী সিট সংখ্যা অনির্ধারিত। যতখুশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে।
৩। শিক্ষার্থীর নিকট অটোমেশন পদ্ধতিতে এস.এম.এস (S.M.S) পাঠানোর এর ব্যবস্থা।
৪। প্রতিষ্ঠানের শাখা কার্যালয়ের অনুমোদন সনদ।
৫। প্রতিটি কোর্সের আলাদা আলাদা সিলেবাস প্রদান করা হবে।
৬। ভর্তি ফরমের মূল ফাইল।
৭। ভিজিটিং কার্ড ডিজাইনের মূল ফাইল।
৮। স্টুডেন্ট রেজি: ফরম।
৯। নির্দিষ্ট টার্গেট পূরণকারী প্রতিষ্ঠান পাবে সম্মাননা পুরস্কার।
১০। এছাড়াও সর্বোচ্চ ভর্তি করানো ২০ টি প্রতিষ্ঠান পাবে বিশেষ সম্মাননা পুরষ্কার।
১১। অনুমোদন নেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের কোন নাম পরিবর্তন করতে হবে না।
১২। অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট চেক করার ব্যবস্থা।
১৩। নতুনদের ট্রেনিং সেন্টার/প্রশিক্ষণ কেন্দ্র দেওয়ার জন্য প্রশিক্ষনের ব্যবস্থা।
১৪। এছাড়াও আপনার যে কোন সমস্যার তাৎক্ষণিক/দ্রুত সমাধান সহ সঠিক গাইডলাইল ও নির্দেশনা পাবেন।
১৫। বাৎসরিক গোল্ড মেডেল এওয়ার্ড এর আয়োজন করা হয়। সেরা ৫ টা প্রতিষ্ঠানকে গোল্ড মেডেল ও ৩০ টা প্রতিষ্ঠানকে আইসিটি এওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
১৬। আমাদের মেম্বারশীপ সনদ।
এখনই নিবন্ধন করুন আপনার প্রতিষ্ঠান: https://rb.gy/ymgre6
যে কোন প্রশ্ন আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন আমাদের হেল্পলাইনে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত “কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ (BTSD”
ইমেইল: [email protected]
ওয়েব: btsdorg.com
88-01884430025
88-09638411738
WhatsApp-01979263363
রেজিষ্ট্রেশন করতে ইনবক্সে যোগাযোগ করুন।

12/11/2022

'এ আয়োজন আইসিটিতে আমাদের সক্ষমতা প্রদর্শনের দারুণ একটি সুযোগ। একই সঙ্গে আমাদের দেশের ভবিষ্যৎ আইসিটি নেতৃত্বদের বর্তমান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেওয়ারও একটি সুযোগ। আমরা আমাদের সব বন্ধুকে বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তার স্বাদ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।'

01/09/2022

কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ পরিচালিত সকল প্রশিক্ষণ কেন্দ্রের রেজাল্ট অদ্য ০১/০৯/২০২২ইং সকাল ১১ ঘটিকার সময় পাবলিশ হয়েছে। সকলে কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশে এর ওয়েবসাইটের রেজাল্ট সেকশনে রেজাল্ট চেক করতে পারবেন।

রেজাল্ট লিংক: https://btsdorg.com/result/

15/08/2022

বঙ্গবন্ধুর মতো দৃঢ়তায় কে আর শুনিয়েছে স্বাধীনতার কথা! মুক্তির যুদ্ধে প্রেরণা জুগিয়েছে কে আর এমন ইতিহাসে?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

09/08/2022

BTSD- এর সকল পেমেন্ট এখন নগতে।

09/08/2022

BTSD- এর সকল পেমেন্ট এখন বিকাশে।

31/07/2022

BTSD এর অনুমোদিত ব্রাঞ্চ অফিস এখন ঢাকা জেলার কিশোরগঞ্জ উপজেলায় (SARKAR IT INSTITUTE)
সেন্টার কোড--652146

20/07/2022

আগামী ২৯ জুলাই কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ এর বিভিন্ন ট্রেড কোর্সের পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকল আঞ্চলিক কেন্দ্রের পরিচালককে প্রশিক্ষণার্থীদের এডমিট কার্ড বিতরণের জন্য বলা গেল।

13/07/2022
08/07/2022

নোটিশ

03/07/2022

BTSD এর অনুমোদিত ব্রাঞ্চ অফিস এখন ঢাকা জেলার ডেমরা উপজেলায়
(Al Azhar Islamic institute Bangladesh)
সেন্টার কোড--652133)

03/07/2022

BTSD এর অনুমোদিত ব্রাঞ্চ অফিস এখন রংপুর জেলার গংগাচড়া উপজেলায়
(Inbox IT Solutions Ltd)
সেন্টার কোড--652143)

30/06/2022

ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের সকল অনুমোদিত প্রতিষ্ঠান, একটি ওয়েব সাইট সহ ম্যানেজমেন্ট সফটওয়্যার পাচ্ছেন।

Want your school to be the top-listed School/college in Jatrabari?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বাংলাদেশকে সম্ভাবনার পথে আরও এক ধাপ এগিয়ে নিল স্বপ্নের পদ্মা সেতু, এরই সাথে সহজ হল আমাদের এগিয়ে যাওয়ার যাত্রা। সাফল্যের ...

Location

Telephone

Website

Address


Konapara, Momenbag-Arabari Road, Dhaka Division
Jatrabari
1362
Other Jatrabari schools & colleges (show all)
বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বো বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বো
Jamiyat Bhobon, 79/Ka/3, North Jatrabari, Dhaka 1204
Jatrabari

বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড। ব?

Khidmahtul Ummah International Hifz Madrasah Khidmahtul Ummah International Hifz Madrasah
Rk Tower, Dhaka
Jatrabari, 1236

Full Time Excellent Hifz-ul-Quran and Academics program. The primary purpose of the Hifz Madrasa is

Euro-Bangla shop Euro-Bangla shop
Dhaka
Jatrabari, 1000

euro-bangla is a online shop which provides qualityfull organic food all over the country. euro-bang

English with Roni English with Roni
Konapara
Jatrabari

Like and follow the page to learn English easily.

Career Aid, Jatrabari Branch Career Aid, Jatrabari Branch
Jatrabari, Dhaka
Jatrabari, 1232

শাণিত মেধার উপযুক্ত পরিচর্যা

Students Of Jatrabari Students Of Jatrabari
Jatrabari, Dhaka Division
Jatrabari, 1232

All Students Of Jatrabari একান্নবর্তী পরিবারের কথা চ?

To Sell BD To Sell BD
Shanir Akhra
Jatrabari, 1362

Scholarshift Services Scholarshift Services
New Dania Road Jatrabari
Jatrabari

ScholarShift Services is a small student consultancy company that provides personalized and comprehensive guidance to help students make informed decisions about their academic and career paths. And stupport on immigration process from application .

Glorious Academy Glorious Academy
94, Shahid Faruk Road
Jatrabari, 1204

Learn For Knowledge. Icon Plus, Jatrabari Branch.

ICD Computer Training Center in Jatrabari Dhaka ICD Computer Training Center in Jatrabari Dhaka
Jatrabari
Jatrabari, 1204

ICD meaning is an Institute of Creative Design. We are training all kinds of IT Course in Dhaka and

Mahmud's Spoken English Mahmud's Spoken English
Jatrabari

২৬ টি অনলাইন ক্লাসের মাধ্যমে Spoken English শি?