29/05/2020
মস্তিস্ক ধ্বংস করে এমন সাতটি অভ্যাস ❗
▪️সকালের নাস্তা না খাওয়া,
▪️রাতে দেরি করে ঘুমানো,
▪️অতি বেশী পরিমানে মিষ্টিজাতীয় খাদ্যগ্রহন,
▪️সকালে বেশী ঘুমানো,
▪️টিভি/কম্পিউটার/ডিভাইস দেখতে দেখতে খাদ্যগ্রহন,
▪️ঘুমের সময় টুপি, মোজা পড়ে থাকা,
▪️প্রস্রাব চাপিয়ে রাখা।
তাই আপনি আপনার সন্তানকে এই সাতটি বদভ্যাস থেকে দূরে রাখুন।
এ.এম.এম এহেসান
অধ্যক্ষ
এইচ.কে.এন সিটি জোন স্কুল।
16/04/2020
অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে প্রশ্ন দিতে মিনিট দেরি হলো।
এখন আপনারা পরিক্ষা শুরু করে দিন। এবং শেষে Ok done লিখে কমেন্টে জানিয়ে দিন।
15/04/2020
আজ ২য় দিন,,,,
পরিক্ষা শেষে ok done লিখে কমেন্টে জানিয়ে দেন।
14/04/2020
পরিক্ষা শুরু হলো।
পরিক্ষা দেওয়া শেষে Ok done লিখে কমেন্ট জানিয়ে দিন।
11/04/2020
আগামী ১৪/০৪/২০২০ইং হতে ১৬/০৪/২০২০ইং এই তিনদিন অনলাইন ভিত্তিক পরিক্ষা অনুষ্ঠিত হবে। সবাইকে নিজ নিজ দায়িত্বে অংশগ্রহণের জন্য অনুরোধ করা গেলো।
25/03/2020
সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন❤
স্বাধীনতার মধ্যেই করোনা ভাইরাসের প্রতিরোধ ঘটুক!!
আমরা সকলে আরো বেশি বেশি সচেতন হই ❤
16/03/2020
আগামীকাল অর্থাৎ ১৭/০৩/২০২০ ইং থেকে ৩১/০৩/২০২০ ইং পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।
03/03/2020
আজ ০৩/০৩/২০২০ ইং তারিখে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
HKN City Zone School
সবার #ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া কামনা করছি।
20/02/2020
আজ ২০-০২-২০২০; ‘মাস/দিন/বছর’ বা ‘দিন/মাস/বছর’—তারিখটি যেভাবেই লেখেন না কেন ‘২’ ও ‘০’ চার বার লিখতে হবে। প্যালিনড্রোম পদ্ধতির ছাড়া এমন তারিখ আগে এসেছিল প্রায় এক হাজার বছর আগে। সেটি ছিল- ১০-০১-১০১০।
18/02/2020
আজ ০৮/০২/২০২০ ইং, রোজ মঙ্গলবার, স্কুল প্রতিষ্ঠার একমাস ফুর্তি উপলক্ষে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে নিয়ে রাঙামাটি পলওয়েল পার্ক ও শহীদ মিনারে কাটানো কিছুটা সময়।
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকেই এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
18/01/2020
আজ ১৮/০১/২০২০ ইং তারিখে সকাল ৯.০০ ঘটিকায় এইচ. কে. এন সিটি জোন স্কুল এর শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজ্বী মুছা মাতব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম মকছুদ আহমেদ এবং ১ নং ওয়ার্ড এর কাউন্সিলর হাজ্বী হেলাল উদ্দিন। প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের সহ-সভাপতি ও সমাজসেবক জগন্নাথ ভদ্র। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন স্কুল প্রতিষ্ঠাতা এম.এ মান্নান ও মোঃ তৌহিদুল আলম। বিশেষ অতিথি এ.কে.এম মকছুদ আহমেদকে ফুল দিয়ে বরণ করেন স্কুলের শিক্ষিকাবৃন্দ ও বিশেষ অতিথি হেলাল উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন স্কুলের প্রধান শিক্ষক এ.এম.এম এহেসান।
স্কুলের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম.এ মান্নান। এবং সভাপতিত্ব করেন স্কুল প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তৌহিদুল আলম।
03/01/2020
রাঙামাটিতে শিশুদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে এইচ. কে. এন সিটি জোন সিটি স্কুল।
03/01/2020
আজ HKN City Zone School এর পক্ষ থেকে আয়োজিত #ফ্রি_চিকিৎসা_ক্যাম্প এর শুভ উদ্ভোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন।
এবং চিকিৎসক এর ভুমিকা পালন করেন রাঙামাটির জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ডা. এম এ হাই।
সাথে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ এবং শিক্ষকবৃন্দ।
17/12/2019
গত ১৬ ডিসেম্বর,
বিজয় দিবস উপলক্ষে এ শহীদদের স্মরণে #দোয়া_ও_মিলাদ_মাহফিল অনুষ্ঠিত হয়। আর ঐ দিনেই স্কুলটি উদ্বোধন করা হয় রিজার্ভ বাজার জামে মসজিদ এর ইমাম ও লঞ্চঘাট মসজিদ এর ইমাম ও শান্তিনগর জামে মসজিদের খতিব কিছু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে নিয়ে।
সাথে আরো উপস্থিত ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা জনাব এম.এ. মান্নান ও মুহাম্মদ তৌহিদ ইসলাম।
15/12/2019
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।।।
সাথে সাথে সম্মান প্রদর্শন করছি ও মাগফেরাত কামনা করছি ঐ সকল ভাইদের প্রতি যাদের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি।
🌹🌹🌹❤❤❤🌹🌹🌹
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
13/12/2019
HKN City Zone School
এ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ চলছে।
আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
13/12/2019
HKN City Zone School
ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা স্কুল অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।
HKN City Zone School
সবার প্রিয় ও সাধ্যের মধ্যে উপযুক্ত ও সুন্দর পরিবেশ সম্মত স্কুল।
08/12/2019
সৎ,কর্মশীল, আত্মনির্ভরশীল, কর্মঠ, আদর্শবান, দেশপ্রেমিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বৃহত্তর রিজার্ভ বাজার, রাঙামাটি পার্বত্য জেলায় প্রতিষ্ঠিত হয়েছে একটি ভিন্নধর্মী ও অপ্রতিদ্বন্দ্বী স্কুল।
আপনার কোমলমতি সন্তানদের ভবিষ্যতের উজ্জ্বল জীবন গঠন করায় আমাদের একমাত্র লক্ষ্য।
এ সকল ধর্মের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ ধর্মীয় শিক্ষক দ্বারা ধর্মীয় শিক্ষা প্রদান করাসহ শিক্ষার্থীদের আধুনিক বিশ্বে নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে যেসকল নিয়ম নীতি প্রয়োজন তা শেখানো হয়।
সুন্দর হস্তলিখন, চিত্র অঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারিরীক ব্যায়াম করানো হয়।
স্কাউট ও গার্ল গাইড এর প্রশিক্ষণ দেওয়া হয়।
08/12/2019
রাঙামাটি রিজার্ভ বাজার এলাকায় প্রতিষ্ঠিত হলো .
#ভর্তি_চলছে.......... #ভর্তি_চলছে.......... #ভর্তি_চলছে