
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর চ্যাম্পিয়ন দল "ঘাগড়া উচ্চ বিদ্যালয় "
প্রতিযোগিদের নাম- নুসরাত জাহান টিশা(৯ম শ্রেনী), মুক্ত চাকমা(৮ম শ্রেনী), মো: রাহেদ(৮ ম শ্রেনী)
শ্রেষ্ঠ বক্তা- নুসরাত জাহান টিশা।
its a institute of secendary level school educational institution
Operating as usual
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর চ্যাম্পিয়ন দল "ঘাগড়া উচ্চ বিদ্যালয় "
প্রতিযোগিদের নাম- নুসরাত জাহান টিশা(৯ম শ্রেনী), মুক্ত চাকমা(৮ম শ্রেনী), মো: রাহেদ(৮ ম শ্রেনী)
শ্রেষ্ঠ বক্তা- নুসরাত জাহান টিশা।
Photos from Ghagra high school's post
স্বাস্থ্য মেলা ২০২৩
Group work in "Well-being " class.
নতুন শিক্ষাক্রম অনুযায়ী ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা।
প্রাত্যহিক সমাবেশ।
Group works in class.
নতুন শিক্ষাক্রম অনুযায়ী সপ্তম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ক্লাস।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল
শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, গত ১৭-০১-২৩ইং তারিখ থেকে বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশ এবং শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।তাই সকল শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া গেল।
বই বিতরণ অনুষ্ঠান /২০২৩ইং
ঘাগড়া উচ্চবিদ্যালয়।
অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকদের আগামীকাল ২৭/১০/২২ খ্রীস্টাব্দে রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকায় পোয়াপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।
প্রধান শিক্ষক
ঘাগড়া উচ্চ বিদ্যালয়।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে আগামী ০৩/১০/২০২২ তারিখ ১০.৩০ টা সময় পদার্থ বিজ্ঞান,রসায়ন বিজ্ঞান,জীব বিজ্ঞান ও কৃষি শিক্ষার ব্যাবহারিক পরীক্ষার খাতা স্বাক্ষর করা হবে।তাই ২০২২ সালের পরীক্ষার্থীরা তোমরা সবাই যোগাযোগ করে ব্যাবহারিক পরীক্ষার খাতা স্বাক্ষর করে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়া গেল।
জাতীয় শোক দিবসে শিক্ষার্থীদের- "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের " জীবনী নিয়ে সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস পালন।
ঘাগড়া উচ্চ বিদ্যালয়।।
বিষয়ঃ শারীরিক শিক্ষা
শ্রেনীঃ ৭ম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাউখালী উপজেলায় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের পরিবেশনায় ২টি নৃত্য
ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,যারা গতমাসের ১৭-০১-২০২২ ইং তারিখে করোনা টিকা দিয়েছো তাদেরকে আগামী ২০-০২-২০২২ ইং তারিখে করোনা টিকা দেওয়ার জন্য নির্দেম দেয়া গেল।
২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,আগামী ০৫-০২-২০২২ ইং রোজ শনিবার শ্রেণী শিক্ষকের কাছ থেকে এ্যাসাইন্টমেন্ট নেওয়ার জন্য অনুরোধক্রমে নির্দেশ দেয়া গেল।
২০২১ সালের পরীক্ষার্থীদের আনানো যাচ্ছে ইউনিক আই ডির জন্য তোমরা ২/১ দিনের মধ্যে মা বাবার এন আই ডি কার্ডের ফটোকপি, জেএসসি রেজি কার্ড এবং মার্কশীট, রক্তের গ্রুপ এর ফটোকপি এবং এককপি পাসপোর্ট সাইজ ছবি (ছবির ব্যাকগ্রাউন্ড সাদা) সহ লক্ষ্মী ম্যাডাম এর সাথে যোগাযোগ কর।
৭ম থেকে ২০২১ সালের পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে তোমরা যারা গত ২/১/২২ তারিখে ভ্যাক্সিনের ১ম ডোজ দিয়েছো তাদের ২য় ডোজ দেওয়ার তারিখ আগামী ৭/২/২২ তারিখ।তাই এ ব্যাপারে সকল শিক্ষার্থীদের যার যার শ্রেণি শিক্ষক এর সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রী দের অতি সত্বর স্কুলে শেণি শিক্ষক এর সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে ইউনিক আইডি বিষয়ে (বিষয়টি খুব জরুরি)
৭ম থেকে ২০২১ সালের পরীক্ষার্থী রা সহ তোমাদের আগামী ১/২/২২ তারিখে ভেক্সিন এর ২য় ডোজ দেওয়া হবে তোমরা এর মধ্যে তোমাদের শ্রেনি শিক্ষকের সাথে যোগাযোগ করো।
ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১/১/২২ তারিখ থেকে ৬/২/২২ তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
ঘাগড়া উচ্চ বিদ্যালয়
সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যারা ২/১/২০২২ তারিখে টীকা দিয়েছো তাদের রেজিষ্ট্রেশন কার্ড যত্ন সহকারে রাখার জন্য বলা হচ্ছে। এই কার্ড টি ২/২/২০২২ তারিখ ২য় ডোজ দেওয়ার সময় অবশ্যই সংগে নিতে হবে এবং এই রেজি কার্ডটি টীকা সনদ নেওয়ার সময় ও লাগবে।
২০২১ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট।
সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ০১-০১-২০২২ তারিখে সকাল ৯.০০ ঘটিকায় বাধ্যতামূলকভাবে স্কুলে উপস্থিত থেকে করোনা টিকার ভ্যাক্সিন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।তাই স্কুলে আসার সময় ০২ কপি জন্মনিবন্ধন সনদের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে। যদি কেউ অনুপস্থিত হলে বা টীকা দেওয়া থেকে বাদ গেলে সেক্ষেত্রে পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এসএসসি ২০২১ পরীক্ষার্থীদের জন্য দেওয়া হলো
পরিবেশনায় হেলপি,প্রিয়ন্তী,তন্নি ও অন্তি।
হেলপি ও তন্নি চাকমার পরিবেশনায় একটি দেশাত্মবোধক নৃত্য।
Ghagra High School Class routin/2021
Photos from Ghagra high school-Online school's post
"মুজিব বর্ষে গাছ রোপন- পরিবেশ সংরক্ষণ" স্লোগান রেখে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অংশ হিসেবে বৃক্ষরোপনের তালিকা।
নভেম্বরের ১১ তারিখ থেকে এস এস সি পরীক্ষা শুরু হবে।
সবার প্রিয় ও সাধ্যের মধ্যে উপযুক্ত ও স
Hi welcome my Educational Page. Freelancing Academy Coures provide. our Courses 1. Digital Marketin
It's a page created to post study content for the studentof Kids Explorer School. Rangamati(sadar),
Rangamati Government High School (RGHS) is the first high school in the Chittagong Hill Tracts in
Moanoghar has set up a technical and vocational school called Moanoghar Institute of Technology (MIT
This is a Technical School where there can study Technical education.
Official