08/01/2024
১৪ জানুয়ারী থেকে আমাদের কোচিং এ ১ম, ২য় এবং ৩য় বর্ষের শিক্ষার্থীদের রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ডিপার্টমেন্ট ভিত্তিক রুটিন নিজ নিজ গ্রুপে জানিয়ে দেওয়া হবে।
১ম পর্বের ৩ টি স্পেশাল ব্যাচ এর ক্লাস হচ্ছে নিয়মিত। ১ম পর্বের নতুন শিক্ষার্থীরা ১৪ জানুয়ারী এসে ফ্রি ক্লাস করে ফরম নিয়ে ভর্তি হতে পারবেন।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি কোচিং এ অথবা ফেসবুক পেইজ কিংবা নিম্নক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন:
☎️01736724842
🪩01310777691
🪩0 1893-094714
14/12/2023
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ১ম পর্বের নতুন শিক্ষার্থীদের আলাদা ৩টা ব্যাচের ক্লাস।
প্রতিটা ব্যাচেই নিয়মিত ক্লাস চলছে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যর জন্য ফোন নাম্বার, পেইজ অথবা আমাদের অফিসে এসে সরাসরিও যোগাযোগ করতে পারবেন। যারা ইতিমধ্যে চান্স পেয়েছেন, তারা এই সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে দ্রুত যোগাযোগ করুন।
ক্লাস টাইম: শনিবার সকাল ১০টা
☎️01736724842
30/11/2023
প্রথম সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ৩য় ব্যাচের ক্লাস আগামী ২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা ৩০ হতে শুরু হচ্ছে। ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস সবার জন্য উনমুক্ত । ইতিমধ্যে ২ টা ব্যাচ ফিল আপ হয়ে গিয়েছে এবং নিয়মিত ক্লাস চলছে । ৩য় ব্যাচে ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন।
☎️01736724842
📞+8801310777691
22/11/2023
ডিসি মেশিন এক্সাম ৪র্থ পর্ব
টপিক :ডিসি জেনারেটর।
আপনারা চাইলে বাসায় বসে আমাদের প্রশ্ন গুলো সলভ করে নিজেদের প্রস্তুুতিকে যাচাই করতে পারেন।
14/11/2023
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ১ম পর্বের নতুন শিক্ষার্থীদের ১ম ব্যাচের ক্লাস।
দ্বিতীয় ব্যাচের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী দ্বিতীয় ব্যাচেও এডমিশন নিয়েছে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যর জন্য ফোন নাম্বার, পেইজ অথবা আমাদের অফিসে এসে সরাসরিও যোগাযোগ করতে পারবেন। যারা ইতিমধ্যে চান্স পেয়েছেন, তারা এই সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে দ্রুত যোগাযোগ করুন।
☎️01736724842
22/10/2023
১ম পর্বের অধ্যায় ভিওিক মডেল টেস্ট
২য় ব্যাচ এ ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন।
14/10/2023
আগামীকাল ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে, ১ম পর্বের নতুন শিক্ষার্থীদের এডভান্স ব্যাচের কোচিং কার্যক্রম। ১ম পর্বের জন্য কোচিং এ ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামীকাল ক্লাস করে ভর্তি হতে পারবেন। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যর জন্য ফোন নাম্বার, পেইজ অথবা আমাদের অফিসে এসে সরাসরিও যোগাযোগ করতে পারবেন। যারা ইতিমধ্যে চান্স পেয়েছেন, তারা এই সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে দ্রুত যোগাযোগ করুন।
সময়: সকাল ১১ টা
সাবজেক্ট :ম্যাথমেটিক্স ১
☎️01736724842
12/10/2023
📛পরিক্ষা সম্পর্কিত নোটিশ📛
২য়, ৪র্থ, ৬ষ্ঠ এবং ৮ম পর্বের সমাপনী পরীক্ষা শুরু
৩০ নভেম্বর ২০২৩ইং।
অল্প সময়ের মধ্যে দ্রুত গুরত্বপূর্ণ টপিক অনুযায়ী ক্লাস কার্যক্রম শুরু হবে। ইনশাআল্লাহ
***নতুন ভর্তী হতে চাইলে ১৫ অক্টোবর এর মধ্যে যোগাযোগ করবেন ২য় এবং ৪র্থ ;৬ষ্ঠ পর্ব। এরপর আর ভর্তী নেওয়া হবে না।
07/10/2023
আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে, ১ম পর্বের নতুন শিক্ষার্থীদের এডভান্স ব্যাচের কোচিং কার্যক্রম। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যর জন্য ফোন নাম্বার, পেইজ অথবা আমাদের অফিসে এসে সরাসরিও যোগাযোগ করতে পারবেন। যারা ইতিমধ্যে চান্স পেয়েছেন, তারা এই সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে দ্রুত যোগাযোগ করুন।
📞01736724842
04/10/2023
১৫ অক্টোবর থেকে আমাদের কোচিং এ ১ম পর্বের ক্লাস কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। ভর্তির জন্য দ্রুত সবাই আমাদের অফিসে এসে যোগাযোগ করুন।আসন সংখ্যা সীমিত।
27/09/2023
Special batche Only for Dc machine.
Class test(1) For Mid Exam.
21/09/2023
Mathematics-2 notes
Chapter=2&5
Created by Shafiqul Islam Tushar Sir
📞01736724842
20/09/2023
DC machines Notes(Chapter 6&7)
Created by Rajib Sir.
4th semester.
📞01736724842
14/09/2023
২য়,৪র্থ,৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের পর্বমধ্য পরীক্ষার নোটিশ ২০২৩।
পরীক্ষা শুরু: ০১ অষ্টোবর,২০২৩খ্রি. হতে।
07/09/2023
আজ প্রকাশিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম মেধাতালিকায়, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ চান্স প্রাপ্ত সকল শিক্ষার্থীদের Polytechnic Point Coaching Center এর পক্ষ থেকে অভিনন্দন।
প্রকৌশল এর ভুবনে তোমাদের স্বাগতম।
☎️01736724842
01310777691
01826588117
07/09/2023
২য় পর্বের নতুন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস চলছে
01/09/2023
২-৯-২০২৩ রোজ শনিবার থেকে ২য় পর্ব এবং ৪র্থ পর্বের ডিপার্টমেন্ট অনুযায়ী কোচিং এ রেগুলার ক্লাস হবে।মিড এক্সামকে সামনে রেখে ২য় এবং ৪র্থ পর্বের টপিক অনুযায়ী গুরত্বপূর্ণ ক্লাস হবে ইনশাআল্লাহ। নতুন কেউ ভর্তি হতে চাইলে দ্রুত আমাদের কোচিং এর অফিসে এসে যোগাযোগ করুন।
24/06/2023
পর্ব সমাপনী পরীক্ষার পূর্বপ্রস্তুতি হিসেবে কোচিং কর্তৃক আয়োজিত আজকের ব্যাসিক ইলেক্ট্রিসিটি, ফিজিক্স-২,কেমিস্ট্রি মডেল টেস্ট এর অংশ বিশেষ
22/06/2023
পর্ব সমাপনী পরীক্ষার পূর্বপ্রস্তুতি হিসেবে কোচিং কর্তৃক আয়োজিত আজকের মডেল টেস্ট এর অংশ বিশেষ
20/06/2023
পর্ব সমাপনী পরীক্ষার প্রস্তুুতিকে সামনে রেখে আমাদের কোচিং থেকে ৩য় পর্ব(সকল ডিপার্টমেন্ট) এবং ১ম পর্ব (সকল ডিপার্টমেন্ট) ফ্রি মডেল টেস্ট আয়োজন করা হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা চাইলেই আমাদের কোচিং এ এক্সাম দিয়ে প্রস্তুুতিকে যাচাই করতে পারেন। নিচে ডিপার্টমেন্ট এবং সেমিস্টার অনুযায়ী রুটিন দেওয়া হলো
14/06/2023
৩য় পর্বের ম্যাথ ৩ ক্লাস❤️❤️
02/06/2023
১ম পর্বের রেগুলার ক্লাস টেস্ট এক্সাম ✌️✌️✌️১ম পর্বের সমাপনী পরীক্ষার প্রস্তুুতিকে সামনে রেখে মডেল টেস্ট এর ব্যবস্থা করা হচ্ছে আমাদের কোচিং প্যানেল থেকে।পরীক্ষা সবার জন্য উন্মুক্ত ফ্রি।
26/05/2023
তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?
উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।
উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।
উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।
উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।
أفلا ينظرون الى الإبل كيف خلقت
তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে।
আল কুরআন [৮৮:১৭]
--সুবহানাল্লাহ
26/05/2023
বাংলাদেশে প্রথমবারের মত তৈরি করা হল কৌটাজাত সর্ষে ইলিশ। মাত্র ৩২০ টাকায় মিলবে ইলিশ মাছের ৪টি টুকরা। পাওয়া যাবে বছরের ৩৬৫ দিন!
কেমন হত যদি বছরের ৩৬৫ দিনই, যখন ইচ্ছা তখনই ইলিশ মাছ খেতে পারতেন? এই কথা মাথায় রেখেই বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি স্থানীয়ভাবে রাসায়নিকমুক্ত কৌটাজাতকৃত সর্ষে ইলিশ তৈরি করেছেন। শেকৃবি'র ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আহসান হাবীব এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন।
পৃথিবীর বিভিন্ন দেশেই কৌটাজাত মাছ জনপ্রিয় একটি খাবার। রান্নাবান্না ছাড়াই সরাসরি বের করে খাওয়া যায় এই মাছ। এবার সেই সুবিধাই পাওয়া যাবে ইলিশ মাছের বেলায়৷ সাধারণত বেশি চর্বি থাকায় এ মাছ শুকিয়ে সংরক্ষণ করা যায় না। তাই বেশিদিন টিকেয়ে রাখতে লবণ দিয়ে রাখা হয়। সেই তুলনায় কৌটাজাত করা বেশি কার্যকরী।
তবে দেশে বসে কাজটি করা সম্ভব হলেও দেশে মাছ সংরক্ষণে উপযুক্ত কৌটা না থাকায় বিদেশ থেকে তা আমদানি করতে হয়েছে৷ পাশাপাশি কৌটা সিল করা এবং মাছ ব্যাকটেরিয়ামুক্ত করার যন্ত্রও আমদানি করতে হয়েছে বিদেশ থেকে।
প্রথমে সর্ষে ইলিশ দিয়ে শুরু করলেও ধীরে ধীরে চিলি ইলিশ, এবং মসলা ছাড়া ইলিশের সঙ্গে সবজিও কৌটাজাতকরণ করা হবে পরিকল্পনা করা হয়েছে৷
বর্তমানে কৌটাজাত এই মাছের সেল্ফ লাইফ ৩ মাস। পাশাপাশি দাম ধরা হয়েছে ৩২০ টাকা। তবে কৌটাগুলো দেশে তৈরি করা সম্ভব হলে দাম আর কমে আসবে বলে জানা গেছে।
#সংগ্রহিত
খবরটা শুনে খুব ভালো লাগলো।আমার মতো প্রবাসীরা যারা ইলিশের দেখা পাওয়ার জন্য ছটফট করে তাদের জন্য সত্যিই সুখবর।যদিও দেশের বাজারে এটা কতটা গ্রহনযোগ্যতা পায় সেটা দেখার বিষয়।
#বাংলাদেশ #জার্মানি
22/05/2023
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী সকলের উপস্থিতে, আমাদের কোচিং এর পক্ষ থেকে ২য় পর্বে ভালো ফলাফল এর জন্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।🌸🌸🌸
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
017367-24842
0183724-8800
22/05/2023
আলহামদুলিল্লাহ !
আমাদের দক্ষ শিক্ষক প্যানেলের আন্তরিক প্রচেষ্টা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তৈরিকৃত প্রশ্নপত্রের মাধ্যমে নিয়মিত মডেল টেস্টের মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীকে পরীক্ষার ভয়-ভীতি কাটিয়ে চূড়ান্ত সফলতার জন্য তৈরী করে তুলি।
আর আমাদের মেধাবী শিক্ষার্থীরা যখন তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে তখন তাদের গর্বে গর্বিত হয় আমরাও।