27/03/2023
আলহামদুলিল্লাহ
ইতিমধ্যে ১ম বর্ষের ২টি ব্যাচের সীট ফিলাপ হয়ে গেছে।
১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের নতুন ব্যাচ (৩য় ব্যাচ) শুরু হচ্ছে শীঘ্রই। রয়েছে ১ম ও ২য় শিফটের জন্য আলাদা আলাদা সময়ে ক্লাস।
ফ্রি যাচাই ক্লাস করে, আপনার ভর্তি নিশ্চিত করুন।
বিস্তারিত জানতে কল করুনঃ 01736724842
22/03/2023
একমাত্র আমরাই দিচ্ছি, দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে তৈরি সকল বিষয়ের হ্যান্ডনোট ও সাজেশন। যা শিক্ষার্থীদের পড়াশোনাকে করবে আরো গতিশীল।
১ম ও ৩য় পর্বের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলছে।
এত এত সুযোগ মিস করতে না চাইলে এখনই যোগাযোগ করো
☎01736724842
12/03/2023
চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রিয় নবীন শিক্ষার্থীরা, প্রকৌশলী হবার স্বপ্নের এ বিদ্যাপিঠে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম।
আপনাদের আকাংখিত এ পথকে আরো সুগম করার লক্ষ্যে আমরা আছি আপনাদের সাথে। আগামী ১৪-১৬ মার্চ পর্যন্ত Polytechnic Point Coaching Center উভয় শিফটে ফ্রি ট্রায়াল ক্লাস চলবে। যাচাই ক্লাস করেই আপনি সিদ্ধান্ত নিবেন।
*১ম শিফটের শিক্ষার্থীদের ট্রায়াল ক্লাস ১.৩০- ৩.৩০
*২য় শিফটের শিক্ষার্থীদের ট্রায়াল ক্লাস ১১.০০- ১.০০
আগামী ১৮ই মার্চ শনিবার থেকে মূল ব্যাচের ক্লাস শুরু হবে।
☎01736724842
12/02/2023
১ম বর্ষের নতুন শিক্ষার্থীদের, এডভান্স ব্যাচের নিয়মিত ক্লাস চলছে প্রতিদিন সকাল ১১-১ টা পর্যন্ত। ফ্রি যাচাই ক্লাস করে, আপনার ভর্তি নিশ্চিত করতে কল করুন।
☎01736724842
10/02/2023
১ম বর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য, Polytechnic Point Coaching Center প্রাথমিক ব্যাচের ফ্রি ক্লাস আগামিকাল শনিবার সকাল ১১ টায়।
☎01736724842
স্থানঃ চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এর হোস্টেলে গেইট, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশে।
07/02/2023
১ম বর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য Polytechnic Point Coaching Center এর প্রাথমিক ম্যাচ শুরু হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারী থেকে। যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন বা ভর্তির জন্য যোগাযোগ করেছেন তাদের কোচিং শুরু ১১ ফেব্রুয়ারী, শনিবার সকাল ১১ টা থেকে। ইন্সটিটিউট এ ক্লাস শুরু হলে পরবর্তীতে আরও নতুন ব্যাচ চালু করা হবে। যারা সময়ের সাথে এগিয়ে থাকতে চান, তাদের জন্য এই এডভান্স ব্যাচ এটা।
ভর্তির জন্য যোগাযোগ ☎ 01736724842
04/02/2023
মেধাবীদের ভূবনে তোমাদের স্বাগতম🎀
মার্চ থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ। সময়ের সাথে নিজেকে এগিয়ে রাখতে আজই যোগাযোগ করো।
☎01736724842
14/11/2022
#নোটিশ 📛
৪র্থ সেমিস্টারের পর্বমধ্য পরিক্ষার রুটিন...
আগামীকাল ১৫ নভেম্বর, মঙ্গলবার পলিটেকনিক পয়েন্ট কোচিং এর মান্থলি মডেল টেস্ট। আগামীকাল math-2 পরীক্ষা হবে। ৩০ নাম্বারের পরীক্ষা হবে, মিডের সিলেবাসের উপর।
★পরীক্ষাটি ২য় পর্বের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সময়-
*১ম শিফট এর শিক্ষার্থীদের জন্য ১.৩০-২.৩০
*২য় শিফট এর শিক্ষার্থীদের জন্য ১২.০০-১.০০
☎01736724842
05/11/2022
একমাত্র আমরাই দিচ্ছি, দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে তৈরি সকল বিষয়ের হ্যান্ডনোট ও সাজেশন। যা শিক্ষার্থীদের পড়াশোনাকে করবে আরো গতিশীল।
এত এত সুযোগ মিস করতে না চাইলে এখনই যোগাযোগ করো ☎01736724842
29/10/2022
কিডনি ও পানির নিষ্কাশন বিষয় নিয়ে ভাবনাঃ
****************************************
খলিফা হারুনুর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"
খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"
বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"
খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"
হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"
খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"
খলিফা বললেন, "বলো।"
বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"
-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"
হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"
শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তাহলো কিডনি। করাচির এক ডাক্তারকে (কিডনি বিশেষজ্ঞ) একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, "বিজ্ঞান এখন এতো উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন?"
ডাক্তারের উত্তরটি ছিলো খুবই আশ্চর্যজনক।
তিনি বলেছিলেন, "সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন। কারণ আল্লাহ তায়ালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সুক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সুক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক (sensor)। এই মস্তিষ্ক ফায়সালা করে যে, এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দেওয়া চাই। তার ফায়সালা শতভাগ সঠিক হয়।
ফলে আমরা যদি কোটি কোটি টাকা ব্যয় করে কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলি, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন।"
পানি পান এবং নিষ্কাশনের প্রক্রিয়াটি খুব করে মনে পড়ে যখন সূরা যারিয়াতের ২০-২১ নং আয়াত পড়ি। সেখানে মহান রব বলেছেন-
"বিশ্বাসীদের জন্য আল্লাহর মহিমার অসংখ্য নিদর্শন রয়েছে জমিনের বুকে, যেমন আছে তোমার নিজের মধ্যেও। এরপরও কি তোমারা সত্য অনুধাবন করবে না?"।
(কপি)
25/10/2022
১. এটা মোটেও রহস্যময় কোনো ইভেন্ট না। ইভেন এটা জাহাজ না। এটাকে বলে বার্জ। নরমালি এটার উপরে খোলা, সাইডে রেলিং দেয়া। ভেতরে ছোটখাটো স্টেডিয়ামের মতো মনে হবে দেখতে। বিভিন্নরকম কার্গো এটাতে লোড করা যায়৷
২. এটা জনশূন্য কারণ এটাতে কোনো মানুষ থাকে না। এটাতে মানুষ থাকার কোনো কেবিন নেই।
৩. এটাকে সামনে থেকে মোটা রশি দিয়ে টেনে নিয়ে যায় একটা ছোট জাহাজ। সেটাকে বলে টাগ। পুরো ব্যাপারটাকে বলে টোয়িং। ছোট জাহাজটাও কাইন্ড অফ সাপোর্টিং জাহাজ৷ সাইজে ছোট হলেও সেটার ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি৷ এত বড় বার্জটাকে ইজিলি টেনে নিয়ে যেতে পারে। তবে ঝড়ের সাথে সেটা হয়তো টিকে থাকতে পারেনি এটা সহ৷ রশি ছিঁড়ে কন্ট্রোলের বাইরে চলে এসেছে। অন্য কোনো ইস্যুও হতে পারে৷ ইভেন ছোট জাহাজটার কোনো এক্সিডেন্টও হতে পারে।
৪. বাংলাদেশের অসংখ্য নদীতে আপনি এই বার্জটার ছোট সাইজের অনেক বার্জ দেখবেন৷ ইভেন আমি আশুলিয়াতেও দেখেছি৷ পণ্য পরিবহনের চেয়ে আমাদের দেশে রিভার কন্সট্রাকশনে এটার ব্যবহার বেশি।
৫. যে পরিমাণ মালামাল এটাতে বোঝাই করা যায় সে পরিমাণ মালামাল বোঝাই করা যাবে এমন একটা জাহাজের চেয়ে এটার দাম অনেক অনেক কম। শর্ট ডিসটেন্সে পণ্য পরিবহনে এটা বেশ ফ্ল্যাক্সিবল। ফর এক্সাম্পল, ইন্দোনেশিয়া- মালায়েশিয়া- সিংগাপুর কাছাকাছি দেশ হওয়ায় সেখানে এটার ব্যবহার অনেক বেশি৷
৬. এটা কোন দেশি বা কার বার্জ সেটার খোঁজ বের হয়ে যাবে দ্রুত আই হোপ৷ যার মাল সে-ই খুঁজে বের করবে। যদি না করে তাহলেও সেটা ভূতুড়ে কিছু না। না খুঁজে বের করলেই বরং ওউনারের লাভ বেশি। জাহাজ ব্যবসা মাফিয়া ব্যবসা ভাই। অনেক টাকার খেলা৷ অনেক ব্যাপার স্যাপার আছে৷ ইন্সুরেন্সের ইস্যু আছে।
৭. এটাকে ঘিরে কল্পকাহিনী বানানো, রোমাঞ্চিত হওয়া সম্ভবত উচিত না৷ এভাবে খবর বানিয়ে প্যানিক সৃষ্টি করাও ঠিক না। খুব স্বাভাবিক সাধারণ একটা ঘটনা।
জাহাজে চাকরি করে খাই বলে টুকটাক কিছুটা জানি তাই লিখলাম। জাহাজে চাকরি না করলে হয়তো বা কিছুই জানতাম না। লিখতেও পারতাম না। তবে মেইনস্ট্রিম পত্রিকাগুলোর উচিত আরেকটু রয়ে সয়ে লেখা৷ এভাবে লিখে সিভিল লাইফে ভয় ধরানোর মতো ফিল দেয়াটা মোটেও সুন্দর না...
- তানভীর মেহেদী
মেরিনার
04/10/2022
পলিটেকনিক পয়েন্ট এ ২য় পর্বের সকল ডিপার্টমেন্টের ক্লাস শুরু হচ্ছে ১০ অক্টোবর। ডিপার্টমেন্ট ও শিফট ভিত্তিক আলাদা ব্যাচ ও রয়েছে। আপনার ব্যাচে ভর্তি নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন
☎01736724842
17/09/2022
ফ্রি -ওরিয়েন্টেশন ও যাচাই ক্লাস
📣 সু-খবর
প্রিয় শিক্ষার্থীরা আমাদের ফ্রি ওরিয়েন্টেশন ও যাচাই ক্লাস আগামী ১,২,৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।
আমাদের আসন সংখ্যা সীমিত হওয়ায় আমরা শুধুমাত্র অনলাইনে রেজিস্টেশনকারী শিক্ষার্থীদের ফ্রি-ওরিয়েন্টেশন ও যাচাই ক্লাস করার সুযোগ দিচ্ছি।
রেজিস্টেশনের জন্য নিচের লিংকে গিয়ে ফরমটি পূরণ করলেই হবে।
ফ্রি -ওরিয়েন্টেশন ও যাচাই ক্লাস
১,২,৩ অক্টোবর ২০২২
16/09/2022
২০২২ প্রবিধানের
সকল ডিপার্টমেন্টের ও পর্বের বইয়ের তালিকা
09/07/2022
সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের, পলিটেকনিক পয়েন্ট কোচিং এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
োবারক🌙
📞 01736724842
01/07/2022
আলহামদুলিল্লাহ্
আজকের "ম্যাথমেটিক্স-০১" পরীক্ষার প্রায় সবগুলো ম্যাথই আমাদের ''মাসিক মডেল টেস্ট" পরীক্ষার প্রশ্নের সাথে কমন ছিল। (ভিন্নতা ছিল শুধু মাত্র ফিগারে)
একঝাক মেধাবী শিক্ষকের দীর্ঘদিনের মেধা, শ্রম ও অভিজ্ঞতার ফসল এটি।
30/06/2022
পলিটেকনিক পয়েন্টে পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মধ্যমে তাদেরকে প্রস্তুত করা ও পরীক্ষা ভীতি কাটিয়ে তোলার লক্ষ্যে নিয়মিত "মাসিক মডেল টেস্ট" পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়।
এবারের মাসিক মডেল টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ করে তাদেরকে উৎসাহিত করা হয়েছে।
মিডটার্ম পরীক্ষার পর ফাইনাল পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে ইনশাআল্লাহ শুরু হচ্ছে আরও নতুন ৩টি ব্যাচ
ইতিমধ্যে ফোন করে এবং ইনবক্সে অনেকেই আসন নিশ্চিত করেছেন।
আর মাত্র অল্প কিছু সংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন
☎️ +8801736724842
26/06/2022
জরুরী নোটিশ
অনিবার্য কারণ বশতঃ ৩য় পর্বের ২৯ জুন ও ৩০ জুন তারিখের পরীক্ষা পরিবর্তন করা হয়েছে।
25/06/2022
পর্বমধ্য পরীক্ষা (মিডটার্ম) এর সুচীঃ
22/06/2022
পলিটেকনিক পয়েন্ট এ ১ম ও ২য় বর্ষের সকল ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচে নিয়মিত ক্লাস চলছে। শিফট ভিত্তিক আলাদা ব্যাচ ও রয়েছে। আপনার ব্যাচে যোগ দিতে যোগাযোগ করুন
☎01736724842
19/06/2022
আপনি আসেন বা নাই আসেন, ক্লাস-মডেলটেস্ট কিন্ত নিয়মিতই চলছে। সময়ের সাথে নিজেকে প্রস্তুত করতে আজই যোগাযোগ করুন।
☎01736724842
01/06/2022
পলিটেকনিক পয়েন্ট এ ১ম ও ২য় বর্ষের সকল ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচে নিয়মিত ক্লাস চলছে। শিফট ভিত্তিক আলাদা ব্যাচ ও রয়েছে। আপনার ব্যাচে যোগ দিতে যোগাযোগ করুন
☎01736724842
20/05/2022
১ম পর্বের সকল ডিপার্টমেন্টের যাচাই ক্লাস শেষ হয়েছে গতকাল।আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে সকল ডিপার্টমেন্টের কোর্স।
★আগামী কাল সকাল ১১ টা থেকে ক্লাস শুরু
* Civil A2+B2
* Electronics A2+B2
* Mechanical A2+B2
* Computer A2+B2
★আগামী কাল দুপুর ১.৩০ টা থেকে ক্লাস শুরু
* Civil A1+B1
* Electronics A1+B1
* Mechanical A1+B1
* Computer A1+B1
➡ আপনার আসন টি নিশ্চিত করতে এখনই কল করুন ☎ 01736724842
18/05/2022
কোথায় পড়বেন, কারা পড়াচ্ছেন
এগুলো যাচাই করে তারপর ভর্তি হোন।
একমাত্র ''পলিটেকনিক পয়েন্ট'' দিচ্ছে ফ্রি যাচাই ক্লাস করে ভর্তির সুযোগ।
তাই আজই যোগাযোগ করুন
+8801736724842
08/05/2022
#ভর্তি_চলছে
পলিটেকনিক পয়েন্ট হচ্ছে, সরকারি/ বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীদের জন্য একটি নিয়মিত কোচিং।
★এখানে পলিটেকনিক ইন্সটিটিউট এর সেরা শিক্ষক ও পাশ করা মেধাবী শিক্ষার্থী (ডুয়েট এডমিশন কোচিং করা এবং প্রত্যেকের CGPA 3.5+) দ্বারা পাঠদান করা হয়।
★আলাদা আলাদা বিষয়ের জন্য, ঐ ডিপার্টমেন্টের স্পেশাল টিচার দেয়া হয়।
★পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্পেশাল ব্যাবস্থা তো থাকছেই।
★প্রতিমাসে মডেল টেস্ট নেয়া হয়, যাতে নিজেই নিজের অগ্রগতি বুঝতে পারে।
★ পরীক্ষার ফলাফল অনুযায়ী সেরা শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
★আর সকল ধরনের সাপোর্ট তো থাকছেই
➡প্রতিটা ডিপার্টমেন্টের সব পর্বের ক্লাস শুরু হচ্ছে ১০ই মে থেকে। এছাড়া আমাদের কোন ভর্তি ফি নেই।
তোমার সাফল্য, আমাদের দায়িত্ব।
স্থানঃ চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট হোস্টেল গেইট।
যোগাযোগ ☎ 01736724842
06/05/2022
★১ম বর্ষের ক্লাস শুরু ৮ই মে,
★২য়, ৩য়, ৪থ বর্ষের ক্লাস শুরু ৭ই মে,
ক্লাসের সময়:
১ম শিফট- সকাল ৭.৩০মিঃ,
২য় শিফট- দুপুর ১.৩০মিঃ
★সকল বর্ষের কোচিং শুরু হবে ১০ই মে থেকে।
➡১ম শিফটের শিক্ষার্থীরা ক্লাস টাইমের পরে কোচিং করতে পারবে,
➡২য় শিফটের শিক্ষার্থীরা ক্লাস টাইমের আগে কোচিং করতে পারবে,
☎ 01736724842
02/05/2022
ঈদ মোবারক🌙
সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের, পলিটেকনিক পয়েন্ট কোচিং এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
োবারক🌙
📞 01736724842
24/04/2022
পলিটেকনিক পয়েন্ট হচ্ছে, সরকারি/ বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীদের জন্য একটি নিয়মিত কোচিং।
★এখানে পলিটেকনিক ইন্সটিটিউট এর সেরা শিক্ষক ও পাশ করা মেধাবী শিক্ষার্থী (ডুয়েট এডমিশন কোচিং করা এবং প্রত্যেকের CGPA 3.5+) দ্বারা পাঠদান করা হয়।
★আলাদা আলাদা বিষয়ের জন্য, ঐ ডিপার্টমেন্টের স্পেশাল টিচার দেয়া হয়।
★পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্পেশাল ব্যাবস্থা তো থাকছেই।
★প্রতিমাসে মডেল টেস্ট নেয়া হয়, যাতে নিজেই নিজের অগ্রগতি বুঝতে পারে।
★আর সকল ধরনের সাপোর্ট তো থাকছেই
প্রতিটা ডিপার্টমেন্টের সব পর্বের ক্লাস শুরু হচ্ছে ১০ই মে থেকে। এছাড়া আমাদের কোন ভর্তি ফি নেই।
স্থানঃ চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট হোস্টেল গেইট।
যোগাযোগ ➡ 01736724842
20/04/2022
#পর্ব_পরিকল্পনা_২০২২
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষা বর্ষপঞ্জি (মে,২০২২ থেকে সেপ্টেম্বর,২০২২)
➡ ক্লাস শুরু ৭-৩০ মে ২০২২ খ্রিস্টাব্দ
➡ পর্বমধ্য পরীক্ষা ২৫-৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ
➡ পর্ব সমাপনী ৬-৩১ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ
➡ তৃতীয় পর্বের ব্যবহারিক পরীক্ষা ১-৪ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ
➡ ব্যবহারিক পরীক্ষা ১-৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ
➡ অষ্টম পর্বের শিল্প-কারখানা বাস্তব প্রশিক্ষণ শুরু অব্যাহত ১০-৩০ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
📞01736724842
13/04/2022
সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের, পলিটেকনিক পয়েন্ট কোচিং এর পক্ষ থেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
#শুভ_নববর্ষ_১৪২৯
📞 01736724842
13/04/2022
যেমন হবে ২০২২ প্রবিধানঃ
➡১। কোর্সের নাম হবে "ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং"।
➡২। ৪ বছর মেয়াদী (৮ সেমিস্টার)।
➡৩। মোট ১৫০-১৬০ ক্রেডিট।
➡৪। ১ম থেকে ৭ম পর্ব পর্যন্ত সকল উত্তরপত্র বোর্ড কর্তৃক মূল্যায়ন হবে।
➡৫। ১ম থেকে ৭ম পর্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
➡৬। ৮ম পর্ব শিল্প কারখানা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
➡৭। ১ম থেকে ৬ষ্ঠ পর্বে ৪ বা ততোধিক বিষয়ে (তাত্ত্বিক/ব্যবহারিক) রেফার্ড এলে ড্রপ আউট।
➡৮। ৭ম পর্বে ৪ বা ততোধিক বিষয়ে (তাত্ত্বিক/ব্যবঃ) রেফার্ড এলে ড্রপ আউট হবে না।
➡৯। এইচএসসি (ভোকেশনাল) এর পাসকৃত শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি শূন্য আসনে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
➡১০। এইচএসসি (বিজ্ঞান) এর পাসকৃত শিক্ষার্থীরা শূন্য আসনে ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
➡১১। রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ভর্তির বছর থেকে পরবর্তী ৮ (আট) বছর পর্যন্ত থাকবে।
➡১২। পর্ব ভিত্তিক গ্রেড পয়েন্টের গুরুত্ব নিম্নরূপঃ
১ম = ৫%
২য় = ৫%
৩য় = ১০%
৪র্থ = ১০%
৫ম = ২০%
৬ষ্ঠ = ২০%
৭ম = ২০%
৮ম = ১০%
©️
01736724842
12/04/2022
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২২ প্রবিধান।
01736724842